WBCHSE EVS Question Paper 2019 with answer | উচ্চমাধ্যমিক পরিবেশ প্রশ্নপত্র ২০১৯ উত্তরসহ

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE HIGHER SECONDARY ENVIRONMENTAL STUDIES EXAMINATION QUESTION PAPER 2019 WITH ANSWER
উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যা প্রশ্নপত্র ২০১৯, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার পরিবেশবিদ্যা বিষয়ের উত্তরসহ প্রশ্নপত্র বিভিন্ন সাইট থেকে খুঁজে নিয়ে সঠিক এবং নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবে। নিচে বহু বিকল্পধর্মী প্রশ্ন (MCQ) এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) উত্তর দেওয়া হলো।

ENVIRONMENTAL STUDIES
(New Syllabus)
2019
Total Time: 3 Hours 15 minutes
Total Marks: 80

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Instructions to the Candidates :
1.Special credit will be given for answers which are brief and to the
point.
2.Marks will be deducted for spelling mistakes, untidiness and bad
handwriting.
3.Figures in the margin indicate full marks for the questions.

Part- A (Marks : 40)

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8×5=40

(i) জৈববৈচিত্র্য’র বিভিন্ন প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো। ‘বীজ ভাণ্ডার’ কাকে বলে ? 6+2

অথবা,

‘পরিবেশ দূষণ’-এর সঙ্গে ‘জৈববৈচিত্র্যের’ সম্পর্ক ব্যাখ্যা করো। ‘জৈববৈচিত্র্যের মূল্য’ বলতে কী বোঝো ? 6+2

(ii) ‘পরিবেশ ব্যবস্থাপনা’ বলতে কী বোঝো ? ভারতবর্ষের ক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো। 2+6

অথবা,

‘পরিবেশ ব্যবস্থাপনার’ সাথে ‘উন্নয়নের’ সম্পর্ক উদাহরণসহ আলোচনা করো। ‘জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট’ কাকে বলে ? 6+2

(ii) সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় ‘জৈব সারে’র গুরুত্ব আলোচনা করো। ‘মিশ্র চাষ’ কাকে বলে ? 5+3

অথবা,

‘সুসংহত কীটপোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা’ বলতে কী বোঝো ? ফসল উৎপাদনে ‘মাইকোরাইজা’র ভূমিকা উল্লেখ করো। 5+3

(iv) সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো। ‘বাস্তুতান্ত্রিক উন্নয়ন’ বলতে কী বোঝো ? 6+2

(v) সুস্থায়িত্বের বিভিন্ন নীতিগুলি বিস্তারিতভাবে উল্লেখ করো। 8

Part-B (Marks : 40)

১. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো : 1×24=24

(i) শিল্পাঞ্চলের বাতাসে সালফার ডাইঅক্সাইড-এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত ?
(a) 80 মাইক্রোগ্রাম / ঘনমিটার,
(b) 50 মাইক্রোগ্রাম / ঘনমিটার,
(c) 60 মাইক্রোগ্রাম / ঘনমিটার,
(d) 15 মাইক্রোগ্রাম / ঘনমিটার।

উত্তরঃ (a) 80 মাইক্রোগ্রাম / ঘনমিটার

(ii) পৃথিবীর কত আয়তন চাষ জমি প্রতি বছর চাষের অযোগ্য হয়ে যাচ্ছে?
(a) 80 লক্ষ হেক্টর (b) 30 লক্ষ হেক্টর,
(c) 40 লক্ষ হেক্টর (d) 20 লক্ষ হেক্টর।

উত্তরঃ (d) 20 লক্ষ হেক্টর।

(iii) সংবেদনশীল এলাকার বাতাসে ভাসমান ধূলিকণা (SPM)-এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত ?
(a) 360 মাইক্রোগ্রাম / ঘনমিটার,
(b) 50 মাইক্রোগ্রাম / ঘনমিটার,
(c) 70 মাইক্রোগ্রাম / ঘনমিটার,
(d) মাইক্রোগ্রাম / ঘনমিটার।

