শিকার (কবিতা) জীবনানন্দ দাশ – উচ্চমাধ্যমিক বাংলা MCQ, SAQ, বড় প্রশ্ন উত্তর | WBCHSE HS Bengali Shikar Poem MCQ, SAQ, Essay Type Solved Question Answer

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর

শিকার (কবিতা) জীবনানন্দ দাশ – উচ্চমাধ্যমিক বাংলা MCQ, SAQ, বড় প্রশ্ন (Essay Type) উত্তর | WBCHSE HS Bengali Solved Question Answer

জীবনানন্দ দাশ রচিত শিকার কবিতা থেকে বহুবিকল্পীয়, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) আগামী পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।

শিকার (কবিতা) জীবনানন্দ দাশ – উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর | WBCHSE HS Bengali Question and Answer

বহুবিকল্পীয় প্রশ্নোত্তর (MCQ) | শিকার (কবিতা) জীবনানন্দ দাশ – উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | WBCHSE HS Bengali Question and Answer

• সঠিক উত্তরটি নির্বাচন করো।

১. ‘উষ্ণ লাল’ রংটি ছিল— (উঃ মাঃ ২০১৯) (ক) ভোরের সূর্যের (খ) অস্তগামী সূর্যের
(গ) হরিণের মাংসের (ঘ) দেশোয়ালিদের জ্বালানো আগুনের

উত্তরঃ (গ) হরিণের মাংসের।

২. কবির নীল মদের গেলাসে মুক্তা রেখেছিল—
(ক) মিশরের মানষী
(খ) কোনো দেশোয়ালি
(গ) গোধূলিমদির এক মেয়ে
(ঘ) এদের মধ্যে কেউ নয়

উত্তরঃ (ক) মিশরের মানষী।

৩. “রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো”— (উঃ মাঃ ২০১৫)
(ক) কবির হৃদয়ের রং
(খ) আকাশের রং
(গ) সূর্যের আলোর রং
(ঘ) দেশোয়ালিদের জ্বালানো আগুনের রং

উত্তরঃ (ঘ) দেশোয়ালিদের জ্বালানো আগুনের রং

৪. “চারদিকে পেয়ারা ও নোনার গাছ”— (উঃ মাঃ ২০১৮)
(ক) গোধূলিমদির মেয়েটির মতো
(খ) মচকা ফুলের পাপড়ির মতো
(গ) ভোরের রৌদ্রের মতো
(ঘ) টিয়ার পালকের মতো

উত্তরঃ (ঘ) টিয়ার পালকের মতো।

৫. ‘শিকার’ কবিতায় রাতের অন্ধকারকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে ?
(ক) সেগুন (খ) অর্জুন (গ) সুন্দরী
(ঘ) মেহগনি

উত্তরঃ (ঘ) মেহগনি।

৬. হরিণের রক্তে নদীর জল যেরকম হয়েছিল—
(ক) উষ্ণ লাল
(খ) মোরগফুলের মতো লাল
(গ) কুমকুমের মতো লাল
(ঘ) মচকা ফুলের পাপড়ির মতো লাল

উত্তরঃ (ঘ) মচকা ফুলের পাপড়ির মতো লাল।

৭.”নিস্পন্দ নিরপরাধ ঘুম”— কার ঘুমের কথা বলা হয়েছে ?
(ক) টেরিকাটা মানুষদের (খ) হরিণের
(গ) চিতা বাঘিনীর (ঘ) মিশরের মানবীর

উত্তরঃ (খ) হরিণের।

৮. “শিকার” কবিতাটি কবির যে কাব্যগ্রন্থে রয়েছে—
(ক) আকাশে সাতটি তারা (খ) বনলতা সেন (গ) ঝরা পালক (ঘ) রূপসী বাংলা

উত্তরঃ (খ) বনলতা সেন।

৯. “সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর”— কীসের রং ? (উঃ মাঃ ২০১৭)
(ক) দেশোয়ালিদের জ্বালানো আগুন
(খ) তারার আলোর (গ) মচকা ফুলের
(ঘ) হরিণের মাংস রান্নার আগুনের

উত্তরঃ (ক) দেশোয়ালিদের জ্বালানো আগুন।

১০. “ঘুমহীন ক্লান্ত বিহুল শরীরটাকে স্রোতের মতাে / একটা আবেশ দেওয়ার জন্য”- হরিণটি কী করল ?
(ক) নরম ঘাসের উপর শুয়ে পড়ল
(খ) নদীর তীক্ষ্ণ শীতল জলে নামল।
(গ) অর্জুন বনের ছায়ায় বসে রইল।
(ঘ) দেশােয়ালিদের জ্বালানাে আগুনের উত্তাপ নিল।

উত্তরঃ (খ) নদীর তীক্ষ্ণ শীতল জলে নামল।

১১. “নদীর জল _________ পাপড়ির মতাে লাল।”—
(ক) মচকা ফুলের (খ) গােলাপ ফুলের
(গ) জবা ফুলের (ঘ) মােরগ ফুলের।

উত্তরঃ (ক) মচকা ফুলের।

১২. “সুন্দরী বাদামী হরিণ”– কার হাত থেকে নিজেকে বাঁচিয়েছে ?
(ক) চিতাবাঘিনীর হাত থেকে
(খ) মিশরের মানুষীর হাত থেকে
(গ) দেশােয়ালিদের হাত থেকে
(ঘ) মানুষের হাত থেকে।

উত্তরঃ (ক) চিতাবাঘিনীর হাত থেকে

১৩. “সূর্যের আলােয় তার রং কুঙ্কুমের মতাে নেই আর”— তার রং কীসের মতাে হয়ে গেছে ?
(ক) শুকনাে পাতার ধূসর ইচ্ছার মতাে
(খ) কচি বাতাবি লেবুর মতাে সবুজ
(গ) রােগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতাে
(ঘ) নীল আকাশের মরা চাঁদের আলাের মতাে।

