WBCHSE HIGHER SECONDARY ENVIRONMENTAL STUDIES QUESTION PAPER WITH ANSWER 2016
উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যা প্রশ্নপত্র ২০১৬, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার পরিবেশবিদ্যা বিষয়ের উত্তরসহ প্রশ্নপত্র বিভিন্ন সাইট থেকে খুঁজে নিয়ে সঠিক এবং নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবে। নিচে বহু বিকল্পধর্মী প্রশ্ন (MCQ) এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) উত্তর দেওয়া হলো।
ENVIRONMENTAL STUDIES
(New Syllabus)
2016
Total Time: 3 Hours 15 minutes
Total Marks: 80
পরীক্ষার্থীদের জন্য নির্দেশ :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Instructions to the Candidates :
1.Special credit will be given for answers which are brief and to the
point.
2.Marks will be deducted for spelling mistakes, untidiness and bad
handwriting.
3.Figures in the margin indicate full marks for the questions.
Part-A (Marks: 40)
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8×5=40
(i) জৈববৈচিত্র্যের বিনাশের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো।
অথবা,
পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো।
(ii) ‘পরিবেশ ব্যবস্থাপনা’ বলতে কী বোঝো ?
অথবা,
‘পরিবেশ সুরক্ষা আইন'(1986)-এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।
(iii) ‘সুস্থায়ী উন্নয়ন’-এর সংজ্ঞা লেখো। এর প্রধান লক্ষ্যগুলি উল্লেখ করো।
(iv) ‘সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা’ কীভাবে সম্ভব হতে পারে ?
অথবা,
ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো।
(v) পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থাগুলির ভূমিকা সংক্ষেপে বিবৃত করো।
Part-B (Marks : 40)
1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×24=24
(i) সুস্থায়ী উন্নয়ন সূচিত করে—
(a) শিল্পের ধারাবাহিক বৃদ্ধি,
(b) পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে শিল্প ও কৃষির বিকাশ,
(c) কৃষির ধারাবাহিক প্রসার,
(d) সবকটিই ঠিক।
উত্তরঃ (b) পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে শিল্প ও কৃষির বিকাশ।
(ii) প্রদত্ত কোনটি পুনর্নবীকরণযোগ্য সম্পদ ?
(a) অ্যালুমিনিয়াম (b) পেট্রোলিয়াম,
(c) বনসম্পদ (d) লোহা।
উত্তরঃ (c) বনসম্পদ।
(iii) ভারতবর্ষের ‘বয়লার আইন’ প্রচলন করা হয় কোন সালে ?
(a) 1920 সালে (b) 1923 সালে
(c) 1936 সালে (d) 1942 সালে।
উত্তরঃ (b) 1923 সালে
(iv) ভয়াবহ ভূপাল গ্যাস বিপর্যয় কোন সালে ঘটেছিল ?
(a) 1984 সালে (b) 1985 সালে,
(c) 1980 সালে (d) 1988 সালে।
উত্তরঃ (b) 1985 সালে।
(v) আইএস 10500 অনুযায়ী পানীয় জলে পিএইচ (pH)-এর অনুমোদিত সীমা কত ?
(a) 5.5 – 6.0 (b) 6.0 – 7.0 (c) 6.5 – 8.5,
(d) 7.0 – 8.0
উত্তরঃ (c) 6.5 – 8.5
(vi) কোন্ মাটি আগ্নেয়গিরি থেকে সৃষ্টি হয় ?
(a) লাল মাটি (b) কালো মাটি,
(c) পাহাড়ি মাটি (d) বেলে মাটি।
উত্তরঃ (b) কালো মাটি।
(vii) আমেরিকা থেকে ভারতে গম আমদানি করার সময় কোন্ ক্ষতিকারক বিদেশি উদ্ভিদ এসেছিল ?
(a) বাজরা (সিলেট) (b) পার্থেনিয়াম,
(c) শিয়ালকাঁটা (d) কোনোটিই নয়।
উত্তরঃ (b) পার্থেনিয়াম।
(viii) নীচের কোনটিকে ‘বিশ্ব ঐতিহ্যময় স্থান’ হিসেবে চিহ্নিত করা হয়েছে ?
(a) মানস ব্যাঘ্র প্রকল্প (b) সিমলিপাল,
(c) পাঁচমারী (d) কোনোটিই নয়।
উত্তরঃ (a) মানস ব্যাঘ্র প্রকল্প।
(ix) ভারতবর্ষে কোন্ বিদেশি গাছকে সবচেয়ে ব্যাপকভাবে বনসৃজনে লাগানো হয়েছে ?
(a) বাবলা (b) নারিকেল (c) তাল,
(d) ইউক্যালিপটাস।
উত্তরঃ (d) ইউক্যালিপটাস।
(x) ভারতবর্ষে ‘ল্যান্টানা ক্যামেরা” কোন দেশ থেকে আমদানি করা হয়েছিল ?
