WBCHSE HS Sociology Question Paper with Answer 2017 | উচ্চমাধ্যমিক সমাজবিদ্যা প্রশ্নপত্র ২০১৭

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE HIGHER SECONDARY SOCIOLOGY QUESTION PAPER WITH ANSWER 2017
উচ্চ মাধ্যমিক সমাজবিদ্যা প্রশ্নপত্র ২০১৭ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সমাজবিদ্যা বিষয়ের উত্তরসহ প্রশ্নপত্র বিভিন্ন সাইট থেকে খুঁজে নিয়ে সঠিক এবং নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবে। নিচে বহু বিকল্পধর্মী প্রশ্ন (MCQ) এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) উত্তর দেওয়া হলো।

SOCIOLOGY
(New Syllabus )
2017
Total Time: 3 Hours 15 minutes
Full Marks : 80

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।

Instructions to the Candidates :
1.Special credit will be given for answers which are brief and to the
point.
2.Marks will be deducted for spelling mistakes, untidiness and bad
handwriting.
3.Figures in the margin indicate full marks for the questions.

বিভাগ – ‘ক’ / PART – A
(Marks: 40)

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো : (8×5)

(a) ভারতবর্ষে সমাজতত্ত্বের সূত্রপাত সম্পর্কে লেখো। ভারতবর্ষে দৃষ্টবাদের প্রবর্তন সম্বন্ধে লেখো। 3+5

অথবা,

কাঠামো ক্রিয়াবাদী তত্ত্বের মৌলিক ভিত্তিগুলি লেখো। ভারতীয় সমাজ অধ্যয়নে এম. এন. শ্রীনিবাস-এর ভূমিকা এই প্রসঙ্গে আলোচনা করো । 3+5

(b) সংস্কৃতায়ন বলতে কী বোঝ ? ধর্মনিরপেক্ষীকরণের বৈশিষ্ট্য ও ভারতে এর সমস্যা সম্পর্কে লেখো। 3+5

(c) পরিবার ব্যবস্থার সাম্প্রতিক যে পরিবর্তন ঘটে চলেছে সে সম্পর্কে তোমার ধারণা লেখো। 8

অথবা,

স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতে ভূমি সংস্কারের পরিকল্পনাগুলি আলোচনা করো। 8

(d) ধর্ম বলতে কী বোঝো ? সমাজে ধর্মের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 3+5

(e) শিক্ষা বলতে তুমি কী বোঝো ? শিক্ষা প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের পর্যবেক্ষণ লেখো। 3+5

অথবা,

গণমাধ্যম-এর সংজ্ঞা দাও। গণমাধ্যম-এর ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি লেখো। 3+5

বিভাগ – ‘খ’ / PART – B
(Marks: 40)

2. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি লেখো : 1×24

(i) জলসম্পদ সংরক্ষণ কার সঙ্গে সম্পর্কিত ?
(a) গোলাপী বিপ্লব
(b) নীল বিপ্লব
(c) সবুজ বিপ্লব
(d) (b) ও (c) উভয়ই

উত্তরঃ (b) নীল বিপ্লব

(ii) JNNURM প্রকল্পটি ___________ দূরীকরণের সাথে জড়িত।
(a) দারিদ্র
(b) সাম্প্রদায়িকতা
(c) দুর্নীতি
(d) আঞ্চলিকতাবাদ

উত্তরঃ (a) দারিদ্র

(iii) নিম্নবর্গীয় ইতিহাস চর্চার ধারণাটি এসেছে __________ -এর রচনা থেকে।
(a) রণজিৎ গুহ
(b) পার্থ চট্টোপাধ্যায়
(c) গৌতম ভদ্র
(d) আস্তোনীও গ্রামসি

উত্তরঃ (d) আস্তোনীও গ্রামসি

(iv) বল প্রয়োগ বা হিংসাত্মক ঘটনা ঘটিয়ে সমাজ বা সরকারকে প্রভাবিত করার সংঘবদ্ধ প্রচেষ্টাকে বলে—
(a) অধিক জনসংখ্যা
(b) আঞ্চলিকতা
(c) সন্ত্রাসবাদ
(d) দুর্নীতি

উত্তরঃ (c) সন্ত্রাসবাদ

(v) IMR-এর পূর্ণরূপ হল—
(a) ইণ্ডিয়ান মর্টালিটি রেট
(b) ইনফ্যান্ট মর্টালিটি রেট
(c) ইনফ্যান্ট মরালিটি রেট
(d) এদের কোনোটিই নয়

