WBCHSE Class 12 Geography Solved Question Paper 2019 | দ্বাদশ শ্রেণির ভূগোল প্রশ্নপত্র ২০১৯ – Prosnodekho

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE HIGHER SECONDARY GEOGRAPHY SOLVED QUESTION PAPER 2019
উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০১৯, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ভূগোল বিষয়ের উত্তরসহ প্রশ্নপত্র বিভিন্ন সাইট থেকে খুঁজে নিয়ে সঠিক এবং নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবে। নিচে বহু বিকল্পধর্মী প্রশ্ন (MCQ) এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) উত্তর দেওয়া হলো।

GEOGRAPHY
(New Syllabus)
2019
Total Time 3 Hours 15 minutes
Total Marks : 70

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Instructions to the Candidates :
1.Special credit will be given for answers which are brief and to the
point.
2.Marks will be deducted for spelling mistakes, untidiness and bad
handwriting.
3.Figures in the margin indicate full marks for the questions.

বিভাগ – ‘ক’ / PART – A
(Marks : 35)

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 7×5=35

(a) কার্স্ট অঞ্চলে ‘ডোলাইন’ ও ‘পাতন প্রস্তর’ (dripstone) কীভাবে সৃষ্টি হয় তা চিত্র-সহ ব্যাখ্যা করো। ‘রিয়া উপকূল’
কাকে বলে ? 5+2

অথবা,

মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলা ও জলবায়ুর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। নদীর পুনর্যৌবন লাভের ফলে কীভাবে নদী-মঞ্চ গঠিত হয় চিত্র-সহ ব্যাখ্যা করো। 5+2

(b) উপযুক্ত চিত্র-সহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র ব্যাখ্যা করো। ‘জীববৈচিত্র্যের উষ্মাকেন্দ্র’ কাকে বলে ? 6+1

অথবা,

জাঙ্গল উদ্ভিদের শ্রেণিবিভাগ করো এবং পরিবেশের সাথে এদের অভিযোজন সম্পর্কে আলোচনা করো। দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য নিরূপণ করো। 5+2

(c) ভূমধ্যসাগরীয় অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন ? দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কী কী ? শস্যাবর্তনের সংজ্ঞা দাও। 3+3+1

(d) কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। কার্পাসবয়ন শিল্পকে ‘শিকড়-আলগা শিল্প’ বলে কেন ? পেট্রোরসায়ন শিল্প বলতে কী বোঝায় ? 3+2+2

(e) পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবণ্টনের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো। হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো। 4+3

অথবা,

জনঘনত্ব ও মানুষ-জমির অনুপাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো। পরিকল্পনা অঞ্চলের স্তরক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। বয়ঃলিঙ্গ অনুপাতের গুরুত্ব উল্লেখ করো। 2+3+2

বিভাগ – ‘খ’ / PART – B
(Marks : 35)

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখো : 1×21=21

(i) অগ্ন্যুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে, তাকে বলে—
(a) সহজাত জল (b) উৎস্যন্দ জল
(c) ভাদোস জল (d) আবহিক জল

উত্তরঃ (b) উৎস্যন্দ জল

(ii) ইনসেলবার্জ যে অঞ্চলে দেখা যায়, সেটি হল—
(a) কালাহারি মরুভূমি
(b) গাঙ্গেয় সমভূমি
(c) ডেকান ট্র্যাপ অঞ্চল
(d) আমাজন নদীর অববাহিকা

উত্তরঃ (a) কালাহারি মরুভূমি

(iii) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হল—
(a) শুষ্ক গ্রীষ্মকাল এবং আর্দ্র শীতকাল
(b) বার্ষিক উন্নতার প্রসর বেশি
(c) শীতকালে তুষারপাত হয়
(d) অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয়

উত্তরঃ (d) অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয়।

(iv) হিউমাসসমৃদ্ধ মাটির রং হয়—
(a) লালচে (b) কালো (c) ধূসর (d) সাদাটে

উত্তরঃ (b) কালো

(v) মৌসুমি বায়ু হল এক প্রকারের—
(a) স্থানীয় বায়ু (b) সাময়িক বায়ু
(c) নিয়ত বায়ু (d) অনিয়মিত বায়ু

উত্তরঃ (b) সাময়িক বায়ু

(vi) অভিকর্ষজ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ হল—
(a) ভূমিকম্প (b) বন্যা (c) হিমানী সম্প্রপাত (d) দাবানল

উত্তরঃ (c) হিমানী সম্প্ৰপাত

(vii) মিলেট যে কৃষিপ্রণালীর প্রধান ফসল, তা হল—
(a) আৰ্দ্ৰ কৃষি (b) শুষ্ক কৃষি
(c) স্থানান্তর কৃষি (d) বাণিজ্যিক কৃষি