উত্তরঃ (c) 70 মাইক্রোগ্রাম / ঘনমিটার।

(iv) একটি দীর্ঘস্থায়ী বিপজ্জনক কীটনাশকের নাম হল
(a) ডিডিটি (b) রাইজোবিয়াম (c) ইউরিয়া,
(d) ফসফেট।

উত্তরঃ (a) ডিডিটি

(v) ভারতবর্ষে বর্তমানে মোট কয়টি প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ পাওয়া যায় ?
(a) 204 (b) 14500 (c) 372 (d) 428

উত্তরঃ (b) 14500

(vi) ‘বসুন্ধরা বৈঠক’ কোন্ সালে অনুষ্ঠিত হয়েছিল ?
(a) 1972 (b) 1992 (c) 2002 (d) 1982

উত্তরঃ (b) 1992

(vii) ভারতবর্ষে বিপন্ন প্রজাতির পাখির মোট সংখ্যা বর্তমানে কত ?
(a) 72    (b) 17    (c) 2    (d) 31

উত্তরঃ (b) 17

(vii) 2007 সাল পর্যন্ত ভারতবর্ষে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ গঠিত হয়েছিল ?
(a) 14    (b) 15    (c) 16    (d) 18

উত্তরঃ (d) 18

(ix) ‘দিহাং দেবাং জৈবমণ্ডল’ ভারতবর্ষে কোন্ রাজ্যে অবস্থিত ?
(a) আসাম (b) সিকিম (c) মেঘালয়,
(d) অরুণাচল প্রদেশ।

উত্তরঃ (d) অরুণাচল প্রদেশ।

(x) মাটির ভেতর যে মৃত বা পচাগলা জৈব অবশেষ থাকে, তাকে বলে—
(a) লোম (b) হিউমাস (c) ল্যাটেরাইট,
(d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (b) হিউমাস।

(xi) মালি সভ্যতার ধ্বংসের মূল কারণ ছিল—
(a) পরিবেশগত বিপর্যয়,
(b) অর্থনৈতিক সংকট,
(c) সামাজিক সংকট,
(d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (a) পরিবেশগত বিপর্যয় /
(b) অর্থনৈতিক সংকট
(বি: দ্র – সঠিক উত্তরটি পাওয়া যায় নি, a অথবা b দুটোই হতে পারে)

(xii) ভারতবর্ষে ‘জৈববৈচিত্র্য আইন কোন সালে প্রণয়ন হয়েছিল ?
(a) 2002 (b) 2005 (c) 2004
(d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (a) 2002

(xiii) খাদ্যশৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উপাদানের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে বলে—
(a) বায়োনিউট্রিশন,
(b) বায়োকেমিক্যাল ডিমান্ড,
(c) বায়োম্যাগনিফিকেশন,
(d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (c) বায়োম্যাগনিফিকেশন

(xiv) ফসফোব্যাকটেরিয়াম হল এক প্রকার—
(a) জৈব সার (b) অরগানোক্লোরিন,
(c) বিষাক্ত ধাতু (d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (a) জৈব সার।

(xv) প্রতি বছর সমগ্র বিশ্বের আনুমানিক কতজন মানুষ কীটনাশকের বিষে অসুস্থ হয়ে পড়ে ?
(a) 4,00,000 (b) 1,00,000
(c) 3,00,000‌ (d) 7,00,000

উত্তরঃ (b) 1,00,000

(xvi) ভারতবর্ষে ‘বন্যপ্রাণী সুরক্ষা আইন’ কোন সালে প্রণয়ন হয়েছিল ?
(a) 1972 (b) 1970 (c) 1982 (d) 2002

উত্তরঃ (a) 1972

(xvii) ‘কনভেনশন অন বায়োডাইভারসিটি’ কোন্ সালে অনুষ্ঠিত হয়েছিল ?
(a) 1992 (b) 1972 (c) 1984 (d) 2002

উত্তরঃ (a) 1992

(xviii) স্তন্যপায়ী প্রাণীর বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত ?
(a) 8th (b) 5th (c) 15th (d) 10th

