WBCHSE HS Pol Science MCQ Mock Test Set-8 | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান মক্ টেস্ট-৮

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HS Political Science Online Mock Test, Set-8 Prosnodekho.com



HS Political Science Annual Exam Preparation Online Mock Test. প্রিয় ছাত্র-ছাত্রী, আজকের বিষয় দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন পত্রে মোট ২৪টি প্রশ্ন থাকে, সবকটি প্রশ্নেরই উত্তর দিতে হয়। ছাত্রছাত্রীদের সুবিধার্থে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য প্রশ্ন দেওয়া হল।

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে লেখ: 1×24=24

Q ➤ (i) মার্শাল পরিকল্পনা কার্যকরী হয়- (a) 1945 খ্রিস্টাব্দে (b) 1947 খ্রিস্টাব্দে (c) 1949 খ্রিস্টাব্দে (d) 1951 খ্রিস্টাব্দে।


Q ➤ (ii) ঠাণ্ডা লড়াই (Cold war) শব্দটি প্রথম ব্যবহার করেন – (a) বার্নার্ড বারুচ (b) জোসেফ ফ্রাঙ্কেল (c) বার্নেট (d) ফ্রিডম্যান।


Q ➤ (iii) ন্যাটো (NATO) গঠিত হয় – (a) 1943, 4th April (b) 1944, 4th April (c) 1945, 4th April (d) 1949, 4th April


Q ➤ (iv) সার্কের (SAARC) সদর দপ্তর কোথায় অবস্থিত ? (a) দিল্লি (b) ঢাকা (c) কাঠমাণ্ডু (d) ইসলামাবাদ।


Q ➤ (v) ভারত-পাকিস্তান সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় – (a) 1972 খ্রিস্টাব্দ (b) 1975 খ্রিস্টাব্দ (c) 1980 খ্রিস্টাব্দ (d) 1983 খ্রিস্টাব্দ।


Q ➤ (vi) The Limits of Foreign Policy গ্রন্থের লেখক হলেন- (a) জোসেফ ফ্রাঙ্কেল (b) চার্লস বার্টন মার্শাল (c) মরগেনথার্ড (d) ইভান লুয়ার্ড।


Q ➤ (vii) সম্মিলিত জাতিপুঞ্জ (UNO) প্রতিষ্ঠিত হয় – (a) 1944, 24th October (b) 1945, 24th October (c) 1948, 24th October (d) 1950, 24th October।


Q ➤ (viii) জাতিপুঞ্জের সনদে কতগুলি অধ্যায় আছে ? – (a)‌ 10টি (b) 12টি (c) 15টি (d) 19টি।


Q ➤ (ix) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হল – (a) 5 (b) 10 (c) 15 (d) 20।


Q ➤ (x) ‘ওয়াশিংটন ঘোষণা’ স্বাক্ষরিত হয় – (a) 1941 খ্রিস্টাব্দে (b) 1942 খ্রিস্টাব্দে (c) 1943 খ্রিস্টাব্দে (d) 1921-1922 খ্রিস্টাব্দে।


Q ➤ (xi) কেন্দ্রীয় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে- এর কাছে।- (a) পার্লামেন্ট (b) লোকসভা (c) রাজ্যসভা (d) সুপ্রিম কোর্ট।


Q ➤ (xii) ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন- (a) ডঃ রাজেন্দ্রপ্রসাদ (b) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান (c) ডঃ জাকির হোসেন (d) শ্রীজগদীপ ধনকড়।


Q ➤ (xiii) ভারতের পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন – (a) প্রধানমন্ত্রী (b) রাষ্ট্রপতি (c) উপরাষ্ট্রপতি (d) লোকসভার স্পিকার।


Q ➤ (xiv) অর্থবিল (Money Bill) প্রথম উত্থাপিত হয় – (a) লোকসভায় (b) রাজ্যসভায় (c) বিধান পরিষদে (d) পার্লামেন্টে।


Q ➤ (xv) হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল- (a) 62 বছর (b) 65 বছর (c) 60 বছর (d) 69 বছর।


Q ➤ (xvi) সুপ্রিম কোর্টের আছে- (a) মূল এলাকা (b) আপিল এলাকা (c) পরামর্শদান এলাকা (d) মূল, আপিল, পরামর্শদান ও লেখ জারির এলাকা।


Q ➤ (xvii) কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে ? (a) 32নং (b) 51নং (c) 226নং (d) 326নং ধারা বলে।


Q ➤ (xviii) বিচারবিভাগীয় (Judicial Review) পর্যালোচনার অধিকার আছে – (a) হাইকোর্টের (b) সুপ্রিম কোর্টের (c)সামরিক আদালতের (d) ক্রেতা আদালতের।


Q ➤ (xix) ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়- (a) 1985 খ্রিস্টাব্দ (b) 1986 খ্রিস্টাব্দ (c) 1987 খ্রিস্টাব্দ (d) 1988 খ্রিস্টাব্দ।


Q ➤ (xx) লোক আদালত প্রতিষ্ঠিত হয়েছিল – (a) 1985 খ্রিস্টাব্দে (b) 1986 খ্রিস্টাব্দে (c) 1984 খ্রিস্টাব্দে (d) 1988 খ্রিস্টাব্দে।


Q ➤ (xxi) তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে- (a) 1992 খ্রিস্টাব্দ (b) 1993 খ্রিস্টাব্দ (c) 1994 খ্রিস্টাব্দ (d) 1995 খ্রিস্টাব্দ।


Q ➤ (xxii) প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ – (a) 5 বছর (b) 6 বছর (c) 7 বছর (d) ৪ বছর।


Q ➤ (xxiii) প্রতিটি গ্রাম পঞ্চায়েত ______ জন সদস্য নিয়ে গঠিত। – (a)‌ 5-30 জন (b) 5-10 জন (c) 10-30 জন (d) 10-20 জন।


Q ➤ (xxⅳ) ছোটো শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয়- (a) গ্রাম পঞ্চায়েতের দ্বারা (b) পৌরসভার দ্বারা (c) রাজ্য সরকার দ্বারা (d) বরো কমিটির দ্বারা।



Leave a Reply