WBCHSE HS Education Online MCQ Test-10 | উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি শিক্ষা বিজ্ঞান অনলাইন মক্ টেস্ট-১০

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE HS Education Online MCQ Test-10 | উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি শিক্ষা বিজ্ঞান অনলাইন মক্ টেস্ট-১০

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1×24=24

Q ➤ (i) থর্নডাইকের মতে, উদ্দীপক প্রতিক্রিয়ার নির্ভুল সংযোগই হল- (a) সেন্টিমেন্ট (b) আগ্রহ (c) শিখন (d) প্রেষণা।


Q ➤ (ii) সংবিধানের কত নম্বর ধারায় 14 বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের কথা বলা হয়েছে ?- (a) 26নং (b) 35নং (c) 14নং (d) 15নং।


Q ➤ (iii) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয়ে কাজের দিন হিসেবে কত দিন ধার্য করেছে ? – (a) 180 (b) 220 (c) 222 (d) 2431


Q ➤ (iv) “True Education” গ্রন্থটির রচয়িতা হলেন- (a) মহাত্মা গান্ধী (b) এস রাধাকৃষ্ণাণ (c) ডি এস কোঠারি (d) আব্দুল কালাম।


Q ➤ (v) বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে থাকে – (a) CABE (b) NCERT (c) NCTE (d) UGC। (vi) ‘RAM’ হল কম্পিউটারের


Q ➤ (vi) ‘RAM’ হল কম্পিউটারের স্মৃতিকেন্দ্র। – (a) সাধারণ (b) অসাধারণ (c) স্থায়ী (d) অস্থায়ী।


Q ➤ (vii) 8, 6, 10, 12, 9, 14, 4 – স্কোরগুলির গড় মান হল- (a) 8 (b) 12 (c) 9 (d) 10


Q ➤ (viii) ডেলরস কমিশনের প্রতিবেদনের শিরোনাম কী ছিল?- (a) Education for all (b) Education and National Development (c) Learning to be (d) Learning : The Treasure within


Q ➤ (ix) কম্পিউটার সহযোগী শিখন হল- (a) CAI (b) CMI (c) CBT (d) CAL


Q ➤ (x) অনগ্রসর ও সংখ্যালঘুদের অবস্থা পর্যালোচনার জন্য বি. পি. মণ্ডল কমিশন কবে গঠিত হয় ?- (a) 1955 খ্রিস্টাব্দে (b) 1960 খ্রিস্টাব্দে (c) 1978 খ্রিস্টাব্দে (d) 1948 খ্রিস্টাব্দে।


Q ➤ (xi) কোঠারি কমিশন কটি Task-Force গঠন করেছিল ? – (a) 17টি (b) 12টি (c) 10টি (d) ৪টি।


Q ➤ (xii) ‘জাতীয় শিক্ষানীতি 1986’তে স্কুল ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়। – (a) পেস সেটিং (b) আরবান (c) রুরাল (d) স্পেশাল।


Q ➤ (xiii) নীচের কোন্টি থর্নডাইকের শিখন কৌশলের অপ্রধান সূত্র হিসেবে পরিচিত ? (a) প্রস্তুতির সূত্র (b) উপমানের সূত্র (c) অনুশীলনের সূত্র (d) ফল লাভের সূত্র।


Q ➤ (xiv) গ্যাগনের মত অনুযায়ী শিখন কয় প্রকার ? — (a) 7 (b) 8 (c) 9 (d) 10


Q ➤ (xv) টাইম কার্ভ হল এক ধরনের – (a) উদ্দীপক (b) প্রতিক্রিয়া (c) অনুবর্তন (d) লেখচিত্র।


Q ➤ (xvi) জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি (NAEP) কার্যকরী হয় – (a) 1986 খ্রিস্টাব্দে (b) 1987 খ্রিস্টাব্দে (c) 2001 খ্রিস্টাব্দে (d) 1978 খ্রিস্টাব্দে।


Q ➤ (xvii) প্রেষণার প্রথম পর্যায় কোনটি ? – (a) তাড়না (b) উদ্দেশ্যমূলক আচরণ (c‌) চাহিদা (d) সহায়ক আচরণ


Q ➤ (xviii) ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয়- (a) 15 এপ্রিল (b) 15 মার্চ (c) 10 মার্চ (d) 10 এপ্রিল।


Q ➤ (xix) CRC ব্যবহার করার সুপারিশ করে – (a) বিশ্ববিদ্যালয় কমিশন (b) মুদালিয়র কমিশ (c) কোঠারি কমিশন (d) রেড্ডি কমিটি।


Q ➤ (xx) শিখনের মূল উপাদান কয়টি ?- (a) 2 (b) 3 (c) 4 (d) 5


Q ➤ (xxi) নবোদয় বিদ্যালয়ে ভর্তি করা হয় – (a) প্রথম শ্রেণিতে (b) তৃতীয় শ্রেণিতে (c) ষষ্ঠ শ্রেণিতে (d) একাদশ শ্রেণিতে।


Q ➤ (xxii) বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্বটি প্রকাশিত হয়- (a) 1904 খ্রিস্টাব্দে (b) 1920 খ্রিস্টাব্দে (c) 1902 খ্রিস্টাব্দে (d) 1930 খ্রিব্দে।


Q ➤ (xxiii) শিক্ষা প্রযুক্তিবিদ্যা হল _____ টি ‘M’ এর সমন্বিত রূপ। – (a) 4 (b) 5 (c) 6 (d) 71


Q ➤ (xxiv) মূক ও বধির শিশুদের পাঠ্যক্রমের অন্তর্গত একটি বিষয় হল- (a) সংগীত (b) ব্রেইল পাঠ (c) হস্তশিল্প (d) সবকটি


Leave a Reply