WBCHSE Class 11 History Question Paper 2016 | একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্নপত্র ২০১৬

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HISTORY (XI)
(New Syllabus )
2016
Time : 3 hours 15 Minutes
Full Marks : 80

1. সঠিক উত্তরটি নির্বাচন করো (বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি) 1×24=24

(i) ‘অর্থশাস্ত্রের’ লেখক হলেন—
(a) মেগাস্থিনিস (b) কৌটিল্য
(c) কালিদাস (d) সন্ধ্যা কর নন্দী

উত্তরঃ (b) কৌটিল্য।

(ii) ‘প্রায় ইতিহাস’ শব্দটির অর্থ হল—
(a) ইতিহাসের আগের যুগ
(b) ইতিহাসের পরের যুগ
(c) প্রাক-ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল
d) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না

উত্তরঃ (c) প্রাক-ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল।

(iii) আমীর খসরু রচিত গ্রন্থটির নাম হল—
(a) তারিখ-ই-ফিরোজশাহি
(b) কিরান-উস-সদাইন
(c) আকবরনামা
(d) বাদশাহনামা

উত্তরঃ (b) কিরান-উস-সদাইন

(iv) ‘অরিজিন অব স্পিসিজ’ রচনা করেন—
(a) কার্ল মার্কস (b) মর্গান (c) ডারউইন
(d) তুর্নাল

উত্তরঃ (c) ডারউইন

(v) মিশরের সবথেকে বড়ো পিরামিড হল—
(a) খুফুর (b) নেফরার (c) মেনকুরার
(d) রামসিস-এর

উত্তরঃ (a) খুফুর

(vi) সুমেরীয় সমাজ বিভক্ত ছিল—
(a) একটি শ্রেণিতে (b) দুটি শ্রেণিতে
(c) তিনটি শ্রেণিতে (d) চারটি শ্রেণিতে

উত্তরঃ (c) তিনটি শ্রেণিতে

(vii) মহাজনপদগুলির উত্থান হয়—
(a) তিনি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে
(b) খ্রিস্টপূর্ব ষষ্ঠদশ শতকে
(c) খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে
(d) খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে

উত্তরঃ (a) তিনি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে

(viii) ‘রিপাবলিক’ গ্রন্থের লেখক হলেন—
(a) প্লেটো (b) সক্রেটিস (c) অ্যারিস্টট্ল
(d) হোমার

উত্তরঃ (a) প্লেটো

(ix) শূন্যস্থান পূরণ করো :

পাটলিপুত্র ছিল ___________ রাজধানী।
(a) অবস্তীর (b) কোশলের (c) মগধের
(d) বৃজির

উত্তরঃ (c) মগধের

(x) সিসেরো ছিলেন—
(a) একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ
(b) অ্যারিস্টলের একজন ছাত্র
(c) একজন গ্রিক রাজনীতিবিদ এবং আইনজ্ঞ
d) একজন রোমান বিচারক

উত্তরঃ (a) একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ

(xi) ‘ইক্তা’ প্রথার প্রবর্তক হলেন—
(a) ইলতুৎমিস (b) রাজিয়া (c) বলবন
(d) আলাউদ্দিন খিলজি

উত্তরঃ (a) ইলতুৎমিস

(xii) রাষ্ট্রের স্বার্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রবর্তন করেন—
(a) রুশো (b) মন্টেস্কু (c) ভলতেয়ার
(d) ডিকেন্স

উত্তরঃ (b) মন্টেস্কু

(xiii) নিম্নলিখিত কোন্ প্রাচীন সভ্যতায় দাসপ্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া গেছে?
(a) হরপ্পা (b) ব্যাবিলন (c) সুমের
(d) মিশর

উত্তরঃ (d) মিশর

(xiv) কোন্ লাতিন শব্দ থেকে ইংরাজি ‘ফিউডালিজম’ শব্দটির উৎপত্তি হয়েছে ?
(a) ফিউডাল (b) ফেডালিতে
(c) ফিউডানিস (d) ফিউডালাৎ

উত্তরঃ (b) ফেডালিতে

(xv) শূন্যস্থান পূরণ করো :

ম্যানরের দরিদ্র কৃষকেরা _______ নামে পরিচিত ছিল।
(a) ডিমিন (b) ভিলেন (c) বেইলিফ
(d) আলাউদ্দিন খিলজি