উত্তরঃ (b) শুষ্ক কৃষি

(viii) ‘শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্ব’-টির প্রবর্তক হলেন—
(a) অগাস্ট লশ (b) আলফ্রেড ওয়েবার
(c) জর্জ রেনার (d) ই ডব্লিউ জিমারম্যান

উত্তরঃ (b) আলফ্রেড ওয়েবার

(ix) ভারতের নিম্নলিখিত কোন্ শহরগুলি ‘সোনালি চতুর্ভুজ’ দ্বারা যুক্ত ?
(a) দিল্লি-মুম্বাই-কলকাতা-বেঙ্গালুরু
(b) দিল্লি-মুম্বাই-হায়দ্রাবাদ-কলকাতা
(c) দিল্লি-মুম্বাই-চেন্নাই-কলকাতা
(d) পোরবন্দর-দিল্লি-কলকাতা-চেন্নাই

উত্তরঃ (c) দিল্লি-মুম্বাই-চেন্নাই-কলকাতা

(x) প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে—
(a) হ্যামলেট (b) গ্রাম (c) মৌজা (d) শহর

উত্তরঃ (a) হ্যামলেট

(xi) ছত্তিশগড়ের প্রধান লৌহআকরিক উৎপাদনকারী অঞ্চল হল—
(a) গোরুমহিষানি (b) দাল্লিরাজহারা
(c) বাবাবুদান পাহাড় (d) কোরবা

উত্তরঃ (b) দাল্লি রাজহারা

(xii) ‘গ্রেড’ শব্দটি প্রথম ব্যবহার করেন—
(a) জি কে গিলবার্ট (b) ডব্লিউ ডি থর্নবেরি
(c) আর্থার হোমস্ (d) ডব্লিউ এম ডেভিস

উত্তরঃ (a) জি কে গিলবার্ট

(xiii) ‘গ্রেট ব্যারিয়ার রিফ’ দেখা যায়—
(a) মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলের কাছে
(b) এশিয়ার উপকূলের কাছে
(c) অস্ট্রেলিয়ার উপকূলের কাছে
(d) দক্ষিণ আমেরিকার উপকূলের কাছে

উত্তরঃ (c) অস্ট্রেলিয়ার উপকূলের কাছে

(xiv) অগ্ন্যুৎপাতজাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হল—
(a) অক্সিসল (b) আল্টিসল
(c) অ্যালফিসল (d) অ্যান্ডিসল

উত্তরঃ (d) অ্যান্ডিসল

(xv) গম্বুজাকৃতি পাহাড়ে যে ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে, তা হল—
(a) সমান্তরাল জলনির্গম প্ৰণালী
(b) হেরিংবোন জলনির্গম প্ৰণালী
(c) কেন্দ্রবিমুখ জলনির্গম প্ৰণালী
(d) পিনেট জলনিৰ্গম প্রণালী

উত্তরঃ (c) কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী

(xvi) যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক, তার নাম—
(a) ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু অঞ্চল
(b) মৌসুমি জলবায়ু অঞ্চল
(c) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল
(d) তুন্দ্রা জলবায়ু অঞ্চল

উত্তরঃ (a) ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু অঞ্চল

(xvii) একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হল—
(a) হোগলা (b) পদ্ম (c) শালুক (d) কচুরিপানা

উত্তরঃ (d) কচুরিপানা

(xviii) ভারতের ‘শ্বেত বিপ্লব’-এর জনক হলেন—
(a) নরম্যান বোরলগ
(b) রোনাল্ড রস
(d) ড. ভার্গিস কুরিয়েন
(c) এম এস স্বামীনাথন

উত্তরঃ (d) ড. ভার্গিস কুরিয়েন

(xix) ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়—
(a) রিষড়ায় (b) ব্যান্ডেলে (c) শ্রীরামপুরে
(d) টিটাগড়ে

উত্তরঃ (a) রিষড়ায়

(xx) ‘পেশাদার পরামর্শদান’ যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ,
তা হল—
(a) টার্সিয়ারি ক্রিয়াকলাপ
(b) কোয়াটারনারি ক্রিয়াকলাপ
(c) কুইনারি ক্রিয়াকলাপ
(d) এগুলির কোনোটিই নয়

উত্তরঃ (c) কুইনারি ক্রিয়াকলাপ

(xxi) 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী ও পুরুষের
অনুপাত হল—
(a) 925 : 1000 (b) 930 : 1000
(c) 935 : 1000 (d) 940 : 1000

উত্তরঃ (d) 940 : 1000

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×14=14

(i) জনবিস্ফোরণ কাকে বলে ?

