WBCHSE HS History MCQ Mock Test Online Set-9 | উচ্চমাধ্যমিক ইতিহাস অনলাইন মক্‌ টেস্ট-৯

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HS History Online Mock Test, Set-9 Prosnodekho.com



HS History Annual Exam Preparation Online Mock Test. প্রিয় ছাত্র-ছাত্রী, আজকের বিষয় দ্বাদশ শ্রেণির ইতিহাস বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। ইতিহাস প্রশ্ন পত্রে মোট ২৪টি প্রশ্ন থাকে, সবকটি প্রশ্নেরই উত্তর দিতে হয়। কিছু টেকনিক্যাল সমস্যার জন্য ‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ প্রশ্নগুলো সম্ভব হয়নি। ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইতিহাস বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য প্রশ্ন দেওয়া হল।

1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×24=24

Q ➤ (i) ‘ইতিহাস বিজ্ঞানের বেশিও নয়, কমও নয়’ এটি কার উক্তি ? (a) র‍্যাঙ্কে (b) ই এইচ কার (c) জেমস মিল, (d) বিউরি।


Q ➤ (ii) আধুনিক ইতিহাস রচনার পদ্ধতি হল – (a) উৎস পদ্ধতি (b) সাব-অলটান পদ্ধতি (c) মার্কসীয় পদ্ধতি (d) হিউরিস্টিক পদ্ধতি।


Q ➤ (iii) পর্তুগিজরা ‘ব্ল্যাক গোল্ড’ বলত (a) কয়লাকে (b) গোলমরিচকে (c) লবঙ্গকে (d) দারুচিনিকে।


Q ➤ (iv) ‘মার্কেন্টাইলবাদ’ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন – (a) অ্যাডাম স্মিথ (b) লর্ড অ্যাকটন (c) জেমস জোল (d) ডেভিড টমসন।


Q ➤ (ⅳ) ‘গ্যারান্টি ব্যবস্থা’ যুক্ত ছিল- (a) শিল্পায়নের সঙ্গে (b) চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে (c) রেলপথের প্রসারের সঙ্গে (d) বিনাশুল্কে বাণিজ্যের সঙ্গে।


Q ➤ (vi) ‘ক্যান্টন বাণিজ্যের’ অবসান ঘটে- (a) 1757 খ্রিস্টাব্দে (b) 1759 খ্রিস্টাব্দে (c) 1840 খ্রিস্টাব্দে (d) 1842 খ্রিস্টাব্দে।


Q ➤ (vii) ‘রায়তওয়ারি বন্দোবস্তের’ জনক হলেন – (a) টমাস মনরো (b) লর্ড ডালহৌসি (c) লর্ড হার্ডিঞ্জ (d) উইলিয়াম অ্যাকওয়ার্থ।


Q ➤ (viii) গান্ধী প্রবর্তিত ‘হরিজন’-এর অর্থ – (a) অস্পৃশ্য (b) নিপীড়িত (c) ঈশ্বরের সন্তান (d) তফসিলি জাতি।


Q ➤ (x) সিং-চু-হুই এর প্রবর্তক ছিলেন- (a) সান ইয়াৎসেন (b) চিয়াং কাইশেক (c) চৌ-এন-লাই (d) মাও জে দং।


Q ➤ (xi) শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য সরকার নিয়োগ করে (a) সিডিশন কমিশন (b) হান্টার কমিশন (c) হুইটলি কমিশন (d) সাইমন কমিশন।


Q ➤ (xii) মুসলিম লিগের যে অধিবেশনে পৃথক ‘পাকিস্তানের দাবি’ তোলা হয়, সেটি হল- (a) লাহোর (b) লক্ষ্ণৌ (c) করাচি (d) ঢাকা।


Q ➤ (xiii) ‘পুনা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে ? (a) 1930 (b) 1931 (c) 1932 (d) 1933


Q ➤ (xiv) নৌবিদ্রোহ প্রথম শুরু হয় (a) ক্যাসেল ব্যারাকে (b) কোমাগাতামারু জাহাজে (c) তলোয়ার জাহাজে (d) একটি আমেরিকান জাহাজে।


Q ➤ (xv) ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করে- (a) ইংরেজ (b) ওলন্দাজ (c) ফরাসি (d) পর্তুগিজ।


Q ➤ (xvi) ‘দিয়েন বিয়েন ফু’-র যুদ্ধে জয়ী হয়েছিল- (a) ভিয়েতনাম (b) ফ্রান্স (c) মার্কিন যুক্তরাষ্ট্র (d) কম্বোডিয়া।


Q ➤ (xvii) ‘ঠাণ্ডা লড়াই’ কথাটি প্রথম ব্যবহার করেন – (a) বার্নার্ড বারুচ (b) মেনন (c) কেন্নান (d) চার্চিল।


Q ➤ (xviii) ‘জোট নিরপেক্ষ’ আন্দোলনের প্রধান প্রবক্তা ছিলেন- (a) মাও-সে-তুং (b) জওহরলাল নেহেরু (c) জিমি কার্টার (d) মার্শাল টিটো।


Q ➤ (xix) ইয়ান্টা সম্মেলন হয়েছিল – (a) 1945 খ্রিস্টাব্দে (b) 1946 খ্রিস্টাব্দে (c) 1947 খ্রিস্টাব্দে (d) 1948 খ্রিস্টাব্দে।


Q ➤ (xx) পেরেস্ত্রৈকার প্রবর্তক ছিলেন- (a) ক্রুশ্চেভ (b) লেনিন (c) স্ট্যালিন (d) গর্বাচেভ।


Q ➤ (xxii) অব উপনিবেশেকরণের ফলে উত্থান ঘটে (a) প্রথম বিশ্বের (b) দ্বিতীয় বিশ্বের (c) তৃতীয় বিশ্বের (d) চতুর্থ বিশ্বের।


Q ➤ (xxiii) ভারতের কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষটি হল – (a) রাজ্যসভা (b) লোকসভা (c) বিধানসভা (d) বিধান পরিষদ।


Q ➤ (xxiv) প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন- (a) ঘানা (b) কঙ্গো (c) মরক্কো (d) মাল্টা।



Leave a Reply