WBCHSE HS Pol Science MCQ Mock Test Set-7 | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান মক্ টেস্ট-৭

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HS Political Science Online Mock Test, Set-7 Prosnodekho.com



HS Political Science Annual Exam Preparation Online Mock Test. প্রিয় ছাত্র-ছাত্রী, আজকের বিষয় দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন পত্রে মোট ২৪টি প্রশ্ন থাকে, সবকটি প্রশ্নেরই উত্তর দিতে হয়। ছাত্রছাত্রীদের সুবিধার্থে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য প্রশ্ন দেওয়া হল।

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে লেখ: 1×24=24

Q ➤ (i) ‘ঠাণ্ডা লড়াই’ শব্দটি প্রথম প্রয়োগ করেন – (a) বার্নার্ড বারুচ (b) ট্রুম্যান (c) চার্চিল (d) গর্বাচেভ।


Q ➤ (ii) বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল- (a) 1945 সালে (b) 1950 সালে (c) 1955 সালে (d) 1960 সালে।


Q ➤ (iii) তেহেরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল (a) 1999 সালে (b) 2007 সালে (c) 2009 সালে (d) 2012 সালে।


Q ➤ (iv) ‘সার্ক’-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল – (a) ঢাকায় (b) কলম্বোতে (c)দিল্লিতে (d) ইসলামাবাদে।


Q ➤ (v) বিদেশ নীতির একটি কৌশল হল- (a) বাণিজ্যনীতি (b) কূটনীতি (c) অভ্যন্তরীণ নীতি (d) জাতীয় ঐতিহ্য।


Q ➤ (vi) জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হল – (a) হস্তক্ষেপ (b) হস্তক্ষেপ না করা (c) আগ্রাসন (d) সামাজিক বিভেদ সৃষ্টি।


Q ➤ (vii) নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল- (a) 10 (b) 15 (c) 20 (d) 251


Q ➤ (viii) সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হল – (a) সাধারণ সভা (b) নিরাপত্তা পরিষদ (c) অছি পরিষদ (d) কোনোটিই নয়।


Q ➤ (ix) UNO-এর ‘মানবাধিকার’ সংক্রান্ত ঘোষণাটি হয়- (a) 1948 সালের 10 ডিসেম্বর (b) 1949 সালের 10 জানুয়ারি (c) 1950 সালের 10 ডিসেম্বর (d) 1952 সালের 10 জানুয়ারি।


Q ➤ (x) জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ হল- (a) 4 বছর (b) 5 বছর (c) 6 বছর (d) ৪ বছর।


Q ➤ (xi) ‘দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা বলেছেন- (a) লর্ড কার্জন (b) লর্ড অ্যাক্টন (c) অ্যারিস্টটল (d) গেটেল।


Q ➤ (xii) মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের নাম – (a) লোকসভা (b) লর্ড সভা (c) জনপ্রতিনিধি সভা (d) সেনেট।


Q ➤ (xiii) ‘উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর’- বলেছেন- (a) ফাইনার (b) ল্যাস্কি (c) হেগেল (d) আবেসি’য়ে।


Q ➤ (xiv) আইন সভার জননী বলা হয়- (a) ব্রিটিশ পার্লামেন্টকে (b) ভারতের পার্লামেন্টকে (c) মনি কংগ্রেসকে (d) ফরাসি পার্লামেন্টকে।


Q ➤ (xv) দ্বি- কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম হল- (a) মার্কিন যুক্তরাষ্ট্র (b) বাংলাদেশ (c) চিন (d) বলুগেরিয়া।


Q ➤ (xvi) আমলাতন্ত্রের প্রধান কাজ- (a) সরকারের নীতি সমূহের রূপায়ণ (b) আইন প্রণয়ন (c) সংবিধানের ব্যাখ্যা (d) এদের সবকটি।


Q ➤ (xvii) কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে- (a) পার্লামেন্টের কাছে (b) লোকসভার কাছে (c) রাজ্যসভার কাছে (d) সুপ্রিম কোর্টের কাছে।


Q ➤ (xviii) ভারতের স্থল, নৌ ও বিমানবাহিনীর সর্বাধিনায়ক হলেন- (a) রাষ্ট্রপতি (b) রাজ্যপাল (c) প্রধানমন্ত্রী (d) মুখ্যমন্ত্রী।


Q ➤ (xix) ভারতের লোকসভায় সর্বাধিক নির্বাচিত সদস্য সংখ্যা হল- (a) 545 (b) 550 (c) 552 (d) 555।


Q ➤ (xx) রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক বয়সসীমা হল – (a) 4 বছর (b) 5 বছর (c) 6 বছর (d) 7 বছর।


Q ➤ (xxi) পঞ্চায়েত সমিতি হল পঞ্চায়েত রাজ ব্যবস্থার – স্তর (a) প্রথম (b) দ্বিতীয় (c) তৃতীয় (d) চতুর্থ।


Q ➤ (xxii) জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন – (a) BDO (b) SDO (c) DM (d) সভাধিপতি।


Q ➤ (xxiii) পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় – (a) সভাপতি (b) মন্ত্রী (c) কাউন্সিলর (d) ম্যাজিস্ট্রেট।


Q ➤ (xxiv) পশ্চিমবঙ্গের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় – (a) 1973 সালে (b) 1975 সালে (c) 1978 সালে (d) 1980 সালে।



Leave a Reply