WBCHSE HS Philosophy Online MCQ Mock Test-9 | উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি দর্শন অনলাইন মক্ টেস্ট-৯

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE HS Philosophy Online MCQ Test-9 | উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি দর্শন অনলাইন মক্ টেস্ট-৯

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1×24=24

Q ➤ (i) একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত হয় সর্বদা- (a) সত্য (b) মিথ্যা (c) সম্ভাব্য (d) বৈধ।


Q ➤ (ii) বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হল- (a) বৈজ্ঞানিক যুক্তির সঙ্গে (b) অবরোহ মুক্তির সঙ্গে (c) আরোহ যুক্তির সঙ্গে (d) উপমা যুক্তির সঙ্গে।


Q ➤ (iii) বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে – (a) মিথ্যা (b) অনিশ্চিত (c) সত্য (d) স্ব-বিরোধী।


Q ➤ (iv) সম্বন্ধ অনুযায়ী বচনের শ্রেণিবিভাগ হল- (a) সদর্থক ও নঞর্থক (b) সামান্য ও বিশেষ (c) নিরপেক্ষ ও সাপেক্ষ (d) সরল ও যৌগিক।


Q ➤ (v) একটি বচন সর্বদা – (a) ব্যাপ্য বা অব্যাপ্য (b) বৈধ বা অবৈধ (c) নিশ্চিত বা সম্ভাব্য (d) সত্য বা মিথ্যা।


Q ➤ (vi) বচনের বিরোধানুমান হল এক প্রকার – (a) ন্যায় অনুমান (b) অমাধ্যম অনুমান (c) মাধ্যম অনুমান (d) যৌগিক যুক্তি।


Q ➤ (vii) অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় সামান্য বচনটির সত্যমূল্য হবে – (a) সত্য (b) মিথ্যা (c) স্ববিরোধী (d) অনিশ্চিত।


Q ➤ (viii) নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে তাকে বলে – (a) সাধ্যপদ (b) পক্ষপদ (c) হেতুপদ (d) এদের কোনোটিই নয়।


Q ➤ (ix) যদি বৈধ নিরপেক্ষ ন্যায়ে হেতুপদ উভয় আশ্রয় বাক্যেই উদ্দেশ্য স্থানে থাকে তবে নিরপেক্ষ ন্যায়ের সংস্থানটি হবে-(a) প্রথম সংস্থান (b) দ্বিতীয় সংস্থান (c) তৃতীয় সংস্থান (d) চতুর্থ সংস্থান।


Q ➤ (x) প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন্ বাক্যটি প্রাকল্পিক বচন- (a) প্রধান আশ্রয় বাক্য (b) অপ্রধান আশ্রয় বাক্য (c) তৃতীয় আশ্রয় বাক্য (d) সিদ্ধান্ত।


Q ➤ (xi) বৈকল্পিক বচনের এক একটি অংশকে বলে – (a) পূর্বগ (b) অনুগ (c) বিকল্প (d) সংযোগী।


Q ➤ (xiii) দুটি সামান্য বচনের বিরোধিতা- (a) বিপরীত বিরোধিতা (b) বিরুদ্ধ বিরোধিতা (c) অসম বিরোধিতা (d) অধীন-বিপরীত বিরোধিতা।


Q ➤ (xiv) ‘p-q’ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি- (a) p মিথ্যা এবং q সত্য হয় (b) p সত্য এবং q সত্য হয় (c) p সত্য এবং ৭ মিথ্যা হয় (d) p মিথ্যা এবং ৭ মিথ্যা হয়।


Q ➤ (xv) যদি p সত্য হয় তাহলে ‘pv ~ q’-এর সত্যমূল্য হবে – (a) সত্য (b) মিথ্যা (c) আপতিক (d) স্বতঃসত্য।


Q ➤ (xvi) ‘p.q’-এর বিরুদ্ধ বাক্য কী? (a) p.~q (b) pvq (c) ~(p.q) (d) p ⊃ q


Q ➤ (xvii) যে যুক্তি বিজ্ঞানী পরীক্ষামূলক আরোহ যুক্তির প্রবর্তন করেন, তিনি হলেন – (a) আই, এম. কপি (b) জন স্টুয়াট মিল (c) কার্ডেথ রিড (d) ডব্লু. ভি. ও. কোয়াইন।


Q ➤ (xviii) আরোহের বস্তুগত ভিত্তি কী ? (a) প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ সূত্র (b) পরীক্ষা ও সত্যতা যাচাই (c) পর্যবেক্ষণ ও পরীক্ষণ (d) গণনা ও পরিমাপ।


Q ➤ (xix) ‘বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হল আরোহ অনুমান’ – এটি বলেছেন (a) বেইন (b) মিল (c) ফাউলার (d) জয়েস।


Q ➤ (xx) ‘কারণ’ শব্দের দ্বারা পর্যাপ্ত-আবশ্যিক শর্তকে নির্দেশ করেন – (a) আই. এম. কপি (b) মিল (c) কার্ভেথ রিড (d) বেইন।


Q ➤ (xxi) “অক্সিজেনের উপস্থিতি হল দহনের কারণ” – এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হল – (a) আবশ্যিক শর্ত (b) পর্যাপ্ত শর্ত (c) বহুকারণবাদ (d) আবশ্যিক-পর্যাপ্ত শর্ত।


Q ➤ (xxii) কার মতে কারণ হল সদর্থক শর্ত ও নঞর্থক শর্ত শর্তের সমষ্টি- (a) অ্যারিস্টল (b) মিল (c) আই. এম. কপি (d) বেইন।


Q ➤ (xxiii) নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা হল – পূর্ববর্তী ঘটনা ABC, ADE, AFG অনুবর্তী ঘটনা abc, ade, afg/ ∴ A হল a-এর কারণ – (a) ব্যতিরেকী পদ্ধতি (b) অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতি (c) সহপরিবর্তন পদ্ধতি (d) অন্বয়ী পদ্ধতি।


Q ➤ (xxiv) মিলের যে আরোহমূলক পদ্ধতিতে দুটি দৃষ্টান্তগুচ্ছের যাচাই করা হয় সেটি হল- (a) ব্যতিরেকী পদ্ধতি (b) অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতি (c) অন্বয়ী পদ্ধতি (d) সহপরিবর্তন পদ্ধতি।


Leave a Reply