WBCHSE Class 11 History Solved Question Paper 2023 | একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্নপত্র ২০২৩ – Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2023 History question paper with answers for class eleventh students of West Bengal Council Higher Secondary Education. Question and Answers of the question paper are given below.
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের জন্য ২০২৩ সালের উত্তরসহ ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র দেওয়া হলো।

New Syllabus
HISTORY
(2023)

Time: 3 Hours 15 Minutes
Full Marks: 80

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।

(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী)

1. সঠিক উত্তরটি নির্বাচন করো (বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী) : 1×24=24

(i) ভারতের পুরাণের সংখ্যা হল—
(a) 15টি (b) 16টি (c) 18টি (d) 21টি ।

উত্তরঃ (c) 18টি

(ii) ‘প্রাক্‌ইতিহাস’ শব্দটির অর্থ—
(a) প্রায়-ইতিহাস এবং ইতিহাসের মধ্যবর্তী সময়কাল
(b) যে সময়ে মানুষ লিখন পদ্ধতি জানত না
(c) যে সময়ে মানুষ লিখন পদ্ধতি জানত
(d) যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না।

উত্তরঃ (b) যে সময়ে মানুষ লিখন পদ্ধতি জানত না

(iii) “The Origin of the Species” – গ্রন্থটি লিখেছিলেন—
(a) আর্নল্ড টয়েনবি (b) চার্লস ডারউইন
(c) আইজ্যাক নিউটন (d) বিউড়ি।

উত্তরঃ (b) চার্লস ডারউইন।

(iv) পুরাতন প্রস্তরযুগে আদিম মানুষের ব্যবহৃত গুরুত্বপূর্ণ অস্ত্র হল—
(a) হাত কুঠার (b) কাটারি
(c) পাথরের টুকরো (d) ধারালো অস্ত্র

উত্তরঃ (c) পাথরের টুকরো।

(v) স্ফিংস মূর্তিটি অবস্থিত—
(a) ভারতে (b) পাকিস্তানে (c) মিশরে
(d) চীনে

উত্তরঃ (c) মিশরে।

(vi) মেসোপটেমিয়ার মন্দিরগুলিকে বলা হয়—
(a) মঠ (b) পিরামিড (c) জিগুরাত
(d) মমি।

উত্তরঃ (c) জিগুরাত

(vii) মহাজনপদের কথা জানা যায়—
(a) ইলিয়াড থেকে
(b) ওডিসি থেকে
(c) জৈন পরিশিষ্ট পার্বণ থেকে
(d) মেঘদূত থেকে

উত্তরঃ (c) জৈন পরিশিষ্ট পার্বণ থেকে

(viii) প্লেটোর মতে আদর্শ পলিসের জনসংখ্যা হবে—
(a) 4000 (b) 5000 (c) 10000
(d) 20000

উত্তরঃ (b) 5000

(ix) ‘The Magnificent’ বলা হতো অটোমান সুলতান—
(a) সুলতান দ্বিতীয় মহম্মদকে
(b) সুলতান সালাদিনকে
(c) সুলতান সুলেমানকে
(d) সুলতান ওসমানকে

উত্তরঃ (c) সুলতান সুলেমানকে

(x) মন্তেস্কু বলেছিলেন—
(a) রাজতন্ত্রের কথা
(b) ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা
(c) বিদ্রোহের কথা
(d) বিপ্লবের কথা।

উত্তরঃ (b) ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা

(xi) ইংরেজি ‘Mandarin’ শব্দটি এসেছে—
(a) ফরাসি শব্দ থেকে
(b) লাতিন শব্দ থেকে
(c) পর্তুগিজ শব্দ থেকে
(d) ডাচ শব্দ থেকে।

উত্তরঃ (c) পর্তুগিজ শব্দ থেকে

(xii) জিয়াউদ্দিন বারনির লেখা গ্রন্থ হল—
(a) মেঘদূত
(b) গীতগোবিন্দম
(c) ফতোয়া-ই-জাহান্দারি
(d) ইন্ডিকা৷

উত্তরঃ (c) ফতোয়া-ই-জাহান্দারি

(xiii) “Feudalism” – শব্দটি—
(a) লাতিন শব্দ (b) ফরাসি শব্দ
(c) ফারসি শব্দ (d) জার্মান শব্দ।