(a) পেরু (b) মেক্সিকো (c) কলম্বিয়া,
(d) আর্জেন্টিনা।
উত্তরঃ (b) মেক্সিকো।
(xi) ভারতবর্ষে জৈববৈচিত্র্যের মধ্যে থেকে এমন একটি উদ্ভিদের নাম লেখো যার ধর্মীয় গুরুত্ব আছে—
(a) তরমুজ গাছ (b) পেয়ারা গাছ,
(c) তুলসী গাছ (বাসিল) (d) সবকটিই ঠিক।
উত্তরঃ (c) তুলসী গাছ (বাসিল)।
(xi) রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মূল কাজ হল—
(a) কীটনাশক হিসেবে কাজ করা,
(b) মাটির আর্দ্রতা বজায় রাখা,
(c) পুষ্টির জন্য নাইট্রোজেন সংযুক্তিকরণ,
(d) সবকটিই ঠিক।
উত্তরঃ (c) পুষ্টির জন্য নাইট্রোজেন সংযুক্তিকরণ।
(xii) কোন্ ধরনের মাটিতে প্রচুর পরিমাণে পচাগলা জৈব অবশেষ থাকে ?
(a) অ্যালুভিয়াল মাটি (b) বেলে মাটি,
(c) হিউমাস (d) কোনোটিই নয়।
উত্তরঃ (c) হিউমাস।
(xiv) বহু ব্যবহৃত জমিতে সফল কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য দরকার—
(a) অধিকতর সারের ব্যবহার,
(b) অধিকতর কীটনাশকের ব্যবহার,
(c) বিবিধ ফসলের ঘুরিয়ে ফিরিয়ে চাষ,
(d) কোনোটিই নয়।
উত্তরঃ (c) বিবিধ ফসলের ঘুরিয়ে ফিরিয়ে চাষ।
(xv) অত্যধিক সেচের ফলে মৃত্তিকার কী পরিবর্তন ঘটে ?
(a) অম্লত্ব বাড়ে (b) ছিদ্রতা বাড়ে,
(c) লবণাক্ততা বাড়ে (d) কোনোটিই নয়।
উত্তরঃ (c) লবণাক্ততা বাড়ে।
(xvi) নীচের কোনটিকে সবচেয়ে উর্বর হিসেবে গণ্য করা হয় ?
(a) অ্যালুভিয়াল মাটি (b) বেলে মাটি,
(c) ল্যাটারাইট মাটি (d) সবকটিই ঠিক।
উত্তরঃ (a) অ্যালুভিয়াল মাটি।
(xvii) জৈব কীটনাশকে সাধারণত থাকে—
(a) আর্সেনিক (b) ব্যাকটেরিয়া
(c) ফ্লোরাইড (d) সবকটিই ঠিক।
উত্তরঃ (b) ব্যাকটেরিয়া।
(xviii) ভারতবর্ষের ‘বন্যপ্রাণী সুরক্ষা আইন’ কোন্ সালে প্রচলিত হয়েছিল ?
(a) 1972 (b) 1980 (c) 2000,
(d) কোনোটিই নয়।
উত্তরঃ (a) 1972
(xix) হাতির সংখ্যা হ্রাসের কারণ হল—
(a) জঙ্গলে রেললাইনের প্রসার,
(b) বনভূমি সংকোচন,
(c) চোরাশিকার,
(d) সবকটিই ঠিক।
উত্তরঃ (d) সবকটিই ঠিক।
(xx) শিরিষ গাছের বিজ্ঞানসম্মত নাম হল—
(a) এ্যাজাডিরাটা ইন্ডিকা,
(b) কোকোস নুসিফেরা,
(c) অ্যালবিজিয়া প্রসেরা,
(d) কোনোটিই নয়।
উত্তরঃ (c) অ্যালবিজিয়া প্রসেরা।
(xxi) নীচের কোনটিকে ‘মেগাডাইভারসিটি দেশ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে ?
(a) জাপান (b) ইরাক (c) ভারতবর্ষ,
(d) কোনোটিই নয়।
উত্তরঃ (c) ভারতবর্ষ।
(xxii) ভারতবর্ষের কোন্ প্রদেশে মান্নান উপসাগর জীবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত ?
(a) তামিলনাড়ু (b) কৰ্ণাটক (c) মধ্যপ্রদেশ,
(d) উত্তরপ্রদেশ।
উত্তরঃ (a) তামিলনাড়ু।
(xxiii) পশ্চিমবঙ্গের সুন্দরবন হল একটি বিখ্যাত—
(a) ম্যানগ্রোভ অরণ্য (b) বৃষ্টি অরণ্য,
(c) পত্রমোচী অরণ্য (d) কোনোটিই নয়।
উত্তরঃ (a) ম্যানগ্রোভ অরণ্য।
(xxiv) ভারতবর্ষে ‘বন সংরক্ষণ আইন’ প্রচলন হয় কোন সালে ?
