WBCHSE HS Philosophy Solved Question Paper 2023 | উচ্চমাধ্যমিক দর্শনশাস্ত্র প্রশ্নপত্র ২০২৩

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE HIGHER SECONDARY PHILOSOPHY QUESTION PAPER WITH ANSWER 2023
উচ্চ মাধ্যমিক দর্শন প্রশ্নপত্র ২০২৩ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার দর্শন বিষয়ের উত্তরসহ প্রশ্নপত্র বিভিন্ন সাইট থেকে খুঁজে নিয়ে সঠিক এবং নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবে। নিচে বহু বিকল্পধর্মী প্রশ্ন (MCQ) এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) উত্তর দেওয়া হলো।

2023
PHILOSOPHY
(New Syllabus)
Total Time: 3 Hours 15 minutes
Full Marks : 80

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।

Instructions to the Candidates :
1.Special credit will be given for answers which are brief and to the
point.
2.Marks will be deducted for spelling mistakes, untidiness and bad
handwriting.
3.Figures in the margin indicate full marks for the questions.

(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী)

1. বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1 x 24 = 24


HS All SUBJECT MCQ TEST


(i) অবরোহ যুক্তির আলোচ্য বিষয় হলো যুক্তির—
(a) আকারগত বৈধতা
(b) বস্তুগত সত্যতা
(c) সামান্যীকরণ
(d) আরোহমূলক লাফ।

উত্তরঃ (a) আকারগত বৈধতা

(ii) ‘Logos’ শব্দটির অর্থ হলো—
(a) অনুমান (b) চিন্তা (c) সংবেদন (d) বচন।

উত্তরঃ (b) চিন্তা

(iii) অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলা হয়—
(a) কল্পনা (b) অনুভূতি (c) সংবেদন (d) যুক্তি।

উত্তরঃ (d) যুক্তি।

(iv) একটি নিরপেক্ষ বচনের অংশ হল—
(a) দুটি (b) তিনটি (c) চারটি (d) পাঁচটি।

উত্তরঃ (c) চারটি

(v) বিধেয় পদ ব্যাপ্য হয় ______ বচনে।
(a) সামান্য (b) বিশেষ (c) সদর্থক (d) নঞর্থক।

উত্তরঃ (d) নঞর্থক।


HS All SUBJECT QUESTION PAPER


(vi) সাবেকী বিরোধিতার বর্গক্ষেত্র অনুসারে যদি ‘A’ বচন মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত ‘E’ বচনের সত্যমূল্য হবে—
(a) সত্য (b) মিথ্যা (c) সংশয়াত্মক (d) অনিশ্চিত।

উত্তরঃ (d) অনিশ্চিত।

(vii) একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট বিশেষ সদর্থক এবং বিশেষ নঞর্থক বচনের মধ্যে বিরোধিতার সম্বন্ধ হল—
(a) বিপরীত বিরোধিতা
(b) বিরুদ্ধ বিরোধিতা
(c) অসম বিরোধিতা
(d) অধীন বিপরীত বিরোধিতা।

উত্তরঃ (d) অধীন বিপরীত বিরোধিতা।

(viii) নিরপেক্ষ ন্যায়ের ____ সংস্থানে, হেতু পদ সর্বদাই উভয় আশ্রয়বাক্যের বিষেয় স্থানে থাকে।
(a) প্রথম (b) দ্বিতীয় (c) তৃতীয় (d) চতুর্থ।

উত্তরঃ (b) দ্বিতীয়

(ix) “কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের সিদ্ধান্তে সাধ্য পদ ব্যাপ্য হলে তাকে অবশ্যই সাধ্য আশ্রয়বাক্যে ব্যাপ্য হতেই হবে।” – এই নিয়মটি লঙ্ঘন করতে যে দোষ হয় তা হল—
(a) অবৈধ পক্ষ দোষ
(b) অব্যাপ্য পক্ষ দোষ
(c) অবৈধ সাধ্য দোষ
(d) অব্যাপ্য সাধ্য দোষ

