WBCHSE HS Bengali Online MCQ Mock Test-9 | উচ্চমাধ্যমিক বাংলা অনলাইন মক্‌ টেস্ট-৯

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HS Bengali Online Mock Test, Prosnodekho.com

WBCHSE Bengali Annual Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দ্বাদশ শ্রেণির বাংলা বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্‌ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। বাংলা প্রশ্নপত্রে অথবা সহ মোট ২২টি প্রশ্ন থাকে। সবকটি প্রশ্নের উত্তর দিতে হয়। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে বাংলা বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য Practice Set দেওয়া হল।

HS Bengali MCQ Test-9

1 / 22

১.১ ‘উনি আমার পতিদেবতা।’- উনি হলেন–

2 / 22

১.২ “এক সময় দাগী ডাকাত ছিল”– (H.S – 20, 16)

3 / 22

১.৩ ‘ফজর সময়’– বলতে বোঝায়- (H.S – 19)

4 / 22

১.৪ বাসিনী লুকিয়ে উৎসবকে কী খেতে দিয়েছিল ? (H.S – 16)

5 / 22

১.৫ মৃত্যুঞ্জয়ের স্ত্রীর ‘কেবলি মনে পড়ে…’ (H.S – 16)

6 / 22

১.৬ “এখন যদি না থাকি”– ‘এখন’ বলতে বলা হয়েছে–

7 / 22

১.৭ “অলস সূর্য এঁকে দেয়”– কী এঁকে দেয়‌ ?

8 / 22

১.৮ ‘রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো’- (H.S – 15)

9 / 22

১.৯ “সে কখনো করে না বঞ্চনা”– ‘সে’ বলতে বোঝানো হয়েছে- (H.S – 20)

10 / 22

১.১০ শম্ভুবাবু কার লেখা ডায়ালগ বলে জানালা থেকে লাফ দিয়েছিলেন ?

11 / 22

অথবা, “পরদা খুললে দেখা যায়…” –

12 / 22

১.১১ ‘নানা রঙের দিন’ নাটকটি রচনার ক্ষেত্রে নাট্যকার কোন নাটকের দ্বারা প্রভাবিত হন–

13 / 22

অথবা, ‘লভসিন’-এ কোন্ বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছিল– (H.S – 20)

14 / 22

১.১২ “আর একদিন তাকে মনে হয়েছিল”– (H.S – 16)

15 / 22

অথবা, ‘Farewell the tranquil mind! farewell content!’ সংলাপটি কোন নাটকের ?

16 / 22

১.১৩ উপকথার ‘আটলান্টিস’ হল একটি–

17 / 22

অথবা, বলী কান্ধারী হলেন একজন– (H.S – 15)

18 / 22

১.১৪ সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র সংগীত পরিচালক হলেন–

19 / 22

১.১৫ ‘ভারতমাতা’ ছবিটি এঁকেছেন–

20 / 22

১.১৬ আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন– (H.S – 16)

21 / 22

১.১৭ ‘Syntax’ শব্দটির বাংলা প্রতিশব্দ হল–

22 / 22

১.১৮ যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয়–

Your score is

The average score is 73%

0%

১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ১ × ১৮ = ১৮

১.১ ‘উনি আমার পতিদেবতা।’- উনি হলেন–
(ক) বুড়ো কর্তা (খ) ঠাকুর দেবতা
(গ) বামুন ঠাকুর (ঘ) উমা পতি

উত্তরঃ (ঘ) উমা পতি

১.২ “এক সময় দাগী ডাকাত ছিল”– (H.S – 20, 16)
(ক) ফজলু শেখ (খ) করিম ফরাজি
(গ) নিবারণ বাগদি (ঘ) নকড়ি নাপিত

উত্তরঃ (গ) নিবারণ বাগদি

১.৩ ‘ফজর সময়’– বলতে বোঝায়- (H.S – 19)
(ক) দুপুরে নমাজের সময়
(খ) বিকেলের নমাজের
(গ) সন্ধ্যায় নমাজের সময়
(ঘ) ভোরের নমাজের সময়

উত্তরঃ (ঘ) ভোরের নমাজের সময়

১.৪ বাসিনী লুকিয়ে উৎসবকে কী খেতে দিয়েছিল ? (H.S – 16)
(ক) ভাত (খ) মাছ (গ) জল (ঘ) ছাতু

উত্তরঃ (ঘ) ছাতু

১.৫ মৃত্যুঞ্জয়ের স্ত্রীর ‘কেবলি মনে পড়ে…’ (H.S – 16)
(ক) স্বামীর কথা
(খ) নিখিলের কথা
(গ) ফুটপাথের লোকগুলোর কথা
(ঘ) ছেলেমেয়েদের কথা

উত্তরঃ (গ) ফুটপাথের লোকগুলোর কথা

১.৬ “এখন যদি না থাকি”– ‘এখন’ বলতে বলা হয়েছে–
(ক) খরার সময়
(খ) দুর্ভিক্ষের সময়
(গ) আনন্দ উৎসবের সময়
(ঘ) মানুষের চরম বিপদের সময়

