WBCHSE HS Sanskrit Question Paper 2024 with answer | উত্তরসহ উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণির সংস্কৃত প্রশ্নপত্র ২০২৪

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE HS Sanskrit Question Paper 2024 with answer | উত্তরসহ
উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণির সংস্কৃত প্রশ্নপত্র ২০২৪

উচ্চ মাধ্যমিক ২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত সমস্ত বিষয়ের প্রশ্নপত্র Click Here

2024
SANSKRIT
(New Syllabus)
Total Time : 3 hours 15 Minutes
Total Marks : 80

✪ পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।

✪ Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting. Figures in the margin indicate full marks for the questions.

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলির (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে।

(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী)

1. ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: 1×15=15

গদ্যাংশ

(i) ‘गण्डकोत्थानम्’ — কোথায় দেখা যায়?
(a) বৈয়াকরণদের মধ্যে
(b) জ্যোতিষশাস্ত্রে
(c) সাংখ্য দর্শনে
(d) পার্বত্য ও বনময়ভূমিতে

উত্তরঃ (d) পার্বত্য ও বনময়ভূমিতে।

(ii) ‘कुवलयः’ শব্দের দ্বারা প্রতীতি হয়-
(a) স্বর্ণচম্পা
(b) গোলাপ
(c) নীলপদ্ম
(d) লালপদ্ম

উত্তরঃ (c) নীলপদ্ম।

(iii) ‘চীনাংশুক’ কী ?
(a) চীনদেশের অংশ
(b) চীনের প্রাচীর
(c) রেশমের বস্ত্র
(d) একজন রাজা

উত্তরঃ (c) রেশমের বস্ত্র।

(iv) ‘মহার্ঘ’ শব্দটির অর্থ—
(a) অঞ্জলি
(b) বহুমূল্য
(c) মহাপুরুষ
(d) বস্তু

উত্তরঃ (b) বহুমূল্য।

পদ্যাংশ

(v) ‘কর্মযোগ’ শ্রীমদ্ভগবদ্গীতার কোন্ অধ্যায়ে আছে ?
(a) অষ্টাদশ
(b) দ্বিতীয়
(c) চতুর্থ
(d) তৃতীয়

উত্তরঃ (d) তৃতীয়।

(vi) কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন ?
(a) সঞ্জয়কে
(b) বিদুরকে
(c) কর্ণকে
(d) অর্জুনকে

উত্তরঃ (d) অর্জুনকে।

(vii) ‘मुनिवरकन्ये’— এখানে ‘মুনিবর’ কে?
(a) জহ্নু
(b) কশ্যপ
(c) বিশ্বামিত্র
(d) নারদ

উত্তরঃ (a) জহ্নু।

(viii) ‘गंगास्तोत्रम्’-এর রচয়িতা—
(a) জয়দেব
(b) সায়ণাচার্য
(c) কালিদাস
(d) শঙ্করাচার্য

উত্তরঃ (d) শঙ্করাচার্য।

নাট্যাংশ

(ix) ‘कुहूः’শব্দের অর্থ কি ?
(a) রাত্রি
(b) জ্যোৎস্না
(c) অমাবস্যা
(d) পূর্ণিমা।

উত্তরঃ (c) অমাবস্যা।

(x) ‘कथय वासु’– ‘বাসু’ কে ?
(a) কৌমুদী
(b) বসন্ত
(c) মকরন্দ
(d) প্রমোদ

উত্তরঃ (a) কৌমুদী।

(xi) ‘শশাঙ্কঃ’ শব্দের প্রতিশব্দ কি?
(a) সূর্যঃ
(b) নক্ষত্রম্
(c) গ্রহম্
(d) চন্দ্রঃ

উত্তরঃ (d) চন্দ্রঃ।

(xii) ‘साधयाम:’— শব্দের প্রতিশব্দ হল-
(a) গচ্ছামঃ
(b) তিষ্ঠামঃ
(c) বদামঃ
(d) ক্রীড়ামঃ

উত্তরঃ (a) গচ্ছামঃ।

(সাহিত্যেতিহাস)

