WBCHSE Class 11 History Question Paper 2015 | একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্নপত্র ২০১৫

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HISTORY (XI)
(New Syllabus )
2015
Time : 3 hours 15 Minutes
Full Marks : 80

1. সঠিক উত্তরটি নির্বাচন করো ( বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী) : 1×24=24

(i) ভারতে পুরাণের সংখ্যা হল—
(a) 15 টি (b) 16 টি (c) 18 টি (d) 22 টি

উত্তরঃ (c) 18 টি

(ii) ইংরেজিতে ‘প্রি – হিস্ট্রি’কথাটি প্রথম ব্যবহার করেন—
(a) পল তুর্নাল (b) ড্যানিয়েল উইলসন
(c) রাঙ্কে (d) লর্ড অ্যাক্টন

উত্তরঃ (b) ড্যানিয়েল উইলসন

(iii) ‘ইতিহাসের জনক’ বলা হয়—
(a) সক্রেটিস (b) হেরোডোটাস (c) প্লেটো
(d) জাস্টিন-কে

উত্তরঃ (b) হেরোডোটাস

(iv) পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হলো—
(a) কাটারি বা ছোরা (b) ধারালো অস্ত্র
(c) পাথরের টুকরো (d) হাত কুঠার

উত্তরঃ d) হাত কুঠার

(v) নব প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল—
(a) আগুনের আবিষ্কার
(b) লোহার ব্যবহার
(c) তামার ব্যবহার
(d) কৃষি প্রযুক্তির ব্যবহার

উত্তরঃ (d) কৃষি প্রযুক্তির ব্যবহার

(vi) নিচের কোন সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন ?
(a) সিন্ধু সভ্যতার মানুষ
(b) মিশরীয় সভ্যতার মানুষ
(c) সুমেরীয় সভ্যতার মানুষ
(d) মেসোপটেমিয়ার মানুষ

উত্তরঃ (c) সুমেরীয় সভ্যতার মানুষ

(vii) গ্রিসের নগর-রাষ্ট্রগুলির অন্যতম অংশ
ছিল—
(a) অক্টোপালিস (b) নেক্রোপলিস
(c) পার্শিপলিস (d) অ্যাগোরা

বিকল্প সমূহ:

(a) a, d ঠিক এবং b, c ভুল
(b) a, b, d ঠিক এবং c ভুল
(c) a, c, d ঠিক এবং b ভুল
(d) a, b ঠিক এবং c,d ভুল

উত্তরঃ (a) a, d ঠিক এবং b, c ভুল

(viii) প্লেটোর মতে একটি আদর্শ পলিসের জনসংখ্যা হওয়া উচিত—
(a) 10000 (b) 20000 (c) 4000
(d) 5000

উত্তরঃ (d) 5000

(ix) ষোড়শ মহাজনপদ এর মধ্যে যেটি দক্ষিণ ভারতের অবস্থিত সেটি হল—
(a) বৃজি (b) কম্বোজ (c) অস্মক
(d) শুরসেন

উত্তরঃ (c) অস্মক

(x) ক-এ স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মেলাও:

ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) মুদ্রারাক্ষস (A) জিয়াউদ্দিন বরনি
(ii) দ্য প্রিন্স (B) সিসেরো
(iii) দ্য রিপাবলিক (C) বিশাখদত্ত
(iv) তারিখ-ই-ফিরোজশাহি (D) ম্যাকিয়াভেলি

বিকল্প সমূহ:

(i) a-a, b-d, c-b, d-c
(ii) a-d, b-a, c-c, d-b
(iii) a-c, b-d, c-b, d-a
(iv) a-c, b-d, c-a, d-b

উত্তরঃ (iii) a-c, b-d, c-b, d-a

(xi) ইংরেজিত ‘mandarin’ শব্দটি এসেছে—
(a) পোর্তুগিজ শব্দ থেকে
(b) ল্যাটিন শব্দ থেকে
(c) ফরাসি শব্দ থেকে
(d) ডাচ শব্দ থেকে

উত্তরঃ (a) পোর্তুগিজ শব্দ থেকে

(xii) টমাস ক্রমওয়েল ‘act of supremacy’ ঘোষণা করেন—
(a) 1530 খ্রিস্টাব্দে (b) 1534খ্রিস্টাব্দে
(c) 1536 খ্রিস্টাব্দে (d) 1539 খ্রিস্টাব্দে

উত্তরঃ (b) 1534খ্রিস্টাব্দে

(xiii) রোমে পালিয়ে যাওয়া ক্রীতদাসকে কি বলা হত ?
(a) ভার্নি (b) গ্যাডিয়েটার (c) প্যাট্রিসিয়ান
(d) ম্যানুমিসিও

