WBCHSE HIGHER SECONDARY PHILOSOPHY QUESTION PAPER WITH ANSWER 2022
উচ্চ মাধ্যমিক দর্শন প্রশ্নপত্র ২০২২ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার দর্শন বিষয়ের উত্তরসহ প্রশ্নপত্র বিভিন্ন সাইট থেকে খুঁজে নিয়ে সঠিক এবং নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবে। নিচে বহু বিকল্পধর্মী প্রশ্ন (MCQ) এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) উত্তর দেওয়া হলো।
2022
PHILOSOPHY
(New Syllabus)
Total Time: 3 Hours 15 minutes
Full Marks : 80
পরীক্ষার্থীদের জন্য নির্দেশ :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Instructions to the Candidates :
1.Special credit will be given for answers which are brief and to the
point.
2.Marks will be deducted for spelling mistakes, untidiness and bad
handwriting.
3.Figures in the margin indicate full marks for the questions.
বিভাগ – ‘খ’ / PART – B
(Marks : 40)
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নিচে প্রদত্ত বাক্যে লেখ (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) 1×24=24
(i) মিলের যে আরোহমূলক পদ্ধতিতে একগুচ্ছ নঞর্থক দৃষ্টান্ত যাচাই করা হয় তা হল—
(a) অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি
(b) ব্যতিরেকী পদ্ধতি
(c) অন্বয়ী পদ্ধতি
(d) সহ পরিবর্তন পদ্ধতি
উত্তরঃ (a) অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি
(ii) ‘আকাশ ঘন মেঘাচ্ছন্ন। সুতরাং বৃষ্টি হবে’।- এক্ষেত্রে মিলের _______ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে—
(a) অন্বয়ী (b) অন্বয়ী ব্যতিরেকী
(c) ব্যতিরেকী (d) সহ পরিবর্তন
উত্তরঃ (a) অন্বয়ী
(iii) আরোহ অনুমানের সমস্যাটি হল—
(a) বৈধতা নির্ণয়
(b) অবৈধতা নির্ণয়
(c) আকারগত সত্যতা নির্ণয়
(d) সামান্যীকরণ
উত্তরঃ (d) সামান্যীকরণ
(iv) যুক্তি বিজ্ঞানী মিলের মতে আরোহ অনুমান—
(a) দুই প্রকার (b) তিন প্রকার
(c) চার প্রকার (d) এক প্রকার
উত্তরঃ (b) তিন প্রকার
অথবা,
অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান একটি—
(a) বৈজ্ঞানিক আরোহ অনুমান
(b) অবৈজ্ঞানিক আরোহ অনুমান
(c) গাণিতিক আরোহ অনুমান
(d) উপমা যুক্তি
উত্তরঃ (b) অবৈজ্ঞানিক আরোহ অনুমান
(v) আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো—
(a) দৃষ্টান্ত গণনা
(b) পর্যবেক্ষণ ও পরীক্ষণ
(c) সাদৃশ্যের প্রাসঙ্গিকতা
(d) প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি
উত্তরঃ (d) প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি
(vi) লৌকিক আরোহ অনুমান কে শিশুসুলভ অনুমান বলেছেন—
(a) মিল (b) হবস্ (c) জনসন (d) বেকন
উত্তরঃ (d) বেকন
(vii) সকল কুকুর হয় বিড়াল।
সকল পাখি হয় কুকুর।
সুতরাং সকল পাখি হয় বিড়াল।
উপরোক্ত যুক্তিটি—
(a) অবৈধ (b) মিথ্যা (c) বৈধ (d) সত্য
উত্তরঃ (c) বৈধ
অথবা,
একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে ___________ আশ্রয়ে বাক্য থেকে।
(a) দুটি (b) তিনটি (c) চারটি (d) একটি
উত্তরঃ (a) দুটি
(viii) উপমা যুক্তির সিদ্ধান্ত সম্ভাব্যতার
সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হলো—
(a) সাদৃশ্যের সংখ্যা
(b) সাদৃশ্যের প্রাসঙ্গিকতা
(c) ব্যক্তিগত বইসা দৃশ্য