(xiii) আর্যভট্ট কে ছিলেন ?
(a) চিকিৎসক
(b) জ্যোতির্বিদ
(c) গায়ক
(d) ঐতিহাসিক

উত্তরঃ (b) জ্যোতির্বিদ।

(xiv) বরাহমিহির রচিত গ্রন্থটির নাম—
(a) আর্যসিদ্ধান্ত
(b) বৃহৎসংহিতা
(c) ব্রহ্মস্ফুটসিদ্ধান্ত
(d) দশগীতিকাসূত্র

উত্তরঃ (b) বৃহৎসংহিতা।

(xv) ‘মৃচ্ছকটিকম্ কে লিখেছিলেন ?
(a) কালিদাস
(b) জয়দেব
(c) শুদ্রক
(d) বিশাখদত্ত

উত্তরঃ (c) শুদ্রক

(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী)

2. পূর্ণবাক্যে উত্তর দাও : 1×11=11

গদ্যাংশ (যে কোনো তিনটি)

(i) কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে ?

উত্তরঃ কুলস্ত্রীদের সঙ্গে উদ্দীপ্ত সূর্যদ্যুতির তুলনা করা হয়েছে।

(ii) আর্যাবর্ত কেমন রাজ্য ছিল ?

উত্তরঃ সমগ্র পৃথিবীর মধ্যে উপভোগ্য, স্বর্গলোকের মতো সেবাযুক্ত এবং সুন্দর শোভাযুক্ত রাজ্য (দেশ) হল আর্যাবর্ত।

(iii) ‘वनगतागुहा’ পাঠ্যাংশের উৎসগ্রন্থের নাম কি ?

উত্তরঃ ‘वनगतागुहा’ পাঠ্যাংশের উৎসগ্রন্থের নাম হল ‘চোরচত্বারিংশীকথা’।

(iv) ‘বিपिनम्’ শব্দের অর্থ কি ?

উত্তরঃ বিপিনম্’ শব্দের অর্থ হল- বন।

পদ্যাংশ (যে কোনো তিনটি)

(v) ‘श्रीमद्भगवद्गीता’-র উৎস কি ?

উত্তরঃ মহাভারতের ভীষ্মপর্ব ‘শ্রীমদ্ভগবদ্গীতা’-র উৎস।

(vi) শূন্যস্থান পূরণ করো : কর্মণৈব হি সংসিদ্ধিম্ আস্থিতা _________।

উত্তরঃ কর্মণৈব হি সংসিদ্ধিম্ আস্থিতা জনকাদয়ঃ।

(vii) গঙ্গাকে ‘নরকনিবারিণী’ বলা হয় কেন ?

উত্তরঃ পাপ কর্মে লিপ্ত কোনো মানবের মৃত্যুর পর তার নরক যাত্রা নিবারণ করেন বলেই গঙ্গাকে ‘নরকনিবারিণী’ বলা হয়।

(viii) ‘खण्डितगिरिवर’ — ‘গিরিবর’ কে ?

উত্তরঃ ‘খণ্ডিতগিরিবর’- ‘গিরিবর’ হল- হিমালয়।

নাট্যাংশ (যে কোনো তিনটি)

(ix) রাজার বিবাহের আর কতদিন দেরি ?

উত্তরঃ রাজার বিবাহের আর চারদিন দেরি।

(x) ‘বৈবস্বতনগরম্’ শব্দের অর্থ কি ?

উত্তরঃ ‘বৈবস্বতনগরম্’ শব্দের অর্থ হল যমনগরী।

(xi) কনকলেখা কে ?

উত্তরঃ কনকলেখা হলেন রাজা ইন্দ্রবর্মার ভাবী পত্নী।

(xii) ‘तदर्थं जीवितमपि त्यजेयम्’ (তদর্থং জীবিতমপি ত্যজেয়ম্)— উক্তিটির বক্তা কে ?

