WBCHSE HS Bengali Online MCQ Mock Test-7 | উচ্চমাধ্যমিক বাংলা অনলাইন মক্‌ টেস্ট-৭

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HS Bengali Online Mock Test, Prosnodekho.com

WBCHSE Bengali Annual Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দ্বাদশ শ্রেণির বাংলা বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্‌ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। বাংলা প্রশ্নপত্রে অথবা সহ মোট ২২টি প্রশ্ন থাকে। সবকটি প্রশ্নের উত্তর দিতে হয়। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে বাংলা বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য Practice Set দেওয়া হল।

(7)

HS Bengali MCQ Test-7

1 / 22

১.১ “নির্ঘাত মরে গেছে বুড়িটা”- কথাটি বলেছিল–

2 / 22

১.২ বাসিনী লুকিয়ে উচ্ছবকে কী খেতে দিয়েছিল ? (H.S – 16)

3 / 22

১.৩ গ্রুয়েল কথাটির অর্থ হল–

4 / 22

১.৪ ‘বৃষ্টিতে তা হল ধারালো’– এখানে ধারালো হয়ে উঠেছে–

5 / 22

১.৫ ‘এ হল ভগবানের মার।’- একথা বলেছিল–

6 / 22

১.৬ ‘জেগে উঠিলাম’– এখানে জেগে ওঠা বলতে কবি বুঝিয়েছেন–

7 / 22

১.৭ ‘একটা অদ্ভুত শব্দ’– এই শব্দটি হল–

8 / 22

১.৮ ‘অলস সূর্য’– কবি সূর্যের সামনে ‘অলস’ বিশেষণটি প্রয়োগ করেছেন কারণ–

9 / 22

১.৯ কবি বহুদিন যেতে পারেননি–

10 / 22

১.১০ ‘জীবনকে উপলব্ধি করা যাবে না’– কোথায় ?

11 / 22

অথবা, ‘নানা রঙের দিন’ নাটকে চরিত্র আছে- (H.S – 15)

12 / 22

১.১১ কাবুকি থিয়েটার কোন দেশের ? (H.S – 20)

13 / 22

অথবা, ‘আমি একদম একা- একেবারে নিঃসঙ্গ’ বক্তা-

14 / 22

১.১২ “Life’s but a walking shadow, a poor player” -সংলাপটি যে নাটকের-

15 / 22

অথবা, ‘বিভাব’ নাটকে তুলসী লাহিড়ীর কোন নাটকের উল্লেখ আছে ?

16 / 22

১.১৩ ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে– (H.S – 20)

17 / 22

অথবা, হাসান আব্দালের বর্তমান নাম– (H.S – 20)

18 / 22

১.১৪ প্রথম সবাক বাংলা সিনেমাটি হল–

19 / 22

১.১৫ বাংলায় ক্রিকেট খেলার প্রচলন করেন–

20 / 22

১.১৬ কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন ?

21 / 22

১.১৭ অনুসর্গের অপর নাম–

22 / 22

১.১৮ একই পদ পাশাপাশি দু-বার বসার প্রক্রিয়াকে বলে- (H.S – 17)

Your score is

The average score is 74%

0%

১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ১ × ১৮ = ১৮

১.১ “নির্ঘাত মরে গেছে বুড়িটা”- কথাটি বলেছিল–
(ক) জগা (খ) নকড়ি (গ) নিবারণ
(ঘ) করিম

উত্তরঃ (ক) জগা

১.২ বাসিনী লুকিয়ে উচ্ছবকে কী খেতে দিয়েছিল ? (H.S – 16)
(ক) চিড়ে (খ) মুড়ি (গ) বাতাসা (ঘ) ছাতু

উত্তরঃ (ঘ) ছাতু

১.৩ গ্রুয়েল কথাটির অর্থ হল–
(ক) ভাতের ফ্যান
(খ) ফলের শরবত
(গ) এক ধরনের টনিক
(ঘ) এক ধরনের তরল সুস্বাদু খাবার

উত্তরঃ (ক) ভাতের ফ্যান

১.৪ ‘বৃষ্টিতে তা হল ধারালো’– এখানে ধারালো হয়ে উঠেছে–
(ক) বাতাসের বেগ
(খ) রাঢ় বঙ্গের শীত
(গ) ঝড়ের তীব্রতা
(ঘ) নদীর স্রোত

উত্তরঃ (খ) রাঢ় বঙ্গের শীত

১.৫ ‘এ হল ভগবানের মার।’– একথা বলেছিল–
(ক) সতীশ মিস্ত্রি (খ) উচ্ছব (গ) সাধনবাবু
(ঘ) বড়ো পিসিমা

উত্তরঃ (ক) সতীশ মিস্ত্রি

১.৬ ‘জেগে উঠিলাম’– এখানে জেগে ওঠা বলতে কবি বুঝিয়েছেন–
(ক) মোহভঙ্গ হওয়া
(খ) ঘুম থেকে জাগা
(গ) স্বপ্নভঙ্গ হওয়া
(ঘ) চেতনার পরিপূর্ণতা