উত্তরঃ (গ) রােগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতাে।

১৪. “একটা অদ্ভুত শব্দ”- ‘অদ্ভুত’ শব্দটি কীসের ?
(ক) গাড়ির হর্নের শব্দ
(খ) মানুষের কান্নার শব্দ
(গ) পাতার মর্মর শব্দ
(ঘ) বন্দুক থেকে গুলি ছোড়ার শব্দ

উত্তরঃ (ঘ) বন্দুক থেকে গুলি ছোড়ার শব্দ।

১৫. “একটি তারা এখন আকাশে রয়েছে”– ‘একটি তারা’-র সঙ্গে কবি তুলনা করেছেন—
(ক) একটি ফুলের (খ) একটি মেয়ের
(গ) একটি নদীর (ঘ) একটি গানের

উত্তরঃ (খ) একটি মেয়ের।

১৬. “নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল”– এখানে কার কথা বলা হয়েছে ?
(ক) চিতাবাঘিনীর কথা
(খ) সুন্দরী বাদামি হরিণের কথা
(গ) রোগা শালিকের কথা
(ঘ) দেশোয়ালিদের কথা

উত্তরঃ (খ) সুন্দরী বাদামি হরিণের কথা।

১৭. সবুজ সুগন্ধি ঘাসকে তুলনা করা হয়েছে—
(ক) পাকা বাতাবি লেবুর সঙ্গে
(খ) কচি বাতাবি লেবুর সঙ্গে
(গ) দারুচিনির পাতার সঙ্গে
(ঘ) কমলালেবুর সঙ্গে

উত্তরঃ (খ) কচি বাতাবি লেবুর সঙ্গে।

১৮. নীল মদের গেলাসে কী রাখা হয়েছিল ? (ক) রুপো (খ) সোনা (গ) প্রবাল (ঘ) মুক্তা

উত্তরঃ (ঘ) মুক্তা।

১৯. “সারারাত মাঠে আগুন জ্বেলেছে”— কারা আগুন জ্বেলেছে ?
(ক) প্রবাসীরা (খ) অতিথিবৃন্দ
(গ) দেশোয়ালিরা (ঘ) বনবাসীরা

উত্তরঃ (গ) দেশোয়ালিরা।

২০. “হিমের রাতে শরীর উম্ রাখবার জন্য দেশোয়ালিরা সারারাত মাঠে”—
(ক) গান করেছে (খ) নাচ করেছে
(গ) খেলায় মেতেছে (ঘ) আগুন জ্বেলেছে

উত্তরঃ (ঘ) আগুন জ্বেলেছে।

২১. দেশোয়ালিদের আগুনকে কে নিষ্প্রভ করেছে ?
(ক) সিগারেটের ধোঁয়া (খ) সূর্যের আলো (গ) টর্চের আলো (ঘ) হরিণের মৃত্যু

উত্তরঃ (খ) সূর্যের আলো।

২২. আকাশের রং ঘাসফড়িঙের দেহের মতাে—
(ক) কোমল সবুজ (খ) কোমল নীলাভ
(গ) নীল সবুজ (ঘ) কোমল নীল।

উত্তরঃ (ঘ) কোমল নীল।

২৩. “ভােরের জন্য অপেক্ষা করছিল।”— কে অপেক্ষা করছিল ?
(ক) শিকারিরা (খ) দেশওয়ালিরা।
(গ) গােধূলিমদির মেয়েটি (ঘ) বাদামি হরিণ।

উত্তরঃ (ঘ) বাদামি হরিণ।

২৪. ‘শিকার’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে
গৃহীত ?
(ক) ধূসর পাণ্ডুলিপি (খ) মহাপৃথিবী
(খ) রূপসী বাংলা
(গ) বেলা অবেলা কালবেলা

উত্তরঃ (খ) মহাপৃথিবী।

২৫ ‘শিকার’ কবিতায় যে ঋতুর উল্লেখ আছে—
(ক) শরৎকাল (খ) গ্রীষ্মকাল (গ) শীতকাল (ঘ) হেমন্তকাল

উত্তরঃ (গ) শীতকাল।

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) | শিকার (কবিতা) জীবনানন্দ দাশ – উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | WBCHSE HS Bengali Question and Answer

১. “এসেছে সে ভোরের আলোয় নেমে।”— তার আগে সে কোন্ পরিবেশে ছিল ?

উত্তরঃ ভোরের আলোয় আসার আগে হরিণটি চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে নক্ষত্রহীন রাতে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে বনে ঘুরে বেড়িয়েছিল।

২. ‘একটা অদ্ভুত শব্দ’– শব্দকে ‘অদ্ভুত’ বলার কারণ কী ?

উত্তরঃ প্রাকৃতিক অরণ্য পরিবেশে বিসদৃশ বেমানান বন্দুকের গুলির শব্দকে এখানে ‘অদ্ভুত’ বলা হয়েছে। বনের মধ্যে বন্যেরাই যেখানে সুন্দর সেখানে বন্দুকের গুলির শব্দ নৃশংসতার পরিচয়বাহী বলেই তা অদ্ভুত।

৩. “আগুন জ্বলল আবার”– কেমন আগুন, কখন জ্বলেছিল ?

উত্তরঃ হিমের রাতে শরীর ‘উম’ রাখবার জন্য দেশোয়ালিরা সারা রাত আগুন জ্বালিয়েছিল। সে আগুন ছিল মোরগফুলের মতো লাল।

৪. “রোগা শালিকের হদয়ের বিবর্ণ ইচ্ছার মতো”— উদ্ধৃত অংশটির ব্যাখ্যা দাও।

উত্তরঃ দেশোয়ালিদের প্রজ্বলিত আগুন ভোরের আলোয় ক্রমশ বিবর্ণ হয়ে আসছে। মুমূর্ষ ও অসুস্থ শালিক পাখির শীর্ণকায় চেহারা এবং তার নৈরাশ্যের মতোই বিবর্ণ।

৫. “নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল”– সে কে, কেন নেমেছিল ?