(d) ব্যক্তিগত সাদৃশ্য
উত্তরঃ (b) সাদৃশ্যের প্রাসঙ্গিকতা
(ix) DIMARIS মূর্তিটি বৈধ হয়—
(a) প্রথম সংস্থানে (b) দ্বিতীয় স্থানে
(c) তৃতীয় সংস্থানের (d) চতুর্থ স্থানে
উত্তরঃ (d) চতুর্থ স্থানে
(x) পক্ষ পদ পক্ষ আশ্রয় বাক্য ছাড়াও অন্য যে স্থানে থাকে তা হল—
(a) সিদ্ধান্তের বিধেয় স্থানে
(b) সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে
(c) সাধ্য আশ্রয় বাক্যের বিধেয় স্থানে
(d) সাধ্য আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে
উত্তরঃ (b) সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে
(xi) কোন কোন ফুল নয় লাল বস্তু – O
কোন কোন লাল বস্তু নয় ফুল – O
উপরোক্ত সরল আবর্তনটি হলো—
(a) বৈধ (b) অবৈধ (c) স্ব-বিরোধী (d) সম্ভাব্য
উত্তরঃ (b) অবৈধ
(xii) নিরপেক্ষ ন্যায়ের চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা হল—
(a) দুই (b) তিন (c) চার (d) পাঁচ
উত্তরঃ (d) পাঁচ
(xiii) ব্যাবর্তনের ক্ষেত্রে যা পরিবর্তিত হয় তা হলো—
(a) পরিমাণ (b) উদ্দেশ্য (c) গুণ (d) বিধেয়
উত্তরঃ (c) গুণ
অথবা,
বস্তুগত ব্যাবর্তন স্বীকার করেছেন—
(a) বেইন (b) মিল (c) হেগেল (d) রাসেল
উত্তরঃ (a) বেইন
(xiv) A বচনের সরল আবর্তন এর ক্ষেত্রে সিদ্ধান্তটি হলো—
(a) A (b) E (c) I (d) O
উত্তরঃ (a) A
(xv) A বচন সত্য হলে সম উদ্দেশ্য ও বিধেয়যুক্ত O বচনের সত্য মূল্য হবে—
(a) সত্য (b) মিথ্যা (c) সম্ভাব্য
(d) কোনোটিই নয়
উত্তরঃ (b) মিথ্যা
(xvi) একটি অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের সংখ্যা হল—
(a) একটি (b) দুটি (c) তিনটি
(d) এদের কোনোটিই নয়
উত্তরঃ (a) একটি
(xvii) বচনের বিরোধানুমান হলো এক প্রকার—
(a) মাধ্যম অনুমান (b) অমাধ্যম অনুমান
(c) ন্যায় অনুমান (d) যৌগিক যুক্তি
উত্তরঃ (b) অমাধ্যম অনুমান
(xviii) একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট _________ বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতা সম্বন্ধে থাকে—
(a) E, O (b) I, O (c) A, I (d) A, E
উত্তরঃ (b) I, O
(xix) প্রতিটি নঞর্থক বচনের __________ পদটি অবশ্যই ব্যাপ্য হয়।
(a) উদ্দেশ্য (b) বিধেয় (c) উদ্দেশ্য ও বিধেয়
(d) কোনোটিই নয়
উত্তরঃ (b) বিধেয়
(xx) সম্বন্ধ অনুযায়ী বচন দু-প্রকার—
(a) প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন
(b) বিশ্লেষক বচন ও সংশ্লেষক বচন
(c) সাপেক্ষ বচন ও নিরপেক্ষ বচন
(d) সামান্য সদর্থক বচন সামান্য নঞর্থক বচন
উত্তরঃ (c) সাপেক্ষ বচন ও নিরপেক্ষ বচন
(xxi) বিবর্তন একটি—
(a) অবরোহ যুক্তি (b) আরোহ যুক্তি
(c) উপমা যুক্তি (d) কোনোটিই নয়
উত্তরঃ (a) অবরোহ যুক্তি
অথবা,
অবরোহ যুক্তি বিজ্ঞান একটি—
(a) বস্তুনিষ্ঠ শাস্ত্র (b) নির্বিচারবাদী শাস্ত্র
(c) আকারনিষ্ঠ শাস্ত্র (d) কোনোটিই নয়
উত্তরঃ (c) আকারনিষ্ঠ শাস্ত্র
(xxii) যে বচনের কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা হল—
(a) A বচন (b) E বচন (c) I বচন (d) O বচন
উত্তরঃ (d) O বচন
অথবা,
উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়—
(a) সামান্য বচনের (b) বিশেষ বচনের
(c) সদর্থক বচনের (d) নঞর্থক বচনের
উত্তরঃ (b) বিশেষ বচনের
(xxiii) যদি একটি অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি কি হবে ?
