WBCHSE Class 11 Sanskrit Solved Question Paper 2022 | একাদশ শ্রেণির সংস্কৃত প্রশ্নপত্র ২০২২ – Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE CLASS 11 SANSKRIT QUESTION PAPER WITH ANSWER 2022 (একাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান প্রশ্নপত্র ২০২২)

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সংস্কৃত বিষয়ের উত্তরসহ প্রশ্নপত্র যত্নসহকারে সঠিক এবং নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। বহু বিকল্পধর্মী প্রশ্ন (MCQ) এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) উত্তর বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করে দেওয়া হলো। ছাত্র-ছাত্রীদেরকে জানানো যাচ্ছে তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবে।

SANSKRIT (XI)
(New Syllabus)
2022

Time: 3 Hours 15 Minutes
Full Marks: 80

পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে দেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।

Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. Figures in the margin indicate full marks for the questions.

1. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×15=15

(গদ্যাংশ)

(a) ‘पञ्चतन्त्रम्’-এর রচয়িতা কে ?
(i) নারায়ণ শর্মা (ii) হরিশর্মা
(iii) রাকেশ শর্মা (iv) বিষ্ণুশর্মা

উত্তরঃ (iv) বিষ্ণুশর্মা।

(b) ব্রহ্মরাক্ষসের নাম কী ছিল ?
(i) সত্যবচন (ii) শুষ্ককপোল (iii) ক্রূরকর্মা
(iv) গোপাল

উত্তরঃ (i) সত্যবচন

(c) যজমান ব্রাহ্মণকে কী দান করেছিলেন ?
(i) দুটি ছাগল (ii) দুটি বাছুর (iii) দুটি বলদ
(iv) দুটি গাভী

উত্তরঃ (ii) দুটি বাছুর

(d) চোর ও ব্রহ্মরাক্ষসের কথোপকথনের সময় ব্রাহ্মণ কী অবস্থায় ছিলেন ?
(i) জাগ্রত (ii) ঘুমন্ত (iii) চলমান (iv) দৌড়ানো

উত্তরঃ (ii) ঘুমন্ত

(e) ‘मेघदूतम्’ কাব্যটি কোন্ ছন্দে রচিত ?
(i) অমিত্রাক্ষর (ii) মন্দাক্রান্তা (iii) আর্যা
(iv) স্রগ্ধরা।

উত্তরঃ (ii) মন্দাক্রান্তা

(f) যক্ষপত্নী কোথায় থাকেন ?
(i) রামগিরি (ii) অমরাবতী (iii) অলকাপুরী
(iv) মাল্যবান

উত্তরঃ (iii) অলকাপুরী

(g) যক্ষ কোন্ ফুল দিয়ে মেঘকে অভ্যর্থনা জানিয়েছিল ?
(i) দ্রোণকুসুম (ii) কুটজকুসুম (iii) কুন্দকুসুম (iv) নবমল্লিকা

উত্তরঃ (ii) কুটজকুসুম

(h) যক্ষ কাকে দূত করেছিল ?
(i) পক্ষি   (ii) গজ   (iii) মেঘ   (iv) বায়ু

উত্তরঃ (iii) মেঘ

(নাট্যাংশ)

(i) শ্রীরামকৃষ্ণের আরাধ্যা-দেবী কে ?
(i) ভৈরবী (ii) ভবতারিণী (iii) ভুবনেশ্বরী
(iv) সরস্বতী ।

উত্তরঃ (ii) ভবতারিণী

(j) শূন্যস্থান পূরণ করো : “गुरुदेवस्य ______ महिमा !”
(i) अनिर्वचना (ii) अनिर्वचनिया
(iii) अनिर्वचनीयम् (iv) अनिर्वचनीयो ।

উত্তরঃ (iv) अनिर्वचनीयो

(k) শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের কাছে কোন্ গান শুনতে চেয়েছিলেন ?
(i) ব্রাহ্মসঙ্গীত (ii) রবীন্দ্রসঙ্গীত (iii) শ্যামাসঙ্গীত (iv) পদাবলী ।