উত্তরঃ সুন্দর বাদামি হরিণ ঘুমহীন ক্লান্ত শরীরকে আবেশ দেওয়ার জন্য নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল।

৬. “এখনও আগুন জ্বলছে তাদের”— কারা, কেন আগুন জ্বালিয়েছে ?

উত্তরঃ দেশোয়ালিরা শীতের রাতে শরীর ‘উম্’ অর্থাৎ গরম রাখার জন্য সারারাত মাঠে আগুন জ্বালিয়েছে।

৭. নদীর জল মচকাফুলের পাপড়ির মতো লাল কেন ?

উত্তরঃ হরিণটি নদীর শীতল জলে শরীরটাকে আবেশ দিয়ে অবগাহন করেছিল। সেই সময় তাকে গুলি করে মেরেছিল কিছু লোভী আগ্রাসী মানুষ। এর ফলে নদীর জল লাল হয়েছিল।

৮. এই ভোরের জন্য অপেক্ষা করছিল!”— কে, কেন ভোরের জন্য অপেক্ষা করছিল ?

উত্তরঃ সুন্দর বাদামি হরিণ অরণ্য প্রকৃতিতে চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভোরের অপেক্ষায় ছিল।

৯. “সূর্যের আলোয় তার রং কুঙ্কুমের মতো নেই আর।”— কার রঙ, কুমকুমের মত নেই কেন ?

উত্তরঃ দেশোয়ালিরা হিমের রাতে শরীর গরম রাখার জন্য আগুন জ্বেলেছিল। সূর্য উঠলে সেই আগুনের রং কুমকুমের মতো লাল ছিল না।

১০. “তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও।”— একটি তারা আকাশে কীসের মতো জ্বলছে ?

উত্তরঃ হাজার হাজার বছর আগে এক রাতে মিশরের মানুষী তার বুকের থেকে যে মুক্তা কবির নীল মদের গ্লাসে রেখেছিল, ঠিক সেভাবে একটি তারা এখনো আকাশে জ্বলছে।

১১. “সোনার বর্ষার মতো জেগে ওঠে”– জেগে উঠে কে, কী করতে চেয়েছিল ?

উত্তরঃ ভোরের নতুন সূর্যের আলোয় হরিণটা সোনার বর্ষার মতো জেগে ওঠে ‘সাহসে সাধে সৌন্দর্যে একের পর এক হরিণীকে চমক লাগিয়ে দিতে চেয়েছিল।

১২. “মোরগফুলের মত লাল আগুন”— কখন, কেন এই আগুন দেশোয়ালিরা জ্বালিয়েছিল ?

উত্তরঃ জীবনানন্দ দাশ রচিত ‘শিকার’ কবিতায় হিমের রাতে শরীর ‘উম্’ রাখার জন্য দেশোয়ালিরা আগুন জ্বেলেছে।

১৩. ভোরের আকাশের তারার জন্য কবি কোন্ কোন্ উপমা ব্যবহার করেছেন ?

উত্তরঃ পল্লিগ্রামের লজ্জাশীলা বাসরঘরের ‘গোধূলি-মদির’ মেয়েটির কুণ্ঠার সঙ্গে নীল মদের গ্লাসে রাখা হাজার হাজার বছর আগে মিশর-মানুষীর বুকের মুক্তার দ্যুতিহীনতার তুলনা করা হয়েছে।

১৪. হরিণের শরীরটা ঘুমহীন ক্লান্ত বিহ্বল ছিল কেন ?

উত্তরঃ সারারাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে হরিণটা বন থেকে বনান্তরে ঘুরে বেড়িয়েছে। সারারাত পরিশ্রমের কারণে হরিণের শরীরটা ‘ঘুমহীন ক্লান্ত বিহুল’।

১৫. “নিস্পন্দ নিরপরাধ ঘুম” বলতে কী বোঝানো হয়েছে ?

উত্তরঃ হরিণটা বন্দুকের গুলিতে প্রাণ হারানোর পর তার নিথর দেহটাকে বোঝানোর জন্য ‘নিস্পন্দ নিরপরাধ ঘুম’ উপমা ব্যবহৃত হয়েছে।

১৬. ‘সুন্দর বাদামী হরিণ’ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল ?

উত্তরঃ সারারাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির বনের মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে বেড়িয়েছিল হরিণটা।

১৭. “সিগারেটের ধোঁয়া”— কোথায় কেন ‘সিগারেটের ধোঁয়া’ দেখা গিয়েছিল ?

উত্তরঃ কিছু আগ্রাসী মানুষ হরিণ মেরে তার মাংসভোজে মত্ত হয়ে উঠেছিল। জঙ্গলে তারাই আনন্দ উপভোগের সময় সিগারেট ধরিয়েছিল।

১৮. ‘শিকার’ কবিতায় সকালের আলোয় বন ও আকাশের দৃশ্য কেমন ছিল ?

উত্তরঃ সকালের আলোয় টলমলে শিশিরে চারদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছিল।

১৯. “টেরিকাটা কয়েকটি মানুষের মাথা।”— কোথায় এই মানুষগুলোর মাথা দেখা গিয়েছিল ?

উত্তরঃ হরিণটিকে হত্যা করার পর তার মাংস তৈরি হলে আগ্রাসী মানুষেরা তাকে ঘিরে উল্লাসে মেতে উঠেছিল। এখানেই টেরিকাটা এই মানুষগুলোর মাথা দেখা গিয়েছিল।

২০. দেশোয়ালিদের জ্বালানো আগুন সূর্যের আলোয় কেমন বর্ণ ধারণ করেছিল ?

উত্তরঃ সূর্যের আলোয় দেশোয়ালিদের জ্বালানো আগুন রোগা শালিকের হৃদয়ের ইচ্ছার মতো বিবর্ণরূপ ধারণ করেছিল।

২১. কবির গেলাসে কে মুক্তা রেখেছিল ?