(a) অবৈধ (b) বৈধ (c) সম্ভাব্য
(d) কোনোটিই নয়
উত্তরঃ (b) বৈধ
(xxiv) একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা—
(a) বৈধ (b) অবৈধ (c) সম্ভাব্য (d) সত্য
উত্তরঃ (c) সম্ভাব্য
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) : 1×16 = 16
(i) মিল এর অন্বয়ী ব্যতিরেকী সাংকেতিক পদ্ধতির আকারটি উল্লেখ করো।
উত্তরঃ
সদর্থক দৃষ্টান্ত—
পূর্ববর্তী ঘটনা(কারণ) অনুবর্তী ঘটনা (কাৰ্য)
ABC abc
APR apr
ARM arm
নঞর্থক দৃষ্টান্ত—
পূর্ববর্তী ঘটনা(কারণ) অনুবর্তী ঘটনা (কাৰ্য)
BCD bcd
CDE cde
EFG efg
(ii) মিল এর অন্বয়ী পদ্ধতি কোন অপসারণ নিয়মের উপর গঠিত ?
উত্তরঃ প্রথম অপসারণের নীতি অনুযায়ী।
(iii) আরোহ অনুমানের স্তর বিভাগ গুলি উল্লেখ করো।
উত্তরঃ প্রকৃত আরােহ অনুমান তিনপ্রকার। যথা—
(১) বৈজ্ঞানিক আরােহ অনুমান,
(২) অবৈজ্ঞানিক আরােহ অনুমান এবং
(৩) উপমাযুক্তি বা সাদৃশ্যমূলক আরােহ অনুমান।
(iv) আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি গুলি কী কী ?
উত্তরঃ আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি হল– পর্যবেক্ষন ও পরীক্ষণ।
(v) বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য কী ?(যে-কোনো একটি)
উত্তরঃ বৈজ্ঞানিক আরোহে কার্য-কারণ সম্পর্ক স্থাপন করা হয় বলে এর সিদ্ধান্ত নিশ্চিত। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কার্য-কারণের উপর ভিত্তি করে হয় না বলে এর সিদ্ধান্ত সম্ভাব্য।
(vi) অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায় ?
উত্তরঃ না, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে মূল্যহীন বলা যায় না।
(vii) ভালো ও মন্দ উপমা যুক্তির মধ্যে পার্থক্য করো।
উত্তরঃ বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক সাদৃশ্য বর্তমান।
মন্দ উপমাযুক্তির ক্ষেত্রে সাদৃশ্যের নিছকই আকস্মিক, বাহ্যিক অপ্রাসঙ্গিক ও কম গুরুত্বপূর্ণ হয়।
অথবা,
মন্দ উপমা যুক্তি একটি উদাহরণ দাও।
উত্তরঃ উদাহরণ— রাজধানী হল দেশের হৃদপিণ্ড স্বরূপ, হৃদপিণ্ডের আকার বৃদ্ধি পেলে তা যেমন রোগ বলে গণ্য হয়। রাজধানীর আকার বৃদ্ধি ও তেমনি একটি রোগ বলে গণ্য হওয়া উচিত।
(viii) ‘FESTINO’ মূর্তিটির একটি আকারগত উদাহরণ দাও।
উত্তরঃ
দ্বিতীয় সংস্থানের—
E কোনো P নয় M
I কোনো কোনো S হয় M
∴ (O) কোনো কোনো S হয় M
(ix) কখন একটি নিরপেক্ষ ন্যায় ‘অব্যাপ্য হেতু দোষ’এ দুষ্ট হয় ?
