WBCHSE HS Education Online MCQ Test-7 | উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি শিক্ষা বিজ্ঞান অনলাইন মক্ টেস্ট-৭

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE HS Education Online MCQ Test-7 | উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি শিক্ষা বিজ্ঞান অনলাইন মক্ টেস্ট-৭

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1×24=24

Q ➤ (i) শিখনের শেষ স্তরটি হল- (a) পুনরুদ্রেক (b) জ্ঞানার্জন (c) প্রত্যাভিজ্ঞা (d) ধারণ বা সংরক্ষণ।


Q ➤ (ii) মনোযোগের ব্যক্তিগত শর্ত হল- (a) আকার (b) তীব্রতা (c) জীবনাদর্শ (d) সেন্টিমেন্ট।


Q ➤ (iii) প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন- (a) প্যাভলভ (b) স্কিনার (c) থর্নডাইক (d) থার্স্টোন।


Q ➤ (iv) ‘C’ বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ- (a) স্যান্ডিফোর্ড (b) ভার্নন (c) ক্যাটেল (d) থার্স্টোন।


Q ➤ (v) 18, 15, 25, 12, 10-এর গড় (Mean) হল- (a) 25 (b) 16 (c) 18 (d) 10


Q ➤ (vi) কোলারের পরীক্ষায় শিম্পাঞ্জির নাম ছিল- (a) সুলতান (চ) রাজা (c) সম্রাট (d) বাদশা।


Q ➤ (vii) কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটি হল- (a) মিন (b) পরিসংখ্যা বহুভুজ (c) মোড (d) মিডিয়ান।


Q ➤ (viii) 5, 7, 8, 9, 6, 8, 10 স্কোরগুলির মোড হল- (a) 5 (b) 7 (c) 8 (d) 10


Q ➤ (ix) ‘The Nature of Intelligence’ বইটির রচয়িতা হলেন- (a) স্কিনার (b) স্পিয়ারম্যান(c) থার্স্টোন (d) প্যাভলভ।


Q ➤ (x) ভারতীয় সংবিধানের কত নং ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে – (a) 45 নং ধারায় (b) 25 নং ধারায় (c) 15(1) নং ধারায় (d) 29 নং ধারায়।


Q ➤ (xi) রাধাকৃষ্ণান কমিশনের ভারতীয় সদস্য ছিলেন- (a) 7 জন (b) 9 জন (c) 8 জন (d) 5 জন।


Q ➤ (xii) কিন্ডার গার্টেন পদ্ধতির উদ্ভাবক হলেন- (a) ম্যাকমিলান (b) গান্ধীজি (c) মন্তেসরি (d) ফ্রয়েবেল।


Q ➤ (xiii) নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে- (a) মুদালিয়র কমিশন (b) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (c) রামমূর্তি কমিটি (d) জাতীয় শিক্ষানীতি, 1986


Q ➤ (xiv) জাতীয় শিক্ষানীতি (NEP) 1986 শিক্ষাকাঠামোটি হল- (a) 10+2+3 (b) 9+3+3 (c) 10+3+2 (d) 8+2+2+3


Q ➤ (xv) সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন্ ধারায় ? (a) 16 নং ধারা (b) 15 নং ধারা (c) 18 নং ধারা (d) 17নং ধারা।


Q ➤ (xvi) স্বশাসিত মহাবিদ্যালয় (Autonomus Collage) এর কথা কোন্ কমিশনের বলা হয়েছে ? (a) জাতীয় শিক্ষানীতি, 1986 (b) জাতীয় শিক্ষানীতি, 1968 (c) কোঠারি কমিশন (d) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন।


Q ➤ (xvii) কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা- (a) UGC (b) NCERT (c) NCTE (d) AICTE


Q ➤ (xviii) বয়স্ক শিক্ষাকে ‘সামাজিক শিক্ষা’ হিসাবে অভিহিত করেন- (a) এ পি জে আব্দুল কালাম (b) মৌলানা আবুল কালাম আজাদ (c) রাজেন্দ্রপ্রসাদ (d) এস রাধাকৃষ্ণান।


Q ➤ (xix) ‘কমন স্কুল’ এর কথা উল্লেখ করা হয়েছে- (a) রাধাকৃষ্ণান কমিশনে (b) মাধ্যমিক শিক্ষা কমিশনে (c) কোঠারি কমিশনে (d) রামমূর্তি কমিটিতে।


Q ➤ (xx) মেন্টাল ম্যাপ (Mental Map) ব্যবহার _______ শিক্ষার জন্য। (a) দৃষ্টিহীনদের (b) বধিরদের (c) মূকদের (d) মানসিক ক্ষতিগ্রস্তদের।


Q ➤ (xxi) ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয়- (a) 15 এপ্রিল (b)15 মার্চ (c) 10 মার্চ (d) 10 এপ্রিল।


Q ➤ (xxii) 2000 সালে ডাকার (Daker)-এ অনুষ্ঠিত সম্মেলনের বিষয় ছিল- (a) অন্তর্ভুক্ত শিক্ষা (b) প্রথাগত শিক্ষা (c) সকলের জন্য শিক্ষা (d) পরিবেশ শিক্ষা।


Q ➤ (xxiii) কম্পিউটারের স্থায়ী স্মৃতি হল- (a) CAL (b) ROM (c) RAM (d) CMI


Q ➤ (xxiⅳ) একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হল- (a) অডিও ক্যাসেট (b) রেডিও (c) দূরদর্শন (d) টেলিফোন।


Leave a Reply