উত্তরঃ (b) ইনফ্যান্ট মর্টালিটি রেট

(vi) “ভারতে যতগুলি সন্ত্রাসবাদের ঘটনা ঘটেছে তার বেশিরভাগই আঞ্চলিকতাবাদের
সঙ্গে সম্পর্কিত।” এই বিবৃতিটি—
(a) ঠিক (b) ভুল (c) অস্পষ্ট (d) অজানা

উত্তরঃ (a) ঠিক

(vii) IRDP _________ পুর্ণগঠনের সঙ্গে যুক্ত—
(a) গ্রামীণ কাঠামো (b) মহানগর (c) শহর
(d) নগরীয় কাঠামো

উত্তরঃ (a) গ্রামীণ কাঠামো

(viii) ২০১১-এর আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষে নারী ও পুরুষের আনুপাতিক হার হল—
(a) 770:1000 (b) 900:1000
(c) 940 : 1000 (d) 1010:1000

উত্তরঃ (c) 940 : 1000

(ix) “Social Change in Modern India” গ্রন্থে _________ ধারণাটি পরিমার্জিত হয়।
(a) ব্রাহ্মণ্যকরণ (b) নগরায়ণ
(c) পাশ্চাত্তায়ন (d) সংস্কৃতায়ন

উত্তরঃ (d) সংস্কৃতায়ন

(x) বর্তমান ভারতে কোনটি শ্রেণি কাঠামোর অন্তর্ভূক্ত নয় ?
(a) পুঁজিপতি (b) কৃষক (c) মহাজন
(d) শ্রমিক

উত্তরঃ (c) মহাজন

(xi) “Drain of Wealth” তত্ত্বটি যার নামের সাথে জড়িত তিনি হলেন—
(a) হারবার্ট রিসলে
(b) দাদাভাই নওরোজি
(c) ব্রজেন্দ্র শীল
(d) স্যার প্যাট্রিক গেডেস

উত্তরঃ (b) দাদাভাই নওরোজি

(xii) বৈদ্যুতিক টাকার ধারনাটি ________ -এর সাথে জড়িয়ে আছে।
(a) উদারীকরণ
(b) বিশ্বায়ন
(c) আধুনিককীকরণ
(d) পাশ্চাত্তায়ন

উত্তরঃ (b) বিশ্বায়ন

(xiii) “মানুষ গড়াই আমার লক্ষ্য” বলেছিলেন—
(a) মৌলানা আবুল কালাম আজাদ
(b) অববিন্দ
(c) বিবেকানন্দ
(d) গোখলে

উত্তরঃ (c) বিবেকানন্দ

(xiv) ১৯৭৬ সালে ৪২তম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের
প্রস্তাবনায় ________ ধারণাটি সংযুক্ত করা হয়েছে।
(a) গণতান্ত্রিক (b) সাধারণতন্ত্র
(c) সার্বভৌম (d) ধর্মনিরপেক্ষ

উত্তরঃ (d) ধর্মনিরপেক্ষ

(xv) গ্রীনহাউস এফেক্ট __________ -এর সঙ্গে সম্পর্কিত।
(a) বায়ু দূষণ (b) জলদূষণ (c) মৃত্তিকা দূষণ (d) শব্দ দূষণ

উত্তরঃ (a) বায়ু দূষণ

(xvi) ‘হরিজন’ পত্রিকা প্রকাশ করেন—
(a) মহাত্মা গান্ধী
(b) জি. কে. গোখলে
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) বিদ্যাসাগর

উত্তরঃ (a) মহাত্মা গান্ধী

(xvii) ভারতে _________ প্রথার অন্যতম বৈশিষ্ট্য হল সহভোক্তা।
(a) শ্রেণি (b) জাতি (c) উপজাতি
(d) সিডিউল্ড কাস্ট

উত্তরঃ (b) জাতি

(xviii) ঋষি অরবিন্দ _________ -এর সাথে যুক্ত ছিলেন।
(a) ডিভাইন লাইফ
(b) থিওসফিক্যাল সোসাইটি
(c) আর্থ লাইফ
(d) সত্যশোধক সমাজ