উত্তরঃ (c) অবৈধ সাধ্য দোষ

(x) মিশ্র প্রাকল্পিক ন্যায়ে দ্বিতীয় আশ্রয়বাক্যটি হল একটি—
(a) নিরপেক্ষ বচন (b) প্রাকল্পিক বচন
(c) বৈকল্পিক বচন (d) কোনোটিই নয়৷

উত্তরঃ (a) নিরপেক্ষ বচন

(xi) বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের (অবিসংবাদী) একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে স্বীকার করলে যে যুক্তির আকারটি হয়, তা হল—
(a) H.S. (b) M.T. (c) M.P. (d) D.S.

উত্তরঃ (d) D.S.

(xii) “কোনো কোনো অ-S নয় P ।’- বচনটির বুলীয় ভাষ্য হল—
(a) SP = O  (b) S̅P̅ ≠ 0  (c) SP̅ ≠ 0  (d) SP ≠ 0

উত্তরঃ b) S̅P̅ ≠ 0

(xiii) ‘S’-অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর ভেনচিত্রটি হলো—

উত্তরঃ (b)

(xiv) p = ~p-এই বচনাকারটি—
(a) স্বতঃসত্য (b) স্বতঃমিথ্যা (c) অনিশ্চিত
(d) কোনোটিই নয়

উত্তরঃ (b) স্বতঃমিথ্যা

(xv) কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে—
(a) শুধুমাত্র অঙ্গবচনের উপর
(b) শুধুমাত্র যোজকের উপর
(c) অঙ্গবচন ও যোজকের উপর
(d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (c) অঙ্গবচন ও যোজকের উপর

(xvi) যদি p v q মিথ্যা হয় তবে p ≡ q -এর সত্যমূল্য হবে—
(a) অনিশ্চিত (b) মিথ্যা (c) সত্য (d) স্ব-বিরোধী।

উত্তরঃ (c) সত্য

(xvii) আরোহ অনুমানে সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হলো—
(a) সামান্য বিশ্লেষক (b) সামান্য সংশ্লেষক
(c) বিশেষ সংশ্লেষক (d) বিশেষ বিশ্লেষক।

উত্তরঃ (b) সামান্য সংশ্লেষক

(xviii) আমরা একটি বিশেষ সত্য থেকে আর একটি বিশেষ সত্যে উপনীত হই যে আরোহ অনুমানে তা হল—
(a) বৈজ্ঞানিক আরোহ অনুমান
(b) উপমা যুক্তি
(c) অবৈজ্ঞানিক আরোহ অনুমান
(d) এদের কোনোটিই নয়।

উত্তরঃ (c) অবৈজ্ঞানিক আরোহ অনুমান

(xix) অপসারণ, সংজ্ঞা প্রদান ইত্যাদি হল ____ আরোহ অনুমানের অনুসৃত প্ৰক্ৰিয়া ৷
(a) বৈজ্ঞানিক (b) সাদৃশ্যমূলক (c) লৌকিক
(d) গাণিতিক।

উত্তরঃ (c) লৌকিক

(xx) বহুকারণবাদকে সমর্থন করেন—
(a) অ্যারিস্টটল (b) কান্ট (c) কোপি (d) বেইন।

উত্তরঃ (d) বেইন।

(xxi) ‘ক’ হল ‘খ’-এর পর্যাপ্ত শর্ত – এ কথার অর্থ হল—
(a) যদি ‘ক’ ঘটে তবে ‘খ’ ঘটে
(b) যদি ‘খ’ ঘটে তবে ‘ক’ ঘটে
(c) যদি ‘ক’ না ঘটে তবে ‘খ’ ঘটে না
(d) যদি ‘খ’ না ঘটে তবে ‘ক’ ঘটে।

