WBCHSE Geography Online MCQ Mock Test-2 | উচ্চমাধ্যমিক ভূগোল অনলাইন মক্ টেস্ট-২

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE Geography Online MCQ Mock Test-2 | উচ্চমাধ্যমিক ভূগোল অনলাইন মক্ টেস্ট-২

HS Geography Online Mock Test, Prosnodekho.com

WBCHSE Geography Annual Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দ্বাদশ শ্রেণির ভূগোল বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। ভূগোল প্রশ্ন পত্রে মোট ২১টি প্রশ্ন থাকে। সবকটি প্রশ্নের উত্তর দিতে হয়। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে ভূগোল বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য Practice Set দেওয়া হল।

HS Geography MCQ Test -2

1 / 21

(i) অদ্রবণীয় লৌহ-যৌগের দ্বারা সৃষ্ট ভূ-পৃষ্ঠে সঞ্চিত কর্দমাক্ত লোহিত বর্ণের মৃত্তিকাকে বলা হয়–

2 / 21

(ii) গতিশীল ভারসাম্য মতবাদের জনক হলেন-

3 / 21

(iii) বর্তমান ভূ-গঠনের সঙ্গে সামঞ্জস্য নেই এমন নদীকে বলে-

4 / 21

(iv) পেডোক্যাল মৃত্তিকা সৃষ্টি হয়-

5 / 21

(v) মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়, সেই স্তরটি হল

6 / 21

(vi) পিট বা বগ মাটি সৃষ্টি হয়-

7 / 21

(vii) মৃত্তিকার 'B' স্তরে সেস্কুই অক্সাইড সঞ্চিত হয় যে প্রক্রিয়ায় তা হল-

8 / 21

(viii) ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির ক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অন্ততঃপক্ষে যত হওয়া প্রয়োজন তা হল—

9 / 21

(ix) নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের অন্তর্লীন পর্যায়ে যে সীমান্ত সৃষ্টি হয়, তা হল-

10 / 21

(x) দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় যে মাসে-

11 / 21

(xi) মৌসুমী বায়ু নিষ্ক্রিয় অবস্থায় দেখা যায় যে অবস্থায়-

12 / 21

(xii) করবেট জাতীয় উদ্যান ভারতের যে রাজ্যে অবস্থিত তা হল-

13 / 21

(xiii) বিপন্ন অস্তিত্বসম্পন্ন প্রাণী ও উদ্ভিদের লিখিত দলিলকে বলা হয়-

14 / 21

(xiv) গোপালী বিপ্লব যে বিষয়টির সঙ্গে সম্পর্কিত, সেটি হল-

15 / 21

(xv) আমেরিকা যুক্তরাষ্ট্রে উদ্যান কৃষিকে বলা হয়-

16 / 21

(xvi) শিল্পক্ষেত্রে পরিবহণ পথে বাধ্যতামূলক বিরতি (Break of Bulk Point) থাকলে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে যে বিষয়টি হয়, তা হল-

17 / 21

(xvii) শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলেন-

18 / 21

(xviii) সম-পরিবহণ ব্যয় যুক্ত রেখাকে বলে–

19 / 21

(xix) জার্মানির মোটরগাড়ি কোম্পানির নাম হল-

20 / 21

(xx) প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে যে খালপথ, সেটি হল-

21 / 21

(xxi) কানাডায় যে আকৃতির জনসংখ্যার পিরামিড দেখা যায়, তা হল-

Your score is

The average score is 67%

0%

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে প্রদত্ত মূল উত্তরপত্রে লেখো: 1×21=21

(i) অদ্রবণীয় লৌহ-যৌগের দ্বারা সৃষ্ট ভূ-পৃষ্ঠে সঞ্চিত কর্দমাক্ত লোহিত বর্ণের মৃত্তিকাকে বলা হয়-
(a) হিউমাস (b) ল্যাটেরাইট (c) টেরারোসা (d) কারেন।

উত্তরঃ (c) টেরারোসা

(ii) গতিশীল ভারসাম্য মতবাদের জনক হলেন-
(a) ডব্লু পেঙ্ক (b) জে টি হ্যাক
(c) এল সি কিং (d) ডব্লু এম ডেভিস।

উত্তরঃ (b) জে টি হ্যাক

(iii) বর্তমান ভূ-গঠনের সঙ্গে সামঞ্জস্য নেই এমন নদীকে বলে-
(a) পরবর্তী নদী (b) পূর্ববর্তী নদী
(c) অধ্যারোপিত নদী (d) পুনর্ভবা নদী।

উত্তরঃ (c) অধ্যারোপিত নদী

(iv) পেডোক্যাল মৃত্তিকা সৃষ্টি হয়-
(a) বাষ্পীভবন বেশি হলে
(b) বন্যা হলে
(c) তুষারপাত বেশি হলে
(d) বৃষ্টিপাত বেশি হলে।

উত্তরঃ (a) বাষ্পীভবন বেশি হলে

(v) মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়, সেই স্তরটি হল- (a) ‘A’ স্তর (b) ‘B’ স্তর
(c) ‘O’ স্তর (d) ‘R’ স্তর।