উত্তরঃ প্রধানত চিকিৎসাবিজ্ঞানের অভূতপূর্ব উন্নতির কারণে জন্মহার অপেক্ষা মৃত্যুহার অনেক কমে গেলে জনসংখ্যার যে অস্বাভাবিক বৃদ্ধি ঘটে তাকে জনবিস্ফোরণ বলে।

অথবা,

শুষ্কবিন্দু বসতি কাকে বলে ?

উত্তরঃ বন্যা অথবা বর্ষায় ডুবে যায় না গ্রামাঞ্চলের এমন উঁচু অথচ শুষ্ক অংশে যেসব বসতি গড়ে ওঠে তাকে শুষ্কবিন্দু বসতি বলে।

(ii) শিল্প কাকে বলে ?

উত্তরঃ প্রযুক্তিগত কলাকৌশলের দ্বারা পর্যায়ক্রমে এক বা একাধিক প্রক্রিয়ায় যখন কাঁচামালকে প্রাথমিক অবস্থা থেকে উপযোগিতা ও কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে ব্যবহারযোগ্য অবস্থায় অথবা ভোগ্যপণ্যে পরিবর্তিত করা হয়, তখন তাকে শিল্প বলে।

অথবা,

দুর্গাপুরকে ‘ভারতের রুঢ়’ বলা হয় কেন ?

উত্তরঃ দুর্গাপুর শিল্পাঞ্চলে লৌহ-ইস্পাত শিল্পের যে ব্যাপক বিকাশ ও প্রসার ঘটেছে, তাকে জার্মানির রুঢ় শিল্পাঞ্চলে লৌহ-ইস্পাত শিল্পের একদেশিকতার সঙ্গে সমানভাবে তুলনা করা হয়। তাই দুর্গাপুরকে ‘ভারতের রুঢ়’ বলা হয়।

(iii) কেরলের সাম্প্রতিক বন্যার দুটি মুখ্য কারণ নির্দেশ করো।

উত্তরঃ কেরলে সাম্প্রতিক বন্যার দুটি মুখ্য কারণ– অস্বাভাবিক মাত্রায় ভারী মৌসুমি বৃষ্টিপাত যা ছিল স্বাভাবিক বৃষ্টিপাতের 75 শতাংশের বেশি। ভূমিধস ও সেই সঙ্গে কানায় কানায় পূর্ণ জলাধারগুলিকে রক্ষার জন্য বাঁধের গেট খুলে দেওয়া ছিল অন্যতম কারণ।

(iv) মৃত্তিকার গ্রথন বলতে কী বোঝায় ?

উত্তরঃ মৃত্তিকার গ্রথন বলতে বোঝায় মাটিতে উপস্থিত মাটি গঠনকারী বিভিন্ন আকৃতিবিশিষ্ট খনিজকণার (বালি, পলি ও কাদা) আপেক্ষিক অনুপাত।

অথবা,

শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝায় ?

উত্তরঃ মাটিতে লবণের পরিমাণ বেশি থাকলে উদ্ভিদ তার শারীরবৃত্তীয় কাজ অর্থাৎ বৃদ্ধির জন্য ওই মাটি থেকে সহজে জল সংগ্রহ করতে পারে না। তাই, লবণাক্ত মাটিকেই শারীরবৃত্তীয় শুষ্ক মাটি বলা হয়।

(v) কী ধরনের প্রাকৃতিক পরিবেশ হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ জন্মানোর পক্ষে উপযোগী ?

উত্তরঃ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে কিংবা নদীমোহানার খাঁড়িতে যেখানে সমুদ্রের নোনাজলের জোয়ারভাটা খেলে, এমন
প্রাকৃতিক পরিবেশের লবণাক্ত মাটি হ্যালোফাইট-জাতীয় উদ্ভিদ জন্মানোর পক্ষে উপযোগী।

অথবা,

বিশ্ব-উষ্ণায়ন’-এর দুটি প্রভাব উল্লেখ করো।

উত্তরঃ বিশ্ব-উন্নায়নের দুটি প্রভাব হল— হিমবাহের দ্রুত গলন ও সমুদ্র জলপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। ও পৃথিবীর গড় উন্নতা বৃদ্ধি ও এর ফলস্বরূপ জলবায়ুর পরিবর্তন।

(vi) গতিময় পুনর্যৌবন লাভ বলতে কী বোঝায় ?

