HISTORY (XI)
(New Syllabus)
2022
Time : 3 hours 15 Minutes
Full Marks : 80
GROUP – ‘A’
1. সঠিক উত্তরটি নির্বাচন করো (বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী) :1 x 24 = 24
(i) ‘নব্যপ্রস্তর যুগে বিপ্লব’ কথাটি প্রথম উদ্ভাবন করেন—
(a) বিউরি (b) গর্ডন চাইল্ড
(c) উইলিয়াম জোন্স (d) ড্যানিয়েল উইলসন
উত্তরঃ (b) গর্ডন চাইল্ড।
(ii)‘মেঘদূত’-এর রচয়িতা ছিলেন—
(a) কালিদাস (b) মেগাস্থিনিস (c) প্লিনি
(d) মার্কো পোলো
উত্তরঃ (a) কালিদাস।
(iii) ‘মুদ্রারাক্ষস’ গ্রন্থের রচয়িতা—
(a) বিশাখ দত্ত (b) ভাস (c) কালিদাস
(d) ভারবি
উত্তরঃ (a) বিশাখ দত্ত।
(iv) “ফতোয়া-ই-জাহান্দারি”তে আলোকপাত করা হয়েছে—
(a) সমাজতত্ত্ব (b) রাষ্ট্রনীতি (c) বিজ্ঞান
(d) অর্থনীতি
উত্তরঃ (b) রাষ্ট্রনীতি।
(v) মিশরের সবথেকে বড় পিরামিড হ’ল—
(a) খুফুর (b) নেফরার (c) মেনকুরার
(d) রামেসিসের
উত্তরঃ (a) খুফুর।
(vi) সুলতানি যুগের ঐতিহাসিক নন—
(I) তুলসি দাস
(II) বিষেন দাস
(III) সন্ধ্যাকর নন্দী
(IV) জিয়াউদ্দিন বারণি।
বিকল্পসমূহঃ
(a) (I), (II) সঠিক এবং (III), (IV) ভুল
(b) (I), (III) সঠিক এবং (II), (IV) ভুল
(c) (I), (IV) সঠিক এবং (II), (III) ভুল
(d) (I), (II), (III) সঠিক এবং (IV) ভুল
উত্তরঃ সম্ভাব্য (d)
(vii) খুফুর খ্যাতির কারণ—
(a) ফ্যারাও ও পিরামিড (b) নেতা
(c) গায়ক (d) নাট্যকার
উত্তরঃ (a) ফ্যারাও ও পিরামিড।
(viii) দক্ষিণ ভারতের মহাজনপদ (খ্রিষ্টপূর্ব ৬ষ্ঠ শতক)—
(a) কোশল (b) মগধ (c) ভজ্জি (d) অস্মক
উত্তরঃ (d) অস্মক ।
(ix) গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন—
(a) শ্রীগুপ্ত (b) স্কন্দগুপ্ত (c) কুমারগুপ্ত
(d) জীবগুপ্ত
উত্তরঃ (a) শ্রীগুপ্ত।
(x) আইন বিশেষজ্ঞ সোলোন ছিলেন—
(a) চিনের (b) ভারতের (c) এথেন্সের
(d) মিশরের।
উত্তরঃ (c) এথেন্সের।
(xi) মগধের প্রাচীন এবং প্রথম রাজধানীর নাম—
(a) গিরিব্রজ (b) হস্তিনাপুর (c) ইন্দ্ৰপ্ৰস্থ
(d) কাশী।
উত্তরঃ (b) হস্তিনাপুর।
(xii) কোন্ সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন ?
