HISTORY (XI)
(New Syllabus )
2018
Time : 3 hours 15 Minutes
Full Marks : 80
GROUP – A
1. সঠিক উত্তরটি নির্বাচন করো (বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী) : 1×24=24
(i) ভারতে কটি পুরাণ আছে ?
(a)15 টি (b)16 টি (c) 18 টি (d) 22 টি।
উত্তরঃ (c)18 টি
(ii)‘প্রাক্-ইতিহাস’ শব্দটির অর্থ কী ?
(a) ‘প্রায় ইতিহাস’ ও ‘ইতিহাস’-এর মধ্যবর্তী সময়কাল
(b) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না
(c) যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না
(d) যে সময় মানষ লিখন পদ্ধতি জানত
উত্তরঃ (b) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না
(iii) আর্নল্ড টয়েনবি লিখিত বিখ্যাত গ্রন্থের নাম হল—
(a) দি অরিজিন অব স্পেসিস
(b) দাস ক্যাপিটাল
(c) দি প্রিন্স
(d) স্টাডি অব হিস্ট্রি।
উত্তরঃ (d) স্টাডি অব হিস্ট্রি।
(iv) পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল—
(a) পাথরের টুকরো (b) হাত কুঠার
(c) ধারালো অস্ত্র (d) কাটারি বা ছোরা
উত্তরঃ (a)পাথরের টুকরো।
(v) মিশরের সব থেকে বড় পিরামিড হল—
(a) খুফুর (b) নেফরার (c) মেনকুরার
(d) রামসেস-এর
উত্তরঃ (a) খুফুর।
(vi) মেসোপটামিয়ার মন্দিরগুলিকে বলা হত—
(a) জিগুরাট (b) পিরামিড (c) স্টোনহেঞ্জ
(d) মঠ ।
উত্তরঃ (a) জিগুরাট
(vii) মহাজনপদগুলির উত্থান হয়—
(a) খ্ৰী: পূ: ষষ্ঠ শতকে
(b) খ্রী: পূ: ষষ্ঠদশ শতকে
(c) খ্রীঃ পূঃ চতুর্থ শতকে
(d) খ্রীঃ পূঃ পঞ্চম শতকে।
উত্তরঃ (a) খ্ৰী: পূ: ষষ্ঠ শতকে
(viii) প্লেটোর মতে একটি আদর্শ পলিসের জনসংখ্যা হওয়া উচিত—
(a)10,000 (b) 20,000 (c) 4,000
(d) 5,000
উত্তরঃ (d) 5,000
(ix) ‘দি ম্যাগনিফিসেন্ট’ নামে কোন অটোমান সুলতান পরিচিত ?
(a)সুলতান ওসমান
(b) সুলতান সালাদিন
(c) সুলতান সুলেমান
(d) সুলতান দ্বিতীয় মহম্মদ
উত্তরঃ (c) সুলতান সুলেমান
(x) ‘ফাতাওয়া-ই-জাহান্দারি’র লেখক ছিলেন—
(a)বদায়ুনী (b) জিয়াউদ্দীন বরনী
(c) আবুল ফজল (d) ইবন বতুতা
উত্তরঃ (b) জিয়াউদ্দীন বরনী
(xi) ইংরাজী mandarin শব্দটি এসেছে—
(a) পর্তুগীজ শব্দ থেকে
(b) লাতিন শব্দ থেকে
(c) ফরাসী শব্দ থেকে
(d) ডাচ শব্দ থেকে।
উত্তরঃ (a) পর্তুগীজ শব্দ থেকে
(xii) রাষ্ট্রের স্বার্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রবর্তন করেন—
(a) রুশো (b) মন্টেস্কু (c) ভলতেয়ার
(d) ডিকেন্স।
উত্তরঃ (b) মন্টেস্কু
(xiii) হরপ্পা সভ্যতার যুগের সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয়—
(a) হরপ্পায় (b) মহেঞ্জদারোয় (c) লোথালে
(d) আলমগীরপুরে
উত্তরঃ (c) লোথালে
(xiv) ম্যানরের দরিদ্র কৃষকরা নামে পরিচিত ছিল—
(a) ডিমিন (b) ভিলেন (c) বেইলিফ
(d) স্টুয়ার্ড
উত্তরঃ (b) ভিলেন
(xv) কোন ল্যাতিন শব্দ থেকে ইংরেজি ‘ফিউডালিজম’ শব্দটির উৎপত্তি হয়েছে ?
(a) ফিউডাল (b) ফেডালিতে (c)ফিউডানিস
(d) ফিউডালাৎ
উত্তরঃ (c) ফিউডানিস
(xvi) গ্রীক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন ?