উত্তরঃ জীবনানন্দ দাশ রচিত ‘শিকার’ কবিতায় কবির গেলাসে মুক্তা রেখেছিল ‘মিশরের মানুষী’।

২২. “এসেছে সে ভোরের আলোয় নেমে।”—কে, কী কারণে ভোরের আলোয় নেমে এসেছিল ?

উত্তরঃ ‘শিকার’ কবিতায় বর্ণিত চিতাবাঘিনীর তাড়া খাওয়া হরিণটি জীবনকে ভালোবেসে মুক্তির উল্লাসে ভোরের আলোয় নেমে এসেছিল।

২৩. পেয়ারা ও নোনার গাছের রং কী ছিল ?

উত্তরঃ ‘শিকার’ কবিতায় বর্ণিত পেয়ারা ও নোনার গাছের রং ছিল টিয়ার পালকের মতো সবুজ।

২৪. “টেরিকাটা কয়েকটা মানুষের মাথা।”— মানুষগুলির পরিচয় দাও।

উত্তরঃ এই মানুষগুলি প্রকৃতির সন্তান হরিণটিকে গুলি করে হত্যা করে তার মাংসভক্ষণে প্রবৃত্ত হয়েছিল। এরা প্রকৃতি ধ্বংসকারী আগ্রাসী মানুষ।

২৫. আলোচ্য ‘শিকার’ কবিতার ভোরবেলাকার দৃশ্যরূপটি কীরকম ?

উত্তরঃ ভোরবেলা রাত্রি ও দিনের সন্ধিক্ষণ, কবির দৃষ্টিতে যেন আকাশের কোমল নীল ও বনের সবুজ অংশে প্রভাতের সূর্যের আলো শিশিরভেজা স্নিগ্ধতায় চতুর্দিক ভরিয়ে তুলেছে।

২৬. “একটি তারা এখন আকাশে রয়েছে”— কখন একমাত্র তারাটি আকাশে দেদীপ্যমান ?

উত্তরঃ ভোরের কুয়াশাভরা শীতের আকাশে একটি ধ্রুবতারা পূর্বদিগন্তে সূর্যকে আবাহন করতেই যেন উজ্জ্বলভাবে দেদীপ্যমান।

২৭. ‘শিকার’ কবিতাটিতে ‘গোধূলিমদির’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে ?

উত্তরঃ সূর্যাস্তের সময়কে ‘গোধুলি’ বলা হয়। যখন সূর্য ডুবে রাত্রির অন্ধকার ধীরে ধীরে পৃথিবীর বুকে নেমে আসে তখনকার মাদকতাময় রূপলাবণ্য বোঝাতে ‘গোধূলিমদির’ শব্দটি ব্যবহৃত হয়েছে।

২৮. “একটি তারা এখন আকাশে রয়েছে”– তারাটিকে কবি কীসের সঙ্গে তুলনা করেছেন ?

উত্তরঃ ভোরবেলাকার ওই তারাটিকে কবি পাড়াগ্রামের বাসরঘরে জাগা কনের সঙ্গে তুলনা করেছেন, যার বুকে শুধুই ভালোবাসার অনুরাগের পাপড়ি সাজানো। আবার, উক্ত তারাটি যেন মিশরের কোনো এক মানুষী, তার আলো যেন আকাশের নীল আর উষার লাল রং মিশে নীল মদের গেলাসে মুক্তা হয়ে ঝরে পড়ছে।

২৯. ‘উম্’ কথাটির অর্থ কী ?

উত্তরঃ ‘উম্’ কথাটির অর্থ উষ্ণতা বা গরম। ‘শিকার’ কবিতার শিকারি দেশোয়ালিরা শীতের রাতে প্রচণ্ড ঠান্ডার প্রকোপ থেকে বাঁচার জন্য শরীরকে ‘উম্’ করে রাখতে চায়।

৩০. হিমের রাতে শরীর ‘উম্’ করে রাখার জন্য দেশোয়ালিরা কী করে ?

উত্তরঃ বনভূমিতে হিম বা শীতের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য দেশোয়ালিরা সারারাত মাঠে আগুন জ্বালায়। শুকনো অশ্বত্থপাতাকে দুমড়ে মুচড়ে প্রকৃতির স্বাভাবিকতাকে নষ্ট করে আগুন জ্বালে, যে আগুন মোরগফুলের মতো টকটকে লাল।

৩১. চিতাবাঘিনির আক্রমণ থেকে কে কীভাবে নিজেকে বাঁচায় ?

উত্তরঃ একটি বাদামি রঙের হরিণ সারারাত নক্ষত্রহীন আকাশের নীচে অন্ধকারে এ গাছ থেকে ও গাছের আড়ালে লুকিয়ে চিতাবাঘিনির আক্রমণ থেকে নিজেকে বাঁচায়। যৌবনাবেগে তরতাজা হরিণটি জানে দিনের আলোয় সে স্বচ্ছন্দে বনভূমিতে পদচারণা করতে পারবে।

৩২. সুন্দর বাদামি হরিণটি কোন্ সময়ের জন্য অপেক্ষা করছিল ?

উত্তরঃ ‘শিকার’ কবিতায় বর্ণিত সুন্দর বাদামি হরিণটি ভোরের জন্য অপেক্ষা করছিল।

৩৩. কবির মতে হরিণটির কাছে অন্ধকারের রূপটি কেমন ছিল ?

উত্তরঃ কবির মতে হরিণটির কাছে অন্ধকারের রূপটি ছিল হিম কুঞ্চিত জরায়ুর মতো।

৩৪. “শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য”—হরিণটির শরীরটা তখন কেমন ছিল ?

উত্তরঃ হরিণটির শরীরটা তখন ছিল ঘুমহীন ক্লান্ত বিহ্বল।

৩৫. সুন্দর বাদামি হরিণটি দিনের আলোয় কীভাবে নিজেকে মেলে ধরে ?

