WBCHSE Class 11 Sanskrit Solved Question Paper 2023 | একাদশ শ্রেণি সংস্কৃত প্রশ্নপত্র ২০২৩ – Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE CLASS 11 SANSKRIT QUESTION PAPER WITH ANSWER 2023 (একাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান প্রশ্নপত্র ২০২৩)

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সংস্কৃত বিষয়ের উত্তরসহ প্রশ্নপত্র যত্নসহকারে সঠিক এবং নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। বহু বিকল্পধর্মী প্রশ্ন (MCQ) এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) উত্তর বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করে দেওয়া হলো। ছাত্র-ছাত্রীদেরকে জানানো যাচ্ছে তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবে।

New Syllabus
SANSKRIT (XI)
2023
Time: 3 Hours 15 Minutes
Full Marks: 80

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার
হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।

(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী)

1. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×15=15

(গদ্যাংশ)

(i) ব্রাহ্মণের নাম কী ছিল ?
(a) সত্যবচন (b) দ্ৰোণ (c) গোপাল (d) ক্রূরকর্মা

উত্তরঃ (b) দ্ৰোণ

(ii) ‘गोयुगं तेऽपहर्तुमिच्छति’ কার উক্তি?
(a) ব্ৰাহ্মণ (b) চোর (c) পিশাচ
(d) এদের কেউ নয় ৷

উত্তরঃ (c) পিশাচ

(iii) ‘दशकुमारचरितम्’ কোন্ শ্রেণির গদ্যকাব্য ?
(a) কথা (b) আখ্যায়িকা (c) রূপক
(d) ঐতিহাসিক

উত্তরঃ (b) আখ্যায়িকা

(iv) মালবরাজের নাম কী ছিল ?
(a) রাজহংস (b) মানসার (c) প্রহারবর্মা
(d) সংগ্রামবর্মা

উত্তরঃ (b) মানসার

(v) বিষ্ণুর প্রথম অবতার কে ?
(a) কূর্ম   (b) মৎস্য   (c) কৃষ্ণ   (d) বামন

উত্তরঃ (b) মৎস্য

(vi) ‘गीतगोविन्दम्’ – এর প্রথম সর্গের নাম
কী ?
(a) মুগ্ধমধুসূদন (b) মুগ্ধমুকুন্দ
(c) সামোদদামোদর (d) সানন্দগোবিন্দ

উত্তরঃ (c) সামোদদামোদর

(vii) ধনপতি কে ?
(a) কুবের (b) যক্ষ (c) শিব
(d) এদের কেউই নয়

উত্তরঃ (a) কুবের

(viii) ‘गुह्यक’ শব্দের অর্থ কী ?
(a) যক্ষ (b) মেঘ (c) কুবের (d) বলাকা

উত্তরঃ (a) যক্ষ

(নাট্যাংশ)

(ix) ‘भारतविवेकम्’-এ উল্লিখিত বছরটি হল—
(a) 1880 (b) 1881 (c) 1882 (d) 1883

উত্তরঃ (b) 1881

(x) ‘भारतविवेकम्’ কী ধরনের নাটক ?
(a) গীতিনাট্য (b) জীবনীমূলক
(c) মিলনাত্মক (d) ভক্তিমূলক

উত্তরঃ (d) ভক্তিমূলক

(xi) রামকৃষ্ণের প্রভা কিসের সঙ্গে তুলনীয় ?
(a) অগ্নি (b) বিদ্যুৎ (c) কোটিসূর্য (d) চন্দ্ৰ

উত্তরঃ (c) কোটিসূর্য

(xii) ‘मात: तुभ्यं नम:’— কে বলেছেন ?
(a) বিবেকানন্দ (b) সুরেন্দ্রনাথ
(c) শ্রীরামকৃষ্ণ (d) যতীন্দ্রবিমল

উত্তরঃ (c) শ্রীরামকৃষ্ণ

(xiii) নিরুক্ত কার রচনা ?
(a) পিঙ্গল (b) যাস্ক (c) পাণিনি (d) সায়ণ

উত্তরঃ (b) যাস্ক

(xiv) বৈদিক ছন্দঃসূত্রের রচয়িতা কে ?
(a) লগধ (b) পিঙ্গল (c) সায়ণ (d) মহীধর

উত্তরঃ (b) পিঙ্গল

(xv) অষ্টাধ্যায়ীর রচয়িতা কে ?
(a) পতঞ্জলি (b) শাকটায়ন (c) কাত্যায়ন
(d) পাণিনি

উত্তরঃ (d) পাণিনি

(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী)

2. প্রতিটি পূর্ণবাক্যে সংক্ষিপ্ত উত্তর দাও : 1×11=11

(গদ্যাংশ) (যে কোনো তিনটি)

(i) ‘ब्राह्मणचौरपिशाचकथा’ পঞ্চতন্ত্রের কোন্
তন্ত্রের অন্তর্গত ?

