WBCHSE HS Sociology Question Paper with Answer 2016 | উচ্চমাধ্যমিক সমাজবিদ্যা প্রশ্নপত্র ২০১৬

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE HIGHER SECONDARY SOCIOLOGY QUESTION PAPER WITH ANSWER 2016
উচ্চ মাধ্যমিক সমাজবিদ্যা প্রশ্নপত্র ২০১৬ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সমাজবিদ্যা বিষয়ের উত্তরসহ প্রশ্নপত্র বিভিন্ন সাইট থেকে খুঁজে নিয়ে সঠিক এবং নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবে। নিচে বহু বিকল্পধর্মী প্রশ্ন (MCQ) এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) উত্তর দেওয়া হলো।

SOCIOLOGY
(New Syllabus )
2016
Total Time: 3 Hours 15 minutes
Full Marks : 80

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Instructions to the Candidates :
1.Special credit will be given for answers which are brief and to the
point.
2.Marks will be deducted for spelling mistakes, untidiness and bad
handwriting.
3.Figures in the margin indicate full marks for the questions.

বিভাগ – ‘ক’ / PART- A
(Marks : 40)

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 8×5=40

(a) ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝায় ? এ বিষয়ে ভারতীয় সমাজতাত্ত্বিকদের ভূমিকা আলোচনা করো।

অথবা,

ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির মূলকথা কী ? এই দৃষ্টিভঙ্গির প্রবর্তক ভারতীয় সমাজতাত্ত্বিকগণের অবদান আলোচনা করো। (3+5)

(b) স্বয়ংসম্পূর্ণ গ্রামসমাজের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। যজমানি ব্যবস্থার ওপর সংক্ষিপ্ত টীকা লেখো। (5+3)

(c) শিক্ষা বলতে কী বোঝ ? শিক্ষার কার্যাবলি আলোচনা করো।

(d) ভারতবর্ষে সাম্প্রদায়িকতার কারণসমূহ আলোচনা করো। ভারত থেকে সাম্প্রদায়িকতার কারণসমূহ দূরীকরণে তোমার মতামত লেখো। (5+3)

অথবা

জনবিস্ফোরণ বলতে কী বোঝ ? ভারতে জনবিস্ফোরণের ফলাফল আলোচনা করো।

(e) ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 8

অথবা,

ভারতে জাতিভেদ প্রথায় পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। 8

বিভাগ – ‘খ’ (Marks : 40)

1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি লেখো : 1×24

(i) Prevention of Money Laundering Act হল _________ এর জন্য।
(a) দূর্নীতি প্রতিরোধ
(b) সন্ত্রাসবাদ
(c) সাম্প্রদায়িকতা প্রতিরোধ
(d) দারিদ্র দূরীকরণ

উত্তরঃ (a) দূর্নীতি প্রতিরোধ

(ii) দুর্নীতির বৈশিষ্ট্য নয় কোনটি ?
(a) দুর্নীতি হল নিয়মবহির্ভূত
(b) দুর্নীতির সঙ্গে ক্ষমতার অপব্যবহার সম্পর্কিত
(c) দুর্নীতির সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই
(d) দুর্নীতির অঙ্গ হল ইচ্ছাকৃতভাবে বিশ্বাসঘাতকতা

উত্তরঃ (c) দুর্নীতির সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই

(iii) উন্নয়নের ‘চুইয়ে পড়া প্রভাব’ __________ দূরীকরণের জন্য আলোচিত হয়।
(a) জনসংখ্যার সমস্যা (b) দারিদ্র
(c) নিরক্ষরতা (d) দুর্নীতি

উত্তরঃ (b) দারিদ্র

(iv) বর্ণাশ্রমের অন্তর্ভুক্ত নয়—
(a) বৈশ্য (c) ক্ষত্রিয় (b) শুদ্র (d) শ্ৰেণী

উত্তরঃ (d) শ্ৰেণী

(v) আন্তর্জাতিক সাক্ষরতা বর্ষ হল—
(a) 1990 (b) 1991 (c) 1992 (d) 1993

উত্তরঃ (b) 1991

(vi) ‘ইকোলজি’ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে ?
(a) আর্নেষ্ট হেকেল
(b) হার্বাট স্পেনসার
(c) চার্লস ডিকেন্স
(d) এইচ. কুলি