(a) 4 টি (b) 5 টি (c) 6 টি (d) 7 টি
উত্তরঃ (d) 7 টি
(xvii) প্রাচীন মিশরীয় রানি নেফারতিতি ছিলেন—
(a)ফ্যারাও খুফুর স্ত্রী
(b) ফারাও আখেনটনের স্ত্রী
(c) ফ্যারাও তুতেন খামেনের স্ত্রী
(d) ফ্যারাও রামসিসের স্ত্রী
উত্তরঃ (b) ফারাও আখেনটনের স্ত্রী
(xviii) স্পার্টার ক্রীতদাসদের বলা হত—
(a) হেলট (b) পেনেসটাই (c) মেটিক
(d) পেরিওকাই
উত্তরঃ (a) হেলট
(xix) ‘দীন-ই-ইলাহি’ প্রবর্তিত হয়—
(a) 1582 খ্রী: (b) 1578 খ্রী: (c) 1580 খ্রী:
(d) 1579 খ্রী:
উত্তরঃ (a)1582 খ্রী:
(xx) প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয়েছিল—
(a)1095 খ্রী: (b) 1096 খ্রী: (c) 1203 খ্রী:
(d) 1292 খ্রী:
উত্তরঃ (b) 1096 খ্রী:
(xxi ) ____________ শহরকে কেন্দ্র করে হজরত মহম্মদের ইসলামিক গোষ্ঠী প্রতিষ্ঠিত হয়—
(a) মক্কা (b) মদিনা (c) কুফা (d) বাগদাদ
উত্তরঃ (b) মদিনা
(xxiii) ক্রিস্টোফার কলম্বাস কোথাকার নাবিক ছিলেন ?
(a) স্পেন (b) ইংল্যান্ড (c) পর্তুগাল
(d) ফ্রান্স
উত্তরঃ (b) ইংল্যান্ড
(xxiv ) ‘Principia’ গ্রন্থটি রচনা করেছিলেন—
(a) টাইকো ব্রাহে (b) নিউটন
(c) কোপারনিকাস (d) জিওরদানো ব্রুনো
উত্তরঃ (b) নিউটন
GROUP – B
2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষাগীয় ) : 1×16=16
(i) হিস্টোরিয়া শব্দটির অর্থ কী ?
উত্তরঃ হিস্টোরিয়া (Historia) শব্দটির অর্থ হল যত্নের সঙ্গে অনুসন্ধান করা।
(ii) লেখমালা (Epigraphy) বলতে কী বোঝ ?
উত্তরঃ প্রাচীন কালে বিভিন্ন উপাদানের ওপর লিপি খোদাই করা হত। লিপির এই উৎকীর্ণ বিদ্যাকে লেখমালা বলা হয়।
অথবা,
ব্রিটিশ ঐতিহাসিক জেম্স মিল ভারতের ইতিহাসকে কী কী ভাগে ভাগ করেছেন ?
উত্তরঃ ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করেছেন। যথা (i) হিন্দু যুগ (ii) মুসলিম যুগ (iii) ব্রিটিশ যুগ।
(iii) প্রবাহমান কাল (time-line) বলতে কি বোঝ ?
উত্তরঃ ইতিহাস ও সভ্যতার ধারা নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত, তবে এই ধারাপ্রবহমানতার মধ্যেই সভ্যতা ও ইতিহ, এক নতুন বাঁকে মোড় নেয়। এর ফলে সভ্যতা একটি নতুন স্তরে প্রবেশ করে। ইতিহাসের এই প্রবাহিত ধারাই হল প্রবহমান কাল।
(iv) জাস্টিনিয়ান কোড কী ?
উত্তরঃ প্রাচীন রোমান সম্রাট ছিলেন জাস্টিনিয়ান। তিনি রোমে প্রায় 4000 আইন সংবলিত একটি আইনবিধি রচনা করেন, যা তাঁর নাম অনুসারে জাস্টিনিয়ান ‘কোড’ নামে পরিচিত।
অথবা,
কোন্ প্রাচীন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায় ?
উত্তরঃ বৌদ্ধ গ্রন্থ অনুভরনিকায়’, জৈন গ্রন্থ ‘ভগবতীসূত্র’, হিন্দু পুরাণ প্রভৃতি গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায়।
(v) অটোমান কারা ?
