WBCHSE HS History MCQ Mock Test Online Set-8 | উচ্চমাধ্যমিক ইতিহাস অনলাইন মক্‌ টেস্ট-৮

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HS History Online Mock Test, Set-8 Prosnodekho.com



HS History Annual Exam Preparation Online Mock Test. প্রিয় ছাত্র-ছাত্রী, আজকের বিষয় দ্বাদশ শ্রেণির ইতিহাস বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। ইতিহাস প্রশ্ন পত্রে মোট ২৪টি প্রশ্ন থাকে, সবকটি প্রশ্নেরই উত্তর দিতে হয়। কিছু টেকনিক্যাল সমস্যার জন্য ‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ প্রশ্নগুলো সম্ভব হয়নি। ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইতিহাস বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য প্রশ্ন দেওয়া হল।

1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×24=24

Q ➤ (i) দক্ষিণারঞ্জন বসুর ‘ছেড়ে আসা গ্রাম’ হল একটি- (a) কিংবদন্তী (b) লোককথা (c) স্মৃতিকথা (d) পৌরাণিক কাহিনি।


Q ➤ (ⅱ) আধুনিক ইতিহাস চর্চার জনক হলেন – (a) খুকিডিডিস (b) হেরোডোটাস (c) ইবন খালদুন (d) ট্যাসিটাস।


Q ➤ (iii) পর্তুগিজরা ‘ব্ল্যাকগোল্ড’ বলত – (a) কয়লাকে (b) গোলমরিচকে (c) লবঙ্গকে (d) আফিমকে।


Q ➤ (iv) আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল- (a) ফরাসিরা (b) ইংরেজরা (c) পর্তুগিজরা (d) ডাচরা।


Q ➤ (v) নানকিং-এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল – (a) 1839 খ্রিস্টাব্দে (b) 1842 খ্রিস্টাব্দে (c) 1843 খ্রিস্টাব্দে (d) 1845 খ্রিস্টাব্দে।


Q ➤ (vi) বাংলায় ‘দ্বৈত শাসনব্যবস্থা’র অবসান ঘটান (a) রবার্ট ক্লাইভ (b) ভেরেলেস্ট (c) ওয়েলেসলি (d) ওয়ারেন হেস্টিংস।


Q ➤ (viii) ‘দক্ষিণী বিদ্যাসাগর’ কাকে বলা হয় ? (a) বীরসালিঙ্গম পানতুলু (b) শ্রীনারায়ণ গুরু (c) বিশ্বনাথ সত্যরাম (d) দয়ানন্দ সরস্বতী।


Q ➤ (ix) ‘তত্ত্ববোধিনী পত্রিকা’ প্রকাশ করেন – (a) রামমোহন রায় (b) দেবেন্দ্রনাথ ঠাকুর (c) ডিরোজিও (d) কেশবচন্দ্র সেন।


Q ➤ (x) ‘বর্তমান ভারত’ গ্রন্থটি রচনা করেন- (a) বিদ্যাসাগর (b) বিবেকানন্দ (c) ভূপেন্দ্রনাথ দত্ত (d) স্বামী অখণ্ডানন্দ।


Q ➤ (xi) বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন – (a) রাজেন্দ্র প্রসাদ (b) সর্দার বল্লভভাই প্যাটেল (c) কল্যাণজি মেহেতা (d) গান্ধীজি।


Q ➤ (xii) ‘নবান্ন’ নাটকের রচয়িতা ছিলেন- (a) বিজন ভট্টাচার্য (b) ভবানী ভট্টাচার্য (c) নজরুল ইসলাম (d) গুরুদাস আচার্য।


Q ➤ (xiii) 1943-এর মন্বন্তরের সময় ভারতের ভাইসরয় ছিলেন – (a) ওয়াভেল (b) রিপন (c) আরউইন (d) রবার্ট ক্লাইভ।


Q ➤ (xiv) ‘আজাদ হিন্দ সরকার’ প্রতিষ্ঠিত হয়েছিল- (a) টোকিওতে (b) সিঙ্গাপুরে (c) রেঙ্গুনে (d) ব্যাংককে।


Q ➤ (xv) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন- (a) উড্রো উইলসন (b) রুজভেল্ট (c) ট্রুম্যান (d) হুভার।


Q ➤ (xvi) ত্রিপুরি কংগ্রেসে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন – (a) গোবিন্দ বল্লভ পন্থ (b) পট্টভি সীতারামাইয়া (c) চক্রবর্তী রাজা গোপালাচারি (d) জওহরলাল নেহেরু।


Q ➤ (xvii) ‘ঠাণ্ডা লড়াই’ কথাটি প্রথম ব্যবহার করেন – (a) হাবার্ট ফিস (b) ওয়াল্টার লিপম্যান (c) জর্জ কেনান (d) বার্নার্ড বারুখ


Q ➤ (xviii) জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন মনে। (a) জওহরলাল নেহেরু (b) মার্শাল টিটো (c) সুকর্ণ (d) গামাল আবদেল নাসের।


Q ➤ (xix) পেরেস্ত্রৈকার প্রবর্তক ছিলেন – (a) ক্রুশ্চেভ (b) লেনিন (c) মিখাইল গর্বাচেভ (d) বরিস ইয়েলৎসিন।


Q ➤ (xx) কিউবার রাষ্ট্রপতি ছিলেন – (a) চে গুয়েভারা (b) বাতিস্তা (c) ফিদেল কাস্ত্রো (d) সাইমন বলিভার।


Q ➤ (xxi) সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- (a) ঢাকায় (b) ব্যাঙ্গালোরে (c) ইসলামাবাদে (d) কলম্বোতে।


Q ➤ (xxii) ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন- (a) ভাটনগর (চ) মেঘনাদ সাহা (c) রাজা রামান্না (d) হোমি জাহাঙ্গির ভাবা।


Q ➤ (xxiii) বাংলাদেশের মুক্তি যুদ্ধের প্রধান নেতা ছিলেন (a) শেখ মুজিবুর রহমান (b) সুরাবর্দি (c) আয়ুব খাঁ (d) ইয়াহিয়া খাঁ।



Leave a Reply