উত্তরঃ (d) ম্যানুমিসিও

(xiv) ম্যানর ব্যবস্থার আর এক নাম ছিল—
(a) সামন্ত ব্যবস্থা (b) গ্রামীণ ব্যবস্থা
(c) সিনোরীয় ব্যবস্থা (d) ইনভেস্টিচার ব্যবস্থা

উত্তরঃ (a) সামন্ত ব্যবস্থা

(xv) প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ন শুরু হয়েছিল—
(a) খ্রিস্টপূর্ব প্রথম শতকে
(b) খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকে
(c) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে
(d) খ্রিস্টীয় ষষ্ঠ শতকে

উত্তরঃ (c) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে

(xvi) গ্রিক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজের কটি জাতির উল্লেখ করেছেন ?
(a) 4 টি  (b) 5 টি  (c) 6 টি  (d) 7 টি

উত্তরঃ (d) 7টি

(xvii) নুরজাহানের প্রকৃত নাম ছিল—
(a) নুর-এ-আলম (b) লাডলি বেগম
(c) মেহেরউন্নিসা (d) আর্জুমন্দ বানু বেগম

উত্তরঃ (c) মেহেরউন্নিসা

(xviii) স্পার্টার সমাজ ছিল—
(a) হেলট (b) পেরিওকয় (c) প্যাট্রিসিয়ান
(d) স্পার্টান

বিকল্প সমূহ:

(i) a ঠিক এবং b, c, d ভুল
(ii) b, c ঠিক এবং a, d ভুল
(iii) a, b, c ঠিক এবং d ভুল
(iv) a, b, d ঠিক এবং c ভুল

উত্তরঃ (iv) a, b, d ঠিক এবং c ভুল

(xix) সম্রাট আকবর ইবাদতখানা গঠন করেন—
(a) আগ্রাতে (b) রাজস্থানে (c) বাংলায়
(d) ফতেপুর সিক্রিতে

বিকল্প সমূহ:
(i) A,bঠিক এবং c,d ভুল
(ii) B,d ঠিক এবংa,c ভুল
(iii) A,c,d ঠিক এবং b ভুল
(iv) d ঠিক এবং a,b,c ভুল

উত্তরঃ (iv) d ঠিক এবং a,b,c ভুল

(xx) প্রথম ক্রুসেড বা ধর্ম যুদ্ধ শুরু হয়েছিল—
(a) 1095 খ্রিষ্টাব্দে (b) 1096 খ্রিস্টাব্দে
(c) 1203 খ্রিস্টাব্দে (d) 1292 খ্রিস্টাব্দে

উত্তরঃ (b) 1096 খ্রিস্টাব্দে

(xxi) প্রথম খলিফা হলেন—
(a) ওমর (b) আবু বকর (c) ওসমান
(d) আলি

উত্তরঃ b) আবু বকর

(xxii) কোন দেশে প্রথম মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় ?
(a) ইংল্যান্ড (b) জার্মানি (c) চিন-এ
(d) ভারত

উত্তরঃ (b) জার্মানি

(xxiii) প্রদত্ত কোন্ টিকে ‘নতুন বিশ্ব’ বলা হত ?
(a) আফ্রিকা (b) আমেরিকা (c) এশিয়া
(d) ইউরোপ

উত্তরঃ (b) আমেরিকা

(xxiv) ‘principia’ গ্রন্থটি রচনা করেছিলেন—
(a) টাইকো ব্রাহে (b) নিউটন
(c) কোপার্নিকাস (d) জিওরদানো ব্রুনো

উত্তরঃ (b) নিউটন

GROUP – B

2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 1×16=16

(i) ‘প্রি-হিস্ট্রি’বলতে কী বোঝো ?

উত্তরঃ যে-পর্যায়ের ইতিহাসচর্চার জন্য কোনোরকম লিখিত তথ্য পাওয়া যায় না সেই পর্যায়কে প্রাক-ইতিহাস বা Pres history বলা হয়।

(ii) ভারতে ‘সাবঅলটার্ন স্টাডিজ’ গ্রন্থ প্রকাশ করে কে প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন ?

উত্তরঃ ড. রণজিৎ গুহ।

অথবা,

জেমস ভারতের ইতিহাসকে কি কি ভাগে ভাগ করেছেন ?

উত্তরঃ জেমস মিল ভারতের ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করেছেন। এগুলি হল— (i) হিন্দু যুগ, (ii) মুসলিম যুগ, (iii) ব্রিটিশ যুগ।

(iii) কোন্ সময়কাল ‘আদি-মধ্যযুগ’ হিসেবে চিহ্নিত ?