উত্তরঃ ‘ওসমান’ শব্দটি থেকে ‘অটোমান’ শব্দটি এসেছে। ‘ওসমান’ ছিলেন একজন তুর্কি বীর। তিনি পশ্চিম এশিয়ার উত্তর-পশ্চিমে আনাতোলিয়ায় (বর্তমান তুরস্ক) 1299 খ্রিস্টাব্দে যে সাম্রাজ্য গড়ে তোলেন তা অটোমান সাম্রাজ্য নামে পরিচিত। আর এই সাম্রাজ্যে বসবাসকারী তুর্কিরা অটোমান নামে পরিচিত।
(vi) অর্থশাস্ত্রের বিষয়বস্তু কী ?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী কৌটিল্য বা চাণক্য খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটি রচনা করেন। প্রশ্নটিতে আদর্শ রাষ্ট্রনীতি, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনব্যবস্থা, রাজস্বব্যবস্থা, বিচারব্যবস্থা, ভারতীয় সমাজজীবন, নারীদের অবস্থা প্রভৃতি বিষয়ে আলোচনা রয়েছে।
অথবা,
সিসেরো কে ছিলেন ?
উত্তরঃ সিসেরো ছিলেন একজন প্রখ্যাত রোমান আইনজ্ঞ। তাঁর তত্ত্ব বিশেষভাবে তাঁর আইনতত্ত্ব প্রাচীন রোমান সভ্যতায় তার সর্বজনীনভাবে গৃহীত হয়েছিল।
(vii) রেশম পথ কী ?
উত্তরঃ মৌর্য-পরবর্তী যুগে ভারত-রোম বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল রেশমপথ। এই পথ মধ্য এশিয়ার মঙ্গোলিয়া থেকে সুদূর রোম পর্যন্ত বিস্তৃত ছিল। ভারতীয় সুগন্ধি বা মসলিন, রেশন, দামি পাথর এই পথ দিয়ে ইউরোপে রপ্তানি হত আর খেজুর, মদ, কাচের পাত্র, সোনা, রুপা প্রভৃতি আমদানি হতো।
(viii) ‘মনসব’ শব্দের অর্থ কী ?
উত্তরঃ মনসব শব্দের অর্থ হল পদমর্যাদা বা Rank। সম্রাট আকবর 1577 খ্রিস্টাব্দে সামরিক ও অসামরিক কাজকর্মের ভিত্তি হিসেবে এটি চালু করেন।
অথবা,
সপ্তম হেনরি কে ছিলেন ?
উত্তরঃ ইংল্যান্ডে টিউডর রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন সপ্তম হেনরি ( 1485-1509 খ্রিস্টাব্দ)। তাঁর রাজত্বকাল ‘প্রতিকার ও বীজ বপনের কাল’ বলে চিহ্নিত।
(ix) গুপ্তযুগের শেষভাগে নগরগুলির অবক্ষয়ের একটি কারণ নির্ণয় করো।
উত্তরঃ গুপ্তযুগের শেষভাগে শিল্প ও বাণিজ্যের অবক্ষয়ের ফলে নগরজীবনের অবক্ষয় শুরু হয়।
অথবা,
স্পার্টাকাস কে ছিলেন ?
উত্তরঃ গুপ্ত যুগের শেষভাগে নগরগুলির অবক্ষয়ের পিছনে যে সমস্ত কারণগুলি উল্লেখযোগ্য ছিল তার মধ্যে অন্যতম হল ভারতে ব্যাবসাবাণিজ্যের অবক্ষয়ের সূচনা। এর ফলে নগরগুলির সমৃদ্ধি হ্রাস পেয়ে সেগুলির অবক্ষয়ের পথ সুগম হয়।
(x) নিগম কাকে বলে ?
উত্তরঃ মধ্যযুগে বাণিজ্যের বিকাশের সঙ্গে সঙ্গে বাণিজ্যের সঙ্গে যুক্ত যে বিভিন্ন বিষয়গুলির বিকাশ ঘটেছিল তার মধ্যে অন্যতম ছিল গিল্ড বা নিগম। কারিগর ও বণিকরা নিজেদের স্বার্থরক্ষার জন্য এটি গঠন করেছিলেন।
(xi) ভ্যাসাল বলতে কি বোঝ ?
উত্তরঃ সামন্ততন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ঊর্ধ্বতনের কাছে অধস্তনের আনুগত্য প্রদর্শন। সামন্ততন্ত্রের এই কাঠামো অধস্তনকে ভ্যাসাল বলা হত।
(xii) শক কারা ? ভারতে প্রথম শক রাজা কে ?
উত্তরঃ ভারতবর্ষে যে-সমস্ত বহিরাগত অনার্য জাতিগুলি প্রবেশ করেছিল তার মধ্যে অন্যতম ছিল শক জাতি। এরা ভারতীয় সমাজে ‘পতিত ক্ষত্রিয়’ নামেও পরিচিত ছিল।
» ভারতবর্ষে প্রথম শকরাজা ছিলেন প্রথম রুদ্রসেন ।
অথবা,
ভারতে হূন আক্রমণ কবে হয় ? এদের নেতা কে ছিলেন ?
