WBCHSE Geography Online MCQ Mock Test-7 | উচ্চমাধ্যমিক ভূগোল অনলাইন মক্‌ টেস্ট-৭

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE Geography Online MCQ Mock Test-7 | উচ্চমাধ্যমিক ভূগোল অনলাইন মক্ টেস্ট-৭

HS Geography Online Mock Test, Prosnodekho.com



WBCHSE Geography Annual Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দ্বাদশ শ্রেণির ভূগোল বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। ভূগোল প্রশ্ন পত্রে মোট ২১টি প্রশ্ন থাকে। সবকটি প্রশ্নের উত্তর দিতে হয়। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে ভূগোল বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য Practice Set দেওয়া হল।

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে লেখ: 1×21=21

Q ➤ (i) পাললিক শিলাস্তরে জমে থাকা জলকে বলে- (a) আবহিক জল (b) সহজাত জল (c) উৎস্যন্দ জল (d) মহাসাগরীয় জল।


Q ➤ (ii) চুনাপাথরের গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে গঠিত হয়- (a) স্ট্যালাকটাইট (b) স্ট্যালাগমাইট (c) হেলিকটাইট (d) স্তম্ভ।


Q ➤ (iii) একাধিক ব্লো হোল সংযুক্ত হলে যে দীর্ঘ ও সংকীর্ণ খাঁড়ির সৃষ্টি হয়, তাকে বলে – (a) সামুদ্রিক গুহা (b) খিলান (c) জিও (d) ক্যাজম।


Q ➤ (iv) ডেভিস সমপ্রায়ভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করেন- (a) ইচপ্লেন (b) পেডিপ্লেন (c) প্যানপ্লেন (d) প্লেন।


Q ➤ (v) চ্যুতি বরাবর প্রধান নদী ও উপনদীগুলি সমকোণে মিলিত না হয়ে স্থূলকোণে বা সূক্ষ্মকোণে মিলিত হয়ে যে নদী বিন্যাস সৃষ্টি হয় তাকে বলে – (a) আয়তক্ষেত্ররূপী (b) সমকৌণিক (c) কৌণিক (d) বৃত্তাকার জলনির্গম প্রণালী।


Q ➤ (vi) জলাভূমি অঞ্চলে যে মাটি সৃষ্টি হয়, তাকে বলে – (a) বগমাটি (b) গ্লেইমাটি (c) চারনোজেম মাটি (d) পডসল মাটি।


Q ➤ (vii) প্রশমিত মাটির Pᴴ-এর মান (a) 6 (b) 6.5 (c) 7 (d) 7.51


Q ➤ (viii) হ্যারিকেন সৃষ্টি হয়- (a) ক্যারিবিয়ান সাগরে (b) চীন সাগরে (c) আরব সাগরে (d) জাপান সাগরে।


Q ➤ (ix) শীতকালীন বৃষ্টিপাতের জলবায়ু হল- (a) নিরক্ষীয় (b) মৌসুমী (c) তুন্দ্রা (d) ভূ-মধ্যসাগরীয়।


Q ➤ (x) লবণাক্ত মাটিতে যে সব উদ্ভিদ জন্মায় তাদের বলে- (a) মেসোফাইট (b) লিথোফাইট (c) হ্যালোফাইট (d) জেরোফাইট।


Q ➤ (xi) প্রাকৃতিক বাসস্থানে জীবের সংরক্ষণকে বলে- (a) এক্স-সিটু সংরক্ষণ (b) আলফা সংরক্ষণ (c) বিটা সংরক্ষণ (d) ইন-সিটু সংরক্ষণ।


Q ➤ (xii) সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় হল – (a) ধস (b) ভূমিকম্প (c) ঘূর্ণিঝড় (d) ভূমিক্ষয়।


Q ➤ (xiii) প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজের উদাহরণ হল – (a) লৌহ-ইস্পাত শিল্প (b) পশম সংগ্রহ (c) নরম কাঠের বাণিজ্য (d) তথ্যপ্রযুক্তি সংক্রান্ত গবেষণা।


Q ➤ (xiv) জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষির প্রধান ফসল হল – (a) গম (b) মিলেট (c) ধান (d) ভুট্টা।


Q ➤ (xv) শিকড় আলগা শিল্প হল – (a) ইস্পাত শিল্প (b) কাগজ শিল্প (c) কার্পাসবয়ন শিল্প (d) পেট্রোরসায়ন শিল্প।


Q ➤ (xvi) ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ-ইস্পাত শিল্প কারখানা- (a) ভদ্রাবতী (b) জামশেদপুর (c) বিশাখাপত্তনম (d) দুর্গাপুর।


Q ➤ (xvii) একদেশ থেকে পণ্য আমদানি করে অন্যদেশে রপ্তানি করাকে বলা হয় – (a) আমদানী (b) পুনঃ আমদানী (c) রপ্তানি (d) পুনঃরপ্তানি।


Q ➤ (xviii) তথ্যভিত্তিক অর্থনৈতিক কাজের মূলভিত্তি হল-(a) জ্ঞান (b) বিনিয়োগ ক্ষমতা (c) কর্মসংস্থান (d) আন্তর্জাতিক সম্পর্ক।


Q ➤ (xix) কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে বলে- (a) জনস্বল্পতা (b) কাম্য জনসংখ্যা (c) জনাকীর্ণতা (d) স্থিতিশীল জনসংখ্যা।


Q ➤ (xx) মরুদ্যানে প্লায়া হ্রদকে ঘিরে যে বসতি বিস্তার লাভ করে সেটি হল- (a) জলবিন্দু বসতি (b) নীহারিকা বসতি (c) শুষ্কবিন্দু বসতি (d) দণ্ডাকৃতী বসতি।


Q ➤ (xxi) অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হল- (a) সাক্ষরতার হার (b) মোট আভ্যন্তরীণ উৎপাদন (c) প্রত্যাশিত আয়ুষ্কাল (d) ক্রয় ক্ষমতার সমতা।



Leave a Reply