উত্তরঃ (ঘ) মানুষের চরম বিপদের সময়

১.৭ “অলস সূর্য এঁকে দেয়”– কী এঁকে দেয়‌ ?
(ক) সমুদ্রের দীর্ঘশ্বাস (খ) গলিত সোনা
(গ) গোধূলি বেলা (ঘ) উজ্জ্বল আলোর স্তম্ভ

উত্তরঃ (ঘ) উজ্জ্বল আলোর স্তম্ভ

১.৮ ‘রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো’- (H.S – 15)
(ক) আকাশের রং
(খ) সূর্যের আলোর রং
(গ) কবির হৃদয়ের রং
(ঘ) দেশোয়ালিদের জ্বালানো আগুনের রং

উত্তরঃ (ঘ) দেশোয়ালিদের জ্বালানো আগুনের রং

১.৯ “সে কখনো করে না বঞ্চনা”– ‘সে’ বলতে বোঝানো হয়েছে- (H.S – 20)
(ক) কঠিনকে (খ) জীবনকে (গ) সত্যকে
(ঘ) মৃত্যুকে

উত্তরঃ (গ) সত্যকে

১.১০ শম্ভুবাবু কার লেখা ডায়ালগ বলে জানালা থেকে লাফ দিয়েছিলেন ?
(ক) গিরিশ ঘোষ (খ) মন্মথ রায়
(গ) তুলসী লাহিড়ী (ঘ) রবীন্দ্রনাথ

উত্তরঃ (গ) তুলসী লাহিড়ী

অথবা, (xi) “পরদা খুললে দেখা যায়…” –
(ক) মঞ্চ আলোকিত (খ) মঞ্চ সাজানো
(গ) মঞ্চ অন্ধকার (ঘ) মঞ্চ সম্পূর্ণ ফাঁকা

উত্তরঃ (ঘ) মঞ্চ সম্পূর্ণ ফাঁকা

১.১১ ‘নানা রঙের দিন’ নাটকটি রচনার ক্ষেত্রে নাট্যকার কোন নাটকের দ্বারা প্রভাবিত হন–
(ক) দ্য চেরি অর্চার্ড (খ) থ্রি পেনি অপেরা
(গ) রুটস্ (ঘ) দ্য সোয়ান সং

উত্তরঃ (ঘ) দ্য সোয়ান সং

অথবা, ‘লভসিন’-এ কোন্ বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছিল– (H.S – 20)
(ক) বেহালা (খ) গীটার (গ) হারমোনিয়াম
(ঘ) সেতার

উত্তরঃ (গ) হারমোনিয়াম

১.১২ “আর একদিন তাকে মনে হয়েছিল”– (H.S – 16)
(ক) চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ
(খ) ভোরের আলোর চেয়েও সুন্দর
(গ) গোধূলির আলোর চেয়েও মায়াবী
(ঘ) মোমের আলোর চেয়েও পবিত্র

উত্তরঃ (খ) ভোরের আলোর চেয়েও সুন্দর

অথবা, ‘Farewell the tranquil mind! farewell content!’ সংলাপটি কোন নাটকের ?
(ক) ওথেলো (খ) জুলিয়াস সীজার
(গ) ম্যাকবেথ (ঘ) নানা রঙের দিন

উত্তরঃ (ক) ওথেলো

১.১৩ উপকথার ‘আটলান্টিস’ হল একটি–
(ক) শহর (খ) দ্বীপ (গ) উদ্যান
(ঘ) জাহাজ

উত্তরঃ (খ) দ্বীপ

অথবা, (xvii) বলী কান্ধারী হলেন একজন– (H.S – 15)
(ক) লেখক (খ) দরবেশ (গ) পীরবাবা
(ঘ) মৌলবী সাহেব

উত্তরঃ (খ) দরবেশ

১.১৪ সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র সংগীত পরিচালক হলেন–
(ক) রবিশংকর (খ) বিলায়েৎ খাঁ
(গ) বিসমিল্লা খাঁ (ঘ) সত্যজিৎ রায়

উত্তরঃ (ক) রবিশংকর

১.১৫ ‘ভারতমাতা’ ছবিটি এঁকেছেন–
(ক) যামিনী রায় (খ) নন্দলাল বসু
(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর (ঘ) সোমনাথ হোড়

উত্তরঃ (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর

১.১৬ আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন– (H.S – 16)
(ক) মুদ্রণ শিল্প (খ) পট শিল্প (গ) চিত্র শিল্প
(ঘ) স্থাপত্য শিল্প

উত্তরঃ (ক) মুদ্রণ শিল্প

১.১৭ ‘Syntax’ শব্দটির বাংলা প্রতিশব্দ হল–
(ক) রূপতত্ত্ব (খ) বাক্যতত্ত্ব (গ) শব্দতত্ত্ব
(ঘ) ধ্বনিতত্ত্ব

উত্তরঃ (খ) বাক্যতত্ত্ব

১.১৮ যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয়–
(ক) বিভক্তি (খ) প্রত্যয় (গ) উপসর্গ
(ঘ) অনুসর্গ

উত্তরঃ (গ) উপসর্গ

Leave a Reply