উত্তরঃ 458 খ্রিস্টাব্দে হুনরা ভারতবর্ষ আক্রমণ করে। এই সময় হুন নেতা ছিলেন তোরমান।
(xiii) পতিত ক্ষত্রিয় কাদের বলা হত ?
উত্তরঃ মৌর্য ও মৌর্যোত্তর যুগে ভারতে বিভিন্ন বিদেশি ও অনার্য জাতি, যেমন- শক, হুন, যবন, কৃষাণ প্রভৃতি জাতিগুলি স্থায়ীভাবে বসবাস শুরু করে নিজেদেরকে ভারতীয় সমাজের অঙ্গীভূত করে নেয়। এই জাতিগোষ্ঠীগুলিই পরিচিত ছিল ‘ব্রাত্য ক্ষত্রিয়া বা পতিত ক্ষত্রিয়’ নামে।
(xiv) আধুনিক মুদ্রণ যন্ত্রের আবিষ্কার কে করেন ?
উত্তরঃ আধুনিক মুদ্রণযন্ত্রের আবিষ্কারক ছিলেন জার্মানির জোহানেস গুটেনবার্গ।
অথবা,
মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব বলতে কী বোঝ ?
উত্তরঃ মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব বলতে বোঝায় যে, বিশ্বব্রম্মান্ডের কেন্দ্রে অবস্থান করছে সূর্য এবং সূর্যকে কেন্দ্র পৃথিবী ও অন্যান্য গ্রহ-উপগ্রহগুলি নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে সর্বদা ঘুরে চলেছে।
(xv) কোপার্নিকাস কে ছিলেন ?
উত্তরঃ সূর্যকেন্দ্রিক বিশ্বব্রহ্মাণ্ড মতবাদের প্রথম আধুনিক প্রবক্তা ছিলেন কোপার্নিকাস। তিনি আধুনিক ‘জ্যোতির্বিজ্ঞানের জনক’ নামে পরিচিত ছিলেন।
অথবা,
জাইলোগ্রাফি কী ?
উত্তরঃ খ্রিস্টীয় অষ্টম শতকে চিনে কাঠ বা পাথরের ব্লকের দ্বারা মুদ্রণের যথেষ্ট বিকাশ পদ্ধতি ‘জাইলোগ্রাফি’ নামে পরিচিত।
(xvi) পঞ্চদশ শতকে ‘নতুন বিশ্ব’ বলতে কী বোঝায় ?
উত্তরঃ পঞ্চদশ শতকে ‘নতুন বিশ্ব’ বলতে আমেরিকা মহাদেশকে বোঝাত। কলম্বাস আমেরিকা আবিষ্কার মনে করতেন যে, তিনি ভারত আবিষ্কার করেছেন। পরবর্তীকালে আমেরিগো ভেসপুচি এই ভূখণ্ডটির নাম দেন ‘নতুন বিশ্ব’।
GROUP-C
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8×5=8
(a) চারটি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখ । এই সভ্যতাগুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন ? 4+4
অথবা,
মধ্য প্রস্তর যুগের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল ? 8
(b) কৌটিল্যের অর্থশাস্ত্রে এবং বারনীর ফতাওয়া-ই-জাহান্দারিতে রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি সম্বন্ধে ধারণা কী ছিল ? 4+4
অথবা,
পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণ আলোচনা কর। 8
(c) মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানর প্রথার প্রধান বৈশিষ্ট্যাবলি উল্লেখ করো ? 8
অথবা,
প্রাচীন মিশর ও প্রাচীন ভারতের দাস প্রথার তুলনামূলক বিবরণ দাও। 8
(d) বর্ণ প্রথার বৈশিষ্ট্য কী? ‘বর্ণ’ ও ‘জাতির’ ধারণার মধ্যে পার্থক্য নিরূপণ কর। 5+3
অথবা,
রাজাপুত জাতির উৎপত্তি এবং ভারতের জাতীয় জীবনে তাদের অবদানের কথা উল্লেখ কর। 8
(e) ইউরোপের ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা কর । 8
CLASS 11 HISTORY QUES PAPER | ||||
---|---|---|---|---|
2014 | 2015 | 2016 | 2017 | 2018 |
2019 | 2020 | NoEx | 2022 | 2023 |
Pingback: WBCHSE Class 11 All Subject Question Paper | একাদশ শ্রেণি প্রশ্নপত্র - Prosnodekho -
Pingback: WBCHSE Class 11 History Solved Question Paper 2022 | একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্নপত্র ২০২২ - Prosnodekho -
Pingback: WBCHSE Class 11 History Question Paper 2014 | একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্নপত্র ২০১৪ -
Pingback: WBCHSE Class 11 History Question Paper 2015 | একাদশ শ্রেণি ইতিহাস প্রশ্নপত্র ২০১৫ -