উত্তরঃ (a) আর্নেষ্ট হেকেল

(vii) সাম্প্রদায়িকতার মুখ্য উপাদান—
(a) ধর্ম (b) সম্প্রদায় (c) জাতিভেদ
(d) সমাজ

উত্তরঃ (a) ধর্ম

(viii) উল্লিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ভারতে পরিবার ব্যবস্থার পরিবর্তনের কারণ সমুহের অন্তর্গত নয় ?
(a) শিল্পায়ন (b) পশ্চাত্যায়ন (c) নগরায়ন
(d) স্বয়ং সম্পূর্ণতা

উত্তরঃ (d) স্বয়ং সম্পূর্ণতা

(ix) জনসংখ্যা বিষয়ক পঠন-পাঠনকে বলা হয়—
(a) জনবিদ্যা (b) মনবিদ্যা (c) সমাজবিদ্যা
(d) নৃ-বিদ্যা

উত্তরঃ (a) জনবিদ্যা

(x) কোনটি যৌথ পরিবারের সম্পর্ক নয় ?
(a) দাম্পত্য সম্পর্ক
(b) বংশানুক্রমিতা
(c) ছাত্র-ছাত্রী ও শিক্ষকের সম্পর্ক
(d) মাতা-পিতা ও সন্তানের সম্পর্ক

উত্তরঃ (c) ছাত্র-ছাত্রী ও শিক্ষকের সম্পর্ক

(xi) ‘আল-হিলাল’ পত্রিকা কে প্রকাশ করেন ?
(a) মৌলানা আবুল কালাম আজাদ
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) স্বামী বিবেকানন্দ
(d) এন. এ. টুথি

উত্তরঃ (a) মৌলানা আবুল কালাম আজাদ

(xii) জাত ব্যবস্থার বৈশিষ্ট্য নয় কোনটি ?
(a) সহজাত (b) অর্জিত মর্যাদা
(c) সগোত্র বিবাহ (d) ক্রমোচ্চ বিন্যাস

উত্তরঃ (b) অর্জিত মর্যাদা

(xiii) কোঠারি কমিশন গঠিত হয়েছিল _________ দূরীকরণের জন্য।
(a) দারিদ্র্য (b) নিরক্ষরতা (c) বেকারত্ব
(d) দুর্নীতি

উত্তরঃ (b) নিরক্ষরতা

(xiv) ‘নঈ তালিম’ কার শিক্ষাচিন্তার ফলশ্রুতি ?
(a) মৌলানা আজাদ (b) মহাত্মা গান্ধী
(c) রবীন্দ্রনাথ ঠাকুর (d) স্বামী বিবেকানন্দ

উত্তরঃ (b) মহাত্মা গান্ধী

(xv) ভারতবর্ষে বেকারত্ব, দারিদ্রের ________ কারণ হিসাবে চিহ্নিত হয়।
(a) সামাজিক (b) ব্যক্তিগত (c) অর্থনৈতিক
(d) ভৌগোলিক

উত্তরঃ (c) অর্থনৈতিক

(xvi) Class, Caste and Occupation’ শীর্ষক গ্রন্থটির লেখক কে ?
(a) জি. এস. ঘুরে
(c) জি.এইচ. হাটন
(b) এম. এন. শ্রীনিবাস
(d) এস. সি. দুরে

উত্তরঃ (a) জি. এস. ঘুরে

(xvii) লর্ড কর্নওয়ালিস কত সালে ‘চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন ?
(a) 1793 (b) 1822 (c) 1905 (d) 1924

উত্তরঃ (a) 1793

(xviii) F.D.I কার উপাদান ?
(a) রাষ্ট্রীয়করণের
(b) বিশ্বায়নের
(c) অর্থনৈতিক উদারীকরণের
(d) ধর্ম নিরপেক্ষীকরণের

উত্তরঃ (c) অর্থনৈতিক উদারীকরণের

(xix) কোনটি ভিন্ন চিহ্নিত করো—
(a) Rural Sociology in India. — এ. আর. দেশাই
(b) Social Change in Modern India — এম. এন. শ্রীনিবাস
(c) The Positive Background of Hindu Sociology — বিনয় সরকার
(d) An Essay of Hinduism — রাধারমন মুখার্জী