উত্তরঃ ‘শিকার’ কবিতার সুন্দর বাদামি হরিণটি চিতাবাঘিনির আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে ভোরের আলোয় হাজির হয়। নতুন করে বেঁচে থাকার স্পৃহায় কচি বাতাবিলেবুর সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খায়। এর মধ্যে তার প্রাণের আরাম মনের উল্লাস যেন প্রতিভাত হয়ে ওঠে।

৩৬. হরিণের নবজন্ম কখন ঘটল বলে কবি মনে করেছেন ?

উত্তরঃ সারারাত চিতাবাঘিনির আক্রমণ থেকে বাঁচার প্রচেষ্টায় বনের চারদিকে লুকিয়ে থেকে ভোরের আলোয় সুগন্ধি কচিঘাস খেতে খেতে হরিণটি প্রকাশ্যে আসে। নতুন জীবনের আনন্দে তার নদীর সুশীতল জলে স্নান করার উল্লাসটিই যেন নবজন্মরূপে ধরা দিয়েছে।

৩৭. ‘হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য’— কীভাবে হরিণ হরিণীদের চমকে দেবে ?

উত্তরঃ ভোরের আলোয় অর্থাৎ সূর্য কিরণে স্নাত হয়ে নদীর জলে ধৌত করে মুক্তির আনন্দে হরিণটির দেহ প্রভাতের আলোয় সোনার বর্শার ফলকের মতো উজ্জ্বল হয়ে ওঠে—যা দেখে বনভূমির হরিণীরা চমকে উল্লসিত হয়ে উঠবে। সাহসে, সাধে আর সৌন্দর্যে হরিণটি হরিণীদেরকে তার প্রতি আকৃষ্ট করে তুলবে।

৩৮. ‘শিকার’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ?

উত্তরঃ ‘শিকার’ কবিতাটি প্রথম বুদ্ধদেব বসু সম্পাদিত ‘কবিতা’ পত্রিকায় প্রকাশিত হয়।

৩৯. ‘একটি তারা এখন ঘাসে রয়েছে’ – তারাটিকে কবি কীসের সঙ্গে তুলনা করেছেন ?

উত্তরঃ তারাটিকে কবি পাড়াগাঁর বাসরঘরে সুন্দরী গোধূলিমদির মেয়েটির সঙ্গে তুলনা করেছেন।

৪০ ‘তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও’– তারাটিকে দেখে কবির কী কী মনে হয়েছে ?

উত্তরঃ তারাটিকে দেখে কবির মনে হয়েছে পাড়াগাঁর বাসরঘরে সবচেয়ে গোধূলিমদির মেয়েটির মতো কিংবা হাজার হাজার বছর আগের মিশরীয় মানুষী যে তার বুকের থেকে কবির নীল মদের গ্লাসে মুক্ত রেখেছিল তার মতো।

৪১. “মোরগফুলের মতো লাল আগুন”– এখানে কোন্ আগুনের কথা বলা হয়েছে ?

উত্তরঃ প্রশ্নে প্রদত্ত অংশে “মোরগফুলের মতো লাল আগুন” বলে দেশোয়ালিরা হিমের রাতে মাঠে যে আগুন জ্বলেছিল, তার কথা বলা হয়েছে।

৪২. ‘সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে’— খাওয়ার কারণ কী বলে মনে হয় ?

উত্তরঃ ‘শিকার’ কবিতায় বর্ণিত হরিণটি সারারাত চিতাবাঘিনির হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য ছুটে বেরিয়ে ভীষণ ক্লান্ত এবং ক্ষুদার্থ হয়ে পড়েছিল। সেই ক্লান্তি ও ক্ষুদা মেটানোর জন্য হরিণটি সবুজ ঘাস খাচ্ছিল।

৪৩. ‘সোনার বর্ষার মতো জেগে উঠে’ হরিণটি কী করতে চেয়েছিল ?

উত্তরঃ সারারাত চিতাবাঘটির হাত থেকে আত্মরক্ষা করার চেষ্টায় সফল হয়ে হরিণটি বিজয়ীর উল্লাসে সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে সাধে সৌন্দর্যে একের পর এক হরিণীকে চমক লাগিয়ে দিতে চেয়েছিল।

৪৪. ‘শিকার’ কবিতায় কোন দুটি ফুলের উল্লেখ আমরা পায় ?

উত্তরঃ ‘শিকার’ কবিতায় আমার যে দুটি ফুলের উল্লেখ পাই সেগুলি হল– ‘মোরগফুল’ ও ‘মচকাফুল’।

৪৫. ‘টেরিকাটা কয়েকটা মানুষের মাথা’— এই মানুষগুলো কারা ?

উত্তরঃ ‘টেরিকাটা’ মানুষগুলো নাগরিক জীবনে অভ্যস্ত ভোগী মানুষদের প্রতীক। তারা নির্বিচারে সিগারেটের ধোঁয়া উড়িয়ে হত্যাকাণ্ডে মেতে উঠে।

৪৬. ‘নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল’— সে নদীতে কেন নামল ?

উত্তরঃ চিতাবাঘিনির অতর্কিত আক্রমন থেকে বাঁচার জন্য ক্রমাগত ছুটে বেড়ানোর হরিণটি তার ক্লান্ত বিহ্বল শরীরটাকে প্রাণবন্ত আবেশ দেওয়ার জন্য নদীতে নামল।

রচনাধর্মী প্রশ্নোত্তর (Essay Type) | শিকার (কবিতা) জীবনানন্দ দাশ – উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | WBCHSE HS Bengali Question and Answer

১. “আগুন জ্বলল আবার” —প্রথমবার আগুন জ্বলার সঙ্গে দ্বিতীয়বার আগুন জ্বলার বৈপরীত্যটি তুলে ধরো।

উত্তরঃ জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় প্রথমবার আগুন জ্বালানোর বিষয়টি উল্লেখ করা হয় শীতের কাতরতায় উষ্ণতা পাওয়ার জন্য। এখানে বনের শুকনো পাতা জ্বালিয়ে দেশোয়ালিদের শরীর উত্তপ্ত করার উদ্দেশ্যটিই লক্ষিত হয়। তাই তারা —