উত্তরঃ (a) ডিভাইন লাইফ

(xix)প্রাক্-ব্রিটিশ ভারতে যজমানি প্রথার অন্যতম বৈশিষ্ট্য ছিল—
(a) অর্থনৈতিক নিরাপত্তা
(b) ব্যক্তিগত আন্তঃমানবিক সম্পর্ক
(c) বংশ পরম্পরা প্রবাহিত
(d) উচ্চ নীচ মর্যাদাবোধ

উত্তরঃ (a) অর্থনৈতিক নিরাপত্তা

(xx) সংস্কৃতায়ন ধারণাটি প্রবর্তন করেন—
(a) এম. এন. শ্রীনিবাস
(b) অমিতাভ ঘোষ
(c) বিনয় কুমার সরকার
(d) এঁদের কেউ নন

উত্তরঃ (a) এম. এন. শ্রীনিবাস

(xxi) ভারতে সমাজতত্ত্বের সূত্রপাতে ১৮৬৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল—
(a) বেথুন সোসাইটি
(b) বঙ্গীয় সমাজ বিজ্ঞান সভা
(c) এশিয়াটিক সোসাইটি
(d) ইণ্ডিয়ান সোসিওলজিক্যাল সোসাইটি

উত্তরঃ (b) বঙ্গীয় সমাজ বিজ্ঞান সভা

(xxii) মূলত __________ এর অভিমতকে অনুসরণ করে একদল সমাজবিজ্ঞানী প্রাক্ ব্রিটিশ ভারতের গ্রামীণ সমাজ ও অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ অর্থনীতি হিসেবে অভিহিত করেছেন।
(a) হেনরি মেইন (b) বতেন পাওয়েল
(c) মেট কাফ্ (d) মার্ক্স

উত্তরঃ (a) হেনরি মেইন

(xxiii) ভারতীয় সমাজতত্ত্ববিদদের মধ্যে যারা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গীকে এগিয়ে নিয়ে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন—
(a) এম. এন. শ্রীনিবাস
(b) বিনয় কুমার সরকার
(c) এ. আর. দেশাই
(d) ডি. এন. ধনাগরে

উত্তরঃ (c) এ. আর. দেশাই

(xxiv) কোনটি ভিন্ন তা উল্লেখ করো :
(a) দি পজিটিভ ব্যাকগ্রাউন্ড অফ হিন্দু সোসিওলজি — বিনয় কুমার সরকার।
(b) রুরাল সোসিওলজি ইন ইন্ডিয়া — এ. আর. দেশাই।
(c) কিনসিপ অরগ্যানাইজেশন ইন ইন্ডিয়া — এস. সি. দুবে।
(d) কাস্ট অ্যান্ড রেস ইন ইন্ডিয়া — জি. এস. ঘুরে।

উত্তরঃ (c) কিনসিপ অরগ্যানাইজেশন ইন ইন্ডিয়া — এস. সি. দুবে।

3. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর লেখো। (1×16)

(i) চরম ও আপেক্ষিক দারিদ্রের মধ্যে একটি পার্থক্য লেখো।

উত্তরঃ চরম দারিদ্রঃ একজন ব্যক্তি যখন তার নিজের ও তার ওপর নির্ভরশীল পরিবারের অন্যান্য সদস্যদের প্রাথমিক দৈহিক চাহিদাসমূহ, যেমন– খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য প্রভৃতি পূরণে অসমর্থ হয়, তখন তার সেই অবস্থাকে চরম দারিদ্র বলা হয়।

আপেক্ষিক দারিদ্রঃ কোনো ব্যক্তি তার সমাজের অন্যান্যদের তুলনায় দরিদ্র অর্থাৎ অন্যান্যদের জীবনযাত্রার তুলনায় তার জীবনযাত্রার মান নিম্নে অবস্থিত, তখন তার সেই অবস্থাকে আপেক্ষিক দারিদ্র বলে।

অথবা,

সন্ত্রাসবাদ ও আঞ্চলিকতাবাদের একটি করে উদাহরণ দাও :

উত্তরঃ সন্ত্রাসবাদঃ ২০০১ সালের ১৩ই ডিসেম্বরের দিল্লি সংসদ ভবন আক্রমণ।

আঞ্চলিকতাবাদঃ ২০০২ সালের ১৫ই নভেম্বরে ঝাড়খণ্ড রাজ্য গঠন। এবং ২০০০ সালের ১লা নভেম্বর ছত্তিশগঢ় রাজ্য গঠন।

(ii) লোকপাল বিল কী কারণে লোকসভায় উপস্থাপিত করা হয়েছে ?