উত্তরঃ ন্যায় অনুমানের তৃতীয় নিয়ম – হেতুপদকে উভয় আশ্রয়বাক্যে বা যুক্তিবাক্যে মধ্যে অবশ্যই একবার অন্ততঃ ব্যাপ্য হতেই হবে । এই মিময় লঙ্ঘন করলেই এই দোষ দেখা দেবে, এই দোষকে বলা হয় অব্যাপ্য হেতু দোষ ।
অথবা,
নিরপেক্ষ ন্যায়ের মূর্তি কাকে বলে ?
উত্তরঃ নিরপেক্ষ ন্যায়ের অন্তর্গত নিরপেক্ষ বচনগুলির গুণ ও পরিমাণ (quality and quantity) অনুযায়ী ন্যায় অনুমানের যে বিশেষ বিশেষ রূপ দেখা যায়, সেগুলিকেই বলা হয় ন্যায়ের মূর্তি।
(x) A বচনের একটি সরল আবর্তন এর উদাহরণ দাও।
উত্তরঃ
A – সকল কুমার হয় অবিবাহিত পুরুষ।
A – সকল অবিবাহিত পুরুষ হয় কুমার।
(xi) সরল আবর্তন ও সীমিত আবর্তন এর মধ্যে পার্থক্য কী ?
উত্তরঃ যে আবর্তনের ক্ষেত্রে আবর্তনীয় ও আবর্তিত বচনের পরিমাণ অভিন্ন হয় তাকে সরল আবর্তন বলে। উদাহরণ : E- বচনকে E- বচনে আবর্তন। যে আবর্তনের ক্ষেত্রে আবর্তনীয় ও আবর্তিত বচনের পরিমাণ ভিন্ন হয় তাকে সীমিত আবর্তন বলে ।
(xii) অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো।
উত্তরঃ সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচন সত্য হবে কিন্তু বিশেষ বচটি সত্য হলে সামান্য বচনটি সত্য হতে পারে কিংবা মিথ্যা হতে পারে।
অথবা,
‘কোনো কোনো মানুষ নয় সত্যনিষ্ঠ ব্যক্তি।’- বচনটির অধীন বিপরীত উল্লেখ করো।
উত্তরঃ ‘কোনো কোনো মানুষ হয় সত্যনিষ্ঠ ব্যক্তি।
(xiii) আদর্শ নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি কী কী ?
উত্তরঃ আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হল চরিটি। এই অংশগুলি হল– (1) পরিমাপক, (2) উদ্দেশ্য, (3) সংযোজক ও (4) বিধেয়।
অথবা,
নিরপেক্ষ বচনের সংযোজক বলতে কী বোঝো ?
উত্তরঃ তে শব্দের দ্বারা উদ্দেশ্য পদ ও বিধেয় পদের মধ্যে সংযোগ স্থাপন করা হয় তাকে সংযোজক বলে।
(xiv) যুক্তির আকার বলতে কী বোঝো ?
উত্তরঃ যুক্তির আকার বলতে বোঝায় যুক্তির কাঠামো বা গঠন অর্থাৎ যেখানে এক বা একাধিক আশ্রয় বাক্য ও একটি সিদ্ধান্ত বচন থাকে। যেমন– সকল রাজা হয় সুখী (আশ্রয় বাক্য) রাম হয় রাজা ।
∴ রাম হয় সুখী। (সিদ্ধান্ত )
অথবা,
বৈধতা ও সত্যতার মধ্যে সম্বন্ধ কী ?
উত্তরঃ বৈধতা ও সত্যতা এক নয়। বৈধতা শব্দটি কেবলমাত্র যুক্তির ক্ষেত্রেই প্রযোজ্য। যুক্তির অন্তর্গত বচনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অপরপক্ষে সত্যতা যুক্তির অন্তর্গত বচনগুলির ক্ষেত্রে প্রযোজ্য, যুক্তির ক্ষেত্রে নয়।
(xv) একটি অবরোহ যুক্তি কখন বৈধ হয় ?
উত্তরঃ অবরোহ যুক্তির সিদ্ধান্তটি যখন আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, তখন অবরোহ যুক্তিটি বৈধ হয়।
(xvi) যুক্তি কাকে বলে ?