“আগুন জ্বেলেছে—
মোরগফুলের মতো লাল আগুন;
শুকনো অশ্বত্থপাতা দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের;”

দেশোয়ালিদের দ্বারা প্রজ্বলিত আগুনে প্রাণ বাঁচানোর প্রচেষ্টাই প্রধান, সে আগুন ধবংসের বীভৎসতাকে নির্দেশ করে না। বনভূমির স্বাভাবিক সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে সে আগুন জীবন বাঁচানোর ‘উম্’ অনুভব দানে সক্ষম। তবে আগুনের ভয়ংকর রূপটির আভাসও কবিতার অন্তিম পর্বে দ্বিতীয়বার আগুন জ্বালানোর দৃশ্যটির মধ্য দিয়ে প্রকট হয়ে পড়েছে। যেখানে কিছু শিকারি প্রবৃত্তির মানুষের নৃশংসতা চরিতার্থ করতে আগুনের ভূমিকা অন্যতম। এই আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয় একটি নিরীহ হরিণের নিথর দেহ, সে পরিণত হয় উষ্ণ লাল মাংসে।

“আগুন জ্বলল আবার— উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এল।”

আর সেই সুস্বাদু মাংসের স্বাদ গ্রহণে টেরিকাটা কয়েকটি শিকারি মানুষের রসনার তৃপ্তি ঘটল। তাই বলা যায়, প্রথমবার যে আগুন প্রজ্বলিত হয় তা শীতের হাত থেকে প্রাণ বাঁচানোর তাগিদে কিন্তু দ্বিতীয়বার প্রজ্বলিত সেই আগুন মানুষের সীমাহীন লোভের বাস্তব প্রতিমূর্তি।

২. “একটা অদ্ভুত শব্দ। / নদীর জল মচকাফুলের পাপড়ির মতো লাল।”– শব্দটা কীসের এবং কেন তার জন্য নদীর জল মচকাফুলের পাপড়ির মতো লাল হয়ে ওঠে ?

উত্তরঃ সারারাত ধরে চিতাবাঘিনীর আক্রমণ থেকে নিজেকে শত চেষ্টায় রক্ষা করে সুন্দর বাদামি হরিণটি প্রভাতের আলোয় নিশ্চিন্তে, নিরুপদ্রবে প্রাণের স্ফূর্তিতে নদীর জলে স্নান করতে নামে। তখনই ভয়ংকর প্রাণঘাতী একটা অদ্ভুত শব্দে বনপথের নিস্তব্ধতা ভেঙে ফেলে হরিণের জীবন কেড়ে নেয় শিকারির দল। হরিণ বুঝতেই পারেনি যে বনের জন্তুজানোয়ার অপেক্ষা মানুষের হিংস্রতা কম নয়। অদ্ভুত শব্দটি তাদের বন্দুকের গুলির শব্দ।

আর সেই গুলির আঘাতে সুন্দর বাদামি হরিণটির জীবনে নেমে আসে চরমতম বিপর্যয়। প্রভাতের আলো তাকে নিশ্চিন্ত জীবনে ফেরাতে পারে না, বরং সেই আলোই তাকে বধ্যভূমির দিকে ঠেলে দেয়। চিতাবাঘিনীর জান্তবতাকে অতিক্রম করতে পারলেও, অরণ্যের আক্রমণ থেকে রক্ষা পেলেও, জনারণ্যে তার জীবনসংশয় হয়। মানুষ জন্তু না হলেও প্রাণঘাতী শিকারি। হরিণের রক্তে নদীর জল মচকাফুলের পাপড়ির মতো রক্তিম হয়ে ওঠে। হরিণকে গুলিবিদ্ধ করে তার মাংস রান্নার জন্য আবারও আগুন জ্বলে বনের বুকে। লাল আগুন আর উষ্ণ লাল হরিণের মাংস মিলেমিশে একাকার। নীল আকাশের নীচে সকালের রোদ পড়া বিমর্ষ ঘাসের উপর শুয়ে সময় কাটানোর গল্পের আমেজ ভেঙে একদল শিকারি প্রবৃত্তির মানুষ উৎসবে মত্ত হয়ে ওঠে। সুন্দর প্রকৃতির সুন্দর জীবের অপমৃত্যু ঘটে, মাংসাশী মানুষের নাগরিক জীবনের ক্লেদ-গ্লানিতে অরণ্য থমকে দাঁড়ায়। সারা বনপথে চূড়ান্ত অবক্ষয়ের পরিণাম ঘনিয়ে আসে—

“সিগারেটের ধোঁয়া;
টেরিকাটা কয়েকটা মানুষের মাথা;
এলোমেলো কয়েকটা বন্দুক–হিম–নিস্পন্দ নিরপরাধ ঘুম।”

সভ্যতা ধ্বংসকারী একদল শিকারির জান্তব উল্লাস ও অপরিণামদর্শিতায় প্রকৃতির বুকে নামে এক ভোরের অপমৃত্যু ও এক হরিণের সকরুণ বিধিলিপি। যা কেবল নদীর জলরাশিকেই রক্তাক্ত করে না, তা সৌন্দর্য, মানবিকতা সবকিছুকে ক্ষতবিক্ষত করে দগ্ধ করে তোলে।