উত্তরঃ “তদর্থং জীবিতমপি ত্যজেয়ম্”- উক্তিটির বক্তা হল কৌমুদী।

সাহিত্যেতিহাস (যে কোনো দুটি)

(xiii) কালিদাস রচিত যে-কোনো একটি কাব্যের নাম লেখো।

উত্তরঃ কালিদাস রচিত যে-কোনো একটি কাব্যের নাম হল মেঘদূতম্।

(xiv) ভারতীয় শল্যচিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো।

উত্তরঃ ভারতীয় শল্যচিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম হল সুশ্রুতসংহিতা।

(xv) বিশাখদত্ত রচিত একটি নাটকের নাম লেখো।

উত্তরঃ বিশাখদত্ত রচিত একটি নাটকের নাম হল মুদ্রারাক্ষসম্।

(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী)

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: 5 x 4 = 20

গদ্যাংশ (যে কোনো একটি)

(a) ‘सकल-संसार-सुखभाजः प्रजाः’ উক্তিটি কোথা থেকে গৃহীত ? কোন কোন্ অসামান্য বৈশিষ্টোর জন্য লেখক এরূপ মন্তব্য করেছেন ? 1+4

(b) ‘वनगता गुहा’ অবলম্বনে বনের মধ্যে চোরেদের কার্যকলাপ সংক্ষেপে বর্ণনা করো।

পদ্যাংশ (যে কোনো একটি)

(c) ‘कर्मयोगः’ পাঠ্যাংশ অবলম্বনে নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে যা জান লেখো।

(d) ‘भागीरथी सुखदायिनि मातः
तव जलमहिमा निगमे ख्यातः।’— এখানে কার কথা বলা হয়েছে ? গঙ্গার অপর নাম ভাগীরিথী কেন, বিস্তারিত আলোচনা করো।

নাট্যাংশ (যে কোনো একটি)

(e) ‘वासन्तिकस्वप्नम्’-এর বিষয়বস্তু সংক্ষেপে লেখো।

(f) ‘एषा ते मतिर्न कल्याणी, न कदापि सुखावहा’ – উক্তিটির বক্তা কে ? কার উদ্দেশ্যে এই উক্তি ? কোন্ মতির কথা বলা হয়েছে? প্রসঙ্গ নির্দেশ করো।

সাহিত্যেতিহাস (যে কোনো একটি)

(g) প্রাচীন ভারতের চিকিৎসাশাস্ত্র সম্পর্কে লেখো।

(h) গীতিকাব্য কাকে বলে ? সংস্কৃত সাহিত্যে গীতিকাব্য হিসাবে ‘গীতগোবিন্দম্’- এর স্থান নিরূপণ করো। 1+4

4. ভাবসম্প্রসারণ করো (যে কোনো একটি) 4 x 1 = 4

(a) ‘नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायो ह्यकर्मणः’।

(b) ‘त्वमसि गतिर्मम खलु संसारे’ ।

5. নিম্নরেখাঙ্কিত পদগুলির কারক নির্ণয় করো (যে কোনো তিনটি) 1×3=3

(a) बालक: अङ्गने क्रीडति।

উত্তরঃ স্বতন্ত্র কর্তায় প্রথমা বিভক্তি।

(b) पिता पुत्रेण सह गच्छति।

উত্তরঃ সহ শব্দের যোগে তৃতীয়া বিভক্তি

(c) मह्यं रसगोलकं रोचते।

উত্তরঃ রুচ্ ধাতুর প্রয়োগে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি।

(d) राजा प्रासादात् प्रेक्षते।

উত্তরঃ ল্যপ্ লোপে কর্মে পঞ্চমী বিভক্তি।

(e) पर्वतेषु हिमालयः श्रेष्ठः।

উত্তরঃ নির্ধারণে সপ্তমী বিভক্তি।

6. ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো (যে কোনো দুটি) 2 x 2 =4