উত্তরঃ (c) বেইলিফ

(xvi) ‘অর্থশাস্ত্রে’ কত প্রকার বিবাহ রীতির উল্লেখ আছে ?
(a) 4 প্রকার (b) 5 প্রকার (c) 8 প্রকার
(d) 10 প্রকার

উত্তরঃ (c) 8 প্রকার

(xvii) প্রাচীন মিশরীয় রানি নেফারতিতি ছিলেন—
(a) ফ্যারাও খুফুর স্ত্রী
(b) ফ্যারাও আখেনাতেনের স্ত্রী
(c) ফ্যারাও তুতেনখামেনের স্ত্রী
(d) ফ্যারাও রামসিসের স্ত্রী

উত্তরঃ (b) ফ্যারাও আখেনাতেনের স্ত্রী

(xviii) স্পার্টার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল—
(a) হেলট (b) পেরিওসি (c) স্পার্টান
(d) মেটিক

উত্তরঃ (c) স্পার্টান

(xix) ‘দীন-ই-ইলাহি’ প্রবর্তিত হয়—
(a) 1582 খ্রিস্টাব্দে (b) 1578 খ্রিস্টাব্দে
(c) 1580 খ্রিস্টাব্দে (d) 1579 খ্রিস্টাব্দে

উত্তরঃ (a) 1582 খ্রিস্টাব্দে

(xx) দ্বিতীয় ক্রুসেড বা ‘ধর্মযুদ্ধ’ শুরু হয়েছিল—
(a) 1096 খ্রী: – 1099 খ্রি:
(b) 1189 খ্রি. – 1192 খ্রি:
(c) 1144 খ্রী: – 1187 খ্রী:
(d) 1195 খ্রী: – 1198 খ্রী:

উত্তরঃ (c) 1144 খ্রী: – 1187 খ্রী:

(xxi) ইংল্যান্ডে ধর্মসংস্কার আন্দোলনের প্রথম উদ্যোগ নেন—
(a) সপ্তম হেনরি (b) অষ্টম হেনরি
(c) মেরি স্টুয়ার্ট (d) প্রথম এলিজাবেথ

উত্তরঃ (b) অষ্টম হেনরি

(xxii) বিশ্বের বিন্যাস সম্পর্কে সৌরকেন্দ্রক তত্ত্বের প্রবক্তা ছিলেন—
(a) টলেমি (b) টাইকো ব্রাহে
(c) কোপারনিকাস (d) নিউটন

উত্তরঃ (c) কোপারনিকাস

(xiii) ক্রিস্টোফার কলম্বাস কোথাকার নাবিক ছিলেন ?
(a) স্পেন (b) ইংল্যান্ড (c) পোর্তুগাল
(d) ফরাসি

উত্তরঃ (a) স্পেন

(xxiv) টেলিফোনের আবিষ্কারক হলেন—
(a) গ্রাহাম বেল (b) কেপলার (c) জেমস লং
(d) মার্কনি

উত্তরঃ (a) গ্রাহাম বেল

GROUP – B

2. দুটি বা তিনটি থাকে৷ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×16=16

(i) ‘ইতিহাস পুরাণ’ কী ?

উত্তরঃ পুরাণ শব্দের অর্থ প্রাচীন সাহিত্য, তৎকালীন সমাজ ও ধর্ম বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নিয়েই পুরাণগুলি রচনা করা হত। স্বাভাবিকভাবে এর মধ্যে ইতিহাসবোধ ও ইতিহাস চিন্তা চেতনার অনেক উপকরণই পাওয়া যায়। এগুলিই ইতিহাস-পুরাণ’ নামে অভিহিত।

(ii) লেখমালা বলতে কী বোঝ ?

উত্তরঃ বিভিন্ন পাথর বা পাহাড়ের গায়ে যে লিপিগুলি উৎকীর্ণ করা হয় তাকে বলা হয় লেখ বা লিপি (epigraph)। আর এই লিপি উৎকীর্ণ করার যে পদ্ধতি বা বিদ্যা তা পরিচিত লেখমালা (epigraphy) নামে।

অথবা,

আমীর খসরু কে ছিলেন ?

উত্তরঃ আমীর খসরু ছিলেন সুলতান মহম্মদ বিন তুঘলকের সভাকবি ও বিখ্যাত লেখক। তাঁর রচিত বিভিন্ন গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ছিল কিরণ-উস-সাদাইন’।

(iii) ভারতের সাতবাহন রাজারা কোন্ দুটি ধাতুর মুদ্রা ব্যবহার করতেন ?

