WBCHSE HS Education Online MCQ Test-6 | উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি শিক্ষা বিজ্ঞান অনলাইন মক্ টেস্ট-৬

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE HS Education Online MCQ Test-6 | উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি শিক্ষা বিজ্ঞান অনলাইন মক্ টেস্ট-৬

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1×24=24

Q ➤ (i) অতীত অভিজ্ঞতা ও ________ এর সাহায্যে আচরণধারার পরিবর্তন ঘটে – (a) আগ্রহ (b) প্রশিক্ষণ (c) অভ্যাস (d) মনোযোগ।


Q ➤ (ii) ইলেকট্রিক থিয়োরির অপর নাম – (a) টেট্রাড (b) স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব (c) থার্স্টোনের দলগত উপাদান তত্ত্ব (d) থম্পসন বাছাই তত্ত্ব।


Q ➤ (iii) থার্স্টোনের মতে প্রাথমিক উপাদান হল- (a) 5টি (b) 7টি (c) 9টি (d) 11টি।


Q ➤ (iv) প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন মনোবিদ- (a) প্যাভলভ (চ) থর্নডাইক (c) স্কিনার (d) কোলার।


Q ➤ (v) প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন – (a) প্যাভলভ (b) স্কিনার (c) থর্নডাইক (d) এদের কেউই নয়।


Q ➤ (vi) ‘Gestalt’ কথাটির অর্থ হল- (a) অবয়ব (b) পাঠক্রম (c) বিষয় (d) ক্ষেত্ৰমান।


Q ➤ (vii) 30-34 এর শ্রেণি সীমানা হল- (a) 30 – 34 (b) 29.5 – 34.5 (c) 30.5 – 34.5 (d) 30.5-35.5


Q ➤ (viii) 12, 8, 10, 15, 5 এই অঙ্কগুলির গড় হল— (a) 5 (b) 10 (c) 50 (d) 8


Q ➤ (ix) 3×Meadian – 2×Mean= _______ (a) SUN (b) into (c) mode (d) sigma


Q ➤ (x) ভারতীয় সংবিধানের _______ ধারায় তফশিলী জাতি, তফশিলী উপজাতি এবং দুর্বল শ্রেণির শিক্ষাগত ও আর্থিক সুযোগদানের কথা উল্লেখ করা হয়েছে– (a) 30 (b) 46 (c) 45 (d) 14


Q ➤ (xi) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন— (a) ডঃ এস রাধাকৃষ্ণণ (b) ডঃ জাকির হোসেন (c) ডঃ তারাচাঁদ (d) ডঃ এন কে সিদ্ধান্ত।


Q ➤ (xii) National Council for Rural Higher Education প্রতিষ্ঠিত হয়– (a) 1955 সালে (b) 1945 সালে (c) 1956 সালে (d) 1960 সালে।


Q ➤ (xiii) মুদালিয়র কমিশনের সদস্য সংখ্যা ছিল— (a) 4 জন (b) 6 জন (c) 7 জন (d) 9 জন।


Q ➤ (xiv) বহুমুখী বিদ্যালয়ের কথা কোন্ কমিশনে উল্লেখ আছে ? (a) কোঠারি (b) রাধাকৃষ্ণণ (c) মুদালিয়র (d) জাতীয় শিক্ষানীতি (1986)।


Q ➤ (xv) কিন্ডার গার্টেনের প্রবর্তক হলেন— (a) জেমস (b) অ্যাডামস (c) ব্রেখট্ (d) ফ্রয়েবেল।


Q ➤ (xvi) কোন কমিশন ‘বিদ্যালয়গুচ্ছ’-এর সুপারিশ করেছেন ? (a) মুদালিয়র কমিশন (b) রাধাকৃষ্ণণ কমিশন (c) জনার্দন রেড্ডি কমিটি (d) কোঠারি কমিশন।


Q ➤ (xvii) বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হল- (a) UGC (b) CABE (c) AICTE (d) NCTE


Q ➤ (xviii) নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে‌ ? (a) জাতীয় শিক্ষানীতি (1968) (b) জাতীয় শিক্ষানীতি 1986 (c) রাধাকৃষ্ণান কমিশন (d) জাতীয় শিক্ষা কমিশন।


Q ➤ (xix) ব্রেইল পদ্ধতি চালু হয়— (a) 1820 সালে (b) 1830 সালে (c) 1810 সালে (d) 1829 সালে।


Q ➤ (xx) ‘টকিং বুক’ ব্যবহার করা হয় _______ শিক্ষার জন্য। (a) অন্ধদের (b) বধিরদের (c) মুকদের (d) অতিরিক্ত চঞ্চলদের।


Q ➤ (xxi) শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তা ছিল- (a) Salamanca Conference (b) Delor’s Commission (c) SSA (d) Sadler Commission।


Q ➤ (xxii) কম্পিউটার অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হল— (a) ROM (b) RAM (c) CPU (d) UPS


Q ➤ (xxiii) শিক্ষার্থীর আত্মশিখনে কম্পিউটারের সহযোগিতা হল— (a) CAI (b) CAL (c) CMI (d) UPS


Q ➤ (xxiv) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হল- (a) 8 আগস্ট (b) 8 সেপ্টেম্বর (c) 8 অক্টোবর (d) 8 নভেম্বর।


Leave a Reply