WBCHSE Geography Online MCQ Mock Test-5 | উচ্চমাধ্যমিক ভূগোল অনলাইন মক্‌ টেস্ট-৫

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE Geography Online MCQ Mock Test-5 | উচ্চমাধ্যমিক ভূগোল অনলাইন মক্ টেস্ট-৫

HS Geography Online Mock Test, Prosnodekho.com



WBCHSE Geography Annual Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দ্বাদশ শ্রেণির ভূগোল বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। ভূগোল প্রশ্ন পত্রে মোট ২১টি প্রশ্ন থাকে। সবকটি প্রশ্নের উত্তর দিতে হয়। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে ভূগোল বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য Practice Set দেওয়া হল।

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে লেখ: 1×21=21

Q ➤ (i) চুনাপাথর গঠিত গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয় ? – (a) স্ট্যালাকটাইট (b) স্ট্যালাগমাইট (c) হেলিকটাইট (d) স্তম্ভ।


Q ➤ (ii) যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় – (a) আরোহন (b) অবরোহন (c) পর্যায়ন (d) জৈবিক আবহবিকার।


Q ➤ (iii) যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোন দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে, তাকে বলে- (a) ফিয়র্ড (b) টম্বোলো (c) স্পিট (d) হুক।


Q ➤ (iv) “একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে।” উক্তিটি করেন- (a) সিও দ এইচ ক্রিকসে (b) ডব্লু এম ডেভিস (c) জে টি হ্যাক (d) ডব্লু পেঙ্ক।


Q ➤ (v) মালভূমির খাড়া ঢালে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে, তাকে বলে- (a) বৃক্ষরূপী জল নির্গম প্রণালী (b) অঙ্গুরীয় সদৃশ জলনির্গম প্রণালী (c) জাফরিরূপী জল নির্গম প্রণালী (d) সমান্তরাল জলনির্গম প্রণালী।


Q ➤ (vi) একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হল- (a) লিথোসল (b) রেগোসল (c) পলিমৃত্তিকা (d) পডজল।


Q ➤ (vii) উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হল- (a) লোহা (b) ম্যাঙ্গানিজ (c) তামা (d) নাইট্রোজেন।


Q ➤ (viii) নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিনহাউস গ্যাস নয়, সেটি হল – (a) CO₂ (b) O₂ (c) O₃ (d) CFC


Q ➤ (ix) হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয়- (a) চীন সাগর (b) বঙ্গোপসাগর (c) বিস্কে উপসাগর (d) ক্যারিবিয়ান সাগর।


Q ➤ (x) লবণাক্ত জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণিকে বলে- (a) হাইড্রোফাইট (b) লিথোফাইট (c) হ্যালোফাইট (d) জেরোফাইট।


Q ➤ (xi) ভারতে জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয়- (a) পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য (b) গাঙ্গেয় সমভূমি (c) ছোটোনাগপুর মালভূমি (d) থর মরুভূমি।


Q ➤ (xii) একটি ‘মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হল- (a) সুনামি (b) খরা (c) ভূপাল গ্যাস বিপর্যয় (d) ধস।


Q ➤ (xiii) সোনালী পোশাক কর্মীরূপে নিযুক্ত ব্যক্তিবর্গের কাজের স্তরটি হল- (a) অতি নব্যস্তর (b) প্রাথমিক স্তর (c) পরিষেবা স্তর (d) দ্বিতীয় বা গৌণ স্তর।


Q ➤ (xiv) ভারতে ‘নীল বিপ্লব’ যে উৎপাদনের সাথে জড়িত, তা হল- (a) দুধ (b) মাংস (c) ডিম (d) মাছ।


Q ➤ (xv) মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হল- (a) পাট শিল্প (b) কাগজ শিল্প (c) রবার শিল্প (d) পেট্রো রসায়ন শিল্প।


Q ➤ (xvi) ‘পর্যটন’ যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত, তা হল- (a) প্রাথমিক ক্ষেত্র (b) দ্বিতীয় ক্ষেত্র (c) তৃতীয় ক্ষেত্র (d) চতুর্থ ক্ষেত্র।


Q ➤ (xvii) ভারতে ‘খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে’ একটি অগ্রণী রাজ্য হল- (a) পশ্চিমবঙ্গ (b) বিহার (c) মধ্যপ্রদেশ (d) মিজোরাম।


Q ➤ (xviii) সুয়েজ খাল সংযুক্ত করেছে- (a) ভূমধ্যসাগর ও এডেন উপসাগরকে (b) ভূমধ্যসাগর ও আরল সাগরকে (c) ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে (d) ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে।


Q ➤ (xix) ‘জনসংখ্যা বিবর্তন তত্ত্ব’র প্রথম পর্যায় বলতে বোঝায়- (a) প্রাক্ শিল্পবিপ্লব সময়কালকে (b) শিল্প বিপ্লবের সময়কালকে (c) শিল্পবিপ্লব পরবর্তী সময়কালকে (d) বর্তমান সময়কালকে।


Q ➤ (xx) ভারতে পরিযান সর্বাধিক ঘটে- (a) গ্রাম থেকে শহরে (b) শহর থেকে শহরে (c) গ্রাম থেকে গ্রামে (d) শহর থেকে গ্রামে।


Q ➤ (xxi) অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হল- (a) সাক্ষরতার হার (b) মোট অভ্যন্তরীণ উৎপাদন (c) প্রত্যাশিত আয়ুষ্কাল (d) ক্রয় ক্ষমতার সমতা।



Leave a Reply