উত্তরঃ (d) An Essay of Hinduism — রাধারমন মুখার্জী

(xx) ভারতে নবজাগরণের পথিকৃৎ হলেন—
(a) রাজেন্দ্রলাল মিত্র
(b) অরবিন্দ ঘোষ
(c) রামচরণ মিত্র
(d) রাজা রামমোহন রায়

উত্তরঃ (d) রাজা রামমোহন রায়

(xxi) কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্বের পঠন-পাঠন শুরু হয়—
(a) 1929/30 সালে (b) 1919/20 সালে
(c) 1975/76 সালে (d) 1968/ 69 সালে

উত্তরঃ (c) 1975/76 সালে

(xxii) ‘Kinship Organization in India’ গ্রন্থটির রচয়িতা কে ?
(a) হেনরি মেইন (b) ইরাবতী কার্ডে
(c) টি.এন. মদন (d) এস. সি. দুবে

উত্তরঃ (b) ইরাবতী কার্ডে

(xxiii) কত সালে কলকাতায় ‘এশিয়াটিক সোসাইটি’ প্রতিষ্ঠিত হয় ?
(a) 1748 (b) 1780 (c) 1784 (d) 1782

উত্তরঃ (c) 1784

(xxiv) ভারতে ‘দৃষ্টবাদ’এর প্রবর্তন করেন কে ?
(a) এস. সি. দুবে (b) স্যামুয়েল লব
(c) অমৃতলাল রায় (d) রামকৃষ্ণ মুখার্জী

উত্তরঃ (b) স্যামুয়েল লব

2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 1×16 = 16

(i) অ্যাসিড বৃষ্টি কী ?

উত্তরঃ বিভিন্ন কারণে বায়ুমণ্ডলে সালফার, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসগুলির অক্সাইড যুক্ত হয়। পরে এই পদার্থগুলি বৃষ্টি, তুষার, শিশির, জলকণা প্রভৃতি জলের বিভিন্ন রূপগুলির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড প্রভৃতি রূপে পৃথিবীতে ঝরে পড়ে। এই ঘটনাকে বলা হয় অ্যাসিড বৃষ্টি।

(ii) বুনিয়াদী শিক্ষা কী ?

উত্তরঃ বুনিয়াদী শিক্ষা হল শিশু-কিশোরের অন্তর্নিহিত সম্ভাবনাসমূহের সর্বাঙ্গীন বিকাশসাধন এবং জাতির বুনিয়াদকে দৃঢ় করা। বুনিয়াদী শিক্ষা হল কাজের মাধ্যমে জ্ঞানার্জন, স্বনির্ভর এবং ব্যক্তির ভবিষ্যৎ জীবন গঠনের বুনিয়াদ।

অথবা,

ভূমিসংস্কারের অর্থ কী ?

উত্তরঃ ভূমিসংস্কার কথাটির মূল অর্থ হল এক উৎপাদন ব্যবস্থা থেকে আরেক উৎপাদন পদ্ধতিতে উত্তরণের পথে পুরানো ভূমি মালিকানা ব্যবস্থার আমূল পরিবর্তন। এর সাথে যুক্ত হয়, জমির পরিচালন সংক্রান্ত বিষয়াদির সংশোধন ও সংযোজন, যার মধ্যে লুকিয়ে থাকে সমাজকল্যাণের বার্তা।

(iii) শূদ্রজাগরণের অর্থ কী?

উত্তরঃ স্বামী বিবেকানন্দের মতে, “এমন সময় আসবে যখন, শূদ্ররা তাদের শূদ্রসুলভ বৈশিষ্ট্যগুলো সঙ্গে নিয়ে প্রাধান্য লাভ করবে। প্রকৃতি ও আচার ব্যবহার সম্পূর্ণ অক্ষুন্ন রেখে সবদেশের শুদ্ররাই একাধিপত্য লাভ করবে, পৃথিবীর শূদ্রদের অভ্যুত্থান ঘটবে।” তিনি বুঝেছিলেন জগতে ব্রাহ্মণ ও ক্ষত্রিয় যুগের অবসান হয়েছে, আপাততঃ বৈশ্যযুগ এসেছে, কিন্তু খুব তাড়াতাড়ি শুদ্রযুগ আসবে। এটাই হল শুদ্রজাগরণ।

(iv) ‘নব্যমানবতাবাদ’ গ্রন্থটির রচয়িতা কে ?