উত্তরঃ সোনা ও রুপোর মুদ্রা ব্যবহার করতেন।

(iv) ‘এক্রোপলিস’ কী ?

উত্তরঃ প্রাচীন গ্রিসে অধিকাংশ পলিসের কেন্দ্রস্থলে একটি উঁচু স্থানে বা পাহাড়ি অঞ্চলে পলিসের শাসনকেন্দ্রটি প্রতিষ্ঠিত হত, যা ‘এক্রোপলিস’ নামে পরিচিত।

অথবা,

দুটি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম লেখো।

উত্তরঃ বৃজি ও মল্ল ছিল দুটি অরাজতান্ত্রিক মহাজনপদ।

(v) ‘অটোমান’ কারা ?

উত্তরঃ ওসমান শব্দটি থেকে ‘অটোমান’ শব্দটি এসেছে। এই ওসমান ছিলেন একজন তুর্কিবীর। তিনি ১২৯১ খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। এই সাম্রাজ্যের অধিবাসীরা ‘অটোমান’ নামে পরিচিত।

(vi) জিয়াউদ্দিন বরণী রচিত দুটি গ্রন্থের নাম করো।

উত্তরঃ তারিখ-ই-ফিরোজশাহি এবং ফতোহা-ই-জাহান্দারি।

অথবা,

“হিন্দুস্থানের তোতাপাখি’ কাকে বলা হয় ও কেন ?

উত্তরঃ আমীর খসরুকে হিন্দুস্থানের তোতাপাখি বলা হয়। কারণ তাঁর বহু রচনা হিন্দুস্থানের প্রকৃতি, ভূগোল ইত্যাদি বিষয় নিয়ে লেখা। শুধু তাই নয়, তাঁর রচনার কিছু কিছু অংশ শিক্ষা বা নীতিমূলক। তাই তিনি সেই অর্থে ঐতিহাসিক ছিলেন না, যে কারণে তাঁকে ‘হিন্দুস্থানের তোতাপাখি’ বলা হয়।

(vii) টিউডর স্বৈরতন্ত্রের’ প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তরঃ ইংল্যান্ডরাজ অষ্টম হেনরির আমলে টমাস ক্রমওয়েল ‘টিউডর স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠা করেন।

(viii) টমাস ক্রমওয়েল কে ছিলেন ?

উত্তরঃ টমাস ক্রমওয়েল ছিলেন ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির চ্যান্সেলার ও মুখ্য উপদেষ্টা। তাঁর নেতৃত্বেই ইংল্যান্ডের নবরাজতন্ত্র প্রসারিত ও সুপ্রতিষ্ঠিত হয়েছিল।

অথবা,

সপ্তাঙ্গ তত্ত্ব কী ?

উত্তরঃ ‘অর্থশাস্ত্রে’ কৌটিল্য রাষ্ট্রের সাতটি অঙ্গের কথা বলেছেন। এগুলি হল—স্বামী (রাজা), অমাত্য, পুর (দুর্গশহর), জনপদ, কোশ, দণ্ড এবং মিত্র। এই সাতটি অঙ্গকে একত্রে সপ্তাঙ্গ তত্ত্ব বলে অভিহিত করা হয়।

(x) মধ্যযুগের ইউরোপে ‘নাইট’ কাদের বলা হত ?

উত্তরঃ সামস্তরা ছোটোবেলা থেকে বিভিন্ন শিক্ষা গ্রহণ করত। ২১ বছর বয়সে সকল শিক্ষার শেষে তাকে প্রভুর কাছে নতজানু হয়ে বিশ্বাস, আনুগত্য ও নিয়মমাফিক জীবনযাত্রার শপথ গ্রহণ করতে হত। তখন সে পরিচিত হত নাইট নামে।

অথবা,

স্পার্টাকাস কে ছিলেন ?

উত্তরঃ স্পার্টাকাস ছিলেন একজন রোমান ক্রীতদাস ও গ্ল্যাডিয়েটর। তিনি ৭৩ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৭১ খ্রিস্টাব্দের মধ্যে সংঘটিত তৃতীয় ক্রীতদাস বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন।

(xi) ম্যানর বলতে কী বোঝ ?

উত্তরঃ ম্যানর হল সামন্তপ্রভুর খামারবাড়ি যেখানে থাকত কৃষিকাজের জন্য জমি, সেচের জন্য জলাশয়, গবাদিপশুর চারণভূমি প্রভৃতি। ম্যানরে সার্ফরা চাষবাস করত এবং তারা ওই ম্যানরের মধ্যেই বসবাস করত।

অথবা,

ভ্যাসাল বলতে কী বোঝ ?

