WBCHSE HS Education Online MCQ Test-9 | উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি শিক্ষা বিজ্ঞান অনলাইন মক্ টেস্ট-৯

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE HS Education Online MCQ Test-9 | উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি শিক্ষা বিজ্ঞান অনলাইন মক্ টেস্ট-৯

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1×24=24

Q ➤ (i) শিখনের তৃতীয় স্তরটি হল- (a) পুনরুত্থাপন (b) ধারণ (c) প্রত্যভিজ্ঞা (d) পুনরুদ্রেক।


Q ➤ (ii) ‘Abilities of Man’ গ্রন্থের লেখক হলেন- (a) থর্নডাইক (b) থার্স্টোন (c) স্পিয়ারম্যান (d) স্কিনার।


Q ➤ (iii) ভাষাবোধের ক্ষমতাকে থার্স্টোন কীসের দ্বারা বুঝিয়েছেন ?- (a) S (b) M (c) V (d) P


Q ➤ (iv) ‘টাইম কার্ভ’-এর ব্যবহার প্রথম করেন- (a) স্কিনার (b) থর্নডাইক (c) প্যাভলভ (d) কোহলার।


Q ➤ (v) ‘Gestalt’ শব্দের অর্থ হল- (a) অবয়ব (b) পাঠক্রম (c) বিষয় (d) ধারণা।


Q ➤ (vi) সক্রিয় অনুবর্তনকে নিয়ন্ত্রণ করে- (a) স্বতন্ত্র স্নায়ুতন্ত্র (b) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র (c) প্রান্তীয় স্নায়ুতন্ত্র (d) উদ্দীপক।


Q ➤ (vii) 6, 8, 14, 6, 10, 7, 6, 8- স্কোরগুলির ভূষিষ্টক হল- (a) 8 (b) 10 (c) 6 (d) 14


Q ➤ (viii) আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয়- (a) শ্রেণি ব্যবধানের মধ্যবিন্দুতে (b) শ্রেণি ব্যবধানের উচ্চসীমায় (c) শ্রেণি ব্যবধানের নিম্নসীমায় (d) শূন্য অক্ষসীমায়।


Q ➤ (ix) 75% সূত্র অনুসারে X এবং Y অক্ষের দৈর্ঘ্যের অনুপাত হবে- (a) 4:3 (b) 3:6 (c) 3:1 (d) 3:2


Q ➤ (x) রাজ্য তালিকাকে বলা হয়- (a) লিস্ট-Ⅰ (b) লিস্ট-II (c) লিস্ট-Ⅲ (d) লিস্ট-IV


Q ➤ (xi) নারীশিক্ষার জাতীয় কমিটির নেতৃত্বে ছিলেন- (a) দুর্গবাঈ দেশমুখ (b) শ্রী ভক্তবৎসলম (c) হংস মেহেতা (d) পদ্মজা নাইডু।


Q ➤ (xii) সংবিধানের 15 নং ধারায় বলা হয়েছে – (a) অস্পৃশ্যতার বিলুপ্তির কথা (b) নারীদের সমানাধিকারের কথা (c) সংখ্যালঘুদের শিক্ষার অধিকারের কথা (d) অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা।


Q ➤ (xiii) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন- (a) 2 জন (b) 5 জন (c) 10 জন (d) 12 জন।


Q ➤ (xiv) মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি হবে- (a) 5+4+3 (b) 5+3+3 (c) 4+5+2 (d) 6+2+3।


Q ➤ (xv) বিদ্যালয় গুচ্ছর কথা সুপারিশ করা হয়েছে- (a) মুদালিয়র কমিশনে (b) রাধাকৃষ্ণান কমিশনে (c) হান্টার কমিশনে (d) ভারতীয় শিক্ষা কমিশনে।


Q ➤ (xvi) জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় 1986 খ্রিস্টাব্দের – (a) 20 এপ্রিল (b) 21 এপ্রিল (c) 22 এপ্রিল (d) 23 এপ্রিল।


Q ➤ (xvii) নবোদয় বিদ্যালয়ে মেয়েদের জন্য আসন সংরক্ষণের সুপারিশ রয়েছে- (a) `frac1{3}` অংশ (b) `frac2{3}` অংশ (c) `frac1{2}` অংশ (d) কোনোটিই নয়।


Q ➤ (xviii) কত খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতিতে চাকরির ক্ষেত্রে ডিগ্রিকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে ?- (a) 1968 খ্রিস্টাব্দে (b) 1979 খ্রিস্টাব্দে (c) 1986 খ্রিস্টাব্দে (d) 1992 খ্রিস্টাব্দে।


Q ➤ (xix) মনোবিদ লোয়েনফিল্ডের মতে দৃষ্টিহীনদের কয়টি ভাগে ভাগ করা হয়- (a) 4টি (b) 6টি (c) 7টি (d) ৪টি।


Q ➤ (xx) সর্বশিক্ষা অভিযানে শিশুর শিক্ষার বয়স কত বছর ? (a) 0-14 (b) 5-14 (c) 5-10 (d) 6-14


Q ➤ (xxi) DPEP-এর পুরো কথা হল- (a) District Primary Education Plan (b) District Primary Education Programme (c) District Primary Education Prespeative (d) District Primary Education Policy


Q ➤ (xxii) ডেলরস কমিশন সংগঠিত করেছিল- (a) IMF (b) WHO (c) UNESCO (d) UNO


Q ➤ (xiii) 2000 খ্রিস্টাব্দে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল- (a) অন্তর্ভুক্তি শিক্ষা (b) পরিবেশ শিক্ষা (c) প্রথাগত শিক্ষা (d) সবলের জন্য শিক্ষা।


Q ➤ (xxiv) কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র হল— (a) ROM (b) RAM) CAL (d) CAI


Leave a Reply