উত্তরঃ (a) যদি ‘ক’ ঘটে তবে ‘খ’ ঘটে

(xxii) কারণ হল—
(a) সংশয়াত্মক ঘটনার সমষ্টি
(b) শর্তের সমষ্টি
(c) অনিবার্য ঘটনার সমষ্টি
(d) আপতিক ঘটনার সমষ্টি।

উত্তরঃ (b) শর্তের সমষ্টি

(xxiii) ____ পদ্ধতির অযথার্থ প্রয়োগ থেকে কাকতালীয় দোষ দেখা দেয়।
(a) অন্বয়ী (b) ব্যতিরেকী
(c) অন্বয়ী-ব্যতিরেকী (d) সহপরিবর্তন।

উত্তরঃ (b) ব্যতিরেকী

(xxiv) মিলের ____ পদ্ধতিতে কারণকে মূলতঃ পরিমাণগত দিক থেকে বিবেচনা করা হয়।
(a) অন্বয়ী (b) সহপরিবর্তন (c) ব্যতিরেকী
(d) কোনোটিই নয়

উত্তরঃ (b) সহপরিবর্তন

(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী)

2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :1×16=16

(i) যুক্তির বৈধতা বলতে কী বোঝো ?

উত্তরঃ যুক্তির বৈধতা বলতে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তের অনিবার্যভাবে নিঃসৃত হওয়াকে বােঝায়। বৈধ যুক্তিতে যুক্তিপদ্ধতির নিয়মগুলিকে যথাযথভাবে অনুসরণ করা হয় এবং বৈধ যুক্তির আশ্রয়বক্য সত্য হলে সিদ্ধান্ত কখনোই মিথ্যা হতে পারে না।

অথবা,

কোনো অবৈধ যুক্তির সিদ্ধান্ত কী সত্য হতে পারে ?

উত্তরঃ হ্যাঁ, কোনো অবৈধ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে।

(ii) বচনের বিরোধিতা বলতে কী বোঝো ?

উত্তরঃ একই উদ্দেশ্য– বিধেয়যুক্ত দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ কিংবা পরিমাণ অথবা গুণ ও পরিমাণ উভয় ক্ষেত্রেই প্রভেদ থাকে, তাহলে বচন দুটির পারস্পরিক সম্বন্ধকে বচনের বিরােধিতা বলা হয় ।

(iii) বিরুদ্ধ বিরোধিতার মূল শর্ত দুটি উল্লেখ করো।

উত্তরঃ বিরুদ্ধ বিরোধিতার মূল লক্ষ্য গুলি হল – (১) বচন দুটির উদ্দেশ্য ও বিধেয় এক হবে (২) বচন দুটির গুন্ ও পরিমান -এর পার্থক্য থাকবে।

অথবা,

যদি ‘A’ বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচনের সত্যমূল্য কী হবে ?

উত্তরঃ ‘A’ বচনের বিরুদ্ধ বচন হল ‘O’ বচন।
‘O’ বচনের অসম বিরোধী বচন হল—‘E’ বচন।
‘A’ বচন সত্য (T) হলে, ‘E’ বচন মিথ্যা (F) হবে।

(iv) বিবর্তন কাকে বলে ?

উত্তরঃ যে অমাধ্যম অনুমানে প্রদত্ত আশ্রয়বাক্যের গুণ পরিবর্তন করে, কিন্তু অর্থ অপরিবর্তিত রেখে সিদ্ধান্তটি গঠিত হয় তাকে বিবর্তন বলে।

অথবা,

‘O’ বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কী হবে ?

উত্তরঃ I বচন হবে।

(v) মিশ্র প্রাকল্পিক ন্যায়ের ‘অস্বীকার’ সংক্রান্ত নিয়মটি উল্লেখ করো।

উত্তরঃ প্রাকল্পিক বচনের অনুগকে নিরপেক্ষ হেতুবাক্যে অস্বীকার করার পর সিদ্ধান্তে পূর্বগকে অস্বীকার করতে হয়।

অথবা,

ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের (M.T.) একটি উদাহরণ দাও ।

উত্তরঃ যদি রাম আসে তাহলে আমি যাব। (প্রাকল্পিক বচন) —

আমি যাব না। –(নিরপেক্ষ বচন)
∴ রাম আসেনি। –(নিরপেক্ষ বচন)

(vi) বৈকল্পিক বচনে কমপক্ষে কয়টি বিকল্প থাকে ?

