WBCHSE HS Philosophy Online MCQ Test-8 | উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি দর্শন অনলাইন মক্ টেস্ট-৮
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1×24=24
Q ➤ (i) যে যুক্তির আশ্রয়বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হয় তা হল- (a) বৈধ যুক্তি (b) অবৈধ যুক্তি (c) আরোহ যুক্তি (d) অবরোহ যুক্তি।
Q ➤ (ii) যুক্তির অংশ দুটি হল- (a) আকার ও উপাদান (b) শব্দ ও পদ (c) অবয়ব ও বচন (d) যুক্তিবাক্য ও সিদ্ধান্ত।
Q ➤ (iii) বৈধতার প্রশ্নটি যুক্ত থাকে- (a) বচনের সঙ্গে (b) বাক্যের সঙ্গে (c) শব্দের সঙ্গে (d) যুক্তির সঙ্গে।
Q ➤ (iv) গুণ অনুসারে বচন- (a) দুই প্রকার (b) তিন প্রকার (c) চার প্রকার (d) পাঁচ প্রকার।
Q ➤ (v) যে বচনের কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ্য হয় তা হল- (a) A বচন (b) E বচন (c) O বচন (d) I বচন।
Q ➤ (vi) অ্যারিস্টটলের মতে প্রকৃত বিরোধিতা হল- (a) বিপরীত বিরোধিতা (b) অধীন বিপরীত বিরোধিতা (c) অসম বিরোধিতা (d) বিরুদ্ধ বিরোধিতা।
Q ➤ (vii) বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে 0 বচন সত্য হলে A বচন হবে- (a) সত্য (b) মিথ্যা (c) অনিশ্চিত (d) কোনোটিই নয়।
Q ➤ (viii) AAA মূর্তিটি বৈধ হয়- (a) প্রথম সংস্থানে (b) দ্বিতীয় সংস্থানে (c) তৃতীয় সংস্থানে (d) চতুর্থ সংস্থানে।
Q ➤ (ix) নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তির সংখ্যা হল- (a) 16টি (b) 17টি (c) 1৪টি (d) 19টি।
Q ➤ (x) বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়মটিকে বলা হয়- (a) MP (b) MT (c) DS (d) CD।
Q ➤ (xi) বিসংবাদী বিকল্পগুলি একই সাথে- (a) সত্য হয় (b) মিথ্যা হয় (c) সত্য হয় না (d) সবগুলি ঠিক।
Q ➤ (xii) শূন্য শ্রেণির বুলীয় ভাষ্যটি হল- (a) S=O (b) S#O (c) SP=O (d) SP#0
Q ➤ (xiii) মূল শ্রেণির বিরুদ্ধ শ্রেণিকে বলা হয়- (a) শূন্য (b) অশূন্য (c) পরিপূরক (d) এদের কোনোটিই নয়।
Q ➤ (xiv) দুটি বচনগ্রাহক সম্বলিত সত্যসারণীর সারির সংখ্যা হল- (a) দুটি (b) চারটি (c) আটটি (d) ষোলোটি।
Q ➤ (xv) P এবং Q উভয়ে মিথ্যা হলে PVQ হবে- (a) সত্য (b) মিথ্যা (c) আপতিক (d) কোনটিই নয়।
Q ➤ (xvi) ‘PV(POP) এই যৌগিক বাক্যটি সর্বদাই- (a) স্বতঃ সত্য (b) স্বতঃ মিথ্যা (c) বৈধ (d) অনিয়ত।
Q ➤ (xvii) আরোহ অনুমানের আকারগত ভিত্তি হল- (a) দৃষ্টান্ত গণনা (b) পর্যবেক্ষণ ও পরীক্ষণ (c) সাদৃশ্যের প্রাসঙ্গিকতা (d) প্রকৃতির একরূপতানীতি ও কার্যকরণ নীতি।
Q ➤ (xviii) আরোহ অনুমানের সমস্যাটি হল- (a) বৈধতা নির্ণয় (b) অবৈধতা নির্ণয় (c) আকারগত সত্যতা নির্ণয় (d) সামান্যীকারণ।
Q ➤ (xix) অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশু সুলভ আরোহ অনুমান বলেছেন- (a) বেকন (b) বুল (c) ভেন (d) কান্ট।
Q ➤ (xx) কারণের অপরিহার্য অংশকে বলা হয়- (a) কার্য (b) কারণ (c) শর্ত (d) কারণাংশ ।
Q ➤ (xxi) বহুকারণবাদে কারণকে গ্রহণ করা হয়- (a) আবশ্যিক শর্ত (b) পর্যাপ্ত শর্ত (c) অদ্বিশ্যিক পর্যাপ্ত শর্ত (d) নঞর্থক শর্ত হিসাবে।
Q ➤ (xxii) পরিমাণের দিক থেকে কারণ হল- (a) শর্তের সমান (b) গুণের সমান (c) অংশের সমান (d) কার্যের সমান।
Q ➤ (xxiii) মিলের যে পদ্ধতিকে মূলত আবিষ্কারের পদ্ধতি বলা হয়- তা হল- (a) অন্বয়ী পদ্ধতি (b) ব্যতিরেকী পদ্ধতি (c) সহপরিবর্তন পদ্ধতি (d) পরিশেষ পদ্ধতি।
Q ➤ (xxiv) দ্বৈত অন্বয়ী পদ্ধতি হল- (a) অন্বয়ী পদ্ধতি (b) ব্যতিরেকী পদ্ধতি (c) অন্বয়ী-ব্যতিরেকী (d) সহপরিবর্তন পদ্ধতি।