উত্তরঃ সামন্ততন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ঊর্ধ্বতনের কাছে অধঃস্তনের আনুগত্য প্রদর্শন। সামন্ততন্ত্রের এই অধঃস্তনকে বলা হত ভ্যাসাল (Vassal) ।

(xii) শক কারা ? ভারতে প্রথম শক রাজা কে ?

উত্তরঃ মৌর্য পরবর্তীকালে ভারতে আগত জাতিগুলির মধ্যে অন্যতম ছিল শক জাতি। মধ্য এশিয়ার নিরদরিয়া নদীর উত্তরদিকে শকরা বাস করত।
ভারতের প্রথম শক রাজা ছিলেন মোগা (Moga)।

অথবা,

ভারতে হূণ আক্রমণ করে হয় ? এদের নেতা কে ছিলেন ?

উত্তরঃ ৪৫৮ খ্রিস্টাব্দে প্রথম হূণ আক্রমণ ঘটে। এদের নেতা ছিলেন হুণনেতা তোরমান।

(xiii) হেলট কারা ছিল ?

উত্তরঃ স্পর্টার সমাজের একেবারে নিম্নশ্রেণিতে যারা ছিল তারা পরিচিত ছিল হেলট নামে। এরা ছিল স্পার্টার ভূমিদাস ক্রীতদাস শ্রেণিভুক্ত।

(xiv) আধুনিক মুদ্রণ যন্ত্রের আবিষ্কার কে করেন ?

উত্তরঃ জার্মানির জোহানেস গুটেনবার্গ।

অথবা,

বারুদ কোন্ দেশে আবিষ্কৃত হয়েছিল ?

উত্তরঃ বারুদ চিন দেশে আবিষ্কৃত হয়েছিল।

(xv) কোপার্নিকাস কে ছিলেন ?

উত্তরঃ কোপার্নিকাস ছিলেন সূর্যকেন্দ্রিক বিশ্বব্রহ্মান্ড মতবাদের প্রথম আধুনিক প্রবক্তা। তিনি ‘আধুনিক জ্যোতির্বিজ্ঞানের নামে পরিচিত।

(xvi) ম্যাগেলান কেন বিখ্যাত ?

উত্তরঃ স্পেনের নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান সর্বপ্রথম জলপথে পৃথিবী প্রদক্ষিণ করেন। ১৫১৯ খ্রিস্টাব্দে তিনি ফিলিপাইন দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন।

অথবা,

প্রশান্ত মহাসাগরের নামকরণ কে করেন ?

উত্তরঃ ম্যাগেলান বিশাল দক্ষিণ সাগরের শান্ত রূপ দেখে এই সাগরের নাম প্রশান্ত মহাসাগর রেখেছিলেন।

GROUP – C

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প গুলি লক্ষনীয়): 8×5-40

(a) হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বর্ণনা দাও। এই সভ্যতার পতন কেন হয় ? 4+4

অথবা,

প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতির মূল্যায়ন করো। 8

(b) পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণ আলোচনা করো। 4+4

অথবা,

পারস্যের ‘ক্ষত্রপ’ ও চিনের ‘ম্যান্ডারিন’ এর বর্ণনা দাও। 4+4

(c) প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাসপ্রথার তুলনামূলক আলোচনা করো। 8

অথবা,

‘সামস্ততন্ত্র’ বলতে কী বোঝ ? ভারতের সামস্তপ্রথার বৈশিষ্ট্য উল্লেখ করো। 4+4

(d) প্রাচীন ভারতে ‘বর্ণ’ ও ‘জাতি’ প্রথা সম্পর্কে একটি বিশদভাবে আলোচনা করুন। 8

অথবা,

ভারতের ইতিহাসে সুলতানা রাজিয়া ও নূরজাহানের অবদান সংক্ষেপে আলোচনা করো। 4+4

(e) ইউরোপে ধর্মসংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো। 8

অথবা,

বর্ণ প্রথার বৈশিষ্ট্য কী ? বর্ণ ও জাতি ধারণার মধ্যে পার্থক্য নিরূপণ করো। 4+4

CLASS 11 HISTORY QUES PAPER
2014 2015 2016 2017 2018
2019 2020 NoEx 2022 2023

This Post Has 6 Comments

Leave a Reply