উত্তরঃ (a) 8th

(xix) কোন্ প্রকার মাটি প্রচুর পরিমাণ খনিজ পদার্থে সমৃদ্ধ ?
(a) বালি মাটি (b) অ্যালুভিয়াল মাটি,
(c) কালো মাটি (d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (c) কালো মাটি

(xx) একটি শান্ত এলাকায় রাতের বেলায় শব্দ মাত্রার সর্বাধিক অনুমোদিত মাত্রা কত ?
(a) 50 ডেসিবেল (b) 65 ডেসিবেল,
(c) 45 ডেসিবেল (d) 40 ডেসিবেল।

উত্তরঃ (d) 40 ডেসিবেল।

(xxi) ‘এ্যাজাডিরাকটা ইন্ডিকা” কোন্ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ?
(a) আম (b) জাম (c) কাঁঠাল (d) নিম।

উত্তরঃ (d) নিম।

(xxii) ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উভচরের মোট সংখ্যা বর্তমানে কত ?
(a) 93     (b) 3    (c) 81   (d) 17

উত্তরঃ (d) 17

(xiii) অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেন-এর অভাবে কোন্ রোগ সৃষ্টি হয় ?
(a) নীল শিশু সিনড্রোম (b) টাইফয়েড,
(c) জিয়ার্ডিয়াসিস (d) পোলিয়ো।

উত্তরঃ (a) নীল শিশু সিনড্রোম।

(xxiv) কোন্ সালে আমাদের ‘সাধারণ ভবিষ্যৎ’ রিপোর্টটি প্রকাশিত হয়েছিল ?
(a) 1992 (b) 1984 (c) 1972 (d) 1987

উত্তরঃ (d) 1987

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×16=16

(i) ‘জিন সমাহার’ কাকে বলে ?

উত্তরঃ কোনো বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো নির্দিষ্ট প্রজাতির জিনের বৈচিত্র্যময় সমাবেশকে জিন সমাহার বলে।

(ii) ‘N.A.E.B’-এর পূর্ণরূপ কী ?

উত্তরঃ N.A.E.B’-এর সম্পূর্ণ রূপটি হল National Afforestation and Eco-development Board.

(ii) পানীয় জলের কাঠিন্য বলতে কী বোঝো ?

উত্তরঃ যে পানীয় জলে বেশি পরিমাণে দ্রবীভূত খনিজ পদার্থ বা আয়রন যেমন- ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি থাকে তাকে পানীয় জলের ‘কাঠিন্য’ বলে।

(iv) কোন সালে ভারতবর্ষে ‘হস্তি প্রকল্প’ চালু হয়েছিল ?

উত্তরঃ ১৯৯২ সালে ভারতবর্ষে ‘হস্তি প্রকল্প’ চালু হয়েছিল।

(v) ‘অর্থনৈতিক উন্নয়ন’ বলতে কী বোঝো ?

উত্তরঃ সংজ্ঞা (১) কোন দেশের জনগণের মাথাপিছু আয়, জাতীয় আয়, উৎপাদন ক্ষমতা এবং জীবনযাত্রার মানের দীর্ঘকালব্যাপী ক্রমান্বয়ে উন্নতি ঘটতে থাকলে তাকে অর্থনৈতিক উন্নয়ন বলে।

সংজ্ঞা (২) যে উন্নয়নের মাধ্যমে মানুষের মাথাপিছু মোট অভ্যন্তরীণ উৎপাদন এর মা ক্রমক্ষমতা বৃদ্ধি পায়, জীবনযাত্রার মান উন্নত অর্থনৈতিক উন্নয়ন বলে।

অথবা,

পার্থিব মূলধন’ কাকে বলে ?

উত্তরঃ সংজ্ঞা (১) পার্থিব মূলধন অর্থাৎ সেই সম্পদ যা মানুষ তথা প্রাণী সকলের ব্যবহার করে এবং সংরক্ষণ করে। যেমন- জল, বায়ু ,উর্বর জমি ,জলাভূমি ,বন্যপ্রাণী, নদী-সমুদ্র ইত্যাদি সকল উপাদান পার্থিব মূলধনের অন্তর্গত।

সংজ্ঞা (২) পৃথিবীর জল, বাতাস, মৃত্তিকা, বনজ সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদি সম্পদকে পার্থিব মূলধন বলে।

(vi) ‘ভারতীয় বন আইন’ কোন্ সালে প্রণয়ন হয়েছিল ?