উত্তরঃ (iii) শ্যামাসঙ্গীত।

(l) শ্রীরামকৃষ্ণের শরীর থেকে নির্গত হয়—
(i) সুগন্ধ (ii) অমৃত (iii) সূর্যরশ্মি (iv) জ্যোতিধারা।

উত্তরঃ (iv) জ্যোতিধারা।

(সাহিত্যেতিহাস)

(m) মহাভারতে মোট কটি পর্ব ?
(i) সাত   (ii) তেরো   (iii) চার  (iv) আঠারো

উত্তরঃ (iv) আঠারো

(n) রামায়ণে মোট কটি কাণ্ড ?
(i) চার   (ii) সাত   (iii) বারো   (iv) এগারো

উত্তরঃ (ii) সাত

(o) হিতোপদেশের রচয়িতা কে ?
(i) বিষ্ণুশর্মা (ii) নারায়ণ শর্মা (iii) কালিদাস
(iv) দন্ডী ।

উত্তরঃ (ii) নারায়ণ শর্মা

2. প্রতিটি পূর্ণবাক্যে সংক্ষিপ্ত উত্তর দাও : 1×11=11

(গদ্যাংশ) (যে কোনো তিনটি)

(a) ব্রাহ্মণ কেন ঘুম থেকে জেগে উঠল ?

উত্তরঃ গরু চুরি করতে গিয়ে ব্রহ্মরাক্ষস ও চোরের মধ্যে কে আগে কার্যসিদ্ধি করবে এই নিয়ে পরস্পরের মধ্যে ঝগড়া শুরু হলে ব্রাহ্মণ জেগে যায়।

(b) ব্রহ্মরাক্ষস কী চেয়েছিলেন ?

উত্তরঃ ব্রহ্মরাক্ষস ব্রাহ্মণকে খেতে চেয়েছিল।

(c) চোরের কী ইচ্ছা ছিল ?

উত্তরঃ ব্রাহ্মণের গরু দুটি চুরি করা।

(d) ব্রহ্মরাক্ষসের ভোজনের সময় কখন ? সে কাকে খাবে বলে নিশ্চিত করেছিল ?

উত্তরঃ ষষ্ঠ ভজন কাল অর্থাৎ তৃতীয় দিনের রাতে। দ্রোণ নামে এক ব্রাহ্মণকে।

(e) ব্রহ্মরাক্ষসের চেহারা কেমন ছিল ?

উত্তরঃ ছুঁচলো দাঁত, উঁচু নাক, রক্তবর্ণ চোখ, শুকনো গাল।

(পদ্যাংশ ) ( যে কোনো তিনটি)

(f) মেঘের বংশের নাম কী ছিল ?

উত্তরঃ পুষ্কর ও আবর্তক।

(g) মেঘদূত কে রচনা করেন ?

উত্তরঃ কালিদাস।

(h) যক্ষকে কেন নির্বাসিত করা হয়েছিল ?

উত্তরঃ কর্তব্যে গাফিলতির জন্য।

(i) যক্ষকে কোথায় নির্বাসিত করা হয়েছিল ?

উত্তরঃ রামগিরি পর্বত।

(j) ‘व्यजहार’ – শব্দের অর্থ কী ?

উত্তরঃ জানালা।

(নাট্যাংশ) ( যে কোনো তিনটি)

(k) নরেন্দ্রনাথ কোথায় প্রথম শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছিলেন ?

উত্তরঃ কলকাতার শিমুলিয়া অঞ্চলে।

(l) ‘भारतबिवेकम्’ -এর প্রথম দৃশ্যের সময় নির্দেশ করো।

উত্তরঃ রাত্রি ৭টা। ১৮৮১ খ্রিস্টাব্দে।

(m) নরেন্দ্রনাথের বংশ পরিচয় কী ?

উত্তরঃ কলকাতার শিমুলিয়ার দত্ত পরিবারের সন্তান।

(n) ‘हृदयं मम निरन्तरं क्लिशनाति’ কে বলেছেন ?

উত্তরঃ শ্রীরামকৃষ্ণ।

(সাহিত্যেতিহাস ) ( যে কোনো দুটি )

(o) মহাভারতের অপর নাম কী ?