উত্তরঃ ৪৭৬ খ্রিস্টাব্দ ১৪৫৩ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ইউরোপে মধ্যযুগ হিসেবে চিহ্নিত। ৬০০ খ্রিস্টাব্দ – ১২০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ছিল ভারতে আদি-মধ্যযুগ’।

(iv) কোন প্রাচীন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায় ?

উত্তরঃ বৌদ্ধগ্রন্থ অঙ্গুত্তরনিকায়, জৈন গ্রন্থ ভগবতীসূত্র, হিন্দু পুরাণ প্রভৃতি গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায়।

(v) পলিশ কি ?

উত্তরঃ গ্রিসে যে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলির যাবতীয় কাজকর্মে নাগরিকরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করত, ওই ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে গ্রিক ভাষায় ‘পলিস’ বলা হত।

অথবা,

অলিম্পিক খেলা প্রথম কখন শুরু হয়েছিল ?

উত্তরঃ উত্তর ৭৭৬ খ্রিস্টপূর্বাব্দে গ্রিসে প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছিল।

(vi) ‘ধর্মাশ্রয়ী রাষ্ট্র’ বলতে কী বোঝায় ?

উত্তরঃ ঈশ্বরতান্ত্রিক রাষ্ট্র হল ধর্মাশ্রয়ী বা পুরোহিততান্ত্রিক রাষ্ট্র। এরূপ রাষ্ট্রে ধর্ম ও রাজনীতির মধ্যে গভীর সম্পর্ক তাকে এবং যাজক বা পুরোহিতদের দ্বারা রাষ্ট্রের রাষ্ট্রনীতি পরিচালিত হয়।

অথবা,

সিসেরো কে ছিলেন ?

উত্তরঃ মার্ক তুন্নি সিসেরো (১০৬–৪৩ খ্রিস্টপূর্ব) সে-যুগের শ্রেষ্ঠ রোমান বাপ্পী ও চিন্তাবিদ। শুধু তাই নয় তিনি ছিলেন দার্শনিক, রাজনীতিবিদ, আইনজ্ঞ, সংবিধান বিশ্লেষক এবং রাজার পরামর্শদাতা।

(vii) অর্থশাস্ত্রের বিষয়বস্তু কী ?

উত্তরঃ অর্থশাস্ত্র গ্রন্থের মূল বিষয়বস্তু হল রাষ্ট্রনীতি। এ ছাড়া এই গ্রন্থটি থেকে মৌর্য যুগের ভারতের সমাজ, অর্থনীতি, প্রশাসন, রাষ্ট্রনীতি প্রভৃতি সম্পর্কে বিস্তৃত ও নির্ভরযোগ্য বর্ণনা পাওয়া যায়।

(viii) কে নিজেকে ‘supreme head of the church’ বলেছিলেন ?

উত্তরঃ ইংল্যান্ডরাজ অষ্টম হেনরি।

অথবা,

প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান বলতে কী বোঝো‌ ?

উত্তরঃ রোমান সাম্রাজ্যে অভিজাত শ্রেণি ‘প্যাট্রিসিয়ান’ এবং সাধারণ মানুষ ‘প্লেবিয়ান’ নামে পরিচিত ছিল।

(ix) গিল্ড কি ছিল ?

উত্তরঃ মধ্যযুগে ইউরোপে বণিক ও কারিগর শ্রেণি নিজেদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে যে বিভিন্ন ধরনের সংঘ বা সমিতি গড়ে তুলেছিল তা গিল্ড নামে পরিচিত। খ্রিস্টীয় একাদশ-দ্বাদশ শতকে ইংল্যান্ডে সর্বপ্রথম ব্যবসায়ীদের গিল্ড প্রতিষ্ঠিত হয়।

অথবা,

‘ফিয়েফ’ কী ?

উত্তরঃ সামন্ততন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল উর্ধ্বতনের কাছে অধঃস্তনের আনুগত্য প্রদর্শন। এর বিনিময়ে অধঃস্তন, ঊর্ধ্বস্তনের নিকট থেকে যে রাজ্যাংশ পেতেন তা ‘ফিয়েফ’ নামে পরিচিত।

(x) ‘ভ্যাসাল’ কাদের বলা হত ?

উত্তরঃ সামন্ততন্ত্রের পিরামিডে ঊর্ধ্বতন ব্যক্তির পর যে অধঃস্তন ব্যক্তি থাকতেন তাকে ‘ভ্যাসাল’ (Vasal) বলা হত।

(xi) ‘অগ্রহার প্রথা’ বলতে কী বোঝ ?