(a) সিন্ধু সভ্যতার মানুষ
(b) মেসোপটেমিয়ার মানুষ
(c) মিশরীয় সভ্যতার মানুষ
(d) সুমেরীয় সভ্যতার মানুষ।
উত্তরঃ (d) সুমেরীয় সভ্যতার মানুষ।
(xiii) প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ হলেন—
a) লাইকারগাস (b) সোফোক্লেস
(c) সিসেরো (d) পিনি।
উত্তরঃ (c) সিসেরো।
(xiv) ‘লেভিয়াথান’ গ্রন্থ রচয়িতা—
(a) টমাস হবস (b) রুশো (c) প্লেটো
(d) লক
উত্তরঃ (a) টমাস হবস।
(xv) প্রথম দাসবিদ্রোহ হয়েছিল—
(a) সিসিলিতে (b) মিশরে (c) ইতালিতে
(d) ফ্লোরেন্সে
উত্তরঃ (a) সিসিলিতে।
(xvi ) ‘টাইথ’ করটি ছিল—
(a) বেগার শ্রম (b) ধর্মকর (c) ভূমিকর
(d) পরোক্ষ কর
উত্তরঃ (b) ধর্মকর।
(xvii) ‘ইবাদৎখানা’ তৈরি করেন—
(a) বাবর (b) আকবর (c) আলাউদ্দিন
(d) বলবন
উত্তরঃ (b) আকবর।
(xviii) প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ণ শুরু হয়েছিল ?
(a) খ্রিষ্টপূর্ব ১ম শতকে
(b) খ্রিষ্টপূর্ব ৬ষ্ঠ শতকে
(c) খ্রিষ্টপূর্ব ৩য় শতকে
(d) খ্রিষ্ট্রিয় ৬ষ্ঠ শতকে
উত্তরঃ (b) খ্রিষ্টপূর্ব ৬ষ্ঠ শতকে।
(xix) প্রাচীন কোন সভ্যতায় দাসপ্রথা সংক্রান্ত নথি পাওয়া যায় ?
(a) মিশর (b) সুমের (c) ব্যাবিলন (d) হরপ্পা।
উত্তরঃ (a) মিশর অথবা, (c) ব্যাবিলন (সম্ভাব্য)
(xx) “গান্ধর্ব রীতি” সম্পর্কিত—
(a) বিবাহ রীতির সাথে
(b) যুদ্ধ বিগ্রহের সাথে
(c) বৈদেশিক নীতির সাথে
(d) কোনোটিই নয়
উত্তরঃ (a) বিবাহ রীতির সাথে।
(xxi) মৌর্যযুগে ভারতে দাসপ্রথার অস্তিত্ব ছিল না বলেছেন—
(a) মেগাস্থিনিস (b) কৌটিল্য (c) ফা-হিয়েন
(d) হিউয়েন সাঙ
উত্তরঃ (a) মেগাস্থিনিস।
(xxii) দিল্লির কোন সুলতান সর্বপ্রথম খলিফার স্বীকৃতি পান ?
(a) ইলতুৎমিস (b) কুতুবউদ্দিন আইবক
(c) আলাউদ্দিন (d) বলবন
উত্তরঃ (a) ইলতুৎমিস।
(xxiii) “ফিয়ালটি” শব্দ
(a) সামন্ততন্ত্র (b) ধর্ম (c) শিক্ষা (d) দাতব্য
উত্তরঃ (a) সামন্ততন্ত্র।
(xxiv) “ক্যাসিয়াস দিও” হলেন—
(a) রোমান সিনেটর (b) গ্রীক সিনেটর
(c) চৈনিক সিনেটর (d) ভারতীয় সিনেটর
উত্তরঃ (a) রোমান সিনেটর।
GROUP – B
2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 1×16 = 16
(i) “প্রায়-ইতিহাস” কী ?
উত্তরঃ যে সময়ের লেখা পাওয়া যায় কিন্তু পড়া যায় না তা হলো প্রায়-ইতিহাস যুগ।
(ii) “প্যালিওগ্রাফি” বলতে কী বোঝো ?
উত্তরঃ লিপির বিষয়বস্তু পাঠের বিদ্যাকে ‘প্যালিওগ্রাফি’ বলা হয়।
অথবা,
নিম্নবর্গের ইতিহাসচর্চা বলতে কী বোঝো ?
উত্তরঃ সম্প্রতি আধুনিক সময়ে ইতিহাসে সমাজের নিম্নস্তরের মানুষদের গুরুত্ব দেওয়া হচ্ছে। তাদের চোখ দিয়ে ঘটনার বিচার-বিশ্লেষণের মাধ্যমে এক নতুন ইতিহাস রচনা করা হচ্ছে। এই নতুন ইতিহাস চর্চাকে নিম্নবর্গের ইতিহাস চর্চা বা সাবলটার্ন স্টাডিজ বলা হয়।
(iii) ‘হেলট’ কাদের বলা হয় ?
