HISTORY (XI)
(New Syllabus)
2020
Time : 3 hours 15 Minutes
Full Marks : 80
পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
GROUP – ‘A’
1. সঠিক উত্তরটি নির্ণাচন করো এবং (বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী) : 1×24=24
(i) ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক হলেন—
(a) হেরোডোটাস (b) থুকিভিডিস
(c) প্লিনি (d) ইবন খালদুন।
উত্তরঃ (b) থুকিভিডিস।
(ii) ‘অর্থশাস্ত্রে’র লেখক হলেন—
(a) মেগাস্থিনিস (b) কৌটিল্য (c) কালিদাস
(d) মাঘ
উত্তরঃ (b) কৌটিল্য
(iii) কিউনিফর্ম লিপির অপর নাম—
(a)চিত্রলিপি (b) দেবলিপি
(c) হায়ারােগ্লিফিক লিপি
(d) কোনাক্ষর লিপি।
উত্তরঃ (c) হায়ারােগ্লিফিক লিপি
(iv) মধ্যপ্রস্তরযুগের অন্যতম বৈশিষ্ট্য ছিলাে—
(a) আগুন আবিষ্কার
(b) লােহা আবিষ্কার
(c) তামা আবিষ্কার
(d) কৃষি পদ্ধতির আবিষ্কার।
উত্তরঃ (d) কৃষি পদ্ধতির আবিষ্কার।
(v) __________ অবস্থিত আলতামিরা গুহা।
(a) ফ্রান্সে (b) মধ্যপ্রদেশে (c) স্পেনে
(d) পাকিস্তানে।
উত্তরঃ (c) স্পেনে
(vi) “হােমাে হাবিলিস” শব্দের অর্থ—
(a) মহামানব (b) দক্ষ মানব
(c) বুদ্ধিমান মানব (d) এপ
উত্তরঃ (c) বুদ্ধিমান মানব
(vii) প্রাচীনকালে পলিসের বিকাশ ঘটে—
(a) পাকিস্তানে (b) গ্রিসে (c) রাশিয়ায়
(d) পারস্যে ।
উত্তরঃ (b) গ্রিসে
(viii) রামায়ণে কতগুলি জনপদের উল্লেখ রয়েছে ?
(a) 16 (b) 18 (c) 25 (d) 27
উত্তরঃ (d) 27
(ix) গ্রীসের নগরাগুলাের অন্যতম অংশ ছিলো—
(i) অষ্টোপলিস (ii) নেক্রোপলিস
(iii) পার্শিপোলিস (iv) অ্যাগোরা
বিকল্পসমূহ :
(a) (I), (iv) সঠিক এবং (II), (III) ভুল
(b) (I), (ii), (iv) সঠিক এবং (III) ভুল
(c) (I), (ill), (IV) সঠিক এবং (l) ভুল
(d) (i), (ii) সঠিক এবং (II), (IV) ভুল ।
উত্তরঃ (d) (i), (ii) সঠিক এবং (II), (IV) ভুল।
(x) ‘লেভিয়াথান” গ্রন্থের লেখক—
(a) রুশো (b) স্পেনসার (c) হবস্
(d) প্লেটো ।
উত্তরঃ (c) হবস্ ।
(xi) প্যাট্রিসিয়ানরা ছিলাে—
(a) রোমের (b) গ্রিসের (c) ফ্রান্সের
(d) ইতালির।
উত্তরঃ (a) রোমের
(xii) *Act of Supremacy'(1534 খ্রি.) …………. অংশ।
(a) ইংলন্ডের (b) চিনের (c) জাপানের
(d) তুরস্কের।
উত্তরঃ (a) ইংলন্ডের।
(xiii) সামন্ততন্ত্রে যােদ্ধাদের ( Warriors) নাম ছিলাে—
(a) শিভালরি (b) টুবাদূর (c) নাইট
(d) ফাইটার।
