WBCHSE HS Philosophy Online MCQ Mock Test-6 | উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি দর্শন অনলাইন মক্ টেস্ট-৬

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE HS Philosophy Online MCQ Test-6 | উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি দর্শন অনলাইন মক্ টেস্ট-৬

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1×24=24

Q ➤ (i) ‘যদি অভীপ্সা কম্পিউটার কেনে তবে সোহম মোবাইল কিনবে’ – এটি হল একটি- (a) নিরপেক্ষ বচন (b) প্রাকল্পিক বচন (c) বৈকল্পিক বচন (d) দ্বি-প্রাকল্পিক বচন।


Q ➤ (ii) “বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে।”- বিবৃতিটি – (a) সত্য (b) মিথ্যা (c) অনিশ্চিত (d) স্ববিরোধী।


Q ➤ (iii) যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে- (a) অবৈজ্ঞানিক আরোহ (b) বৈজ্ঞানিক আরোহ (c) উপমা যুক্তি (d) অবরোহ যুক্তি।


Q ➤ (iv) উদ্দেশ্য পদ ব্যাপ – (a) সামান্য বচনের (b) বিশেষ বচনের (c) সদর্থক বচনের (d) নঞর্থক বচনের।


Q ➤ (v) একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হল- (a) দুটি (b) তিনটি (c) চারটি (d) ছয়টি।


Q ➤ (vi) বচনের বিরোধানুমান হল এক প্রকার – (a) মাধ্যম অনুমান (b) অমাধ্যম অনুমান (c) ন্যায় অনুমান (d) যৌগিক যুক্তি।


Q ➤ (vii) একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয়- (a) বিপরীত বিরোধিতা (b) অধীন বিপরীত বিরোধিতা (c) অসম বিরোধিতা (d) বিরুদ্ধ বিরোধিতা।


Q ➤ (viii) নিরপেক্ষ ন্যায়ের মোট বৈধ মূর্তির সংখ্যা হল- (a) 17 (b) 18 (c) 19 (d) 20


Q ➤ (ix) ‘DIMARIS’ মূর্তিটি বৈধ হয়- (a) প্রথম সংস্থান (b) দ্বিতীয় সংস্থান (c) তৃতীয় সংস্থান (d) চতুর্থ সংস্থান।


Q ➤ (x) প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির যে বাক্যটি প্রাকল্পিক বচন তা হল- (a) প্রধান আশ্রয়বাক্য (b) অপ্রধান আশ্রয়বাক্য (c) তৃতীয় আশ্রয়বাক্য (d) সিদ্ধান্ত।


Q ➤ (xi) শর্ত অনুযায়ী বচন দুই প্রকার- (a) প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন (b) বিশ্লেষক বচন ও সখ্যক বচন (c) সাপেক্ষ বচন ও নিরপেক্ষ বচন (d) সামান্য সদর্থক বচন ও সামান্য নর্থক বচন।


Q ➤ (xii) ‘সকল অ-S হয় অ-P – বচনটির বুলীয় ভাষ্য হল – (a) SP̅=O (b) S̅P=O (c) SP=O (d) S̅P̅=O।


Q ➤ (xiv) যে যৌগিক বচনের সত্যসারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলে- (a) স্বতঃসত্য (b) স্বতঃ মিথ্যা (c) আপতিক (d) বিশ্লেষক।


Q ➤ (xv) “খেলা চলবে যদি বৃষ্টি না হয়” – বচনটির প্রতীকায়িত রূপ হল- (a) ~ R ⊃ M (b) M ⊃ ~ R (c) ~M ⊃ R (d)~R~ ⊃ M


Q ➤ (xvi) ‘P ⊃ Q’ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি – (a) P সত্য এবং Q মিথ্যা হয় (b) P মিথ্যা এবং Q মিথ্যা হয় (c) P সত্য এবং Q সত্য হয় (d) P মিথ্যা এবং Q সত্য হয়।


Q ➤ (xvii) আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হল- (a) পর্যবেক্ষণ ও পরীক্ষণ (b) প্রকৃতির একরূপতা নীতি (c) কার্য-কারণ নীতি (d) সামান্যীকরণ।


Q ➤ (xviii) লৌকিক আরোহ অনুমানকে ‘শিশুসুলভ’ অনুমান বলেছেন- (a) মিল (b) হবস (c) জনসন (d) বেকন।


Q ➤ (xix) অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হল- (a) লৌকিক আরোহ (b) বৈজ্ঞানিক আরোেহ (c) মন্দ উপমা (d) ভালো উপমা।


Q ➤ (xx) কে এককারণবাদ সমর্থন করেন ? – (a) অ্যারিস্টটল (b) কান্ট (c) হিউম (d) কোপি।


Q ➤ (xxi) “অক্সিজেনের উপস্থিতি হল দহনের কারণ” – এখানে ‘কারণ’ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হল- (a) আবশ্যিক শর্ত (b) পর্যাপ্ত শর্ত (c) বহুকারণবাদ (d) আবশ্যিক পর্যাপ্ত শর্ত।


Q ➤ (xxii) শক্তির অবিনশ্বরতা-র সূত্রটি হল- (a) কারণের পরিমাণগত লক্ষণ (b) কারণের গুণগত লক্ষণ (c) কারণের আবশ্যিক শর্ত (d ) কারণের পর্যাপ্ত শর্ত।


Q ➤ (xxiii) যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন- (a) আই. এম. কোপি (b) কার্ভেদ রীড (c) জন স্টুয়ার্ট মিল (d) ডব্লু. ভি. ও. কোয়াইন।


Q ➤ (xxiv) মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হল- (a) অন্বয়ী পদ্ধতি (b) ব্যতিরেকী পদ্ধতি (c) যুগ্ম পদ্ধতি (d) সহ-পরিবর্তন পদ্ধতি।


Leave a Reply