WBCHSE HS Pol Science MCQ Mock Test Set-9 | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান মক্ টেস্ট-৯

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HS Political Science Online Mock Test, Set-9 Prosnodekho.com



HS Political Science Annual Exam Preparation Online Mock Test. প্রিয় ছাত্র-ছাত্রী, আজকের বিষয় দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের MCQ Mock Test. পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে সাহায্য করে। রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন পত্রে মোট ২৪টি প্রশ্ন থাকে, সবকটি প্রশ্নেরই উত্তর দিতে হয়। ছাত্রছাত্রীদের সুবিধার্থে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের Online MCQ Mock Test-এর জন্য প্রশ্ন দেওয়া হল।

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে লেখ: 1×24=24

Q ➤ (i) ‘SALT-II’ চুক্তি কোন্ বছর স্বাক্ষরিত হয়েছিল ?- (a) 1968 (b) 1979 (c) 1986 (d) 1990


Q ➤ (ii) কোন বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল ?- (a) 1918 (b) 1928 (c) 1945 (d) 1947


Q ➤ (iii) ঠাণ্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন ? (a) বার্নার্ড বারুচ (b) ট্রুম্যান (c) চার্চিল (d) গর্ভাচেভ


Q ➤ (iv) ‘The Making of foreign policy’ গ্রন্থটি কার লেখা ?- (a) রবীন্দ্রনাথ ঠাকুর (b) মরগেন থাও (c) জোসেফ ফ্র্যাঙ্কেল (d) ইভান লুয়ার্ড।


Q ➤ (v) কোন বছর ‘CTBT’ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ? – (a) 1988 (b) 1992 (c) 1996 (d) 2001


Q ➤ (vi) SAARC-এর নবীনতম সদস্য রাষ্ট্রটি হল- (a) বাংলাদেশ (b) মালদ্বীপ (c ) আফগানিস্তান (d) নেপাল।


Q ➤ (vii) ‘League of Nation’ প্রতিষ্ঠিত হয়-(a) 1919 (b) 1920 (c) 1921 (d) 1918


Q ➤ (viii) নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল- (a) 10 (b) 15 (c) 20 (d) 25


Q ➤ (ix) সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। (a) 1944 (b) 1945 (c) 1948 (d) 2000


Q ➤ (x) আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হল- (a) 9 জন (b) 10 জন (c) 15 জন (d) 16 জন


Q ➤ (xi) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা কে ? – (a) মস্তেস্কু (b) ব্লাকস্টোন (c) বার্কার (d) ডাইসি।


Q ➤ (xii) একক পরিচালকের একটি উদাহরণ হল- (a) মার্কিন রাষ্ট্রপতি (b) ভারতের রাষ্ট্রপতি (c) সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় সরকার (d) ব্রিটেনের রাজা বা রানী।


Q ➤ (xiii) উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসকের উদাহরণ হল- (a) ভারতের রাষ্ট্রপতি (b) ব্রিটেনের রাজা বা রানী (c) মার্কিন রাষ্ট্রপতি (d) ব্রিটেনের প্রধানমন্ত্রী।


Q ➤ (xiv) দ্বি-কক্ষ বিশিষ্ট আইন বিভাগের সমার্থক হলেন- (a) ল্যাস্কি (b) বেন্থাম (c) লর্ড ব্রাইস (d) ফ্র্যাঙ্কলিং


Q ➤ (xv) পশ্চিমবঙ্গের আইনসভা- (a) এক-কক্ষ বিশিষ্ট (b) দ্বি-কক্ষ বিশিষ্ট (c) বহুকক্ষ বিশিষ্ট (d) কোনোটাই নয়।


Q ➤ (xvi) সরকারের তৃতীয় অঙ্গ বলা হয়- (a) আইন বিভাগকে (b) বিচার বিভাগকে (c) শাসন বিভাগকে (d) সংবাদমাধ্যমকে


Q ➤ (xvii) ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের নাম- (a) লোকসভা (b) রাজ্যসভা (c) বিধানসভা (d) বিধান পরিষদ।


Q ➤ (xviii) রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা – (a) 530 (b) 250 (c) 130 (d) 245


Q ➤ (xix) ‘সোনার খাঁচায় আবদ্ধ পাখি হলেন রাজ্যপাল।’ বলেছেন- (a) সরোজিনী নাইডু (b) রাজা রামমোহন রায় (c) রবীন্দ্রনাথ ঠাকুর (d) মহাত্মা গান্ধী।


Q ➤ (xx) আমলাতন্ত্র হল _______ শাসন। (a) স্থায়ী (b) অস্থায়ী (c) একক (d) বহু।


Q ➤ (xxi) পশ্চিমবঙ্গে সর্বপ্রথম পঞ্চায়েত আইন প্রণীত হয়- (a) 1952 (b) 1954 (c) 1953 (d) 1957


Q ➤ (xxii) গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস সংখ্যা হল- (a) 15 (b) 10 (c) 30 (d) 35


Q ➤ (xxiii) পৌরসভার সদস্য হতে গেলে প্রার্থীকে ন্যূনতম কত বছর বয়স্ক হতে হবে- (a) 18 (b) 20 (c) 19 (d) 21


Q ➤ (xxiv) বড় শহরের পৌর প্রতিষ্ঠানকে বলা হয়- (a) পৌরসভা (b) কর্পোরেশন (c) পৌর পরিষদ (d) কোনোটিই নয়।



Leave a Reply