WBCHSE HS History MCQ Mock Test Online Set-10 | উচ্চমাধ্যমিক ইতিহাস অনলাইন মক্‌ টেস্ট-১০

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HS History Online Mock Test, Set-10 Prosnodekho.com



HS History Annual Exam Preparation Online Mock Test. প্রিয় ছাত্র-ছাত্রী, আজকের বিষয় দ্বাদশ শ্রেণির ইতিহাস বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। ইতিহাস প্রশ্ন পত্রে মোট ২৪টি প্রশ্ন থাকে, সবকটি প্রশ্নেরই উত্তর দিতে হয়। কিছু টেকনিক্যাল সমস্যার জন্য ‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ প্রশ্নগুলো সম্ভব হয়নি। ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইতিহাস বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য প্রশ্ন দেওয়া হল।

1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×24=24

Q ➤ (i) মহাকবি কালিদাসের কাহিনি উল্লিখিত আছে- (a) হিন্দু পুরাণে (b) গ্রিক পুরাণে (c) রোমান পুরাণে (d) বাইবেলে।


Q ➤ (ii) “একাত্তরের ডাইরি” এই স্মৃতিকথার রচয়িতা- (a) মণিকুন্তলা সেন (b) সুফিয়া কামাল (c) মাদাম তুসো (d) আশালতা সরকার।


Q ➤ (iii) মার্কিন সেনাপতি পেরি আগমন করেন (a) ভারতে (b) সিংহলে (c) জাপানে (d) চিনে।


Q ➤ (iv) “Imperialism: A Study” “ইম্পিরিয়ালিজম: এ স্টাডি” গ্রন্থটি রচনা করেন- (a) হবসন (b) লেনিন (c) ডেভিড টমসন (d) অ্যাডাম স্মিথ।


Q ➤ (v) ইংরেজ কোম্পানি ফারুকশিয়রের কাছ থেকে ফর্মান লাভ করেন – (a)1717 (b) 1817 (c) 1867 (d) 1017


Q ➤ (vi) ‘সর্বশেষ চার্টার Act’ পাস হয় – (a) 1813 (b) 1833 (c) 1853 (d) 18731


Q ➤ (vii ) বাংলায় দ্বৈতশাসনের অবসান ঘটান- (a) কাটিয়ার (b) ওয়ারেন হেস্টিংস (c) ক্লাইভ (d) ভেরেলেস্ট।


Q ➤ (viii) প্রথম বাংলা সংবাদপত্র হল – (a) সোমপ্রকাশ (b) বন্দেমাতরম (c) সমাচার দর্পণ (d) হিন্দু পেট্রিয়ট।


Q ➤ (ix) ‘একাডেমিক অ্যাসোসিয়েশন’-এর মুখপত্র ছিল – (a) পার্থেনন (b) এথেনিয়াম (c) হেসপেরাস (d) সন্দেশ।


Q ➤ (x) ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি ? (a) মাদ্রাজ লেবার ইউনিয়ন (b) গিরনি কামগড় (c) নিখিলভারত (d) ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন।


Q ➤ (xi) 1919 খ্রিস্টাব্দের কোন তারিখে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল – (a) 17 জুলাই (b) 13 এপ্রিল (c) 23 জুন (d) 12 সেপ্টেম্বর।


Q ➤ (xii) ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা ছিলেন – (a) নারায়ণ গুরু (b) কেশব মেনন (c) কেলাপ্পান (d) ড. আম্বেদকর।


Q ➤ (xiii) ‘নবান্ন’ নাটকের রচয়িতা হলেন- (a) ভবানী ভট্টাচার্য (b) বিজন ভট্টাচার্য (c) মধুসূদন দত্ত (d) মানিক ভট্টাচার্য।


Q ➤ (xiv) আজাদহিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করে সেটি হল- (a) গৌহাটি (b) কোহিমা (c) ইম্ফল (d) দিসপুর।


Q ➤ (xv) যে জাহাজ প্রথম নৌ-বিদ্রোহ শুরু হয় সেটি হল- (a) তলোয়ার (b) সমুদ্রকন্যা (c) টাইটানিক (d) র‍্যাভেন।


Q ➤ (xvi) ‘এশিয়া এশিয়াবাসীর জন্য’ স্লোগানটি তুলেছিল- (a) চিন (b) জাপান (c) ভারত (d) ইটালি।


Q ➤ (xviii) ‘ঠাণ্ডা লড়াই’ কথাটি প্রথম ব্যবহার করেন- (a) ফ্রানজ ফ্যানন (b) ওয়ান্টার লিপম্যান (c) টেলর (d) ডেভিড টমসন।


Q ➤ (xix) কবে ‘সুয়েজ খাল’ জাতীয়করণ করা হয় ? (a) 1956 (b) 1958 (c) 1960 (d) 1962


Q ➤ (xx) ‘দিয়েন-বিয়েন ফু’র ঘটনা ঘটেছিল- (a) কোরিয়ায় (b) ভিয়েতনামে (c) মিশরে (d) কিউবায়।


Q ➤ (xxi) আলজেরিয়া কাদের উপনিবেশ ছিল? (a) ফরাসিদের (b) দিনেমারদের (c) ব্রিটেনের (d) পর্তুগালের।


Q ➤ (xxii) ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে- (a) 1949 (b) 1945 (c) 1947 (d) 19511


Q ➤ (xxiii) ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় (a) 1950-51 (b) 1948-49 (c) 1949-50 (d) 1951-52


Q ➤ (xxiv) ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন – (a) ভাটনাগর (b) মেঘনাদ সাহা (c) রাজা রমান্না (d) হোমিভাবা।



Leave a Reply