উত্তরঃ প্রাচীন গ্রিসের স্পার্টায় ক্রীতদাসদের হেলট বলা হত। এরা ছিল স্পার্টার সর্বাপেক্ষা নির্যাতিত ও শোষিত শ্রেণি ।
(iv) ‘নগররাষ্ট্র’ বলতে কী বোঝায় ?
উত্তরঃ গ্রিক শব্দ polis অর্থাৎ স্ব-শাসিত রাষ্ট্রের বাংলা অনূদিত রুপ হল নগর রাষ্ট্র। সাধারণভাবে নগর এবং নগর কে ঘিরে গ্রাম অঞ্চল নিয়ে গঠিত এক একটি রাষ্ট্রীয় একক গ্রিসের ইতিহাসের ধ্রুপদী যুগের অর্থাৎ খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতকে এই রাষ্ট্রগুলি পরিণত রূপ লাভ করে। এই ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে পলিস বা নগর রাষ্ট্র বলা হয়।
অথবা
জনপদ কী ?
উত্তরঃ মানুষ যেখানে বসবাস করে সাধারণভাবে সেই স্থানকে জনপদ বলে।
(v) ‘পোতিন’ কী ?
উত্তরঃ পোতিন হল সাতবাহনদের সিসার মুদ্রা নাম।
(vi) 776 খ্রিষ্টপূর্বাব্দের গুরুত্ব লেখো।
উত্তরঃ প্রাচীন অলিম্পিক গেমস ৭৭৬ খ্রিস্টপূর্বে শুরু হয়েছিল। তখন এই খেলাটি প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হত।
অথবা,
প্রাচীন ভারতে মহাজনপদগুলির উত্থান মূলত কোথায় হয়েছিল ?
উত্তরঃ উত্তর ভারত।
(vii) “উলেমা” কারা ?
উত্তরঃ উলেমা বলতে বিদ্বান ও ইসলামী ধর্মগ্রন্থের পণ্ডিত ব্যক্তিদের বোঝায় যারা ইসলামী শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন এবং ইসলামী আইন শরিয়তের ব্যাখ্যা করেন।
অথবা
“ইক্তা” শব্দের অর্থ কী ?
উত্তরঃ “ইক্তা’ একটি আরবি শব্দ, যার আক্ষরিক অর্থ ‘এলাকা’, বা ‘ অংশ’বা ভাগ’।
(viii) ‘সপ্তাঙ্গ তত্ত্ব’ কী ?
উত্তরঃ কৌটিল্যের রাষ্ট্র সম্পর্কিত রাজনৈতিক চিন্তাধারার মধ্যে অন্যতম মতবাদ হল সপ্তাঙ্গ মতবাদ বা সপ্তাঙ্গ তত্ত্ব।সপ্তাঙ্গ তত্ত্ব অনুযায়ী রাষ্ট্রের এই ৭টি অঙ্গ বা উপাদান হল- স্বামী, অমাত্য, জনপদ, দূর্গ, কোশ, দণ্ড এবং মিত্র।
(ix) ‘অগ্রহার জমি ব্যবস্থা’ কী ?
উত্তরঃ অগ্রহার ব্যবস্থা ছিল ব্রাহ্মণ, বৌদ্ধ মঠগুলিকে নিষ্কর ভূমি প্রদান করা, ব্রাহ্মণরা অগ্রহার ব্যবস্থায় বা অগ্রহার জমি ব্যবস্থা নিষ্কর ভূমি পেতেন।
অথবা
গিল্ডের প্রধান কাজ কী ছিল ?
উত্তরঃ গিল্ডের প্রধান কাজ ছিল বিভিন্ন কল কারখানার মধ্যে প্রতিযোগিতা ও বাজারের প্রসারণ সম্পর্কিত ব্যাবস্থাপনার বিষয়াদির নিয়ন্ত্রন করা।
(x) ‘মিনেসিঙ্গার’ কাদের বলা হয় ?