উত্তরঃ (c) নাইট।
(xiv) মেসােপটেমিয়ার ‘উর’-এর সঙ্গে সম্পর্কিত—
(a) হরপ্পা সভ্যতা (b) বৈদিক সভ্যতা
(c) মৌর্য সাম্রাজ্য (d) গুপ্ত সাম্রাজ্য।
উত্তরঃ (a) হরপ্পা সভ্যতা ।
(xv) দুজন সামন্তপ্রভুর মধ্যে বিনােদনমূলক তলােয়ার যুদ্ধকে বলা হতাে—
(a) টুর্ণামেন্ট (b) ফাইট (c) ডুয়েল
(d) গেম।
উত্তরঃ (c) ডুয়েল
(xvi) সুলতানি যুগের একমাত্র মহিলা শাসিকা—
(a) মমতাজ মহল (b) নূরজাহান
(c) লাডলি বেগম (d) রাজিয়া।
উত্তরঃ (d) রাজিয়া
(xvii) আর্যভট্ট ও বরাহমিহির ছিলেন—
(a) মৌর্য যুগের (b) গুপ্ত যুগের
(c) পাল যুগের (d) সেনযুগের।
উত্তরঃ (b) গুপ্ত যুগের
(xvii) মিনান্দারের ধর্মগুরু হলেন—
(a) অশােক (b) বুদ্ধদেব (c) নাগসেন
(d) উপগুপ্ত।
উত্তরঃ (c) নাগসেন
(xix) আকবর ইবাদৎখানা তৈরি করেন—
(a) বাংলায় (b) আগ্রায় (c) রাজস্থানে
(d) ফতেপুর সিকরিতে ।
উত্তরঃ (d) ফতেপুর সিকরিতে
(xx) প্রথম খলিফা হলেন—
(a) ওমান (b) আবুবক্কর (c) ওসমান
(d) আলি।
উত্তরঃ (d) আলি।
(xxi) “মিশরের লজ্জা” নামে পরিচিত—
(a) নেফারতিতি (b) ক্লিওপেট্রা
(c) টলেমি (d) মার্ক অ্যান্টনি
উত্তরঃ (b) ক্লিওপেট্রা ।
(xii) ‘জেসুইট সংঘে’র প্রতিষ্ঠাতা—
(a) ওয়াইক্লিফ (b) জন হাস (c) লুথার
(d) ইগনেশিয়াস লয়োলা
উত্তরঃ (c) লুথার ।
(xxiii) “আধুনিক বিজ্ঞানের বীক্ষণাগার” বলা হয়—
(a) কতুকে (b) জাদুকে (c) অপ-রসায়নকে
(d) রসায়ন বিদ্যাকে।
উত্তরঃ (c) অপ-রসায়নকে
(xxiv) “সেফটিল্যাম্প” আবিস্কার করেন—
(a) স্টিফেনসন (b) জন স্মিটন
(c) হাম্ফ্রে ডেভি (d) এডিসন।
উত্তরঃ (c) হাম্ফ্রে ডেভি ।
GROUP – B
2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 1×16 = 16
(i) “প্রাক-ইতিহাস” কাকে বলে ?
উত্তরঃ মানব সভ্যতার প্রারম্ভের কাল থেকে শুরু করে যে সময় লিখিত ভাষার পাঠোদ্ধার করার সম্ভব হয়েছে তার আগে পর্যন্ত যে বিস্তৃত সময়-কাল তাকে সাধারণভাবে প্রাক ইতিহাস নামে অভিহিত করা হয়েছে।
(ii) ‘‘নিউমিসমেটিকস্’” কী ?
উত্তরঃ নিউমিসমেটিকস্ বলতে মুদ্রা, কাগজের টাকা ইত্যাদি সংগ্রহ বা এর উপর যে পড়াশোনা তাকে বোঝায়।
অথবা,
জেমস মিল ইতিহাসের যুগ বিভাজন কিভাবে করেছেন ?
উত্তরঃ জেমস মিল ইতিহাসের যুগকে চার ভাগে ভাগ করেছেন। যথা – প্রাচীন, ধ্রুপদী, মধ্যযুগীয় এবং আধুনিক যুগ।
(iii) আবর্তনশীল সময়ের ধারণা ( Cyclical Concept of Time ) কী ?
