WBCHSE HS Education Online MCQ Test-5 | উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি শিক্ষা বিজ্ঞান অনলাইন মক্ টেস্ট-৫

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE HS Education Online MCQ Test-5 | উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি শিক্ষা বিজ্ঞান অনলাইন মক্ টেস্ট-৫

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1×24=24

Q ➤ (i) মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হল– (a) অভ্যাস (b) তীব্রতা (c) আগ্রহ (d) মেজাজ।


Q ➤ (ii) 6, 8, 14, 6, 10, 7, 6, 8 স্কোরগুলির ভূষিষ্ঠক হল– (a) 8 (b) 10 (c) 6 (d) 141


Q ➤ (iii) বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত স্থা হল– (a) U.G.C (b) C.A.B.E (c) A.I.C.T.E (d) N.C.T.E


Q ➤ (iv) অপারেশন ব্ল্যাকবোর্ড কোন্ স্তরের শিক্ষার জন্য কর্মসূচি ? (a) মাধ্যমিক (b) প্রার্থমিক (c) উচ্চমাধ্যমিক (d) প্রাক্-প্রাথমিক।


Q ➤ (v) ‘প্রচেষ্টা ও ভুলে’ র শিক্ষন তত্ত্বের প্রবক্তা হলেন– (a) প্যাভলভ (b) স্কিনার (c) খর্নডাইক (d) এদের কেউ নন।


Q ➤ (vi) ‘G’ উপাদান প্রয়োজন হয়– (a) কোনো কোনো কাজে (b) সব কাজে (c) কেবলমাত্র শিক্ষামূলক কাজে (d) কেবলমাত্রগণনার কাজে।


Q ➤ (vii) নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে ? (a) জাতীয় শিক্ষানীতি 1968 (b) জাতীয় শিক্ষানীতি 1986 (c) রাধাকৃষ্ণান কমিশনে (d) ভারতীয় শিক্ষা কমিশনে।


Q ➤ (viii) শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে তা হল– (a) 62 তম (b) 42 তম (c) 44 তম (d) 93 তম।


Q ➤ (ix) ‘অক্টেভব্যান্ড’ নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় ? (a) অন্ধত্ব (b)তোতলাম (c) বিকলাঙ্গ (d) বধিরত্ব।


Q ➤ (x) কম্পিউটারে স্থায়ী স্মৃতি হল– (a) ROM (b) CAL(c) CBT (d) RAMI


Q ➤ (xi) ‘প্রোগাম অফ অ্যাকশন’ গঠিত হয়– (a) 1992 খ্রিস্টাব্দে (b) 1990 খ্রিস্টাব্দে (c) 1986 খ্রিস্টাব্দে (d)‌ 1982 খ্রিস্টাব্দে।


Q ➤ (xii) ডেলর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়– (a) 1990 খ্রিস্টাব্দে (b) 1996 খ্রিস্টাব্দে (c) 2000 খ্রিস্টাব্দে (d) 2001 খ্রিস্টাব্দে।


Q ➤ (xiii) বিদ্যালয়ত্তরে পাঠ্যক্রম রচনা করে– (a) N.C.E.R.T(b)C.Α.Β.Ε (c) N.C.T.E (d) U.G.C


Q ➤ (xiv) গেস্টাল্ট কথাটির অর্থ হল– (a) অবয়ব (b) পাঠ্যক্রম (c) বিষয় (d) ক্ষেত্রমান।


Q ➤ (xv) “কেলাসিত বুদ্ধি” কথাটির প্রবক্তা হলেন– (a) থাস্টোন (b) গার্ডনার (c) ক্যাটেল (d) ভার্নন।


Q ➤ (xvi) 5, 8, 4, 12, 6, 7, 10 রাশিমালার মধ্যমমান নির্ণয় করো– (a) 8 (b) 12 (c) 4 (d) 7


Q ➤ (xvii) স্কিনার প্রবর্তিত ‘সক্রিয় অনুবর্তনটি’ হল– (a) R-type অনুবর্তন (b) S-type অনুবর্তন (c) M-type অনুবর্তন (d) G-type অনুবর্তন


Q ➤ (xviii) কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হল– (a) ROM (b) RAM (c) CPU (d) UPSI


Q ➤ (xix) শিখনের শেষস্তরটি হল– (a) পুনরুদ্রেক (b) জ্ঞানার্জন (c) প্রতাভিজ্ঞা (d) ধারন বা সংরক্ষণ


Q ➤ (xx) বিশ্ববিদ্যালয় কমিশন কত সালে গঠিত হয় ? (a) 1952 খ্রিস্টাব্দে (b) 1948 খ্রিস্টাব্দে (c) 1964 খ্রিস্টাব্দে (d) 1986 খ্রিস্টাব্দে।


Q ➤ (xxi) কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় ? (a) গাণিতিক গড় (b) পরিসংখ্যা বহুভূজ (c) ভূয়িষ্ঠক (d) মধ্যক।


Q ➤ (xxii) “পরিসংখ্যানে” দ্বারা বোঝানো হয়– (a) বিয়োগফলকে (b) ভাগফলকে (c) যোগফলকে (d) গুণফলকে।


Q ➤ (xxiii) মানসিক ক্ষমতা সংক্রান্ত ‘দ্বি-উপাদান তত্ত্বে’ র প্রবর্তক হলেন– (a) রাসেল (b) স্পিয়ারম্যান (c) থাস্টোর্ন (d ) থর্নডাইক।


Q ➤ (xxiv) Gagne (গগনে)-এর র মতে শিখনের শেষ স্তরটি হল– (a) বাচনিক শিখন (b) সাংকেতিকমূলক শিখন (c) ধারণার বিকাশ (d) সমস্যা সমাধানের শিখন।


Leave a Reply