WBCHSE Class 11 Political Science Solved Question Paper 2022 | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০২২- Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

2022 Political Science question paper with answers for class eleventh students of West Bengal Council Higher Secondary Education. Question and Answers to MCQs and SAQs of the question paper are given below.
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের জন্য ২০২২ সালের উত্তরসহ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্ন পত্র। প্রশ্ন পত্রে MCQ ও SAQ এর উত্তর করা আছে। MCQ এবং SAQ প্রশ্নের উত্তর বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেক্ট করে দেওয়া হয়েছে। ভূল থাকলে কমেন্ট করে জানাবেন, আপডেট করে দেওয়া হবে।

Annual Question Paper (XI)
(New Syllabus)
POLITICAL SCIENCE
(2022)

Time: 3hrs 15 mts.        Full Marks : 80

GROUP – A

1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও : 1 x 24 = 24

(i) “রাষ্ট্রবিজ্ঞান হল একটি প্রগতিশীল বিজ্ঞান” বলেছেন—
(a) গ্রীন (b) ব্রাইস (c) সিলি (d) গেটেল

উত্তরঃ (b) ব্রাইস

(ii) “এ গ্রামার অফ পলিটিক্স” গ্রন্থটির লেখক—
(a) বার্কার (b) ল্যাস্কি (c) হবহাউস,
(d) গ্রীন

উত্তরঃ (b) ল্যাস্কি

iii) আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়—
(a) অ্যাকুইনাস (b) ম্যাকিয়াভেলী
(c) হবস (d) লক্।

উত্তরঃ (b) ম্যাকিয়াভেলী

(iv) প্যারিসে কোন্ সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ?
(a) 1946 (b) 1948 (c) 1950 (d) 1960

উত্তরঃ (b) 1948

(v) “রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে” বলেছেন—
(a) গেটেল (b) গার্নার (c) সিলি (d) ব্রাইস

উত্তরঃ ((b) গার্নার

(vi) রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন
(a) অ্যারিস্টটল (b) গার্নার (c) গ্রীন (d) এঙ্গেলস্

উত্তরঃ (a) অ্যারিস্টটল

(vii) “এক জাতি; এক রাষ্ট্র” – এর স্লোগানই হলো—
(a) রাষ্ট্র প্রতিষ্ঠার মৌলিক নীতি
(b) আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি
(c) জাতীয় জনসমাজ গঠনের মৌলিক নীতি
(d) জাতি গঠনের মৌলিক নীতি

উত্তরঃ (b) আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি

(viii) রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজকে বলে—
(a) জাতি (b) জাতীয় জনসমাজ
(c) প্রতিষ্ঠান (d) রাষ্ট্র

উত্তরঃ (b) জাতীয় জনসমাজ

(ix) “জাতীয়তাবাদের পথ ধরেই আন্তর্জাতিকতায় পৌঁছানো যায়।”- একথা বলেছেন—
(a) জিমার্ন (b) রাসেল (c) উইলসন
(d) লেনিন

উত্তরঃ (a) জিমার্ন

(x) জাতীয় জনসমাজের ধারণাটি প্রধানত—
(a) রাজনৈতিক (b) সামাজিক
(c) অর্থনৈতিক (d) আধ্যাত্মিক

উত্তরঃ (a) রাজনৈতিক

(xi) ‘নেশন’ শব্দটি এসেছে ল্যাটিন __________ শব্দ থেকে।
(a) Natio (b) Nato (c) Nat (d) National

উত্তরঃ (a) Natio

(xii) ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন—
(a) ডঃ বি. আর. আম্বেদকর
(b) পন্ডিত জওহরলাল নেহেরু
(c) সর্দার বল্লভভাই প্যাটেল
(d) ডঃ রাজেন্দ্রপ্রসাদ

উত্তরঃ (a) ডঃ বি. আর. আম্বেদকর

(xiii) রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থন করেছিলেন—
(a) উগ্র জাতীয়তাবাদকে
(b) ফ্যাসিবাদকে
(d) আন্তর্জাতিকতাবাদকে
(c) নাৎসীবাদকে

উত্তরঃ (d) আন্তর্জাতিকতাবাদকে ।

(xiv) ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি যুক্ত হয়েছিল—
(a) 38 তম সংশোধনে
(b) 40 তম সংশোধনে
(c) 42 তম সংশোধনে
(d) 54 তম সংশোধনে

উত্তরঃ (c) 42 তম সংশোধনে

(xv) মন্ত্রীসভা পরিচালিত সরকারে ক্যাবিনেট দায়িত্বশীল থাকে—
(a ) উচ্চকক্ষের কাছে
(b) নিম্নকক্ষের কাছে
(c) বিচারবিভাগের কাছে
(d) রাষ্ট্রপতির কাছে

উত্তরঃ (d) রাষ্ট্রপতির কাছে ।

(xvi) এককেন্দ্রিক সরকার আছে—
(a) যুক্তরাজ্যে (b) ভারতে (c) আমেরিকায়
(d) এদের কোনোটিই নয়