উত্তরঃ (a) লাতিন শব্দ

(xiv) ম্যানরের দরিদ্র কৃষকদের বলা হতো—
(a) স্টুয়ার্ট (b) ভিলেন (c) ডিমেন
(d) বেইলিফ।

উত্তরঃ (b) ভিলেন

(xv) লোথাল হল—
(a) সমুদ্র বন্দর (b) নগর (c) নদী উপত্যকা
(d) ঝুলন্ত উপত্যকা

উত্তরঃ (a) সমুদ্র বন্দর

(xvi) প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয়েছিল—
(a) 1095 খ্রিষ্টাব্দে (b) 1096 খ্রিষ্টাব্দে
(c) 1203 খ্রিষ্টাব্দে (d) 1292 খ্রিষ্টাব্দে।

উত্তরঃ (b) 1096 খ্রিষ্টাব্দে

(xvii) স্পার্টার ক্রীতদাসদের বলা হতো—
(a) হেলট (b) মেটিক (c) পেনেসটাই
(d) পেরিয়োকাই ।

উত্তরঃ (a) হেলট

(xviii) মেগাস্থিনিসের মতে মৌর্যযুগে ভারতে জাতির সংখ্যা—
(a) 2   (b) 4   (c) 6   (d) 7

উত্তরঃ (d) 7

(xix) রানি নেফারতিতি ছিলেন—
(a) ভারতের (b) ইংল্যান্ডের (c) মিশরের
(d) জার্মানির

উত্তরঃ (c) মিশরের

(xx) “সুল-ই-কুল” আদর্শ প্রচার করেছিলেন
(a) বাবর (b) হুমায়ুন (c) আকবর
(d) শাহজাহান।

উত্তরঃ (c) আকবর

(xxi) “হিজরি” সাল _________ সম্পর্কিত। (শূন্যস্থান পূরণ কর)
(a) হজরত মহম্মদের সঙ্গে
(b) সালাদিনের সঙ্গে
(c) রিচার্ডের সঙ্গে
(d) সপ্তম হেনরির সঙ্গে

উত্তরঃ (a) হজরত মহম্মদের সঙ্গে

(xxii) “Principia” গ্রন্থটি লিখেছিলেন—
(a) জিয়ারদানো ব্রুনো (b) কোপারনিকাস
(c) নিউটন (d) টাইকোরেহে

উত্তরঃ (c) নিউটন

(xxiii) প্রথম মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়—
(a) চীনে (b) জার্মানিতে (c) ইংল্যান্ডে
(d) ভারতে ।

উত্তরঃ (a) চীনে

(xxiv) ভারতের কালিকট বন্দরে এসেছিলেন—
(a) ক্রিস্টোফার নেলসন
(b) ক্রিস্টোফার ড্যানিসন
(c) নাথানিয়াল ডানকান
(d) ক্রিস্টোফার কলম্বাস।

উত্তরঃ (d) ক্রিস্টোফার কলম্বাস।

(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী)

2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×16=16

(i) ‘Historia’ শব্দের অর্থ কী ?

উত্তরঃ গ্রীক শব্দ হিস্টোরিয়া থেকেই এই হিস্টোরি শব্দটির উৎপত্তি। যার অর্থ কোন কিছু কারণ অনুসন্ধান।

(ii) “এপিগ্রাফি” (Epigraphy) বলতে কী বোঝো ?

উত্তরঃ কঠিন বা টেকসই উপাদানের উপর লিপিবদ্ধ লিখিত উপকরণের অধ্যয়নকে এপিগ্রাফি বলা হয়।

অথবা,

ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসে যুগ বিভাজন কীভাবে করেছেন ?

উত্তরঃ জেমস মিল ভারতের ইতিহাস কে তিনটি ভাগে ভাগ করেন– হিন্দু যুগ, মুসলিম যুগ, এবং ব্রিটিশ যুগ।

(iii) প্রবাহমান কাল (time line) বলতে কী বোঝো ?

উত্তরঃ কাল নদীর স্রোতের মতো বয়ে যায়, ইতিহাসের ক্ষেত্রেও তা লক্ষণীয়। এই বয়ে যাওয়া কালকে প্রবহমান কাল বলে।

(iv) জাস্টিনিয়ান কোড কী ?