৩. ‘শিকার’ কবিতা আসলে কবির মনোজগতের প্রতিফলন–কবিতাটি বিশ্লেষণ করে বুঝিয়ে দাও।

উত্তরঃ ‘বনলতা সেন’ কাব্যগ্রন্থের ‘শিকার’ কবিতায় স্থান এবং কাল নির্দিষ্ট অবস্থানে কবি নিজের উপস্থিতিকে জাগ্রত করেছেন। হিংসা, বীভৎসতা নগরজীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে, তাই বনভূমির উদাত্ত প্রান্তরে ভোরের সোনালি মুহূর্তে হরিণের আনন্দ-উল্লাসের সঙ্গে কবির আনন্দ-উল্লাস মিলেমিশে একাকার হয়ে গেছে। আকাশের প্রজ্বলিত তারার মতো কবিমনও আনন্দে উদ্‌বেল। জীবনের তিমির বিনাশ করে ভোরের আলোয় নিজেকে পরখ করে নিতে প্রস্তুত। ‘শিকার’ কবিতায় হরিণের মৃত্যু হল প্রেমের, আর তার সঙ্গে আস্থা-বিশ্বাসেরও অপমৃত্যু। হরিণের প্রতীকী মৃত্যু কবির সমগ্র স্বত্বাকে আন্দোলিত করে। কবি ‘ক্যাম্পে’ কবিতায় বলেছেন—
“বসন্তের জ্যোৎস্নায় ওই মৃত মৃগদের মতো আমরা সবাই। ”
মৃগদের বুকের আতঙ্ক আমাদের সকলের। ভোরের নির্মল আকাশের তলে সবুজ বনরাজির বুকে ঘটে চলেছে অকস্মাৎ মৃত্যুর উৎসব। এসব দেখে কবিমন আতঙ্কিত। জীবনানন্দের কাব্য সমালোচক তরুণ মুখোপাধ্যায় যথার্থই বলেছেন—

“প্রকৃতি জুড়ে যখন বর্ণরাগ, হরিণের রূপের ভাষায় যখন বনভূমি ঝলমল করে ওঠে, তখনই নেপথ্যচারী শিকারির গুলির আঘাত কি নিষ্ঠুর কৌতুক ? মৃত্যুর উৎসব ?”

কবি জীবনানন্দ দাশের চেতনার অলিন্দে এই মৃত্যু উত্তীর্ণ জীবনবোধ, দ্বন্দ্ব ও বাস্তবতা নির্ণীত অভিমুখটি ‘শিকার’ কবিতার ছত্রে ছত্রে ব্যঞ্জিত হয়ে উঠেছে। হরিণের দূরন্ত জীবনসংগ্রাম, জলে অবগাহন তার বিস্তীর্ণ উল্লাসের মধ্যে প্রস্ফুটিত হয়েছে। যদিও কবিতার পরিণতি সমাজব্যবস্থার অবক্ষয়কেই প্রত্যয়িত করে। প্রখ্যাত সমালোচক অনুরাধা ঘোষের মতে, “মৃত্যুকে পরাভূত করে জীবনের জয়, এ কথা তো জীবনানন্দও বলেছেন। কিন্তু সে কোন্ জীবন ? ‘জীবনের পারে থেকে যে দেখেছে মৃত্যুর ওপার তার অন্তর্জীবন তো দীপ্ত হয়ে থাকে অনন্তের বোধে, যতই সেখানে সঞ্ছিত হয়ে থাক দীর্ঘ যাত্রার ক্লিষ্টতা ও ক্লান্তি।”–এ কথা তো জীবনানন্দ দাশ সম্পর্কেই একমাত্র প্রযোজ্য।

৪. নাগরিক লালসায় নীল অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আঁধারে— ‘শিকার’ কবিতাসূত্রে উদ্ধৃত অংশটির নিহিতার্থ লেখো।

উত্তরঃ নগরকেন্দ্রিক জীবনচিত্র প্রকৃতির শোভা থেকে বিচ্যুত। তাই নাগরিক জীবনে প্রকৃতির লাবণ্য বিশেষ প্রভাব বিস্তার করতে পারে না। ভোরের আকাশের নীলাভ রঙে যখন সমস্ত বনভূমি সেজে ওঠে তখন সেই নীলাভ আভার সবুজ বনে নাগরিক লালসা রক্তের দাগ লাগায়। তাই কবি বলেছেন—

“সৃষ্টির বুকের পরে ব্যথা লেগে রবে
শয়তানের সুন্দর কপালে
পাপের ছাপের মত সেই দিনও।”

‘শিকার’ কবিতাটিতেও সেই নাগরিক লালসার নৃশংসতায় প্রকৃতির মাঝে জীবনের অস্তিত্ব ম্রিয়মান হয়ে যাওয়ার রূপটি প্রকাশিত হয়েছে। লোভ-লালসা-ক্ষুধা-রিরংসা নিবৃত্তির নেশায় উন্মত্ত নাগরিক সভ্যতার তথাকথিত সভ্য মানুষগুলির শিকারি প্রবৃত্তির শিকার হয় বন্য প্রাণের প্রতীক হরিণ। কবিতায় সেই হরিণটির হিমশীতল মৃত্যুর আঁধারে নিমজ্জিত হওয়ার মধ্য দিয়ে নাগরিক লালসার ক্রূর রূপটি প্রকটিত হয়ে পড়ে। নতুন জীবনের খোঁজে নদীর তীক্ষ্ণ শীতল স্রোতে অবগাহন করে প্রাণের স্ফূর্তিতে মেতে ওঠা হরিণটির প্রাণ তার অজান্তেই কেড়ে নেয় নাগরিক সভ্যতার ধ্বজাধারী কিছু টেরিকাটা মানুষ। তাদের এলোমেলো বন্দুকের গুলির আঘাতে হরিণটির প্রাণস্পন্দন স্তব্ধ হয়ে যায়, সে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। যে নদীতে নেমে হরিণটি তার শরীরকে একটা আবেশ দেওয়ার চেষ্টা করেছিল সেই নদীর জল তার রক্তেই ‘মচকাফুলের পাপড়ির মতো লাল’ হয়ে যায়। কিন্তু টেরিকাটা মানুষগুলির আশ তখনও মেটে না, তবে হরিণটি যখন ক্ষুধা নিবৃত্তির সামগ্রী রূপে উন্ন লাল মাংসে পরিণত হয় তখন তাদের সকল আকাঙ্ক্ষার পরিতৃপ্তি ঘটে।

