WBCHSE HS Bengali Online MCQ Mock Test-8 | উচ্চমাধ্যমিক বাংলা অনলাইন মক্‌ টেস্ট-৮

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HS Bengali Online Mock Test, Prosnodekho.com

WBCHSE Bengali Annual Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দ্বাদশ শ্রেণির বাংলা বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্‌ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। বাংলা প্রশ্নপত্রে অথবা সহ মোট ২২টি প্রশ্ন থাকে। সবকটি প্রশ্নের উত্তর দিতে হয়। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে বাংলা বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য Practice Set দেওয়া হল।

HS Bengali MCQ Test-8

1 / 22

১.১ ‘নিখিল মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে’। কারণ–

2 / 22

১.২ ‘মরে গেল! না খেয়ে মরে গেল!’– কথাটির বক্তা–

3 / 22

১.৩ ‘কালো বিড়ালের লোম আনতে গেছে’– (H.S – 15)

4 / 22

১.৪ ‘নির্ঘাত মরে গেছে বুড়িটা’- একথা বলেছিল–

5 / 22

১.৫ ‘মর, তুই মর। তোর শতগুষ্টি মরুক!’– কার উদ্দেশ্যে এই উক্তি ?

6 / 22

১.৬ ‘এ জীবন’ হল–

7 / 22

১.৭ ‘একটা অদ্ভুত শব্দ’ শব্দটি হল–

8 / 22

১.৮ ‘আমার ক্লান্তির উপরে ঝরুক’–

9 / 22

১.৯ ‘আমার বিবেক’ বলতে কবি কী বুঝিয়েছেন ?

10 / 22

১.১০ ‘এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে ?’- যে নাটকের সংলাপ–

11 / 22

অথবা, ‘Life’s but a walking shadow’ উদ্ধৃতিটির মূল উৎস হল–

12 / 22

১.১১ ‘গ্রিনরুমে ঘুমোই’– কে ঘুমোন ?

13 / 22

অথবা, ’রাজা রথারোহনম্ নাটয়তি’ কথাটির অর্থ–

14 / 22

১.১২ ‘বাঙালিরা শুনি কাঁদুনে জাত’– অভিমতটি কার ?

15 / 22

অথবা, ‘মাতালের এই হচ্ছে বিপদ’– বিপদটা কী ?

16 / 22

১.১৩ ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতার অনুবাদক–

17 / 22

অথবা, ‘আমাদের সমস্ত ঘটনা শোনালেন’–

18 / 22

১.১৪ বিশ্ববিখ্যাত জাদুকর পি. সি. সরকারের প্রকৃত নাম–

19 / 22

১.১৫ মোহনবাগান ক্লাব গঠিত হয়–

20 / 22

১.১৬ টপ্পাগান বাংলায় জনপ্রিয় করেছিলেন–

21 / 22

১.১৭ কোনটি বাগযন্ত্রের অন্তর্ভুক্ত নয় ?

22 / 22

১.১৮ দুটি স্বাধীন রূপমূল সহযোগে গঠিত শব্দ–

Your score is

The average score is 78%

0%

১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ১ × ১৮ = ১৮

১.১ ‘নিখিল মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে’। কারণ–
(ক) মৃত্যুঞ্জয় নিরীহ শান্ত সরাজ মানুষ বলে
(খ) সৎ ও সরল মানুষ বলে
(গ) দুর্বল চিত্ত ভাবপ্রবণ বলে
(ঘ) মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে

উত্তরঃ (ঘ) মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে

১.২ ‘মরে গেল! না খেয়ে মরে গেল!’– কথাটির বক্তা–
(ক) নিখিল (খ) টুনুর মা (গ) মৃত্যুঞ্জয়
(ঘ) মৃত্যুঞ্জয়ের সহকর্মী

উত্তরঃ (গ) মৃত্যুঞ্জয়

১.৩ ‘কালো বিড়ালের লোম আনতে গেছে’– (H.S – 15)
(ক) ভজন চাকর (খ) বড়োপিসি
(গ) উচ্ছব (ঘ) বড়ো বউ

উত্তরঃ (ক) ভজন চাকর

১.৪ ‘নির্ঘাত মরে গেছে বুড়িটা’- একথা বলেছিল–
(ক) ফজলু (খ) করিম (গ) নকড়ি
(ঘ) জগা

উত্তরঃ (ঘ) জগা

১.৫ ‘মর, তুই মর। তোর শতগুষ্টি মরুক!’– কার উদ্দেশ্যে এই উক্তি ?
(ক) নিবারণ বাগদি (খ) চৌকিদার
(গ) করিম ফরাজি (ঘ) ফজলু শেখ

উত্তরঃ (খ) চৌকিদার

১.৬ ‘এ জীবন’ হল–
(ক) দুঃখের তপস্যা
(খ) তপস্যা
(গ) আমৃত্যু দুঃখের তপস্যা
(ঘ) আমৃত্যু তপস্যা

উত্তরঃ (গ) আমৃত্যু দুঃখের তপস্যা

১.৭ ‘একটা অদ্ভুত শব্দ’ শব্দটি হল–
(ক) হরিণের জল খাওয়ার শব্দ
(খ) হরিণের স্নানের শব্দ
(গ) হরিণের জলে নামার শব্দ
(ঘ) হরিণকে গুলিবিদ্ধ করার শব্দ