উত্তরঃ পঞ্চম বেদ/শতসাহশ্রী সংহিতা

(p) রামায়ণের রচিয়তা কে ?

উত্তরঃ আদিকবি ঋষি বাল্মীকি রামায়ণের রচয়িতা।

(q) মহাভারতের রচয়িতা কে ?

উত্তরঃ রামায়ণের রচয়িতা হলেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস।

3. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5×1=5

(a) ‘ब्राह्मणचौरपिशाचकथा’– এর সারাংশ লেখো।

(b) চোর ও ব্রহ্মরাক্ষসের কথোপকথন সংক্ষেপে লেখো।

4. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5×1=5

(a) তোমার পাঠ্যাংশ অবলম্বনে মেঘদূতের বিষয়বস্তু বর্ণনা করো।

(b) মেঘদূতের যে কোনো একটি শ্লোক ব্যাখ্যা করো।

5. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5×1=5

(a) রামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের সাক্ষাৎকারের বর্ণনা দাও।

(b) পাঠ্যাংশের অন্তর্ভুক্ত যে কোনো একটি গানের বিষয়বস্তু বর্ণনা করো।

6. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5×1=5

(a) ভারতীয় সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো।

(b) সংস্কৃত সাহিত্যে পঞ্চতন্ত্রের স্থান আলোচনা করো।

7. ভাবসম্প্রসারণ করো (যে কোনো একটি) : 4×1=4

(a) “याच्ञा मोघा वरमधिगुणे नाधमे लब्धकामा।”

(b) “शत्रवोऽपि हितायैव विवदन्तः परस्परम् ।”

(ব্যাকরণ ও অনুবাদ)

8. সন্ধি করো (যে কোনো দুটি) : 1×2=2

(a) अमी + अश्व:      উত্তরঃ अमीअश्व:

(b) पितृ + आदेश:    উত্তরঃ पित्रादेशः

(c) यदि + अपि        উত্তরঃ यद्यपि

(d) नै + अंक:          উত্তরঃ नायक:

9. সন্ধিবিচ্ছেদ করো (যে কোনো দুটি) : 1×2=2

(a) संस्कृतः         উত্তরঃ সম্ + কৃতঃ।

(b) स्वागतम्        উত্তরঃ সু+আগতম।

(c) गङ्गोदकम्       উত্তরঃ গঙ্গা+উদকদম্।

(d) प्रेजते             উত্তরঃ প্র+এজতে।

10. শব্দরূপ লেখো (যে কোন তিনটি) : 1×3 = 3

(a) ‘हरि’, – सम्बोधन – एकवचनम्

উত্তরঃ হলে।

(b) ‘लता’, – पञ्चमी – एकवचनम्

উত্তরঃ লতায়াঃ

(c) ‘युष्मद्’, – सप्तमी – बहुवचनम्

উত্তরঃ যষ্মাসু।

(d) ‘फल’, – सप्तमी – एकवचनम्

উত্তরঃ ফলে।

11. ধাতুরূপ লেখ (যে কোনো তিনটি) : 1×3 = 3

(a) ‘√ गम्’ + लृट् – उत्तमपुरुषः, एकवचनम्

উত্তরঃ গমিষ্যামি।

(b) ‘√ भू’ + लोट् – प्रथमपुरुषः, द्विवचनम्

উত্তরঃ ভবতাম্।

(c) ‘√ स्था’ + लट् – प्रथमपुरुषः, बहुवचनम्

উত্তরঃ তিষ্ঠন্তি।

(d) ‘√ सेव्’ + लोट् – उत्तमपुरुषः, बहुवचनम् ।

উত্তরঃ সেবামহৈ।

12. পরিনিষ্ঠিত রূপ লেখো (যে-কোনো চারটি ) : 1×4 = 4

(a) √ कृ + तव्य     উত্তরঃ কর্তব্য

(b) √ सह् + तुमुन्     উত্তরঃ সহিতুম

(c) √ हन् + शतृ     উত্তরঃ ঘ্নৎ

(d) प्र + √ आप् + ल्यप्     উত্তরঃ প্রাপ্য

(e) √ वृत् + शानच्     উত্তরঃ বর্তমান

13. নিম্নলিখিত অব্যয় পদের সাহায্যে বাক্য রচনা করো (যে-কোনো দুটি ) : 1×2 = 2

(a) अलम्

উত্তরঃ রামঃ বিবাদেন অলম্।

(b) सह

উত্তরঃ পুত্রেন সহ পিতা গচ্ছতি।

(c) अन्तरेण

উত্তরঃ শ্রমम् অন্তরেন বিদ্যা ন ভবতি।

14. রেখাঙ্কিত পদের কারণসহ কারক ও বিভক্তি নির্ণয় করো (যে-কোনো চারটি) : 1×4=4

(a) छात्रेण पुस्तकं पठ्यते।

উত্তরঃ উক্ত কর্মে প্রথমা বিভক্তি।

(b) पित्रा सह पुत्रः गच्छति।

উত্তরঃ সহার্থে তৃতীয়া বিভক্তি।

(c) ग्रामाय गच्छति कृषकः।

উত্তরঃ তুমর্থে চতুর্থী বিভক্তি।

(d) भयात् बालिका कम्पते।

উত্তরঃ ভয় হেতু অপাদানে পঞ্চমী বিভক্তি।

(e) पर्वतेषु हिमालयः उन्नतः।

উত্তরঃ নির্ধারণে সপ্তমী বিভক্তি।

15. নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে সংস্কৃত ভাষায় নিচের প্রশ্নগুলির উত্তর দাও :

आसीत् वाराणस्यां कर्पुरपटो नाम रजकः। स चैकदा निर्भरं प्रसुप्तः। तदनन्तरं तस्य द्रव्याणि हर्तुं तद्गृहं चौरः प्रविष्टः। तस्य प्राङ्गणे गर्दभो वद्धस्तिष्ठति, कुक्कुरश्चोपविष्टः। तं चौरमवलोक्य गर्दभः श्वानमाह भवतोऽयं व्यापारः, तत् किमिति त्वमुच्चैः शब्दं कृत्वा स्वामिनं न जागरयसि।

(a) किमासीत् रजकस्य नाम ? 1
(b) रजकस्य गृहे कः, कथं प्रविष्टः ? 2
(c) चौरं दृष्ट्वा गर्दभः कुक्कुरं किमाह ? 2

16. বাংলা / ইংরাজী / হিন্দী-তে অনুবাদ করো (যে কোনো একটি) : 5

(a) अस्मिन् स्थाने विष्णुशर्मा नाम एकः विप्रः वर्तते। सः सकल-शास्त्र-पारङ्गमः, छात्र-सभायां च लब्धकीर्तिः। तस्मै राजपुत्रान् शिक्षार्थं यच्छतु। सः नूनं शीघ्रम् एतान् प्रवुद्धान् करिष्यति।

উত্তরঃ এই স্থানে বিষ্ণু শর্মা নামে এক ব্রাহ্মণ থাকেন। তিনি সমস্ত শাস্ত্রে পারদর্শী এবং ছাত্র সমাবেশে খ্যাতি অর্জন করেছেন। সেখানে রাজকুমারগণ পড়তে যেত। তিনি নিশ্চয়ই শীঘ্রই তাদের বিদ্যমান করে তুলবেন।

(b) तत्र अर्धं देवेभ्यः ब्राह्मणेभ्यश्च संप्रदत्तम्। अपरार्धाधं च दुःस्थेभ्यः। अवशिष्टं भोज्यव्यये विलासव्यये च व्ययितम्। एतत् सर्वं नित्यं कृत्यं राजद्वारम् अहर्निशं खड्गपाणिः सेवते।

উত্তরঃ সেখানে অর্ধেক দেবতা ও ব্রাহ্মণদের দেওয়া হয়েছিল এবং বাকি অর্ধেক দরিদ্রদের জন্য। বাকিটা খরচ হয় খাবারে এবং বিলাসিতা ব্যয়ে ব্যয় করা হয়। এই সমস্ত প্রাত্যহিক আচার-অনুষ্ঠান দিনরাত রাজকীয় ফটকে হাতে তলোয়ার নিয়ে পরিবেশন করা হয়।

This Post Has One Comment

Leave a Reply