উত্তরঃ যুক্তি হলো এমন বচন সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা একক বা একাধিক সত্যতার উপর নির্ভর করে বলে দাবি করা হয় ।
উদাহরন—
সকল মানুষ হয় মরণশীল জীব,
∴ সকল শিক্ষক হয় মরণশীল জীব।
বিভাগ-ক / PART – A
(Marks : 40)
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 8 × 5 = 40
(a) বচন বলতে কী বোঝো ? উদাহরণসহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য করো। 2+6
অথবা,
নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং কোন্ কোন্ পদ ব্যাপ্য ও অব্যাপ্য তা উল্লেখ করো : (1 + ½ + ½) × 4
(i) একজন মানুষ কখনোই দেবতা হতে পারেন না।
(ii) সব আবেদনকারীই সত্যনিষ্ঠ নন।
(iii) কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল।
(iv) দার্শনিকরা বিজ্ঞানী হলেও হতে পারেন।
(b) বচনের বিরোধিতা কাকে বলে ? বচনের বিরোধিতার শর্তগুলি কী কী ? বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে ? বচনের বিরুদ্ধ বিরোধিতা এবং বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য করো। 2+2+2+2
অথবা,
সাবেকী যুক্তিবিজ্ঞান অনুসারে বচনের বিরোধিতার বর্গক্ষেত্রটি অঙ্কন করো।
(i) যদি A বচন সত্য হয় তবে I বচনের সত্যমূল্য কী হবে ?
(ii) যদি I বচন সত্য হয় তাহলে A বচনের সত্যমূল্য কী হবে ?
(iii) যদি E বচন মিথ্যা হয় তাহলে I বচনের সত্যমূল্য কী হবে ?
(iv) যদিO বচন মিথ্যা হয়, তাহলে E বচনের সত্যমূল্য কী হবে ? 4+1 +1+1+1
(c) অমাধ্যম অনুমান কত প্রকার ও কী কী ? বিবর্তন কাকে বলে ? দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। 2+2+4
অথবা,
নীচের বাক্যগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো :
(1 + ½ + ½) × 4
(i) শতকরা 75 শতাংশ ব্যবসায়ীই সৎ।
(ii) সব শিক্ষিত মানুষ ভদ্র নন।
(iii) নিঃস্বার্থ মানুষ নেই।
(iv) যে কোন বিজ্ঞানের ছাত্রই এই প্রশ্নের উত্তর জানে।
(d) নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো ও বৈধতা বিচার করো : 4+4
(i) কেবলমাত্র অসৎ লোকেরাই ভীরু ; তিনি ভীরু নন, অতএব, তিনি অসৎ নন।
(ii) রবীন্দ্রনাথ একজন দার্শনিক, কেননা তিনি হলেন কবি আর সব কবিরাই দার্শনিক।
অথবা,
নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টীকা লেখো :
4 + 4
(i) নিরপেক্ষ ন্যায়ের সংস্থান।
(ii) অবৈধ পক্ষ দোষ।
(e) মিলের সহপরিবর্তন পদ্ধতিটি আলোচনা করো। (সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা (দুটি), অসুবিধা (দুটি)) 1+2+1+2+2
অথবা,
“বাতাসে অক্সিজেনের অনুপস্থিতিতে লোহায় মরিচা ধরে না। সুতরাং, অক্সিজেনের উপস্থিতিই মরিচা
ধরার কারণ।” — উপরের যুক্তিটিতে মিলের কোন্ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে ? পদ্ধতিটি ব্যাখ্যা করো। (চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা (দুটি), অসুবিধা (দুটি) 1+1+2+2+2
H.S PHILOSOPHY QUESTION PAPER | ||||
---|---|---|---|---|
2015 | 2016 | 2017 | 2018 | 2019 |
2020 | NoEx | 2022 | 2023 | 2024 |
Pingback: WB HS Previous Years Question Paper | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র [WBCHSE] -
Pingback: H.S. 2015 PHILOSOPHY QUESTION PAPER | SOLVED | দ্বাদশ শ্রেণির দর্শন প্রশ্নপত্র ২০১৫ - Prosnodekho -