উত্তরঃ ভূ-আলোড়নের কারণে ভূভাগের আপেক্ষিক উত্থান ঘটলে অর্থাৎ ক্ষয়ের শেষসীমার ঋণাত্মক পরিবর্তন হলে নদীর ক্ষয়ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। তখন ভূভাগের পুনর্যৌবন লাভকে গতিময় পুনর্যৌবন লাভ বলে।

(vii) মরু অঞ্চলে ভৌমজলের পরিমাণ কম হওয়ার কারণ কী ?

উত্তরঃ মরু অঞ্চলে ভৌমজলের পরিমাণ কম হওয়ার প্রধান কারণ হল অত্যধিক উষ্ণতার জন্য তীব্র বাষ্পীভবন ও সেইসঙ্গে বৃষ্টিপাতের স্বল্পতা।

অথবা,

অ্যাকুইফার কাকে বলে ?

উত্তরঃ যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত, ক্ষরিত ও পরিপূরিত হয় এবং জলের ভাণ্ডাররূপে অবস্থান করে তাকে অ্যাকুইফার বলে।

(viii) ‘উন্নয়ন’-এর সংজ্ঞা দাও।

উত্তরঃ যে বহুমুখী প্রক্রিয়ার ফলে অর্থনৈতিক ও সামাজিক উন্নতি সাধিত হয়, মানবসম্পদের বিকাশ ঘটে এবং দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি জীবনযাত্রার মান উন্নত থেকে উন্নততর হওয়ার দিকে এগোয়, তাকে উন্নয়ন বলে।

অথবা,

বেঙ্গালুরুকে ‘ভারতের বৈদ্যুতিন শহর’ বলা হয় কেন ?

উত্তরঃ সিলিকন চিপ আবিষ্কারের পর থেকে সমগ্র বিশ্বে বৈদ্যুতিন শিল্পের ব্যাপক প্রসার ঘটে। ভারতে এই শিল্পের মূল কেন্দ্র বা একদেশীভবনের কেন্দ্র হল বেঙ্গালুরু। তাই বেঙ্গালুরুকে ‘ভারতের বৈদ্যুতিন শহর’ বলা হয়।

(ix) আর্দ্র কৃষি কাকে বলে ?

উত্তরঃ পর্যাপ্ত বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জলসেচের নির্ভরতা ছাড়াই কেবল বৃষ্টির জলকে ব্যবহার করে যে কৃষিকাজ করা হয়, তাকে আর্দ্র কৃষি বলে।

অথবা,

শস্যপ্রগাঢ়তা’র সংজ্ঞা দাও।

উত্তরঃ কোনো কৃষিবর্ষে নির্দিষ্ট জমিতে শস্যবৈচিত্র্য ঘটিয়ে সর্বমোট কর্ষিত জমির পরিমাণ ও প্রকৃত চাষের জমির পরিমাণের মধ্যে যে শতকরা অনুপাত পাওয়া যায়, তাকে শস্যপ্রগাঢ়তা বলে।

(x) তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও।

উত্তরঃ প্রথম ও দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজের যেসব ক্ষেত্র সর্বসাধারণ এবং ব্যক্তিবিশেষে প্রদান করা হয়, এরূপ ব্যাবসাবাণিজ্য ও শ্রমবিশেষীকরণ নির্ভর পরিসেবামূলক কাজকে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলে।

(xi) বহিক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে ?

উত্তরঃ বিপন্ন প্রজাতির প্রাণীকূলকে তাদের প্রাকৃতিক অর্থাৎ স্বাভাবিক বাসস্থান বা আবাসস্থল থেকে উদ্ধার করে যখন নির্মিত উদ্ভিদ উদ্যান ও প্রাণী উদ্যানে কৃত্রিম ব্যবস্থাপনায় সংরক্ষণ করা হয় তখন তাকে বহিক্ষেত্রীয় সংরক্ষণ বলে।

(xii) জেট বায়ুপ্রবাহ কী ?

উত্তরঃ ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমানায় পৃথিবীকে বেষ্টন করে যে প্রবল গতিসম্পন্ন সর্পিলাকার জিয়োস্ট্রফিক বায়ু পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়, তাকে জেট বায়ু বলে।

(xiii) পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও।

উত্তরঃ ভূমির উত্থানের সাথে সামঞ্জস্য ঘটিয়ে যেসব নদী তার পূর্ববর্তী প্রবাহ বজায় রাখে, তাকে পূর্ববর্তী নদী বলে।

(xiv) টম্বোলো কাকে বলে ?

উত্তরঃ যখন কোনো স্পিট বর্ধিত হয়ে সমুদ্রস্থিত কোনো দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে তখন তাকে টম্বোলা বলে।

H.S GEOGRAPHY QUESTION PAPER
2015 2016 2017 2018 2019
NoEx NoEx 2022 2023 2024

This Post Has 2 Comments

Leave a Reply