HS Political Science Online Mock Test, Set-7 Prosnodekho.com
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে লেখ: 1×24=24
Q ➤ (i) ‘ঠাণ্ডা লড়াই’ শব্দটি প্রথম প্রয়োগ করেন – (a) বার্নার্ড বারুচ (b) ট্রুম্যান (c) চার্চিল (d) গর্বাচেভ।
Q ➤ (ii) বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল- (a) 1945 সালে (b) 1950 সালে (c) 1955 সালে (d) 1960 সালে।
Q ➤ (iii) তেহেরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল (a) 1999 সালে (b) 2007 সালে (c) 2009 সালে (d) 2012 সালে।
Q ➤ (iv) ‘সার্ক’-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল – (a) ঢাকায় (b) কলম্বোতে (c)দিল্লিতে (d) ইসলামাবাদে।
Q ➤ (v) বিদেশ নীতির একটি কৌশল হল- (a) বাণিজ্যনীতি (b) কূটনীতি (c) অভ্যন্তরীণ নীতি (d) জাতীয় ঐতিহ্য।
Q ➤ (vi) জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হল – (a) হস্তক্ষেপ (b) হস্তক্ষেপ না করা (c) আগ্রাসন (d) সামাজিক বিভেদ সৃষ্টি।
Q ➤ (vii) নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল- (a) 10 (b) 15 (c) 20 (d) 251
Q ➤ (viii) সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হল – (a) সাধারণ সভা (b) নিরাপত্তা পরিষদ (c) অছি পরিষদ (d) কোনোটিই নয়।
Q ➤ (ix) UNO-এর ‘মানবাধিকার’ সংক্রান্ত ঘোষণাটি হয়- (a) 1948 সালের 10 ডিসেম্বর (b) 1949 সালের 10 জানুয়ারি (c) 1950 সালের 10 ডিসেম্বর (d) 1952 সালের 10 জানুয়ারি।
Q ➤ (x) জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ হল- (a) 4 বছর (b) 5 বছর (c) 6 বছর (d) ৪ বছর।
Q ➤ (xi) ‘দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা বলেছেন- (a) লর্ড কার্জন (b) লর্ড অ্যাক্টন (c) অ্যারিস্টটল (d) গেটেল।
Q ➤ (xii) মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের নাম – (a) লোকসভা (b) লর্ড সভা (c) জনপ্রতিনিধি সভা (d) সেনেট।
Q ➤ (xiii) ‘উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর’- বলেছেন- (a) ফাইনার (b) ল্যাস্কি (c) হেগেল (d) আবেসি’য়ে।
Q ➤ (xiv) আইন সভার জননী বলা হয়- (a) ব্রিটিশ পার্লামেন্টকে (b) ভারতের পার্লামেন্টকে (c) মনি কংগ্রেসকে (d) ফরাসি পার্লামেন্টকে।
Q ➤ (xv) দ্বি- কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম হল- (a) মার্কিন যুক্তরাষ্ট্র (b) বাংলাদেশ (c) চিন (d) বলুগেরিয়া।
Q ➤ (xvi) আমলাতন্ত্রের প্রধান কাজ- (a) সরকারের নীতি সমূহের রূপায়ণ (b) আইন প্রণয়ন (c) সংবিধানের ব্যাখ্যা (d) এদের সবকটি।
Q ➤ (xvii) কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে- (a) পার্লামেন্টের কাছে (b) লোকসভার কাছে (c) রাজ্যসভার কাছে (d) সুপ্রিম কোর্টের কাছে।
Q ➤ (xviii) ভারতের স্থল, নৌ ও বিমানবাহিনীর সর্বাধিনায়ক হলেন- (a) রাষ্ট্রপতি (b) রাজ্যপাল (c) প্রধানমন্ত্রী (d) মুখ্যমন্ত্রী।
Q ➤ (xix) ভারতের লোকসভায় সর্বাধিক নির্বাচিত সদস্য সংখ্যা হল- (a) 545 (b) 550 (c) 552 (d) 555।
Q ➤ (xx) রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক বয়সসীমা হল – (a) 4 বছর (b) 5 বছর (c) 6 বছর (d) 7 বছর।
Q ➤ (xxi) পঞ্চায়েত সমিতি হল পঞ্চায়েত রাজ ব্যবস্থার – স্তর (a) প্রথম (b) দ্বিতীয় (c) তৃতীয় (d) চতুর্থ।
Q ➤ (xxii) জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন – (a) BDO (b) SDO (c) DM (d) সভাধিপতি।
Q ➤ (xxiii) পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় – (a) সভাপতি (b) মন্ত্রী (c) কাউন্সিলর (d) ম্যাজিস্ট্রেট।
Q ➤ (xxiv) পশ্চিমবঙ্গের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় – (a) 1973 সালে (b) 1975 সালে (c) 1978 সালে (d) 1980 সালে।