উত্তরঃ (d) এদের কোনোটিই নয় ।

(xvii) আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যায় ________ ব্যবস্থায়।
(a) এককেন্দ্রিক (b) যুক্তরাষ্ট্রীয়
(c) রাষ্ট্রপতি শাসিত (d) সংসদীয়

উত্তরঃ (b) যুক্তরাষ্ট্রীয়

(xviii) মার্কিন শাসন ব্যবস্থা—
(a) এককেন্দ্রিক (b) যুক্তরাষ্ট্রীয়
(c) আধা যুক্তরাষ্ট্রীয়
(d) এদের কোনোটিই নয়

উত্তরঃ (b) যুক্তরাষ্ট্রীয়

(xix) স্বাধীনতার অন্যতম একটি রক্ষাকবচ হলো—
(a) সমাজ (b) সংগঠন (c) রাষ্ট্রসংঘ
(d) স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয় ।

উত্তরঃ (d) স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয়।

(xx) গণতন্ত্র সম্বন্ধে প্রথম ধারণার সৃষ্টি হয় প্রাচীন—
(a) জার্মানীতে (b) ইংল্যান্ডে (c) গ্রিসে
(d) ভারতে

উত্তরঃ (c) গ্রিসে

(xxi) ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয় …….. সংবিধান সংশোধনের দ্বারা।
(a) 25 তম (b) 42 তম (c) 44 তম
(d) 46 তম

উত্তরঃ (b) 42 তম

(xxii) ভারতীয় সংবিধানে নির্দেশমূলকনীতি সমূহ গৃহীত হয়েছে …….. -এর সংবিধানকে অনুসরণ করে।
(a) কানাডা (b) ব্রিটেন (c) মার্কিন যুক্তরাষ্ট্র
(d) আয়ারল্যাণ্ড

উত্তরঃ (d) আয়ারল্যাণ্ড

(xxiii) আইনের দৃষ্টিতে সমতা ও আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার সম্পর্কে ভারতের সংবিধানের যে ধারায় আলোচনা করা হয়েছে তা হলো—
(a) 14 (b) 15 (c) 16 (d) 17

উত্তরঃ (a) 14

(xxiv) ভারতের সংবিধানের যে অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি হলো—
(a) তৃতীয় (b) চতুর্থ (c)পঞ্চম (d) ষষ্ঠ

উত্তরঃ (a) তৃতীয়


👉আরো দেখো : সমস্ত বিষয়ের প্রশ্নপত্র👈


GROUP – B

2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×16 = 16

(i) রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছেন এমন দুজন রাজনৈতিক চিন্তাবিদের নাম লেখো।

উত্তরঃ গার্নার এবং গেটেল।

(ii) কার মতানুসারে রাজনীতি হল প্রভাব ও প্রভাবশালী সংক্রান্ত আলোচনা ?

উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞানী ল্যাসওয়েল।

অথবা,

রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গীর নাম লেখো ।

উত্তরঃ সাবেকি দৃষ্টিভঙ্গি এবং আধুনিক দৃষ্টিভঙ্গি।

(iii) রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধী দুজন প্রবক্তার নাম লেখো।

উত্তরঃ কোঁৎ এবং মেটল্যাণ্ড।

(iv) কার মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ ?

উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞানী অ্যালান বলের মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ।

অথবা,

পলিটিক্স’ কথাটি কোন গ্রীক শব্দ থেকে এসেছে ?

উত্তরঃ গ্রিক শব্দ ‘পোলিস’ (polis) থেকে ইংরেজি ‘পলিটিক্স’ শব্দটি এসেছে।

(v) রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার একটি সীমাবদ্ধতা উল্লেখ করো।

উত্তরঃ শুধুমাত্র রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির বিশ্লেষণের সংকীর্ণ গণ্ডির মধ্যে এই সংজ্ঞা সীমাবদ্ধ।

অথবা,

রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার সমর্থনে একটি যুক্তি দেখাও ।

উত্তরঃ সুসংবদ্ধ জ্ঞান: রাষ্ট্রবিজ্ঞানেও পর্যবেক্ষণ, পরীক্ষপ, শ্রেণি বিভক্তিকরণ, কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের মধ্য দিয়ে নাগরিকদের আচার-আচরণ, রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি প্রভৃতি সম্পর্কে সুসংবদ্ধ জ্ঞান অর্জন করা সম্ভব।

(vi) ‘রাষ্ট্র’ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?

উত্তরঃ রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ম্যাকিয়াভেলী।

(vii) ‘সিভিটাস’ কী ?

উত্তরঃ প্রাচীন কালে রোমান দার্শনিকগণ রাষ্ট্র অর্থে সিভিটাস শব্দটি ব্যবহার করেন।

অথবা,

লেভিয়াথান’ গ্রন্থের লেখকের নাম লেখো।

উত্তরঃ লেভিয়াথন গ্রন্থের লেখক টমাস হব্‌স।

(viii) রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন ?

উত্তরঃ রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযো সংজ্ঞা দিয়েছেন অধ্যাপক গার্নার।

(ix) ‘দ্য প্রিন্স’ গ্রন্থটির লেখক কে ?