উত্তরঃ ‘ब्राह्मणचौरपिशाचकथा’ পঞ্চতন্ত্রের তৃতীয় তন্ত্রের অন্তর্গত।

(ii) ক্রূরকর্মার কী ইচ্ছা ছিল ?

উত্তরঃ ব্রাহ্মণের গরু দুটি চুরি করা।

(iii) ‘त्वाम् एवायं राक्षसोशभक्षयितुम् इच्छति’– কে, কাকে বলেছিল ?

উত্তরঃ চোর, রাক্ষসকে বলেছিল।

(iv) মগধরাজ ও মালবরাজের যুদ্ধে কে পরাস্ত হয়েছিলেন ?

উত্তরঃ মালবরাজ।

অথবা,

রাজহংসের তিনজন অমাত্যের নাম কী ?

উত্তরঃ ধর্মপাল, সিত বর্মা, পদ্মোভব।

(পদ্যাংশ) ( যে কোনো তিনটি)

(v) पदनखनीरजनितजनपावन’- কোন অবতার সম্পর্কে বলা হয় ?

উত্তরঃ বামন অবতার।

(vi) বিষ্ণুর দশম অবতার কে ?

উত্তরঃ কল্কি অবতার।

(vii) ‘वप्रक्रीड़ा’ শব্দের অর্থ কী ?

উত্তরঃ হাতির আনন্দক্রীড়া।

(viii) ‘मेघदूतम्’ কে রচনা করেছিলেন ?

উত্তরঃ কালিদাস।

অথবা,

‘हलधर:’ – পদটির ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো।

উত্তরঃ হলং ধরতি সঃ সঃ — উপপদ তৎপুরুষ সমাস।

( নাট্যাংশ) ( যে কোনো তিনটি )

(ix) ‘आनन्दविह्वल: किमहं करिष्यामि’ কে বলেছেন ?

উত্তরঃ শ্রী রামকৃষ্ণ দেব।

(x) মঞ্চে কে কে উপস্থিত আছেন ?

উত্তরঃ শ্রী রামকৃষ্ণ দেব, সুরেন্দ্রনাথ মিত্র ও ভক্তেরা।

(xi) নরেন্দ্রনাথের চোখদুটি কেমন ছিল ?

উত্তরঃ নরেন্দ্রনাথের চক্ষু ছিল আকর্নবিস্তৃত অর্থাৎ কান

(xii) ‘भारतविवेकम्’ কার রচনা ?

উত্তরঃ যতীন্দ্র বিমল চৌধুরী।

(সাহিত্যেতিহাস) (যে কোনো দুটি )

(xiii) কঠোপনিষদ্ কোন্ বেদের অন্তর্গত ?

উত্তরঃ কৃষ্ণ যজুর্বেদ।

(xiv) ঋগ্বেদের একটি উপনিষদের নাম লেখো।

উত্তরঃ ঐতরেয়।

(xv) রামায়ণের কাণ্ডের সংখ্যা কত ?

উত্তরঃ রামায়ণ সাতটি কাণ্ড বা খণ্ডে বিভক্ত।

(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী)

3. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5×1=5

(a) পুষ্পপুরীর বর্ণনা দাও

(b) ‘ब्राह्मणचौरपिशाचकथा’- গল্পটি নিজের ভাষায় সংক্ষেপে লেখো।

4. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5 × 1 = 5

(a) মেঘকে দূত হিসাবে নির্বাচন করার জন্য যক্ষের আবেদন বর্ণনা করো।

(b) যে-কোনো তিনটি অবতারের বৈশিষ্ট্য আলোচনা করো।

5. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5×1 = 5

(a) শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম দর্শন বর্ণনা করো।

(b) ‘भारतविवेकम्’ নাটকটির স্থান, কাল, পাত্র চিত্রণ করো।

6. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5 × 1 = 5

(a) ভারতীয় সাহিত্যে রামায়ণের প্রভাব সংক্ষেপে লেখো ।

(b) সংস্কৃতের গল্পসাহিত্য সম্বন্ধে একটি প্রবন্ধ লেখো ৷

7. ভাবসম্প্রসারণ করো (যে কোনো একটি) : 4 × 1 = 4

(a) ‘दलितहिरण्यकशिपुतनुभृङ्गम्’।

(b) ‘कामार्ता हि प्रकृतिकृपणाश्चेतनाचेतनेषु’।

(ব্যাকরণ ও অনুবাদ)