উত্তরঃ ‘নব্যমানবতাবাদ’ গ্রন্থটির রচয়িতা হলেন বিপ্লবী মানবেন্দ্র রায়।

অথবা,

প্রথম কে বেথুন সোসাইটিতে সমাজতত্ত্বের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন ?

উত্তরঃ ১৮৬১ সালে লঙ্ সাহেব প্রথম বেথুন সোসাইটিতে সমাজতত্ত্বের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন।

(v) ‘নিম্নবর্গ’ কথাটির তাৎপর্য কী ?

উত্তরঃ ‘নিম্নবর্গ’ বলতে সাধারণভাবে শোষিত, নিপীড়িত শ্রমিক-কৃষক শ্রেণীর সামাজিক অধীনতাকে বোঝানো হয়েছে। বৃহত্তর অর্থে এর দ্বারা সমাজের সেই সকল নীচু স্তরের মানুষদের বোঝানো হয় যারা শ্রেণী, জাতি, ভাষা ও লিঙ্গগত দিক থেকে অন্যান্যদের অধীন।

(vi) পরিবেশ সংরক্ষণের জন্য সংগঠিত দুটি আন্দোলনের নাম উল্লেখ করো।

উত্তরঃ পরিবেশ সংরক্ষণের জন্য সংগঠিত দুটি আন্দোলনের নাম হল চিপকো আন্দোলন ও নর্মদা বাঁচাও আন্দোলন।

অথবা,

নর্মদা বাঁচাও আন্দোলন কে, কেন শুরু করেছিলেন ?

উত্তরঃ নর্মদা বাঁচাও আন্দোলন মেধা পাটেকর শুরু করেছিলেন। এইভাবে নর্মদা নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য গঠিত প্রকল্পের ফলে আশপাশের বহু এলাকা প্লাবিত হয়ে বহু মানুষের বাসস্থান ও জীবিকা হারানোর সম্ভাবনা দেখা দেয়, তাই তিনি এই আন্দোলন শুরু করেছিলেন।

(vii) দুটি দুর্নীতি দমনমূলক সংগঠনের নাম লেখ।

উত্তরঃ দুটি দুর্নীতি দমনমূলক সংগঠনের নাম হল–
(1) প্রশাসনিক ভিজিল্যান্স ডিভিশন (Administrative Vigilance Division)

(2) সেন্ট্রাল ব্যুরো অব ইনভেসটিগেশন্ (Central Bureau of Investigation)

(viii) I. M. F-এর পূর্ণরূপ কী ?

উত্তরঃ International Monetary Fund.

অথবা,

বিশ্বায়ন বলতে কী বোঝ ?

উত্তরঃ বিশ্বায়ন হল পারস্পরিক ক্রিয়া এবং আন্তঃসংযোগ সৃষ্টিকারী এমন একটি প্রক্রিয়া যা বিভিন্ন দেশের সরকার, প্রতিষ্ঠান এবং জনগণের মধ্যে সমন্বয় ও মিথষ্ক্রিয়ার সূচনা করে। এই প্রক্রিয়ার সাহায্যে রাষ্ট্রকেন্দ্রিক সংস্থাগুলি বিশ্বজুড়ে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক গড়ে তোলে।

(ix) যজমানি প্রথা ভেঙে পড়ার দুটি কারণ উল্লেখ করো।

উত্তরঃ যজমানি প্রথা ভেঙে পড়ার দুটি কারণ হল–
(1) বাজার অর্থনীতির উদ্ভব
(2) শিক্ষা বিস্তার

(x) সংস্কৃতায়ন বলতে কী বোঝ ?

উত্তরঃ যে উপায় বা পদ্ধতিতে একটি নিম্ন স্তরের হিন্দু জাতি, উপজাতি বা অন্য কোনো গোষ্ঠী, কয়েক প্রজন্মের প্রচেষ্টায় কোনো উচ্চজাতি বা দ্বিজ জাতির (ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য) অনুসরণে নিজেকে রীতিনীতি, আদর্শ, প্রথা এবং জীবনযাত্রা পরিবর্তন করে, তাকেই সংস্কৃতায়ন বলে।

অথবা,

ভারতের সমাজজীবনে প্রথম পর্যায়ে কাদের উপর পাশ্চাত্যায়নের প্রভাব পড়েছিল ?