উত্তরঃ ভারতে বন আইন 1927 সালে প্রণীত হয়েছিল।

(vii) ‘অ্যাজোলা’ কাকে বলে ?

উত্তরঃ অ্যাজোলা এক ধরনের ক্ষুদ্র জলজ ফার্ন যারা পুকুর, ডোবা, নালা, ধানের জমিতে ভাসমান অবস্থায় থাকে। Anabaena azollae নামক নীলাভ সবুজ শৈবালের মধ্যে থাকার দরুন এটি নাইট্রোজেন আবদ্ধ করতে পারে। ভিয়েতনামে এই Azolla প্রচুর পরিমাণে ধানের ক্ষেতে জৈবসার হিসেবে ব্যবহৃত হয়।

অথবা,

অ্যালুভিয়াল মাটি’র উৎস কী ?

উত্তরঃ অ্যালুভিয়াল মাটির উৎস হল প্রধানত নদীর অববাহিকা, নদীর বদ্বীপ ও উপকূলবর্তী সমতলভূমি।

(viii) ‘সজীব আগাছানাশক’ বলতে কী বোঝো ?

উত্তরঃ কিছু শস্যের মধ্যে এক ধরণের রাসায়নিকের উপস্থিতির জন্য তাদের কাছাকাছি কোনো আগাছা জন্মাতে দেয় না। এদের সজীব আগাছানাশক বলে। যেমন- মিলেট, সয়াবিন, সূর্যমুখী ইত্যাদি।

অথবা,

সায়ানোব্যাকটেরিয়া’ কাকে বলে ?

উত্তরঃ ‘সায়ানোব্যাকটেরিয়া’ হল এক প্রকার নীলাভ-সবুজ শৈবাল, যারা সালোকসংশ্লেষে সক্ষম এবং মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে পারে। যেমন- অ্যানাবিনা, নস্টক ইত্যাদি।

(ix) ‘RSPM’ কাকে বলে ?

উত্তরঃ বায়ুতে উপস্থিত শ্বসনযোগ্য ভাসমান ধূলিকণাকে RSPM বা Respiratory Suspended Particulate Matter.

(x) ‘সুস্থায়ী জীবনযাত্রা’ বলতে কী বোঝো ?

উত্তরঃ সংজ্ঞা (১) প্রাকৃতিক সম্পদের পরিমাণের ভারসাম্য বজায় রেখে সেই সম্পদ ব্যবহারের মাধ্যমে জীবন নির্বাহকে ‘সুস্থায়ী জীবনযাত্রা’ বলে।

সংজ্ঞা (২) পৃথিবীর সম্পদের নিয়ন্ত্রিত ও যথাযথ ভোগের মাধ্যমে সামাজিক মানুষের গ্রহনযোগ্য জীবনযাপনের পদ্ধতিকে সুস্থায়ী জীবনযাত্রা বলা হয়।

অথবা,

প্রাচীন জল সভ্যতার’ একটি উদাহরণ দাও।

উত্তরঃ নদীর তীরে গড়ে ওঠা প্রাচীন সভ্যতাগুলিকে জলসভ্যতা বা নদীমাতৃক সভ্যতা বলা হয়। যেমন- সিন্ধু নদীর উপত্যকায় হরপ্পা সভ্যতা, মেসোপটেমিয়া, ইজিপ্ট।

(xi) ‘টিসু কালচার’ বলতে কী বোঝো ?