৫. “সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল।”—হরিণটি কী কারণে ভোরের জন্য অপেক্ষা করছিল ? কবিতার অন্তিমে তার যে পরিণতির চিত্রটি ফুটে উঠেছে তা উল্লেখ করো।

উত্তরঃ ‘শিকার’ কবিতার সুন্দর বাদামি রঙের হরিণটি রাতের অন্ধকারে হিংস্র চিতাবাঘিনীর হাত থেকে প্রাণরক্ষার তাগিদে কখনও সুন্দরী গাছের বনে আবার কখনও অর্জুন গাছের বনের আড়ালে লুকিয়ে বেড়িয়েছে। আর তাই ভোরের আলোর আগমনে সে নবজীবন লাভ করে। মূলত, এই কারণেই সে ভোরের জন্য অপেক্ষারত ছিল।

‘শিকার’ কবিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি হরিণ ও তার নৃশংস মৃত্যু। যে হরিণটি বন্য প্রকৃতিতে প্রাণের উল্লাসে মেতে উঠেছিল, কবিতার অন্তিমে সেই হরিণটিরই পরিণতি নির্মম মৃত্যু। চর্যাপদের ‘আপনা মাংসে হরিণা বৈরী’–এই কথাটির সার্থক দৃষ্টান্ত হল ‘শিকার’ কবিতার হরিণটির পরিণতি দৃশ্য। রাতের অন্ধকারে হিংস্র চিতাবাঘিনীর থাবার গ্রাস থেকে সে রেহাই পেলেও ভোরের প্রকৃতির শোভা তার ট্র্যাজিক পরিণতিকে সূচিত করে। প্রকৃতির অপরিসীম লাবণ্য মাখা পরিবেশে একদল মানুষের জান্তব উল্লাসের শিকার হয় হরিণটি। আসলে শিকারি প্রবৃত্তির মানুষগুলির কাছে হরিণটি ছিল শুধু রসনা তৃপ্তির সামগ্রী মাত্র। এই শিকারি মানুষগুলির লোভ = হিংসা ও লালসা জান্তব হিংস্রতার থেকেও হিংস্র। তাদের মারণাস্ত্র অর্থাৎ বন্দুকের গুলির আঘাতে হরিণটি তার নিজের অজান্তেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে। তার শরীর নদীর স্রোতের তীক্ষ্ণ শীতলতাকে আর অনুভব করতে পারেনি। তবে নদীর জল তার শরীরের রক্তিম স্পর্শকে অনুভব করতে সক্ষম হয়েছিল। বস্তুত, জীবন্ত হরিণটি বন্য প্রকৃতির শোভা বর্ধন করলেও সে শিকারি মানুষগুলির আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে পারেনি। তাই মৃত হরিণটির নিথর দেহটি যখন উষ্ণ লাল মাংসে পরিণত হয় তখন শিকারি মানুষগুলির আকাঙ্ক্ষা পূর্ণ হয় অর্থাৎ তাদের রসনার তৃপ্তি ঘটে।

৬. “মোরগফুলের মতো লাল আগুন”– কোথাকার কোন্ আগুনের কথা এখানে বলা হয়েছে ? উদ্ধৃতিটির মর্মার্থ বিশ্লেষণ করো।

উত্তরঃ ‘শিকার’ কবিতাটি জীবনানন্দের আপন মনের মাধুরী মেশানো জীবন্ত এক দলিল। কোনো এক শীতের রাতে বনের মধ্যে যাদের তিনি ‘দেশোয়ালি’ বলে উল্লেখ করেছেন তারা শীতের প্রকোপ থেকে উদ্ধার পাওয়ার জন্য আগুনের তাপ নিচ্ছেন। শরীর ‘উম’ করার জন্য সেই তাপের কথাই এখানে উল্লেখ করা হয়েছে, যে আগুন মোরগফুলের মতো লাল টকটকে।

বনের দেশোয়ালিরা শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে বনের শুকনো অশ্বত্থপাতা কুড়িয়ে আগুন জ্বালায়। ‘হিমের রাতে শরীর উম্’ রাখতে জ্বলে ওঠে আগুন। সারারাত সেই আগুনের লেলিহান শিখার সঙ্গে মোরগফুলের রঙের সাযুজ্য খুঁজে পাওয়া যায়। শুকনো পাতা দুমড়ে মুচড়ে যে আগুন জ্বলে তা কামনার আগুনের প্রতিরূপ, লালসার উত্তাপের আঁচ বা দহন বলেই মনে হয়। দেশোয়ালিদের সারারাতের জ্বালা আগুনের মধ্যে কবি তাই ধ্বংসকে প্রত্যক্ষ করেছেন। কারণ, লাল আগুন বিশেষত প্রলয়ের, বিনষ্টির দ্যোতনা বহন করে নিয়ে আসে। বনভূমির নিস্তব্ধতা ভেঙে হিমের রাতে শরীর ‘উম্’ অর্থাৎ গরম করার আমেজের মধ্যেই হরিণ শিকারের প্রসঙ্গটি রয়েছে। তা ছাড়া ভোরবেলার শিশিরভেজা ঘাসের উপর সূর্যের আভার বদলে আগুন জ্বালানোর মধ্যে একটা অস্বাভাবিকতার জন্ম হয়। কবিতার তৃতীয় স্তবকে দেশোয়ালিদের শুকনো পাতায় জ্বালা আগুনের তেজ এবং উত্তাপ প্রভাতের আলোয় ম্লান হতে থাকে। যে আগুন শরীর মনের উত্তাপ বাড়ায়, কাম-ক্রোধ-লোভ -লালসার জন্ম দেয়, সেই আগুন প্রকৃতির স্বাভাবিক সৌন্দর্যময়তাকেও বিবর্ণ করে তোলে—

“সূর্যের আলোয় তার রং কুঙ্কুমের মতো নেই আর;
হ’য়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো।”

আরও পড়ুনঃ

উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন্ ২০২৪

 

Leave a Reply