উত্তরঃ মধ্যযুগের ইউরোপের সমাজ ও রাষ্ট্রের পূনর্গঠনের জন্য রোমান সম্রাট জাস্টিনিয়ান প্রায় 4000 আইন সংবলিত এক আইন-বিধি রচনা করেন যা জাস্টিনিয়ান কোড নামে পরিচিত।

অথবা,

ষোড়শ মহাজনপদের দক্ষিণ ভারতের মহাজনপদ কী কী ছিল ?

উত্তরঃ ষোড়শ মহাজনপদ গুলি হল — কাশী, কোশল, অঙ্গ, মগধ, বৃজি বা বজ্জি, মল্ল বা মালব, চেদী, বৎস বা বংশ, কুরু, পাঞ্চাল বা পঞ্চাল, মৎস্য, শূরসেন, অশ্মক বা অশ্বক, অবন্তী, গান্ধার ও কম্বোজ।

(v) ‘অটোমান’ কারা ?

উত্তরঃ ১২৮৫ খ্রিস্টাব্দে ওসমান তুর্কি আঙ্কারা থেকে কনস্ট্যান্টিনোপল পর্যন্ত সাম্রাজ্য স্থাপন করেন। তাঁর নাম অনুসারেই তাঁর বংশের লোকেরা অটোমান তুর্কি নামে পরিচিত হন। প্রসঙ্গত, আরবি শব্দ উমান থেকে ওসমান শব্দটি এসেছে, যার ইংরেজি সংস্করণ হল অটোমান।

(vi) সিসেরো কে ছিলেন ?

উত্তরঃ মার্ক তুল্লি সিসেরো ছিলেন একজন শ্রেষ্ঠ রোমান বাগ্মী, রাষ্ট্রচিন্তাবিদ এবং আইনজ্ঞ। তিনি পূর্বপ্রচলিত রোমান রাষ্ট্রব্যবস্থার যাবতীয় রীতিনীতিকে সংশোধনের উদ্যোগ নেন এবং রোমান আইনতত্ত্বকে বিশ্বজনীনতার আদর্শে উত্তরণ ঘটান।

অথবা,

কোন্ গুপ্তরাজার মধ্যে নেপোলিয়ান এবং মেকিয়াভেলির গুণাবলি খুঁজে পাওয়া যায় ?

উত্তরঃ

(vii) ‘রেশমপথ’ কী ?

উত্তরঃ রোম ও পশ্চিম এশিয়ার সঙ্গে যে স্থলপথের মাধ্যমে চীনের বাণিজ্য পরিচালিত হত তাকে বলা হত রেশম পথ বা সিল্ক রুট। রেশম পথ বা সিল্ক রুট বাণিজ্যের অন্যতম প্রধান বস্ত্র ছিল রেশম। তাই এই বাণিজ্য পথের এরূপ নামকরণ।

(viii) ‘মনসব শব্দের অর্থ কী ?

উত্তরঃ ‘মনসব’ শব্দের অর্থ পদমর্যাদা।

অথবা,

অষ্টম হেনরি কে ছিলেন ?

উত্তরঃ হেনরি (২৮ জুন ১৪৯১ – ২৮ জানুয়ারি ১৫৪৭) ২১ এপ্রিল, ১৫০৯ থেকে মৃত্যু পর্যন্ত ইংল্যান্ডের রাজা ছিলেন। তিনি একই সাথে কিংডম অফ ফ্রান্সেরও রাজা ছিলেন।

(ix) গুপ্তযুগে নগরের অবক্ষয়ের একটি কারণ লেখো ।

উত্তরঃ গুপ্তযুগের শেষভাগে শিল্প ও বাণিজ্যের অবক্ষয়ের ফলে নগরজীবনের অবক্ষয় শুরু হয়।

(x) গ্ল্যাডিয়েটর কারা ?

উত্তরঃ প্রাচীন রােমে কোনাে ক্রীতদাসকে হিংস্র পশুর সঙ্গে লড়াই করে নাগরিকদের আনন্দ দিতে হত। এই ক্রীতদাসরা গ্ল্যাডিয়েটর নামে পরিচিত ছিল।

(xi) ‘নিগম’ বলতে কী বোঝো ?