উত্তরঃ পাশ্চাত্যায়নের প্রাথমিক প্রভাব লক্ষ করা যায় সমুদ্রোপকূলবর্তী বন্দর শহরগুলিতে। কারণ পশ্চিমী দেশগুলি সমুদ্রপথেই ভারতে এসেছিল, তাই ঐ অঞ্চলে বসবাসকারী মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত হিন্দুদের উপর পাশ্চাত্যয়নের প্রথম প্রভাব পড়েছিল।

(xi) প্যাট্রিক গেডেস কে ছিলেন ?

উত্তরঃ প্যাট্রিক গেডেস ছিলেন একজন স্কটিশ জীববিজ্ঞানী, ভৌগোলিক, সমাজতাত্ত্বিক এবং বিশেষত নগর পরিকল্পনাকারী। তিনি ছিলেন বোম্বাই বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্বের প্রথম অধ্যাপক।

(xii) সন্ত্রাসবাদ বলতে কী বোঝ ?

উত্তরঃ সন্ত্রাসবাদ হল একধরনের সহিংস আচরণ। এর লক্ষ্য হল বিশেষ রাজনীতিক উদ্দেশ্যে একটি জনগোষ্ঠীর মধ্যে বা তার একটি বৃহত্তর অংশের মধ্যে ভয় সৃষ্টি ও সঞ্চারিত করা।

অথবা,

সন্ত্রাসবাদের দুটি কারণ লেখো।

উত্তরঃ সন্ত্রাসবাদের দুটি কারণ হল— (1) যে কোনও ধর্মভিত্তিক মৌলবাদী চিন্তা ও দর্শনের বিস্তার (2) রাজনৈতিক ও অন্যান্য কায়েমী স্বার্থ চরিতার্থ করা এবং অধিকার কায়েম করার ষড়যন্ত্রমূলক অভিযান।

(xiii) যৌথ পরিবার বলতে কী বোঝ ?

উত্তরঃ যৌথ পরিবার বলতে বেশ কিছু সংখ্যক মানুষের এমন এক গোষ্ঠীকে বোঝায় যারা একই ছাদের নীচে বসবাস করে, একই হাঁড়ির অন্ন খায়, যৌথভাবে পারিবারিক সম্পত্তির মালিকানা ভোগ করে, ধর্মীয় অনুষ্ঠানে একসঙ্গে অংশগ্রহণ করে এবং যাদের মধ্যে পারস্পরিক আত্মীয়তার সম্পর্ক বর্তমান।

(xiv) জাতি-র সংজ্ঞা দাও।

উত্তরঃ জাতি হল একটি বংশানুক্রমিক, অন্তবৈবাহিক, বদ্ধ, সমসত্ত্ব গোষ্ঠী, যাদের সাধারণ একটি নাম আছে, সদস্যদের মেলামেশার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিধিনিষেধ আরোপিত থাকে এবং যাদের মধ্যে সামাজিক সচলতার অভাব পরিলক্ষিত হয়।

অথবা,

জাতি ও শ্রেণীর মধ্যে পার্থক্য লেখো।

উত্তরঃ (1) জাতি হল এক বন্ধ গোষ্ঠী কিন্তু শ্রেণী হলক মুক্ত গোষ্ঠী। (2) জাতির ক্ষেত্রে মর্যাদা আরোপিত কিছু শ্রেণীর ক্ষেত্রে তা অর্জিত।

(xv) ভারতে জনাধিক্য রোধে গৃহীত দুটি সুরাহা লেখো।

উত্তরঃ (1) বিবাহের বয়স নিয়ন্ত্রন (2) পরিবার পরিকল্পনা।

(xvi) ভারতে ‘দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গী’ অনুশীলনের প্রবর্তক দু’জন সমাজতাত্ত্বিকের নাম লেখো।

উত্তরঃ (1) গোপাল হালদার (2) ধুর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়।

অথবা,

ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গীর পথ প্রদর্শক দুজন সমাজতাত্ত্বিকের নাম লেখো।

উত্তরঃ (1) বিনয় কুমার সরকার (2) ব্রজেন্দ্রনাথ শীল।

Leave a Reply