উত্তরঃ ‘দ্য প্রিন্স’ গ্রন্থটির লেখক নিক্কোলো মাকিয়াভেল্লি।

অথবা

সোসাল কন্ট্রাক্ট’ গ্রন্থের রচয়িতার নাম লেখো।

উত্তরঃ ‘সোসাল কন্ট্রাক্ট’ গ্রন্থের রচয়িতার নাম রুশো।

(x) জাতীয়তাবাদের সপক্ষে একটি যুক্তি দাও।

উত্তরঃ মহান আদর্শ : এক মহান আদর্শ রূপে সমগ্র জাতিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে প্রকৃত জাতীয়তাবাদ দেশের জন্য আত্মত্যাগ করতে অনুপ্রেরণা জোগায় ।

(xi) ‘বিকৃত’ জাতীয়তাবাদ বলতে কী বোঝো ?

উত্তরঃ জাতীয়তাবাদ যখন আদর্শভ্রষ্ট হয়ে সংকীর্ণ স্বাদেশিকতা ও উগ্র জাত্যভিমানে পরিণত হয় তখন তাকে বিকৃত জাতীয়তাবাদ বলা হয়।

(xii) জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে একটি যুক্তি দাও।

উত্তরঃ জাতীয় গুণাবলীর বিকাশ: আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতিটি জাতীয় গুণাবলী বিকাশের সহায়ক।

অথবা,

জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে একটি যুক্তি দাও।

উত্তরঃ উগ্র জাতীয়তাবাদের সৃষ্টি : আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করলেই যে যুদ্ধ ও সংঘর্ষ দূর হবে, তা নয়। বরং প্রত্যেক জাতিই নিজেকে শ্রেষ্ঠ মনে করবে ও অপরকে ঘৃণা করবে।

(xiii) ‘ন্যাশনালিজম’ গ্রন্থের লেখকের নাম লেখো।

উত্তরঃ ‘ন্যাশনালিজম’ গ্রন্ধের লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর।

(xiv) আন্তর্জাতিকতাবাদ বলতে কী বোঝো ?

উত্তরঃ আন্তর্জাতিকতাবাদ হলো বৃহত্তর বিশ্বসমাজ গঠনের উদ্দেশ্যে নিবেদিত এক মহান আদর্শের নাম। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ ও জাতি সংকীর্ণ গন্ডি অতিক্রম করে বিশ্বমানবতার সঙ্গে একাত্ম হতে পারে।

(xv) গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান করে গৃহীত হয়েছিল ?

উত্তরঃ ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদে ২৮৪ জনের সই করলে গৃহীত হয় এবং এই দিনটি জাতীয় আইন দিবস হিসেবে পরিচিত।

অথবা,

ভারতের সংবিধান কবে কার্যকর হয় ?

উত্তরঃ ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে এই সংবিধান কার্যকরী হয়।

(xvi) ‘সাম্য’ বলতে কী বোঝায় ?

উত্তরঃ সাধারণভাবে সাম্য বলতে বোঝায় সকল মানুষই সমান। তাই প্রতিটি মানুষ অন্যের ন্যায় সমান অধিকার, সমান সুযোগ সুবিধা ও স্বাধীনতা ভোগের অধিকারী।

অথবা,

পরোক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো ?

উত্তরঃ যে শাসনব্যবস্থায় রাষ্ট্রের জনগণ প্রত্যক্ষ বা সরাসরি দেশ শাসনে অংশগ্রহণ না করে তাদের প্রতিনিধিদের মাধ্যমে অংশ নেয় তাকে পরোক্ষ গণতন্ত্র বলে।

GROUP-C

3.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8×5 = 40

(i) রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। 8

অথবা,

রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদী তত্ত্বটি আলোচনা করো। 8

(ii) আইনের প্রমুখ উৎসগুলি সংক্ষেপে আলোচনা করো। 8

অথবা,

গণতন্ত্র কাকে বলে ? গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি ব্যাখ্যা করো। 2+3+3

(iii) লিখিত ও অলিখিত সংবিধানের প্রধান পার্থক্যগুলি আলোচনা করো। সুপরিবর্তনীয় সংবিধানের গুণগুলি উল্লেখ করো। 2+3+3

অথবা

ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলির বর্ণনা দাও। 8

(iv) যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝো ? এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2+6

অথবা,

ভারতের সংসদীয় ব্যবস্থার প্রকৃতি ব্যাখ্যা করো। 8

(v) ভারতের সংবিধানে উল্লিখিত শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকারটি আলোচনা করো। 8

অথবা,

রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো। 8

This Post Has 5 Comments

  1. Riyaz Sardar

    Ami class 11 er riyaz Sardar ami political science khub akta valo na bole ai website thake porte chai

  2. Sujoy Barman

    Group A
    1.
    v , xxiv
    উত্তর ভুল দিয়েছে

    1. proshnodekho

      ভূল ধরিয়ে দেওয়ার জন্য Sujoy Barmanকে ধন্যবাদ। উত্তর ঠিক করে দেওয়া হয়েছে। অনেকে উপকৃত হবে।

Leave a Reply