উত্তরঃ বৈকল্পিক বচনে কমপক্ষে ২টি বিকল্প থাকে।

(vii) ‘O’ বচনের বুলীয় ভাষা কী ?

উত্তরঃ SP̅ ≠ O

(viii) ভেনচিত্রে দুটি পরস্পরছেদী বৃত্ত কয়টি শ্রেণিকে নির্দেশ করে ?

উত্তরঃ ভেনচিত্রে দুটি পরস্পরছেদী বৃত্ত ৩টি শ্রেণিকে নির্দেশ করে।

অথবা,

ভেনচিত্রে প্রকাশ করো :
সাংবাদিকরা উপস্থিত।

উত্তরঃ L.F → (I) কোন কোন সাংবাদিক হয় উপস্থিত। কোন কোন S হয় P → SP ≠ O

(ix) ‘PvQ’ বচনটির সত্য সারণী অঙ্কন করো।

উত্তরঃ

অথবা,

যদি ‘P⊃O’ মিথ্যা হয় তাহলে ‘Q’-র সত্যমূল্য কী হবে ?

উত্তরঃ যদি ‘P⊃Q’ মিথ্যা হয় তাহলে ‘Q’-র সত্যমূল্য মিথ্যা হবে।

(x) একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন মিথ্যা হয় ?

উত্তরঃ দ্বি- প্রাকল্পিক বচনের অন্তর্গত একটি অঙ্গ বাক্য সত্য এবং অন্যটি মিথ্যা হলে দ্বি- প্রাকল্পিক বচন মিথ্যা হয়।

(xi) উপমা যুক্তির ভিত্তি কী ?

উত্তরঃ উপমা যুক্তির ভিত্তি হলো প্রাসঙ্গিক সাদৃশ্য।

অথবা,

(xii) উত্তম উপমা যুক্তির একটি উদাহরণ দাও। ‘আরোহ সংক্রান্ত লাফ’ বলতে কী বোঝো ?

উত্তরঃ রাম ও যদু উভয়ের রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে । রাম কুইনাইন খেয়ে সুস্থ হয়েছে।
∴ যদুও কুইনাইন খেয়ে ভালো হবে।

(xiii) প্রকৃতির একরূপতা নীতি কী দাবী করে ?

উত্তরঃ এই নীতি দাবি করে যে প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে। অর্থাৎ প্রকৃতিতে যে অবস্থায় যে ঘটনা ঘটে, সেই অবস্থা বর্তমানে থাকলে সবসময় উক্ত ঘটনা একইভাবে ঘটবে।

(xiv) মিল প্রদত্ত কারণের সংজ্ঞাটি উল্লেখ করো।

উত্তরঃ আলোচ্য ঘটনার দুই বা ততোধিক দৃষ্টান্তে যদি একটি মাত্র ঘটনা সাধারণভাবে উপস্থিত থাকে এবং এই সাধারণ ঘটনার সম্বন্ধে যদি দৃষ্টান্ত গুলির মধ্যে মিল থাকে তাহলে সেই সাধারণ ঘটনাটি হবে আলোচ্য ঘটনার কারণ বা কার্য বা কারণের অপরিহার্য অংশ।

(xv) পর্যাপ্ত শর্ত বলতে কী বোঝো ?