উত্তরঃ (ঘ) চেতনার পরিপূর্ণতা

১.৭ ‘একটা অদ্ভুত শব্দ’– এই শব্দটি হল–
(ক) জন্তুর ডাক
(খ) হরিণের আর্ত চিৎকার
(গ) বন্দুকের গুলি
(ঘ) মানুষের আর্তনাদ

উত্তরঃ (গ) বন্দুকের গুলি

১.৮ ‘অলস সূর্য’– কবি সূর্যের সামনে ‘অলস’ বিশেষণটি প্রয়োগ করেছেন কারণ–
(ক) বয়স বোঝাতে
(খ) লাল রং বোঝাতে
(গ) অস্তগামী সূর্য বোঝাতে
(ঘ) সন্ধ্যা বোঝাতে

উত্তরঃ (গ) অস্তগামী সূর্য বোঝাতে

১.৯ কবি বহুদিন যেতে পারেননি–
(ক) সমুদ্রে (খ) জঙ্গলে (গ) মরুভূমিতে
(ঘ) পাহাড়ে

উত্তরঃ (খ) জঙ্গলে

১.১০ ‘জীবনকে উপলব্ধি করা যাবে না’– কোথায় ?
(ক) ঘরের মধ্যে (খ) মঞ্চের উপরে
(গ) শহরে (ঘ) শিক্ষিতদের মধ্যে

উত্তরঃ (ক) ঘরের মধ্যে

অথবা, ‘নানা রঙের দিন’ নাটকে চরিত্র আছে- (H.S – 15)
(ক) একটি (খ) দুটি (গ) তিনটি (ঘ) পাঁচটি

উত্তরঃ (খ) দুটি

১.১১ কাবুকি থিয়েটার কোন দেশের ? (H.S – 20)
(ক) মার্কিন যুক্তরাষ্ট্রের (খ) ভিয়েতনাম
(গ) জাপান (ঘ) রাশিয়া

উত্তরঃ (গ) জাপান

অথবা, ‘আমি একদম একা- একেবারে নিঃসঙ্গ’ বক্—
(ক) কালীনাথ (খ) রজনীকান্ত চট্টোপাধ্যায়
(গ) রামব্রীজ (ঘ) ঔরঙ্গজেব

উত্তরঃ (খ) রজনীকান্ত চট্টোপাধ্যায়

১.১২ “Life’s but a walking shadow, a poor player” -সংলাপটি যে নাটকের-
(ক) রিচার্ড দ্য থার্ড (খ) ওথেলো
(গ) টেম্পেস্ট (ঘ) ম্যাকবেথ

উত্তরঃ (ঘ) ম্যাকবেথ

অথবা, ‘বিভাব’ নাটকে তুলসী লাহিড়ীর কোন নাটকের উল্লেখ আছে ?
(ক) পথিক (খ) নর্তক (গ) ছেঁড়া তার
(ঘ) দুঃখীর ইমান

উত্তরঃ (ক) পথিক

১.১৩ ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে– (H.S – 20)
(ক) শূন্য মাঠ (খ) শূন্য জঙ্গল
(গ) শূন্য উদ্যান (ঘ) শূন্য মরুভূমি

উত্তরঃ (গ) শূন্য উদ্যান

অথবা, হাসান আব্দালের বর্তমান নাম– (H.S – 20)
(ক) হাসান সাহেব (খ) পাঞ্জা সাহেব
(গ) নানা সাহেব (ঘ) বলী সাহেব

উত্তরঃ (খ) পাঞ্জা সাহেব

১.১৪ প্রথম সবাক বাংলা সিনেমাটি হল–
(ক) জামাইষষ্ঠী (খ) আলমআরা
(গ) মেঘে ঢাকা তারা (ঘ) জতুগৃহ

উত্তরঃ (ক) জামাইষষ্ঠী

১.১৫ বাংলায় ক্রিকেট খেলার প্রচলন করেন–
(ক) সারদারঞ্জন রায়চৌধুরী
(খ) কার্তিক বসু
(গ) গোপাল বসু
(ঘ) শ্যামসুন্দর মিত্র

উত্তরঃ (ক) সারদারঞ্জন রায়চৌধুরী

১.১৬ কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন ?
(ক) পিকাসো
(খ) রাফায়েল
(গ) লিও নার্দো দ্য ভিঞ্চি
(ঘ) মাইকেল অ্যাঞ্জেলা

উত্তরঃ (ক) পিকাসো

১.১৭ অনুসর্গের অপর নাম–
(ক) বিভক্তি (খ) পরসর্গ (গ) প্রত্যয়
(ঘ) সংকোচন

উত্তরঃ (খ) পরসর্গ

১.১৮ একই পদ পাশাপাশি দু-বার বসার প্রক্রিয়াকে বলে- (H.S – 17)
(ক) সমাস (খ) সন্ধি (গ) পদদ্বৈত (ঘ) প্রত্যয়

উত্তরঃ (গ) পদদ্বৈত

Leave a Reply