উত্তরঃ কৃষির অগ্রগতির সঙ্গে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে ভারতে বিভিন্ন কারিগরি শিল্পের ও অন্যান্য পেশার বিকাশ ঘটতে থাকে। নিজেদের স্বার্থ সুরক্ষিত করার উদ্দেশ্যে একই পেশার শিল্পী ও কারিগররা তাদের নিজস্ব সংগঠন গড়ে তোলে। প্রাচীন ভারতের শিল্পী, কারিগর বা বণিকদের এই সংগঠন নিগম নামে পরিচিত।

(xii) ভ্যাসাল কারা ?

উত্তরঃ সামন্ততান্ত্রিক পিরামিডের সর্বনিম্ন স্তরে অবস্থানকারী অগণিত দরিদ্র কৃষকদের ভ্যাসাল বলা হত।

(xiii) ‘শকাব্দ’ কে চালু করেন ?

উত্তরঃ শকদের সম্রাট কনিস্ক খ্রিস্টীয় 78 সালে সিংহাসনে আরোহণ করেন। এই বর্ষটিকে স্মরণীয় রাখতে তারা 22 মার্চ, 78 খ্রীস্টাব্দে শকাব্দীর প্রচলন করেন।

অথবা,

কোন্ গুপ্তরাজার আমলে হুণ আক্রমণ হয়েছিল ?

উত্তরঃ গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের রাজত্বের শেষদিকে ভারতে হুন আক্রমণ হয়।

(xiv) পতিত ক্ষত্রিয় কারা ?

উত্তরঃ মৌর্য-পরবর্তী যুগ থেকে ভারতে আগত বহিরাগত ব্যাকট্রীয়-গ্রিক, শক, কুষাণ প্রভৃতি অনার্য জাতিগুলি ভারতীয় সমাজে পতিত ক্ষত্রিয় নামে পরিচিত।

(xv) গুটেনবার্গ কে ?

উত্তরঃ জোহানেস গুটেনবার্গ আধুনিক মুদ্রণযন্ত্রের আবিষ্কারক ছিলেন।

অথবা,

মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব বলতে কী বোঝো ?

উত্তরঃ আধুনিককালে কোপারনিকাস, ব্রুনো, গ্যালিলিয়ো, কেপলার, নিউটন প্রমুখ বিজ্ঞানী অভিমত দেন যে, বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রে পৃথিবী নয়, সূর্য অবস্থান করছে এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবীসহ সৌরজগতের অন্যান্য গ্রহ- উপগ্রহগুলি নির্দিষ্ট কক্ষপথে সর্বদা ঘুরে চলেছে। এই তত্ত্ব মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব নামে পরিচিত।

(xvi) পঞ্চদশ শতকে নতুন বিশ্ব বলতে কী বোঝো ?

উত্তরঃ পঞ্চদশ শতকে ‘নতুন বিশ্ব’ বলতে বর্তমানকালের আমেরিকা মহাদেশকে বোঝাত। স্পেনের অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস ১৪৯২ খ্রিস্টাব্দে বর্তমানকালের আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। ১৫০৩ খ্রিস্টাব্দে আমেরিগো ভেসপুচি কলম্বাস আবিষ্কৃত নতুন মহাদেশের নামকরণ করেন ‘নতুন বিশ্ব।

(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী)

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 8×5=40

(a) মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি কী ছিলো ?

অথবা,

হরপ্পা সভ্যতার মানুষের সামাজিক এবং অর্থনৈতিক জীবনের বর্ণনা দাও। 4+4

(b) রোমান সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো। 4+4

অথবা,

ইক্তা ব্যবস্থা কী ? দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। 4+4

(c) মধ্যযুগে ইওরোপে গিল্ডের কার্যাবলি লেখো। 8

অথবা,

গুপ্তযুগে ভারতে সামন্তপ্রথার উত্থানের পটভূমি ব্যাখ্যা করো। 8

(d) প্রাচীন ভারতে নারী শিক্ষার বিবরণ দাও । 8

অথবা,

প্রাচীন মিশর ও প্রাচীন রোমের দাসপ্রথার তুলনামূলক আলোচনা করো। 4+4

(e) ইওরোপে ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। 8

Leave a Reply