(a) मातापितरौ।

উত্তরঃ মাতা চ পিতা চ (ইতরেতর দ্বন্দ্ব)।

(b) वीणापाणि:।

উত্তরঃ বীণা পাণৌ যস্যাঃ সা (বহুব্রীহি)।

(c) त्रिभुवनम्।

উত্তরঃ ত্রয়াণাং ভুবনানাং সমাহারঃ (সমাহার দ্বিগু)।

7. নিম্নলিখিত শব্দযুগলের অর্থপার্থক্য নির্ণয় করো (যে কোনো দুটি): 1 x 2 =2

(a) यवनी — यवनानी

উত্তরঃ यवनी– যবনের পত্নী, यवनानी– যবনদের লিপি।

(b) मित्रः — मित्रम्

উত্তরঃ मित्रः– সূর্য। मित्रम्– বন্ধু।

(c) वनम् उपवसति — वने उपवसति ।

উত্তরঃ वनम् उपवसति– বনে বাস করে। वने उपवसति– বনে উপবাস করে।

8. এক কথায় প্রকাশ করো (যে কোনো তিনটি) 1×3 = 3

(a) पुनः पुनः नृत्यति ।   উত্তরঃ নরীনৃত্যতে।

(b) जनानां समूहः ।   উত্তরঃ জনতা।

(c) पाणिनिना प्रोक्तम् ।   উত্তরঃ পাণিনীয়ম্।

(d) ज्ञातुम् इच्छति ।   উত্তরঃ জিজ্ঞাসতে

(e) गोः पश्चात् ।   উত্তরঃ অনুগবম্।

9. পরিনিষ্ঠিত রূপটি লেখো (যে কোনো তিনটি) 1×3=3

(a) नील + इमनिच् ।   উত্তরঃ নীলিমন।

(b) कारक + टाप् ।   উত্তরঃ কারিকা।

(c) कुन्ती + ढक ।   উত্তরঃ কৌন্তেয়।

(d) गुरु + तमप् ।   উত্তরঃ গুরুতম।

(e) श्रु + सन् लट् ते ।   উত্তরঃ শুশ্রূষতে।

10. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 5×1=5

(a) ভারতীয় আর্যভাষার কয়টি স্তর ? কী কী ? নব্য ভারতীয় আর্যভাষা সম্বন্ধে যা জান লেখো। 1+1+3

(b) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর দশটি শাখার নাম লেখো ও সংক্ষিপ্ত পরিচয় দাও। 2+3

11. সংস্কৃতে অনুবাদ করো (যে কোনো একটি) : 5×1=5

(a) বারাণসীতে কপূরপট নামে এক ধোপা ছিল। সে একদিন গভীর নিদ্রায় মগ্ন ছিল। তার জিনিসপত্র চুরি করার জন্য তার ঘরে চোর ঢুকল। তার উঠানে একটা গাধা বাঁধা ছিল এবং একটা কুকুর বসে ছিল।

উত্তরঃ আসীৎ বারাণস্যাং কপূরপটঃ ইতি রজকঃ। সঃ চৈকদা নির্ভরং প্রসুপ্তঃ। তদা তস্য দ্রব্যাণি হর্তুং তগৃহং চৌরঃ প্রবিষ্টঃ। তস্য প্রাঙ্গণে গর্দভঃ বদ্ধ: তিষ্ঠতি। কুকুরশ্চ উপবিষ্টঃ।

(b) এক ক্ষুধার্ত শিয়াল একটি রণভূমিতে এসে পৌঁছাল। সেখানে সে এক অদ্ভুত শব্দ শুনতে পেল। সে ভাবল যে, সেখান থেকে পালিয়ে যাবে। কিন্তু পরে সে ঠিক করল যে, সে শব্দের উৎস খুঁজবে। সে একটি ঢাক দেখতে পেলো।

উত্তরঃ একঃ ক্ষুধার্তঃ শৃগালঃ রণভূমৌ আগতঃ। তত্র সঃ অদ্ভুতং শব্দং শ্রুতবান্। সঃ অচিন্তয়ৎ, তস্মাৎ সঃ পলায়িষ্যতি। পরন্তু অনন্তরং স নিরূপিতবান্ যৎ, সঃ শব্দস্য উৎসঃ অন্বেষণং করিষ্যতি। সঃ একাং ঢক্কাং দৃষ্টবান্।

12. যে কোনো একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করো: 5×1=5

(a) परिवेशदूषणम् तत् प्रतिकारश्च ।

(b) मम आदर्शः पुरुषः ।

(c) संस्कृतस्य उपयोगः ।

Leave a Reply