HS Sanskrit Online Mock Test, Prosnodekho.com
HS SANSKRIT MCQ TEST – 2
HS SANSKRIT MCQ TEST – 3
HS SANSKRIT MCQ TEST – 4
HS SANSKRIT MCQ TEST – 5
HS SANSKRIT MCQ TEST – 6
HS SANSKRIT MCQ TEST – 7
HS SANSKRIT MCQ TEST – 8
HS SANSKRIT MCQ TEST – 9
HS SANSKRIT MCQ TEST – 10
Part-B / বিভাগ- ‘খ’
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1×15
(i) অলিপর্বার গাধার সংখ্যা ছিল—
(a) 2 (b) 3 (c) 4 (d) 5
উত্তরঃ (b) 3
(ii) চৌর্যশাস্ত্রের রচয়িতা কে ?
(a) গণেশ (b) কার্তিক (c) ব্রহ্মা (d) বিষ্ণু।
উত্তরঃ (b) কার্তিক
(iii) ‘बिंशतिद्वयम’ পদের অর্থ হল— (a) 20 (b) 22 (c) 40 (d) 42
উত্তরঃ (c) 40
(iv) অলিপর্বার নগরে ফিরে গিয়েছিল—
(a) গাধায় চড়ে (b) ঘোড়ায় চড়ে
(c) পায়ে হেঁটে (d) রথে চড়ে।
উত্তরঃ (c) পায়ে হেঁটে।
(v) শংকরাচার্য গঙ্গাস্তোত্রম্ রচনা করেন—
(a) কাশীতে (b) হিমালয়ে (c) বরীশামে
(d) কালাডিতে
উত্তরঃ (a) কাশীতে
(vi) গঙ্গার পুত্রের নাম—
(a) ভগীরথ (b) দশরথ (c) অর্জুন (d) ভীষ্ম
উত্তরঃ (d) ভীষ্ম
(vii) কর্মযোগ-এর কয়টি শ্লোক তোমার পাঠ্য— (a) 9 (b) 10 (c) 11 (d) 12
উত্তরঃ (c) 11
(viii) জ্ঞানেন্দ্রিয়ের অন্তর্গত হলো—
(a) হাত ও পা (b) পা ও চোখ
(c) চোখ ও নাক (d) নাক ও হাত।
উত্তরঃ (c) চোখ ও নাক
নাট্যাংশ
(ix) কৃষ্ণমাচার্যের জন্মস্থল হল—
(a) পূর্বভারত (b) পশ্চিম ভারত
(c) উত্তর ভারত (d) দক্ষিণ ভারত
উত্তরঃ (d) দক্ষিণ ভারত।
(x) বাসস্তিকস্বপ্ন নাটকটি প্রথম প্রকশিত হয়—
(a) 1890 খ্রীঃ (b) 1891খ্রীঃ (c) 1892 খ্রীঃ
(d) 1893 খ্রীঃ
উত্তরঃ (c) 1892 খ্রীঃ
(xi) মূল নাটকের হেলেনা হল—
(a) সৌদামিনী (b) কনকলেখা (c) প্রমোদ (d) কৌমুদী
উত্তরঃ (a) সৌদামিনী।
(xii) ‘দর্শন’ পদটির অর্থ হলো— (a) দেখা (b) দৃশ্য (c) অমাবস্যা (d) পূর্ণিমা
উত্তরঃ (c) অমাবস্যা।
সাহিত্যের ইতিহাস
(xiii) ‘মেঘদূতম’ গ্রন্থটি হলো—
(a) মহাকাব্য (b) চম্পুকাব্য (c) নাট্যশাস্ত্র (d) গীতিকাব্য
উত্তরঃ (d) গীতিকাব্য।
(xiv) চরকসংহিতার ভাষ্য রচনা করেন—
(a) পাণিনি (b) কাত্যায়ন (c) বিশ্বামিত্র
(d) চক্রপাণি
উত্তরঃ (d) চক্রপাণি।
(xv) আর্যভট্ট ছিলেন—
(a) ভূতত্ববিদ (b) জ্যোতির্বিদ (c) নৈয়ায়িক (d) ঐতিহাসিক
উত্তরঃ (b) জ্যোতির্বিদ।