উত্তরঃ (c) ‘O’ স্তর

(vi) পিট বা বগ মাটি সৃষ্টি হয়-
(a) জলাভূমিতে (b) ব্যাসল্ট শিলায়
(c) চুনাপাথরের ওপর (d) গ্রানাইট শিলায়।

উত্তরঃ (a) জলাভূমিতে

(vii) মৃত্তিকার ‘B’ স্তরে সেস্কুই অক্সাইড সঞ্চিত হয় যে প্রক্রিয়ায় তা হল-
(a) স্যালিনাইজেশান (b) পডসলাইজেশান (c) ল্যাটেরাইজেশান (d) ক্যালসিফিকেশান।

উত্তরঃ (c) ল্যাটেরাইজেশান

(viii) ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির ক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অন্ততঃপক্ষে যত হওয়া প্রয়োজন তা হল—
(a) 23°C (b) 27°C (c) 12°C (d) 32°C।

উত্তরঃ (b) 27°C

(ix) নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের অন্তর্লীন পর্যায়ে যে সীমান্ত সৃষ্টি হয়, তা হল-
(a) শীতল সীমান্ত (b) উষ্ণ সীমান্ত
(c) অক্লুডেড সীমান্ত (d) ফ্রন্টোজেনেসিস।

উত্তরঃ (c) অক্লুডেড সীমান্ত

(x) দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় যে মাসে-
(a) জুন-জুলাই (b) নভেম্বর-ডিসেম্বর
(c) মার্চ-এপ্রিল (d) সেপ্টেম্বর-অক্টোবর।

উত্তরঃ (a) জুন-জুলাই

(xi) মৌসুমী বায়ু নিষ্ক্রিয় অবস্থায় দেখা যায় যে অবস্থায়-
(a) মৌসুমী বিস্ফোরণ (b) খরা (c) ছেদ
(d) পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব।

উত্তরঃ (c) ছেদ

(xii) করবেট জাতীয় উদ্যান ভারতের যে রাজ্যে অবস্থিত তা হল-
(a) মধ্যপ্রদেশ (b) উত্তরাখণ্ড (c) আসাম
(d) রাজস্থান।

উত্তরঃ (b) উত্তরাখণ্ড

(xiii) বিপন্ন অস্তিত্বসম্পন্ন প্রাণী ও উদ্ভিদের লিখিত দলিলকে বলা হয়-
(a) রেড লিস্ট (b) গ্রিন ডেটা বুক
(c) রেড ডেটা বুক (d) রেড ডেটা কার্ড।

উত্তরঃ (c) রেড ডেটা বুক

(xiv) গোপালী বিপ্লব যে বিষয়টির সঙ্গে সম্পর্কিত, সেটি হল-
(a) চিংড়ি চাষ (b) মাছ উৎপাদন
(c) পেঁয়াজ উৎপাদন
(d) কমলালেবু উৎপাদন।

উত্তরঃ (a) চিংড়ি চাষ

(xv) আমেরিকা যুক্তরাষ্ট্রে উদ্যান কৃষিকে বলা হয়-
(a) ট্রাক ফার্মিং (b) হার্বিকালচার
(c) ফ্যাক্টোরি ফার্মিং (d) মার্কেট গার্ডেনিং।

উত্তরঃ (a) ট্রাক ফার্মিং

(xvi) শিল্পক্ষেত্রে পরিবহণ পথে বাধ্যতামূলক বিরতি (Break of Bulk Point) থাকলে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে যে বিষয়টি হয়, তা হল-
(a) শিল্পের উৎপাদন বেশি হয়
(b) শিল্প লাভজনক হয়
(c) শিল্পজাত পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়
(d) শিল্পজাত পণ্যের উৎপাদন ব্যয় হ্রাস পায়

উত্তরঃ (c) শিল্পজাত পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়।

(xvii) শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলেন-
(a) উইভার (b) নরম্যান বোরলগ
(c) হীরালাল চৌধুরি (d) স্বামীনাথন।

উত্তরঃ (a) উইভার

(xviii) সম-পরিবহণ ব্যয় যুক্ত রেখাকে বলে- (a) আইসোডোপেন (b) আইসোটিম
(c) আইসোহ্যালাইন
(d) ক্রিটিক্যাল আইসোডোপেন।

উত্তরঃ (b) আইসোটিম

(xix) জার্মানির মোটরগাড়ি কোম্পানির নাম হল-
(a) ফোর্ড (b) মারুতি সুজুকি
(c) মার্সিডিজ বেঞ্চ (d) হুন্ডাই।

উত্তরঃ (c) মার্সিডিজ বেঞ্চ

(xx) প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে যে খালপথ, সেটি হল-
(a) বিউফোর্ট খাল (b) পানামা খাল
(c) সুয়েজ খাল (d) কোল্লমাম-কোট্টাপুরম।

উত্তরঃ (b) পানামা খাল

(xxi) কানাডায় যে আকৃতির জনসংখ্যার পিরামিড দেখা যায়, তা হল-
(a) ধনুকাকৃতির পিরামিড
(b) শঙ্কু আকৃতির পিরামিড
(c) ব্যারেল আকৃতির পিরামিড
(d) ন্যাসপাতি আকৃতির পিরামিড।

উত্তরঃ (d) ন্যাসপাতি আকৃতির পিরামিড।

Leave a Reply