WBCHSE Geography Online MCQ Mock Test-1 | উচ্চমাধ্যমিক ভূগোল অনলাইন মক্ টেস্ট-১
HS Geography Online Mock Test, Prosnodekho.com
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে প্রদত্ত মূল উত্তরপত্রে লেখো: 1×21=21
(i) চুনাপাথর গঠিত গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন্ ভূমিরূপটি গঠিত হয় ?
(a) স্ট্যালাকটাইট (b) স্ট্যালাগমাইট
(c) হেলিকটাইট (d) স্তম্ভ।
উত্তরঃ (c) হেলিকটাইট
(ii) যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয়-
(a) আরোহন (b) অবরোহন (c) পর্যায়ন
(d) জৈবিক আবহবিকার।
উত্তরঃ (a) আরোহন
(iii) যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোন দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে, তাকে বলে-
(a) ফিয়র্ড (b) টম্বোলো (c) স্পিট (d) হুক।
উত্তরঃ (b) টম্বোলো
(iv) “একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে।” উক্তিটি করেন-
(a) সি এইচ ক্রিকসে (b) ডব্লু এম ডেভিস (c) জে টি হ্যাক (d) ডব্লু পেঙ্ক।
উত্তরঃ (b) ডব্লু এম ডেভিস
(v) মালভূমির খাড়া ঢালে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে, তাকে বলে-
(a) বৃক্ষরূপী জল নির্গম প্রণালী
(b) অঙ্গুরীয় সদৃশ জলনির্গম প্রণালী
(c) জাফরিরূপী জল নির্গম প্রণালী
(d) সমান্তরাল জলনির্গম প্রণালী।
উত্তরঃ (d) সমান্তরাল জলনির্গম প্রণালী।
(vi) একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হল-
(a) লিথোসল (b) রেগোসল
(c) পলিমৃত্তিকা (d) পডজল।
উত্তরঃ (d) পডজল।
(vii) উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হল-
(a) লোহা (b) ম্যাঙ্গানিজ (c) তামা
(d) নাইট্রোজেন।
উত্তরঃ (d) নাইট্রোজেন।
(viii) নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিনহাউস গ্যাস নয়, সেটি হল-
(a) CO₂ (b) O₂ (c) O₃ (d) CFC
উত্তরঃ (b) O₂
(ix) হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয়-
(a) চীন সাগর (b) বঙ্গোপসাগর
(c) বিস্কে উপসাগর (d) ক্যারিবিয়ান সাগর।
উত্তরঃ (d) ক্যারিবিয়ান সাগর।
(x) লবণাক্ত জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণিকে বলে-
(a) হাইড্রোফাইট (b) লিথোফাইট
(c) হ্যালোফাইট (d) জেরোফাইট।
উত্তরঃ (c) হ্যালোফাইট
(xi) ভারতে জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয়-
(a) পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য (b) গাঙ্গেয় সমভূমি
(c) ছোটোনাগপুর মালভূমি
(d) থর মরুভূমি।
উত্তরঃ (a) পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য
(xii) একটি ‘মনুষ্যসৃষ্ট’ বিপর্যয়ের উদাহরণ হল-
(a) সুনামি (b) খরা (c) ভূপাল গ্যাস বিপর্যয় (d) ধস।
উত্তরঃ (c) ভূপাল গ্যাস বিপর্যয়
(xiii) সোনালী পোশাক কর্মীরূপে নিযুক্ত ব্যক্তিবর্গের কাজের স্তরটি হল-
(a) অতি নব্যস্তর (b) প্রাথমিক স্তর
(c) পরিষেবা স্তর (d) দ্বিতীয় বা গৌণ স্তর।
উত্তরঃ (a) অতি নব্যস্তর
(xiv) ভারতে ‘নীল বিপ্লব’ যে উৎপাদনের সাথে জড়িত, তা হল-
(a) দুধ (b) মাংস (c) ডিম (d) মাছ।
উত্তরঃ (d) মাছ।
(xv) মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হল-
(a) পাট শিল্প (b) কাগজ শিল্প
(c) রবার শিল্প (d) পেট্রো রসায়ন শিল্প।
উত্তরঃ (c) রবার শিল্প
(xvi) ‘পর্যটন’ যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হল-
(a) প্রাথমিক ক্ষেত্র (b) দ্বিতীয় ক্ষেত্র
(c) তৃতীয় ক্ষেত্র (d) চতুর্থ ক্ষেত্র।
উত্তরঃ (c) তৃতীয় ক্ষেত্র
(xvii) ভারতে ‘খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে’ একটি অগ্রণী রাজ্য হল-
(a) পশ্চিমবঙ্গ (b) বিহার (c) মধ্যপ্রদেশ
(d) মিজোরাম।
উত্তরঃ (a) পশ্চিমবঙ্গ।
(xviii) সুয়েজ খাল সংযুক্ত করেছে-
(a) ভূমধ্যসাগর ও এডেন উপসাগরকে
(b) ভূমধ্যসাগর ও আরল সাগরকে
(c) ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে (d) ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে।
উত্তরঃ (d) ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে।
(xix) ‘জনসংখ্যা বিবর্তন তত্ত্ব’র প্রথম পর্যায় বলতে বোঝায়-
(a) প্রাক্ শিল্পবিপ্লব সময়কালকে
(b) শিল্প বিপ্লবের সময়কালকে
(c) শিল্পবিপ্লব পরবর্তী সময়কালকে
(d) বর্তমান সময়কালকে।
উত্তরঃ (a) প্রাক্ শিল্পবিপ্লব সময়কালকে
(xx) ভারতে পরিযান সর্বাধিক ঘটে-
(a) গ্রাম থেকে শহরে (b) শহর থেকে শহরে
(c) গ্রাম থেকে গ্রামে (d) শহর থেকে গ্রামে।
উত্তরঃ (a) গ্রাম থেকে শহরে
(xxi) অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হল-
(a) সাক্ষরতার হার
(b) মোট অভ্যন্তরীণ উৎপাদন
(c) প্রত্যাশিত আয়ুষ্কাল
(d) ক্রয় ক্ষমতার সমতা।
উত্তরঃ (b) মোট অভ্যন্তরীণ উৎপাদন