উত্তরঃ পুরাণ সত্য,ত্রেতা,দ্বাপর কলি এই চারটি যুগ অনন্ত কাল ধরে আবর্তিত হয়ে চলেছে। এই মত অনুসারে প্রতিটি পরবর্তী যুগ প্রতিটি পূর্ববর্তী যুগের তুলনায় হীনতর। এভাবে ইতিহাসের যুগ বা সময়ের যে পথ আবর্তিত হয়ন তাই আবর্তনশীল সময়ের ধারণা।
(iv) ভারতের প্রথম ঐতিহাসিক রাজা কে ?
উত্তরঃ ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য।
অথবা,
“এলাহাবাদ প্রশস্তি” কে রচনা করেন ?
উত্তরঃ গুপ্ত বংশের সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেণ “এলাহাবাদ প্রশস্তি” রচনা করেন।
(v) কোন্ রোমান সম্রাট খ্রিষ্টধর্মে প্রথম ধর্মান্তরিত হন ?
উত্তরঃ রোমান সম্রাট কনস্টান্টাইন খ্রিষ্টধর্মে প্রথম ধর্মান্তরিত হন।
অথবা,
অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন ?
উত্তরঃ অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট।
(vi) মিনান্দার কোন গ্রন্থের জন্য বিখ্যাত ?
উত্তরঃ ‘Asoka and the Decline of the Maurya Empire’
অথবা,
স্যট্রাপ (Satrap) কী ?
উত্তরঃ প্রাচীন সুবিশাল পারস্য সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশে গুলিকে বলা হতো স্যাট্রাপ এবং সেই প্রদেশের শাসনকর্তাকে বলা হতো স্যাট্রাপি।
(vii) কে ‘মনসবদারি’ প্রথা চালু করেন ?
উত্তরঃ মোগল সম্রাট আকবর ১৫৭৭ খ্রিস্টাব্দে ‘মনসবদারি’ প্রথা চালু করেন।
(viii) ‘মণ্ডলতত্ত্ব’ কী ?
উত্তরঃ অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্যের রাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্র হলো শত্রু এবং সেই প্রতিবেশী রাষ্ট্রের পরবর্তী প্রতিবেশী রাষ্ট্র হলো মিত্র বা বন্ধু রাষ্ট্র। কৌটিল্যের এই রাষ্ট্রনীতিই মন্ডল তত্ত্ব নামে পরিচিত।
অথবা,
‘জিলুল্লাহ’ শব্দের অর্থ কি ?
উত্তরঃ ফ্রান্সে ফরাসি বিপ্লবের পূর্বে বিনা পারিশ্রমিকে কাজ করার প্রথাকেই করভি বলা হতো।
(ix) ‘করভি’ কী ছিল ?
উত্তরঃ ফ্রান্সে ফরাসি বিপ্লবের পূর্বে বিনা পারিশ্রমিকে কাজ করার প্রথাকেই করভি বলা হতো।
(x) ‘ভ্যাসাল’ কারা ?
উত্তরঃ সামন্ততান্ত্রিক ব্যবস্থায় সমাজের সর্বনিম্ন স্তরে বসবাসকারী অগণিত দরিদ্র কৃষকদের ভ্যাসাক বলা হতো।
অথবা,
“ফিফ’ বলতে কী বোঝায় ?
উত্তরঃ সামন্ত প্রভুর প্রতি সামান্য আনুগত্য প্রদর্শন করে কোনো ব্যক্তি যে জমি বা পদ লাভ করতো,তাকে ফিফ বলা হতো।
(xi) ‘অগ্রহার ব্যবস্থা’ কী ?
উত্তরঃ প্রাচীনকালে রাজা মহারাজারা বা জমিদাররা পূর্ণ অর্জনের উদ্দেশ্যে ব্রাহ্মণকে বা ধর্মীয় প্রতিষ্ঠানকে যে নিষ্কর জমি প্রদান করতো,তাকেই অগ্রহার প্রথা বা ব্রহ্মদেয় প্রথা বলা হতো।
(xii) ব্রাত্য কারা ?
উত্তরঃ ব্রাত্য হলো মূলত প্রাচীন ভারতের ব্রাহ্মণ্যধর্ম বহির্ভূত আর্য। ব্রাত্যদের মূল পেশা ছিল মূলত পশুপালন।
অথবা,
ট্যাপেস্ট্রি কী ?