উত্তরঃ যে শর্ত উপস্থিত থাকলে কার্য ঘটে ও অনুপস্থিত থাকলেও কার্য ঘটতে পারে, তাকে পর্যাপ্ত শর্ত বলে।

অথবা,

আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত হিসাবে কারণের একটি দৃষ্টান্ত দাও।

উত্তরঃ ‘ভিজে কাঠে অগ্নিসংযােগ’ ধূম উৎপাদনের আবশ্যিক- পর্যাপ্ত শর্ত।

(xvi) বহুকারণবাদের সমস্যা দূর করার একটি উপায় উল্লেখ করো।

উত্তরঃ কারণকে বিশেষভাবে এবং কার্যকে সাধারণভাবে গ্রহণ করলে বহুকারণবাদের সৃষ্টি হয়। কিন্তু কারণকে বিশেষভাবে গ্রহণ করলে কার্যকেও বিশেষভাবে গ্রহণ করতে হবে। তাহলে বহুকারণবাদের সমস্যা দূর করা সম্ভব হবে।

(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী )

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8×5=40

(a) নিরপেক্ষ বচন বলতে কি বোঝো ? একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায় ? পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলো উল্লেখ করো।

অথবা,

নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো :
(i) শতকরা ৮০ ভাগ ভারতবাসী সৎ।
(ii) টিনের তৈরী এমন কিছু নেই যা সস্তা নয়।
(iii) সৈন্যরা বিশ্বাসঘাতক নয়।
(iv) কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে।

(b) আবর্তনের সংজ্ঞা দাও। সরল ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য করো। A, E, I, O বচনের আবর্তনের দৃষ্টান্ত দাও।

অথবা,

নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো :
(i) জড়বাদী হলেই চার্বাক হয় না।
(ii) কেবলমাত্র সত্যবাদীরাই সৎ ।
(iii) সাধারণতঃ প্রতিবেশীরা সহানুভূতিশীল।
(iv) বৃত্ত চতুর্ভুজ নয় ।

(c) নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো :
(i) কোনো মাছ পাখী নয় কারণ মাছেরা সরীসৃপ নয় এবং কোনো সরীসৃপ পাখী নয়৷
(ii) কোনো প্রাণী, দেবতা নয় কিন্তু কিছু মানুষ দেবতার মতো সুতরাং, কিছু মানুষ দেবতা নয়।

অথবা,

নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টীকা লেখো :
(i) অব্যাপ্য হেতু দোষ
(ii) সংক্ষিপ্ত ন্যায়।

(d) মিলের অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো :
সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা (২টি), অসুবিধা (২টি)।

অথবা,

যখনই আইসক্রিম খাই তখনই গলায় ব্যথা হয়, সুতরাং আইসক্রিম খাওয়াই গলায় ব্যথার কারণ। – এখানে মিলের কোন্ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে ? পদ্ধতিটি ব্যাখ্যা করো।

চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা (২টি), অসুবিধা (২টি)।

(e) নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো ও কোনো দোষ থাকলে বিচার করো :
(i) ছাত্রটি পরীক্ষার দিনে অসুস্থ হয়ে পড়ে এবং পরীক্ষায় অকৃতকার্য হয়। সুতরাং পরীক্ষার দিন অসুস্থ হয়ে পড়াই ছাত্রটির অকৃতকার্যতার কারণ।
(ii) পেঁচার ডাক অবশ্যই অশুভ, কেননা অগ্নিকাণ্ডের আগের দিন রাতে সকলে পেঁচার ডাক শুনেছিল।

অথবা,

নিম্নলিখিতগুলির উপর সংক্ষিপ্ত টীকা লেখো :
(i) মন্দ উপমা যুক্তি।
(ii) সহকার্যকে কারণ হিসাবে গণ্য করা জনিত দোষ ।

H.S PHILOSOPHY QUESTION PAPER
2015 2016 2017 2018 2019
2020 NoEx 2022 2023 2024

This Post Has 2 Comments

  1. Madhab Das

    I shall be obligated to you if you kindly allow answers of logic question

  2. Sudhamay Dhibar

    Thanks Apko. Mera bahat accha laga answers pa ke . aph bahat accha ho ji. ❤️🙏🙏🙏🙏❤️🙏🙏

Leave a Reply