উত্তরঃ ইউরােপে একদল চারণকবি মধ্যযুগে নাইটদের বীরত্ব, আদর্শ ও প্রেমের কাহিনি গ্রাম ও শহরের বিভিন্ন স্থানে ভ্ৰমণ করে গেয়ে শােনাতেন। এই সমস্ত চারণকবিরা জার্মানিতে ‘মিনেসিঙ্গার’ নামে পরিচিত।
(xi) ‘স্ত্রীধন’ বলতে কী বোঝো ?
উত্তরঃ স্ত্রীধন শব্দের অর্থ বিবাহিত মহিলারা সম্পদ ও সম্পত্তি।
(xii) হিজরি সাল কবে সূচিত হয় ?
উত্তরঃ ১৬ ই জুলাই ৬২২ খ্রীষ্টাব্দ থেকে।
অথবা
‘ইতিহাসের পর্বীকরণ’ (Periodization of History) কী ?
উত্তরঃ ‘ইতিহাসের পর্বীকরণ’ বলতে কালানুক্রমিক ক্রমনুসারে বিভিন্ন অংশে ভাগ করে। যা অতীতকে বোধগম্য, বোধগম্য এবং অর্থবহ করার চেষ্টা করে।
(xiii) ‘শকারি’ কে ছিলেন ?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত (বিক্রমাদিত্য) রাজত্বকালে (৩৭৫-৪১৫ খৃষ্টাব্দ ) শকদের পরাজিত করে শকারি উপাধি গ্রহন করেন।
অথবা
কোন্ প্রাচীন ভারতীয় রাজা ‘ভারতের রক্ষাকর্তা’ নামে পরিচিত ?
উত্তরঃ গুপ্ত রাজা স্কন্দ গুপ্ত কে।
(xiv) ‘কন্টকশোধন’ কী ?
উত্তরঃ মৌর্য সাম্রাজ্যে কৌটিল্য দুই ধরনের আদালতের কথা বলেছেন: ধর্মস্থীয় (দেওয়ানী বিষয় নিয়ে কাজ করা) কন্টকশোধন (অপরাধী বিষয় মোকাবেলা)।
অথবা
“অ্যাক্ট অফ অ্যাপিলস্” কবে চালু হয় ?
উত্তরঃ উত্তর পাওয়া যায়নি।
(xv) ‘De Officiis’ কার লেখা ?
উত্তরঃ Marcus Tullius Cicero.
অথবা
‘অভিকর্ষ সূত্র’ কে আবিষ্কার করেন ?
উত্তরঃ স্যার আইজ্যাক নিউটন।
(xvi) কলম্বাস কবে সমুদ্রযাত্রা করেন ?
উত্তরঃ ১৪৯২ খ্রীষ্টাব্দে কলম্বাস কবে সমুদ্রযাত্রা করেন।
GROUP – ‘C’
3. নিম্নলিখিত প্রযুগুলির উত্তর ও (এগুলি লক্ষণীয়) : 8 × 5 = 40
(a) নব্য প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। এই যুগের গুরুত্ব লেখো। 4+4
অথবা
হরপ্পা সভ্যতায় বিশেষ লেখা এই সভ্যতার পতন কেন হয় ? 4+4
(b) মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 8
অথবা
পারস্যের ক্ষত্রপ এবং চিনের ম্যান্ডারিন-এর বিবরণ দাও। 4+4
(c) মৌর্য সাম্রাজ্য এবং ম্যাসিডোনিয় সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো। 4+4
অথবা
অর্থশাস্ত্রে কৌটিল্য রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তার ব্যাখ্যা লেখো। 8
(d) ভারতীয় এবং ইওরোপীয় সামন্ততন্ত্রের তুলনামূলক আলোচনা করো। 4+4
অথবা
ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দো-রোম বাণিজ্যের প্রভাব লেখো। ভারতীয় উপমহাদেশের তৃতীয় নগরায়ণের কারণ ব্যাখ্যা করো। 4+4
(e) প্রাচীন ভারতের প্রথম নগরায়ণ এবং বাণিজ্য সম্পর্কে সংক্ষেপে লেখো। 8
CLASS 11 HISTORY QUES PAPER | ||||
---|---|---|---|---|
2014 | 2015 | 2016 | 2017 | 2018 |
2019 | 2020 | NoEx | 2022 | 2023 |
Pingback: WBCHSE Class 11 All Subject Question Paper | একাদশ শ্রেণি প্রশ্নপত্র - Prosnodekho -