উত্তরঃ সংজ্ঞা (১) জীবাণুমুক্ত পরিবেশে কৃত্রিম পুষ্টি মাধ্যমে মাতৃদেহ থেকে বিচ্ছিন্নকৃত টিস্যুকে আবাদ করার অর্থাৎ বর্ধন ও বিকাশের পদ্ধতিকে টিস্যু কালচার বলে।

সংজ্ঞা (২) জীবানুমুক্ত নিয়ন্ত্রিত পরিবেশে উপযুক্ত কৃত্রিম পুষ্টিমাধ্যমে কোষ, কলা বা অঙ্গের বৃদ্ধি ঘটানোর পদ্ধতিকে কলা কর্তন বা টিসু কালচার বলে ।

অথবা,

আবাসস্থল বিভাজন’ বলতে কী বোঝো ?

উত্তরঃ বিভিন্ন জীবপ্রজাতির প্রাকৃতিক বাসভূমি যখন চাষ আবাদ, শিল্পায়ন, পর্যটন প্রভৃতি অর্থনৈতিক কাজের জন্য বিভিন্ন অংশে বিভক্ত হয়, তখন তাকে আবাসস্থলের বিভাজন বলে।

(xii) জৈববৈচিত্র্যের ‘গুরুত্বপূর্ণ স্থান’ বলতে কী বোঝো ?

উত্তরঃ জীববৈচিত্র্যে সমৃদ্ধ যেসব জীব ভৌগোলিক অঞ্চলে মানুষের নেতিবাচক কাজের ফলে বিশেষ ক্ষতি হচ্ছে, তাকে জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ স্থান’ বলে।

অথবা,

‘জৈব ভূ-রাসায়নিক চক্র’ বলতে কী বোঝো ?

উত্তরঃ যে চক্রাকার পদ্ধতিতে জীবদেহের প্রয়োজনীয় মৌলগুলি পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়, তাকে জৈব- ভূরাসায়নিক চক্র বলে।

(xiii) ভারতবর্ষে ফ্যাক্টরিস আইন কোন্ সালে প্রণয়ন হয়েছিল ?

উত্তরঃ ভারতবর্ষে ফ্যাক্টরিস আইন ১৯৪৮ সালে প্রণয়ন হয়েছিল।

(xiv) আই এস 10500 অনুযায়ী পানীয় জলে আর্সেনিক’-এর সর্বাধিক অনুমোদিত মাত্রা কত ?

উত্তরঃ 0.05 mg / litre

(xv) ‘ঝুম চাষ’ কাকে বলে ?

উত্তরঃ সংজ্ঞা (১) পাহাড়ী অঞ্চলে বনজঙ্গল পুড়িয়ে ও পরিষ্কার করে যে অন্তিম স্থানান্তর কৃষি পদ্ধতিতে চাষাবাদ হয়, তাকে ‘ঝুমচাষ’ বলে।

সংজ্ঞা (২) পাহাড় বা মালভূমি অঞ্চলে উপজাতি গোষ্ঠীরা জঙ্গল কেটে পুড়িয়ে কৃষি জমি তৈরি করে এবং ২-৩ বছর ফসল ফলানোর পর জমির উর্বরতা হ্রাস পেলে অন্যত্র চলে গিয়ে সেখানেও একই পদ্ধতিতে কৃষিকাজ করা হয়, এই কৃষি পদ্ধতিকে ঝুম বা জুম বা স্থানান্তর কৃষি বলা হয়।

অথবা,

টাঙ্গিয়া’ কাকে বলে ?

উত্তরঃ মায়ানমার বা পূর্বতন বার্মাতে যে আদিম স্থানান্তর কৃষি পদ্ধতিতে চাষাবাদ হয়, তাকে ‘টাঙ্গিয়া’ বলে।

(xvi) ‘জৈব কীটনাশক’-এর একটি উদাহরণ দাও।

উত্তরঃ নিকোটিন, ডিডিটি, গ্যামাক্সিন, বায়োপেস্টিসাইড, Bacillus thuringiensis প্রভৃতি জৈব কীটনাশক।

অথবা,

উদ্ভিদের একটি প্রধান রোগের নাম লেখো।

উত্তরঃ উদ্ভিদের একটি প্রধান রোগের নাম হল- ধান গাছে বাদামি প্ল্যান্ট হপার রোগ / আলুর নাবি ধসা রোগ / গম গাছে রাস্ট রোগ।

Leave a Reply