(a) 1998 (b) 2003 (c) 1980,
(d) কোনোটিই নয়।
উত্তরঃ (c) 1980
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×16=16
(i) ‘পার্থিব মূলধন’ কাকে বলে ?
উত্তরঃ পৃথিবী গ্রহের বায়ু, জল, উর্বর জমি, বনাঞ্চল, তৃণভূমি, জলাভূমি, সমুদ্র, নদী, জলাশয়, বন্যপ্রাণী, খনিজ পদার্থ এবং প্রাকৃতিক শোধনক্রিয়া এবং পুনর্ব্যবহার প্রক্রিয়াকে বলা হয় পার্থিব মূলধন।
(ii) জৈবসারের একটি উদাহরণ দাও।
উত্তরঃ রাইজোবিয়াম।
(iii) ‘I.P.M’-এর পুরো নাম কী ?
উত্তরঃ ‘I.P.M’-এর পুরো নাম Integrated Pest Management.
(iv) D.D.T’ কাকে বলে ?
উত্তরঃ ‘D.D.T’ (Dichloro Diphenyl Trichloroethane) হল একটি অরগ্যানোক্লোরিন, যা পতঙ্গনাশক হিসেবে ব্যবহৃত হয়।
(v) একটি গাছের নাম লেখো যা রক্তচাপ কমানোর ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয়।
উত্তরঃ সর্পগন্ধা।
(vi) দিহাং দেবাং জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা ভারতবর্ষের কোন প্রদেশে অবস্থিত ?
উত্তরঃ অরুণাচল প্রদেশে।
(vii) ‘জিন সমাহার’ কাকে বলে ?
উত্তরঃ একটি নির্দিষ্ট স্থানের আন্তঃপ্রজননরত নির্দিষ্ট প্রজাতির জিনসমষ্টি।
(viii) ভারতবর্ষে একটি জায়গার নাম লেখো যেখানে প্রবাল প্রাচীর দেখা যায়।
উত্তরঃ লাক্ষা দ্বীপ।
(ix) বসতি এলাকায় রাতের বেলায় শব্দের সর্বাধিক অনুমোদিত মাত্রা কত ?
উত্তরঃ 45 ডেসিবেল।
অথবা,
শিল্পাঞ্চলে দিনেরবেলায় শব্দের সর্বাধিক অনুমোদিত মাত্রা কত ?
উত্তরঃ 75 ডেসিবেল।
(x) পরিবেশগত সংবেদনশীল এলাকার বাতাসে সালফার ডাইঅক্সাইড-এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত ?
উত্তরঃ 15 mg / m³
অথবা,
বসতি এলাকার বাতাসে নাইট্রোজেন অক্সাইড-এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত ?
উত্তরঃ 60 mg/m³
(xi) কোন সালে ‘ন্যাশনাল বায়োডাইভারসিটি অথারিটি’ প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ 2003 সালে।
অথবা,
“N.C.E.P’-এর পুরো নাম কী ?
উত্তরঃ National Centre for Environmental Protection.
(xii) আই এস 10500 অনুযায়ী পানীয় জলে লোহার পরিমাণ সর্বোচ্চ কত হওয়া উচিত ?
উত্তরঃ 0.3 mg / L
অথবা,
আই এস 10500 অনুযায়ী পানীয় জলে কলিফর্মের মাত্রা কত হওয়া উচিত ?
উত্তরঃ 0.2 mg/L
(xiii) কোন্ সালে ‘স্টকহোম সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ 1972 সালে।
অথবা,
ভারতবর্ষে ‘ম্যানগ্রোভ কনজারভেশন প্রোগ্রাম’ কোন সালে গৃহীত হয়েছিল ?
উত্তরঃ 1975 সালে।
(xiv) কোন সালে ভারতবর্ষে ‘ব্যাঘ্র প্রকল্প’ চালু হয়েছিল ?
উত্তরঃ 1978 সালে।
অথবা,
কোন্ সালে ভারতবর্ষে ‘হস্তি প্রকল্প’ চালু হয়েছিল ?
উত্তরঃ 1992 সালে।
(xv) ‘J.F.M’-এর পুরো নাম কী ?
উত্তরঃ Joint Forest Management.
অথবা,
F.S.I’-এর পুরো নাম কী ?
উত্তরঃ Forest Survey of India.
(xvi) ‘N.A.E.B’-এর পুরো নাম কী ?
উত্তরঃ National Afforestation and Eco-development Board.
অথবা,
‘W.C.E.D’-এর পুরো নাম কী ?
উত্তরঃ World Commission on Environment and Development.
Bhai Ya 2015-2024 Takka Dediya hote To Bohat Ach Chha Hota Kahi Milhi Nahi Raha He
পরিবেশ দশ বছরের প্রশ্নপত্র দেওয়া আছে।