WBCHSE Geography Online MCQ Mock Test-8 | উচ্চমাধ্যমিক ভূগোল অনলাইন মক্ টেস্ট-৮
HS Geography Online Mock Test, Prosnodekho.com
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে লেখ: 1×21=21
Q ➤ (i) ভূঅভ্যন্তরে যে শিলাস্তরে জল পরিবাহিত হয় কিন্তু সঞ্চয় হয় না তা- (a) ভাডোসস্তর (b) অ্যাকুইফার (c) অ্যাকুইক্লুড (d) সবগুলোই ঠিক।
Q ➤ (ii) ভৌমজলের ক্ষয়ের ফলে উপপৃষ্ঠীয় খাঁজগুলিকে বলে- (a) ল্যাপিস (b) ক্লিন্টস (c) কাস্ট জানালা (d) পোনরস।
Q ➤ (iii) ভারতের মালাবার উপকূল যে ধরনের তা হল- (a) উত্থিত (b) অবনত (c) যৌগিক (d) প্রশমিত উপকূল।
Q ➤ (iv) স্বাভাবিক ক্ষয়চক্রের শেষে সমপ্রায় ভূমিতে গঠিত হয়- (a) ইনসেল বার্জ (b) মোনাডনক (c) বাজাদা (d) নদীমঞ্চ।
Q ➤ (v) পাখির পালকের মতো দেখতে নদী নকসাকে বলে- (a) বৃক্ষরূপী (b) জাফরিরূপী (c) পিনেট আকৃতি (d) বিপরানদী।
Q ➤ (vi) মৃত্তিকার A ও B স্তরকে একত্রে বলা হয়- (a) রেগোলিথ (b) পরিলেখ (c) ক্যাটেনা (d) সোলাম।
Q ➤ (vii) নদীবাহিত পলল মৃত্তিকা যে ধরনের মাটি তা হল- (a) এন্টিসল (b) অ্যান্ডিসল (c) আলটিসল (d) আসফিসল।
Q ➤ (viii) ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রস্থলে শান্ত পরিবেশযুক্ত স্থান হল- (a) উষ্ণ সীমান্ত (b) শীতল সীমান্ত (c) চক্ষু (d) দেওয়াল।
Q ➤ (ix) বায়ুমণ্ডলে সমোষ্ণতল ও সমচাপতল সমান্তরালে হলে তা হল- (a) ব্যারোট্রপিক (b) ব্যারোক্লিনিক (c) জেটবায়ু (d) রসবিতরঙ্গ।
Q ➤ (x) বায়ু সঞ্চালনের পরোক্ষ তাপীয় কোশটি হল- (a) হ্যাডলি (b) ফেরেল (c) মেরু (d) অক্লুশন কোশ।
Q ➤ (xi) পৃথিবীর মধ্যে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায়- (a) মেরু অঞ্চলে (b) ক্রান্তীয় অঞ্চলে (c) নিরক্ষীয় অঞ্চলে (d) মরু অঞ্চলে।
Q ➤ (xii) ভূমিক্ষয় কি ধরনের দুর্যোগ- (a) প্রাকৃতিক (b) আধা প্রাকৃতিক (c) মানবিক (d) অতি প্রাকৃতিক।
Q ➤ (xiii) জলসেচের সুবিধা যুক্ত স্থানে যে ধরনের কৃষি ব্যবস্থা গড়ে ওঠে (a) আর্দ্র কৃষি (b) শুষ্ক কৃষি (c) সেচন কৃষি (d) উদ্যান কৃষি।
Q ➤ (xiv) স্বাদে গন্ধে অতুলনীয় ও শ্রেষ্ঠ কফিটি হল- (a) আরবীয় কফি (b) রোবাষ্টা কফি (c) লাইবেরীয় কফি (d) জ্যামাইকান কফি।
Q ➤ (xv) পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প প্রকল্প গড়ে উঠেছে- (a) কলকাতা (b) দুর্গাপুর (c) হলদিয়া (d) আসানসোল-এ।
Q ➤ (xvi) খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ভারতের যে রাজ্য প্রথম- (a) উত্তরপ্রদেশ (b) মহারাষ্ট্র (c) পশ্চিমবঙ্গ (d) তামিলনাডু।
Q ➤ (xvii) 24×7 উদ্যোগ যে শিল্পের সঙ্গে যুক্ত তা হল- (a) মোটর গাড়ি (b) তথ্যপ্রযুক্তি (c) ইঞ্জিনিয়ারিং (d) যানবাহন শিল্প।
Q ➤ (xviii) ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হল- (a) NH-44 (b) NH-2 (c) NH-60 (d) NH-23।
Q ➤ (xix) একটি প্রায় শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশের নাম হল- (a) ভারত (b) চীন (c) ইতালি (d) সুইডেন।
Q ➤ (xx) গ্রামীণ বসতির বেশির ভাগ মানুষ নিযুক্ত থাকে- (a) শিল্পকর্মে (b) পর্যটন শিল্পে (c) কৃষি কাজে (d) ব্যবসা বাণিজ্যে।
Q ➤ (xxi) ছত্তিশগড় রাজ্যটি গড়ে ওঠে – (a) 2000 সালে (b) 2001 সালে (c) 2002 সালে (d) 2003 সালে।