WBCHSE HS Sanskrit Online MCQ Test-8 | উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণি সংস্কৃত অনলাইন মক্ টেস্ট-৮
গদ্যাংশ (i-iv)
পদ্যাংশ (v-viii)
নাট্যাংশ (ix-xii)
সাহিত্যের ইতিহাস (xiii-xv)
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1×15=15
Q ➤ (i) ‘আর্যাবর্তবর্ণনম্’-এর মূল গ্রন্থটি কী ধরনের কাব্য ? (a) গদ্য (b) পদ্য (c) চম্পূ (d) নাটক।
Q ➤ (ii) ‘पदे पदे धनदाः’ धनदाः শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে ? (a) কুবের (b) যক্ষ (c) শিব (d) রাক্ষস।
Q ➤ (iii) অলিপর্বার ভ্রাতার নাম কী ? – (a) কশ্যপ (b) কাশ্যপ (c) কালিদাস (d) বসন্ত।
Q ➤ (iv) ‘বনগতগুহা’র রচয়িতা হলেন- (a) কৃষ্ণ মোদক (b) গোবিন্দ মোদক (c) গোবিন্দকৃষ্ণ মোদক (c) কৃষ্ণগোবিন্দ মোদক।
Q ➤ (v) কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন ?- (a) সঞ্জয় (b) কর্ণ (c) বিদুর (d) অর্জুন।
Q ➤ (vi) ‘কর্মযোগ’ ভগবদগীতার কোন অধ্যায়ে আছে ?- (a) অষ্টাদশ (b) দ্বিতীয় (c) চতুর্থ (d) তৃতীয়।
Q ➤ (vii) ‘গঙ্গাস্তোত্রম্’-এর রচয়িতা- (a) জয়দেব (b) সায়নাচার্য (c) কালিদাস (d) শঙ্করাচার্য।
Q ➤ (viii) গঙ্গার অপর নাম কী ?- (a) জাহ্নবী (b) জানকী (c) জাতকী (d) জাতবেদা।
Q ➤ (ix) কৌমুদীর পিতার নাম- (a) ইন্দ্রবর্মা (b) মকরন্দ (c) বসন্ত (d) ইন্দুশর্মা।
Q ➤ (x) “যথাজ্ঞাপয়তি দেব” – বক্তা কে ? (a) মকরন্দ (b) প্রমোদ (c) ইন্দুশর্মা (d) বসন্ত।
Q ➤ (xi) কুহু’ শব্দের অর্থ কী ? (a) বসন্ত (b) চন্দ্র (c) কোকিল (d) অমাবস্যা।
Q ➤ (xii) রাজার বিবাহের আর কতদিন বাকি ছিল ? (a) দুই (b) তিন (c) চার (d) পাঁচ।
Q ➤ (xiii) ‘অভিজ্ঞানশকুন্তলম্’-এর রচয়িতা- (a) অশ্বঘোষ (b) ভাস (c) শূদ্রক (d) কালিদাস।
Q ➤ (xiv) বিশাখদত্ত রচিত নাটক- (a) মৃচ্ছকটিক (b) মুদ্রারাক্ষস (c) মালবিকাগ্নিমিত্রম্ (d) চারুদত্তম্।
Q ➤ (xv) চিকিৎসাশাস্ত্রের সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থের নাম কী ? (a) চরক সংহিতা (b) সুশ্রুত সংহিতা (c) বৃহৎ সংহিতা (d) ভেল সংহিতা।