HS History Online Mock Test, Set-7 Prosnodekho.com
HS History Annual Exam Preparation Online Mock Test. প্রিয় ছাত্র-ছাত্রী, আজকের বিষয় দ্বাদশ শ্রেণির ইতিহাস বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। ইতিহাস প্রশ্ন পত্রে মোট ২৪টি প্রশ্ন থাকে, সবকটি প্রশ্নেরই উত্তর দিতে হয়। কিছু টেকনিক্যাল সমস্যার জন্য ‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ প্রশ্নগুলো সম্ভব হয়নি। ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইতিহাস বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য প্রশ্ন দেওয়া হল।
1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×24=24
Q ➤ (i) ‘আধুনিক ইতিহাসচর্চার জনক’ বলা হয়- (a) অ্যারিস্টটলকে (b) থুকিওডিডিসকে (c) ইবন খালদুনকে (d) অ্যারিস্টোফিলিপকে।
Q ➤ (ii) ‘আমি নেতাজিকে দেখেছি’ গ্রন্থটির রচয়িতা হলেন – (a) নারায়ণ সান্যাল (b) সুফিয়া কামাল (c) রবীন্দ্রনাথ ঠাকুর (d) বিপিনচন্দ্র পাল।
Q ➤ (iii) ‘নতুন বিশ্ব’ শব্দটি প্রথম ব্যবহার করেন – (a) কলম্বাস (b) আমেরিগো ভেসপুচি (c) অ্যাডাম স্মিথ (d) স্যার ওয়ালটার র্যালে।
Q ➤ (iv) ‘যোগ্যতমের উদ্বর্তন’ তত্ত্বটি প্রচার করেন – (a) চার্লস ডারউইন (চ) ল্যামার্ক (c) জুলি ফেরি (d) অ্যারিস্টটল।
Q ➤ (vi) বাংলায় ‘দ্বৈতশাসন’ ব্যবস্থার অবস্থান ঘটান (a) রবার্ট ক্লাইভ (b) ভেরেলেস্ট (c) ওয়ারেন হেস্টিংস (d) লর্ড ওয়েলেসলি।
Q ➤ (vii) ‘ভারতের ম্যাকিয়াভেলি’ নামে পরিচিত – (a) দ্বিতীয় বাজিরাও (b) নানা ফড়নবিশ (c) নারায়ণ রাও (d) রঘুনাথ রাও।
Q ➤ (viii) ‘দক্ষিণী বিদ্যাসাগর’ কাকে বলা হত? (a) বীরসালিঙ্গম পানতুলু (b) শ্রীনারায়ণ গুরু (c) বিশ্বনাথ সত্যরাম (d) উন্নভা লক্ষ্মীনারায়ণ।
Q ➤ (ix) ‘মেকলে মিনিট’ ঘোষিত হয়- (a) 1735 খ্রিস্টাব্দ (b) 1835 খ্রিস্টাব্দ (c) 1854 খ্রিস্টাব্দ (d) 1882 খ্রিস্টাব্দ।
Q ➤ (x) ‘লোকহিতবাদী’ নামে পরিচিত হন- (a) গোবিন্দ রানাডে (b) আত্মারাম পান্দুরঙ্গ (c) গোপালহরি দেশমুখ (d) আম্বেদকর।
Q ➤ (xii) ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল (a) 1924 সালে (b) 1921 সালে (c) 1923 সালে (d) 1920 সালে।
Q ➤ (xiii) সিমলা দৌত্যে নেতৃত্ব দিয়েছিলেন- (a) মহম্মদ আলি জিন্না (b) আগা খাঁ (c) মহম্মদ ইয়ামি (d) ফজলুল হক।
Q ➤ (xiv) ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন (a) জওহরলাল নেহেরু (b) চক্রবর্তী রাজাগোপালচারী (c) পট্টভি সিতারামাইয়া (d) মতিলাল নেহেরু।
Q ➤ (xv) ‘তাম্রলিপ্ত জাতীয় সরকারের’ সর্বাধিনায়ক ছিলেন (a) সতীশচন্দ্র সামন্ত (b) অজয় মুখোপাধ্যায় (c) সুশীল ধাড়া (d) রামচন্দ্র বেরা।
Q ➤ (xvi) ‘উদীয়মান সূর্যের দেশ’ হিসাবে পরিচিত – (a) আমেরিকা (b) জাপান (c) ইতালি (d) নরওয়ে।
Q ➤ (xviii) কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল- (a) ব্রিটেন (b) সোভিয়েত রাশিয়া (c) চিন (d) আমেরিকা যুক্তরাষ্ট্র।
Q ➤ (xix) জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন – (a) জওহরলাল নেহেরু (b) মার্শাল টিটো (c) ড. সুকর্ণ (d) গামাল আবদেল নাসের।
Q ➤ (xx) সুয়েজ খাল জাতীয়করণ করা হয়- (a) 1954 খ্রিস্টাব্দে (b) 1955 খ্রিস্টাব্দে (c) 1956 খ্রিস্টাব্দে (d) 1957 খ্রিস্টাব্দে।
Q ➤ (xxi) প্যাট্রিক লুমুম্বা ছিলেন (a) কঙ্গোর জাতীয়তাবাদী নেতা (b) কেনিয়ার শ্রমিক নেতা (c) উগান্ডার প্রেসিডেন্ট (d) রোডোসিয়ার সেনাপ্রধান।
Q ➤ (xxii) SAARC (সার্ক)-এর ধারণা কার মস্তিষ্ক প্রসূত ? (a) রাজা বীরেন্দ্র (b) মোরারজি দেশাই (c) ইন্দিরা গান্ধী (d) জিয়াউর রহমান।
Q ➤ (xxiii) ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসাবে পালিত হয় (a) 21 জানুয়ারি (b) 21 ফেব্রুয়ারি (c) 21 মার্চ (d) 21 এপ্রিল।
Q ➤ (xxiv) ভারতের সর্বোচ্চ আদালত হল- (a) সুপ্রিম কোর্ট (b) হাইকোর্ট (c) জর্জ কোর্ট (d) মুনসেফি আদালত।