উত্তরঃ ট্যাপেস্ট্রি হল চিত্রিত অলংকার যা রঙিন সুতো দিয়ে কাপড়ে তৈরী করা হয়।
(xiii) ‘অনুলোম বিবাহ’ কাকে বলে ?
উত্তরঃ উচ্চবর্ণের ব্রাহ্মণ পাত্রীর সঙ্গে যখন নিম্নবর্ণের বা নিম্ন সমাজের কোনো কন্যার নায়ক বিবাহ হতো, তখন সেই প্রকার বিবাহকে অনুলোম বিবাহ বলা হতো।
অথবা,
‘পঞ্চম জাতি’ ( Fifth Class ) কারা ?
উত্তরঃ বৈদিক যুগের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং সূত্র ছাড়াও যে অজস্র জাতির অস্তিত্ব ছিল, তাদের ডঃ রামশরণ শর্মা পঞ্চম জাতি হিসেবে উল্লেখ করেছেন।
(xiv) পৃথিবীর প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কী ?
উত্তরঃ চীনে আনুমানিক 868 খ্রিস্টাব্দে কাঠের ব্লক এর সাহায্যে ডায়মন্ড সূত্র নামে একটি বৌদ্ধ গ্রন্থের অনুবাদ মুদ্রিত হয়। এটি ছিল পৃথিবীর প্রথম মুদ্রিত গ্রন্থ।
অথবা,
আধুনিক ছাপাখানা কে আবিষ্কার করেন ?
উত্তরঃ জোহানসেন গুটেনবার্গ প্রথম আধুনিক ছাপাখানা আবিষ্কার করেন।
(xv) আমেরিগো ভেসপুচি কে ছিলেন ?
উত্তরঃ আমেরিগো ভেসপুচি ছিলেন ফ্লোরেন্স প্রজাতন্ত্রের একজন ইতালীয় বণিক, অভিযাত্রী এবং নেভিগেটর।
অথবা,
চৌম্বক সুচ কী কাজে ব্যবহৃত হয় ?
উত্তরঃ এটি একটি যন্ত্র যা প্রধানত দিক নির্দেশন করতে ব্যবহৃত হয়। এর চৌম্বকীয় সুচ সর্বদা উত্তর-দক্ষিণ দিককে নির্দেশ করে।
(xvi) “রেশম পথ” কী ?
উত্তরঃ খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে অষ্টাদশ শতক পর্যন্ত এশিয়ার উপমহাদেশীয় অঞ্চলগুলো মধ্য দিয়ে পূর্ব ও পশ্চিম এশিয়া, ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলকে সংযুক্ত করে রাখার একটি বাণিজ্যিক পথ হলো রেশমপথ।
GROUP – ‘C’
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8×5=40
(a) কিভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয় ? 8
অথবা,
সিন্ধু সভ্যতার মানুষের সামাজিক এবং অর্থনৈতিক জীবনের পরিচয় দাও। 4+4
(b) রোমান ও গুপ্ত সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো। 4+4
অথবা,
বারনির ফতোয়া-ই-জাহান্দারিতে রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি বিষয়ে ধারণা কি ছিল ? 3+5
(c) প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাসপ্রথার তুলনামূলক বিবরণ দাও। 8
অথবা,
মধ্যযুগে ইওরোপে বাণিজ্যের প্রসারে গিল্ডের ভূমিকা আলোচনা করো। 8
(d) বর্ণপ্রথার বৈশিষ্ট্য কী ? ‘বর্ণ’ ও ‘জাতি’ ধারণার পার্থক্য নিরূপণ করো।
অথবা,
রানি দুর্গাবতীর কার্যাবলি আলোচনা করো। “নূরজাহান চক্র” কী ?
(e) ক্রুসেডের কারণগুলি আলোচনা করো। 8
CLASS 11 HISTORY QUES PAPER | ||||
---|---|---|---|---|
2014 | 2015 | 2016 | 2017 | 2018 |
2019 | 2020 | NoEx | 2022 | 2023 |
Pingback: WBCHSE Class 11 All Subject Question Paper | একাদশ শ্রেণি প্রশ্নপত্র - Prosnodekho -
Pingback: WBCHSE Class 11 History Solved Question Paper 2022 | একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্নপত্র ২০২২ - Prosnodekho -