উত্তরঃ (ঘ) হরিণকে গুলিবিদ্ধ করার শব্দ

১.৮ ‘আমার ক্লান্তির উপরে ঝরুক’–
(ক) বকুল ফুল
(খ) মহুয়া ফুল
(গ) শিউলি ফুল
(ঘ) এদের মধ্যে কোনোটিই নয়

উত্তরঃ (খ) মহুয়া ফুল

১.৯ ‘আমার বিবেক’ বলতে কবি কী বুঝিয়েছেন ?
(ক) কবির চেতনা (খ) কবির অন্তর
(গ) কবির মন (ঘ) কবির সচেতনতা

উত্তরঃ (ক) কবির চেতনা

১.১০ ‘এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে ?’- যে নাটকের সংলাপ–
(ক) বিভাব (খ) পথিক (গ) রিজিয়া
(ঘ) নানা রঙের দিন

উত্তরঃ (ক) বিভাব

অথবা, ‘Life’s but a walking shadow’ উদ্ধৃতিটির মূল উৎস হল–
(ক) ওথেলো (খ) ম্যাকবেথ (গ) হ্যামলেট
(ঘ) কিং লিয়র

উত্তরঃ (খ) ম্যাকবেথ

১.১১ ‘গ্রিনরুমে ঘুমোই’– কে ঘুমোন ?
(ক) রামব্রীজ (খ) রামভূবণ
(গ) রজনী চাটুজ্জে (ঘ) কালীনাথ সেন

উত্তরঃ (ঘ) কালীনাথ সেন

অথবা, ’রাজা রথারোহনম্ নাটয়তি’ কথাটির অর্থ–
(ক) রাজা রথে আরোহন করার ভঙ্গি করলেন
(খ) রাজা রথে চড়লেন
(গ) রাজা রথে আরোহন করলেন
(ঘ) রাজা রথ থেকে নামলেন

উত্তরঃ (ক) রাজা রথে আরোহন করার ভঙ্গি করলেন

১.১২ ‘বাঙালিরা শুনি কাঁদুনে জাত’– অভিমতটি কার ?
(ক) রাজেন্দ্র প্রসাদ (খ) মোরারজী দেশাই
(গ) জগজীবন রাম (ঘ) বল্লভভাই প্যাটেল

উত্তরঃ (ঘ) বল্লভভাই প্যাটেল

অথবা, ‘মাতালের এই হচ্ছে বিপদ’– বিপদটা কী ?
(ক) ছাড়ব বললে ছাড়ান নেই
(খ) ছাড়ব বললে ছাড়া সম্ভব
(গ) ছাড়ব বললে লোকে ছাড়তে দেয় না
(ঘ) সবকটিই ঠিক

উত্তরঃ (ক) ছাড়ব বললে ছাড়ান নেই

১.১৩ ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতার অনুবাদক–
(ক) অনিন্দ্য সৌরভ
(খ) উৎপলকুমার বসু
(গ) শঙ্খ ঘোষ
(ঘ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ (গ) শঙ্খ ঘোষ

অথবা, ‘আমাদের সমস্ত ঘটনা শোনালেন’–
(ক) স্কুলের মাস্টারমশাই (খ) জনৈক সাধু
(গ) বলী কান্ধারী (ঘ) মায়ের বান্ধবী

উত্তরঃ (ঘ) মায়ের বান্ধবী

১.১৪ বিশ্ববিখ্যাত জাদুকর পি. সি. সরকারের প্রকৃত নাম–
(ক) প্রতুলচন্দ্র সরকার
(খ) প্রতাপচন্দ্র সরকার
(গ) প্রদীপচন্দ্র সরকার
(ঘ) পিনাকীচন্দ্র সরকার

উত্তরঃ (ক) প্রতুলচন্দ্র সরকার

১.১৫ মোহনবাগান ক্লাব গঠিত হয়–
(ক) ১৮৮৯ খ্রিস্টাব্দ (খ) ১৮৯০ খ্রিস্টাব্দ
(গ) ১৮৯২ খ্রিস্টাব্দ (ঘ) ১৮৯৩ খ্রিস্টাব্দ

উত্তরঃ (ক) ১৮৮৯ খ্রিস্টাব্দ

১.১৬ টপ্পাগান বাংলায় জনপ্রিয় করেছিলেন–
(ক) রামনিধি গুপ্ত (খ) বেগম আখতার
(গ) নির্মলেন্দু চৌধুরী (ঘ) ভূপেন হাজারিকা

উত্তরঃ (ক) রামনিধি গুপ্ত

১.১৭ কোনটি বাগযন্ত্রের অন্তর্ভুক্ত নয় ?
(ক) দন্ত (খ) নাসিকা (গ) কণ্ঠ (ঘ) কর্ণ

উত্তরঃ (ঘ) কর্ণ

১.১৮ দুটি স্বাধীন রূপমূল সহযোগে গঠিত শব্দ–
(ক) জনশূন্য (খ) ছেলেরা (গ) মানুষকে
(ঘ) তামাটে

উত্তরঃ (ক) জনশূন্য

Leave a Reply