৪.সন্ধি করোঃ (যে কোনো দুটি) 1×2=2

(a) नदी + अम्बु:    উত্তরঃ নদ্যাম্বু

(b) प्रात: + रम्यम्    উত্তরঃ প্রাতারম্যম

(c) तत् + मात्रम्    উত্তরঃ তন্মাত্রম

(d) तस्मिन् +अद्रऔ   উত্তরঃ তস্মিনদ্রৌ

9. সন্ধিবিচ্ছেদ করোঃ (যে কোনো দুটি) : 1×2=2

(a) शयनम्       উত্তরঃ শে + অনম্।

(b) गायक:       উত্তরঃ গৈ + অংক:

(c) परीक्षा         উত্তরঃ পরি + ঈক্ষা

(d) रामगिर्याश्रमेषु   উঃ রামগিরি+ আশ্রমেষু

10.শব্দরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3

(a) अस्मद्’ पञ्चमी – बहुवचनम्

উত্তরঃ অস্মৎ।

(b) ‘मातृ’ द्वितीया – बहुवचनम्

উত্তরঃ মাতৃ:

(c) ‘फल’ सप्तमी – एकवचनम्

উত্তরঃ ফলে

(d) लता’ सप्तमी – बहुवचनम्

উত্তরঃ লতাসু

11.ধাতুরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3

(a) √दृश् + लङ्, मध्यमपुरुषः एकवचनम्

উত্তরঃ

(b) √हस् + विधिलिङ्, उत्तमपुरुषः एकवचनम्

উত্তরঃ অলশ্য

(c) √पठ् + लट्, प्रथमपुरुषः बहुवचनम्

উত্তরঃ পঠন্তি

(d) √गम् + विधिलिङ्, प्रथमपुरुषः एकवचनम्

উত্তরঃ গচ্ছেৎ

12.পরিনিষ্ঠিতরূপ লেখোঃ (যে কোনো চারটি) 1×4=4

(a) √शास् + क्यप्      উত্তরঃ শিষ্য

(b) √हन् + शतृ          উত্তরঃ ঘ্নৎ

(c) √गम् + तुमुन्        উত্তরঃ গন্তুম

(d) प्र-√दा + ल्यप्      উত্তরঃ প্রদায়

(e) √आस् + शानच्     উত্তরঃ আসীন

(f) उप-√स्था + क्त       উত্তরঃ

13. প্রদত্ত পদ দ্বারা বাক্যরচনা করোঃ (যে কোনো দুটি) 1×2=2

(a) विना

উত্তরঃ जलं विना जीवनं नास्ति।

(b) समिपे

উত্তরঃ मम गृहं समीपे एव अस्ति।

(c) निकषा

উত্তরঃ द्वारं निकषा पादुका अस्ति।

(d) आरात्

উত্তরঃ ग्रामात् आरात् नदी अस्ति।

14. রেখাঙ্কিত পদের কারণসহ কারক ও বিভক্তি নির্ণয় করোঃ (যে কোনো চারটি) 1×4=4

(a) शिशुना चन्द्र: दृश्यते।

উত্তরঃ কর্মবাচ্যে উক্তকর্মে প্রথমা বিভক্তি।

(b) गवां कृष्णा बहुक्षीरा।

উত্তরঃ বিধারর্ণে ষষ্ঠী।

(c) भिक्षुकः पादेन खञ्ज:।

উত্তরঃ অঙ্গবিকারে তৃতীয়া বিভক্তি।

(d) राजा विप्राय गां ददाति।

উত্তরঃ সম্পাদন কারকে চতুর্থী বিভক্তি।

(e) हरिः बैकुण्ठे वसति।

উত্তরঃ অধিকরণে সপ্তমী বিভক্তি।

15.নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে সংস্কৃত ভাষায় নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ

कञ्चन शृगालः रणभूमिं गतः। स क्षुधया पीड़ित आसीत्। रणभूमौ तेन कञ्चन विकटध्वनिः श्रुतः। स भयेन पलायितुम् आरभत । किन्तु किञ्चिद् दूरं गत्वा स पुनः प्रत्यागतः। तस्य विकटध्वनेः मूलं ज्ञातुं स उत्सुक अभवत्। रणभूमौ अन्विष्य स एकां ढक्काम् अपश्यन्। तस्य उपरि वृक्षात् जलं पतति स्म । तेन ध्वनिः उत्पन्नः। तस्य भयं दूरीभूतम् ।