উত্তরঃ ভারতে খ্রিস্টীয় তৃতীয় শতকের পরবর্তীকালে পুণ্য অর্জনের উদ্দেশ্যে ব্রাক্ষ্মণকে ও ধর্ম প্রতিষ্ঠানে নিষ্কর জমি
করার প্রথা চালু হয়। এই প্রথা ‘অগ্রহার’ বা ‘ব্রহ্মদেয়’ নামে পরিচিত।

অথবা,

‘কর্ভি’ কী ছিল ?

উত্তরঃ সপ্তাহে ২ থেকে ৩ দিন কৃষক বাধ্যতামূলকভাবে বিনা পারিশ্রমিকে প্রভুর জমিতে শ্রম দিতে রাস্তা ও সেতু তৈরিতে বাধ্য ছিল। এই শ্রম ‘কর্ভি’ (Corvee) নামে পরিচিত ছিল।

(xii) ‘স্ত্রীধন’ কী ?

উত্তরঃ অর্থনৈতিক অধিকারের নানা নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রাচীন যুগের নারী কিছু কিছু অর্থনৈতিক অধিকার ভোগ করত। তারা কিছু সম্পত্তিও রাখার অধিকার পেত। নারীর এই সম্পত্তি ‘স্ত্রীধন’ (Streedhan) নামে পরিচিত।

অথবা,

‘অগ্নিকূল’ তত্ত্বটির প্রবক্তা কে ?

উত্তরঃ ‘অগ্নিকূল’ তত্ত্বের প্রবক্তা ছিলেন ব্রাক্ষ্মণ কবি চাঁদ বরদাই’।

(xiii) পতিত ক্ষত্রিয় কাদের বলা হত ?

উত্তরঃ মৌর্য ও মৌর্যোত্তর যুগে ভারতে বিভিন্ন বিদেশি ও অনার্য জাতি যেমন—শক, হুন, যবন, মল্ল প্রভৃতি ভারতে পাকাপাকি ভাবে বসবাস শুরু করে নিজেদেরকে ভারতীয় সমাজের অঙ্গীভূত করে নেয়। এই জাতিগোষ্ঠীগুলিই ব্রাত্যক্ষত্রিয় বা পতিত ক্ষত্রিয় নামে পরিচিত ছিল।

(xiv) ‘আধুনিক বিজ্ঞানের জনক’ কাকে, কেন বলা হয় ?

উত্তরঃ আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় বিজ্ঞানী রবার্ট বয়েল-কে। তিনিই প্রথম অপরসায়নবিদ্যার ব্যর্থতা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।

অথবা,

‘Two New Sciences’ গ্রন্থটির রচয়িতা কে ?

উত্তরঃ খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলেই।

(xv) অ্যালকেমি বলতে কী বোঝ ?

উত্তরঃ প্রাচীন কাল থেকে মধ্যযুগ পর্যন্ত সময়ে যুক্তি ও আধুনিক বিজ্ঞান নির্ভরতাহীন যে রসায়নবিদ্যার চর্চা ইউরোপে জনপ্রিয়তা লাভ করেছিল তা ‘অপরসায়নবিদ্যা’ বা ‘অ্যালকেমি’ নামে পরিচিত।

(xvi) কত খ্রিস্টাব্দে, কে ব্রাজিল আবিষ্কার করেন ?

উত্তরঃ পেড্রো আলভারেজ কেরাল ১৫০০ খ্রিস্টাব্দে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ব্রাজিল আবিষ্কার করেন।

GROUP – C

3. Answer the following questions: 8×5=40

(a) চারটি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখা এই সভ্যতা গুলি নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন?

অথবা,

কিভাবে পরিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারি খাদ্য সংগ্রহক থেকে স্থানীয় বসবাসকারী তে পরিণত হয় ?

(b) সংক্ষেপে লেখ: নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের অবদান।

অথবা,

সম্রাজ্য বলতে কী বোঝায়? মৌর্য ও ম্যাসিডনীয় সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো।

(c) মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানর প্রথার প্রধান বৈশিষ্ট্যাবলি উল্লেখ করো।

অথবা,

ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দ্রো- লোম বাণিজ্যের প্রভাব কি ছিল? ভারতীয় উপমহাদেশের তৃতীয় নগনারায়ণের কারণ গুলি কি কি ?

(d) প্রাচীন মিশরে ক্লিওপট্রার পরিচয় ও কার্যাবলি সম্পর্কে আলোচনা করো।

অথবা,

রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতের জাতীয় জীবনে তাদের অবদানের কথা উল্লেখ করো।

(e) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে নতুন ধরনের ধর্মীয় আন্দোলন গুলির উত্থানের পটভূমি লেখ।

CLASS 11 HISTORY QUES PAPER
2014 2015 2016 2017 2018
2019 2020 NoEx 2022 2023

This Post Has 8 Comments

Leave a Reply