(কশ্চন শৃগালঃ রণভূমিং গতঃ। স ক্ষুধয়া পীড়িত আসীৎ। রণভূমিং তেন কশ্চন বিকটধ্বনিঃ শ্রুতঃ। স ভয়েন পলায়িতুম্ আরভত। কিন্তু কিঞ্চিদ্ দূরং গত্বা স পুনঃ প্রত্যাগতঃ। তস্য বিকটধ্বনেঃ মুলং জ্ঞাতুং স উৎসুক অভবৎ। রণভূমৌ অন্বিষ্য স একাং ঢক্কাং অপশ্যন্। তস্য উপরি বৃক্ষাৎ জলং পততি স্ম। তেন ধ্বনিঃ উৎপন্নঃ। তস্য ভয়ং দূরীভূতম্।)

[বাংলা অর্থ — একটি সোনালী শিয়াল যুদ্ধক্ষেত্রে গেলে তার খুব খিদে পেয়েছিল। যুদ্ধক্ষেত্রে একটা ভয়ানক শব্দ শুনতে পেলেন সে ভয়ে পালাতে লাগল। কিন্তু কিছুদূর যাওয়ার পর ফিরে আসে। সেই ভয়ানক শব্দের মূল জানার জন্য তার কৌতূহল জাগে। যুদ্ধক্ষেত্র অনুসন্ধান করে একটি ঢাকনা পায়। তার উপর গাছ থেকে জল পড়ছিল। যে একটি শব্দ উৎপন্ন করছিল। তার ভয় দূর হলো।]

(a) शृगालः कुत्र गतः ? 1

উত্তরঃ कञ्चन शृगालः रणभूमिं गतः।

(b) शृगालः कथं पीड़ित आसीत् ? 2

উত্তরঃ स क्षुधया पीड़ित आसीत्।

(c) शृगालः केन कारणेन पलायितः ? 2

উত্তরঃ रणभूमौ तेन कञ्चन विकटध्वनिः श्रुतः। स भयेन पलायितुम् आरभत।

16.বাংলা / ইংরেজি / হিন্দীতে অনুবাদ করোঃ (যে কোনো একটি) 5

(a) एकस्मिन् बने एकः सिंहः वसति। स प्रतिदिनं बहून् पशून् हन्ति । एकदा पशूनां सन्मेलनम् अभवत् । सर्वे पशवः सिंहात् रक्षणस्य उपायम् अचिन्तयन् । अन्ते शशक उपायम् उक्तवान् ।

(একস্মিন্ বনে একঃ সিংহঃ বসতি। স প্রতিদিনং বহূন্ পশূন্ হন্তি। একদা পশূনাং সন্মেলনম্ অভবৎ। সর্বে পশবঃ সিংহাৎ রক্ষণস্য উপায়ম্ অচিন্তয়ন্। অন্তে শশক উপায়ম্ উক্তবান্।)

উত্তরঃ এক বনে একটি সিংহ বাস করে। সে প্রতিদিন অনেক প্রাণী হত্যা করে। একবার পশুদের একটা সভা হল। সমস্ত প্রাণী সিংহের হাত থেকে নিজেদের রক্ষা করার উপায় ভেবেছিল। অবশেষে, খরগোশ একটি সমাধানের পরামর্শ দিল।

(b) अधुना पृथिव्यां परिवेशदूषणं जातम्। तत्र कः परिवेशः ? अस्माकं सर्वत्र यानि यानि स्थितानि तान्येव एकत्र परिवेश इति कथ्यते । इदानीं स एव दूषितः। तेन प्राणा विपन्ना:। शिल्पविप्लवो वायुं दुष्यति ।

(অধুনা পৃথিব্যাং পরিবেশদূষণং জাতম্। তত্র কঃ পরিবেশঃ ? অস্মাকং সৰ্বত্ৰ যানি যানি স্থিতানি, তান্যের একত্র পরিবেশ ইতি কথ্যতে। ইদানীং স এব দূষিতঃ। তেন প্ৰাণা বিপন্নাঃ। শইল্পবইপ্লবও বায়ুং দুষ্যতি।)

উত্তরঃ এখন পৃথিবীতে পরিবেশ দূষণ হচ্ছে। সেখানকার পরিবেশ কেমন ? আমাদের সর্বত্র যে জিনিসগুলো আছে সেগুলোকে একত্রে পরিবেশ বলে। এখন তিনিই দুর্নীতিগ্রস্ত। এতে তাদের জীবন বিপন্ন হয়। শিল্প বিপ্লব বায়ুকে দূষিত করে।

Leave a Reply