উত্তরঃ ভারতবর্ষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কার্যকরী বিল হিসাবে আইনত প্রতিষ্ঠিত করার জন্য লোকপাল বিলটি লোকসভায় উত্থাপিত করা হয়েছে।

অথবা,

ICDS প্রকল্পটি চালু করার কারণ কী ?

উত্তরঃ ৬ বছর বয়স পর্যন্ত শিশুদের সার্বিক বিকাশের লক্ষ্যে এই শিশুবিকাশ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।

(iii) জাতীয় সাক্ষরতা মিশনের মুখ্য উদ্দেশ্য কী ছিল ?

উত্তরঃ জাতীয় সাক্ষরতা মিশনের মূখ্য উদ্দেশ্য ছিল “পূর্ণ সাক্ষরতা বা Total Literacy এবং লক্ষ্যমাত্রা হিসাবে ধরা হয় ১৯৯৫ সালের মধ্যে ৮০ মিলিয়ান ব্যক্তি (১৫ থেকে ৩৫ বছর) যারা নিরক্ষর তাদেরকে ব্যাবহারিক সাক্ষরতা বা Functional literacy প্রদান করা”।

(iv) ভারতবর্ষে প্রাথমিক শিক্ষা প্রসঙ্গে জি. কে. গোখলের অন্যতম প্রচেষ্টা কি ছিল ?

উত্তরঃ ৬-১০ বছর বয়স পর্যন্ত বালকদের প্রাথমিক শিক্ষার বিষয়টি বাধ্যতামূলক করতে হবে।

(v) সমাজতত্ত্বে রণজিৎ গুহর উল্লেখযোগ্য ভূমিকা কী ?

উত্তরঃ রণজিৎ গুহ নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রথাগত যাত্রার প্রধান উদ্যোক্তা। ১৯৮৩ সালে প্রকাশিত তাঁর গ্রন্থ Elementary Aspects of Peasant Insurgency in Colonial India. –এ বিষয়ে উল্লেখযোগ্য।

অথবা,

ম্যাক্স ওয়েবার তাঁর কোন্ গ্রন্থে পুঁজিবাদের বিকাশের ধারনা ব্যাখ্যা করেছেন ?

উত্তরঃ “The Protestant Ethic and the Spirit of Capitalism (1904)” গ্রন্থে ম্যাক্স ওয়েবার পুঁজিবাদের বিকাশের ধারণা ব্যাখ্যা করেছেন।

(vi) নারীশিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান লেখো।

উত্তরঃ ১৮৪৯ সালে মে মাসে বিদ্যাসাগর মহাশয় বেথুন সাহেবের সহযোগিতায় মেয়েদের শিক্ষার জন্য একটি অবৈতনিক স্কুল স্থাপন করেন। এরপর ভারত সরকার ১৮৫৮ সালের পর ৩৫টি বালিকা বিদ্যালয়গুলির আর্থিক দায়ভার অস্বীকার করলে তিনি নিজেই ‘নারী শিক্ষা ভাণ্ডার’ গঠন করে চাঁদা সংগ্রহ করে সমস্যা সমাধানে ব্রতী হন। এছাড়া ১৮৫৭ সালে জৌগ্রামে নিজে একটি বালিকা বিদ্যালয় গড়ে তোলেন।

(vii) কোন্ কোন্ ধরনের পরিবারকে উৎপাদনশীল একক এবং ভোগ একক বলে ?

উত্তরঃ যৌথ পরিবারকে উৎপাদনশীল একক বলে। একক পরিবারকে ভোগ একক বলে।

(viii) গোবিন্দ সদাশিব ঘুরে কে ছিলেন ?

উত্তরঃ গোবিন্দ সদাশিব ঘুরে (১৮৯৩-১৯৮৩) বোম্বাই বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্বের প্রথম ভারতীয় অধ্যাপক যিনি লণ্ডন স্কুল অফ ইকনমিক্স থেকে সমাজতত্ত্ব পড়ে এসেছিলেন এল. টি. হবহাউস-এর ছাত্র হিসাবে। তাঁর চেষ্টায় Indian Socioligical Society-র মুখ পত্র Sociological Bulletin 1920 সালে প্রথম প্রকাশিত হয় ।

অথবা,

“ভারততত্ত্ব”কে “The book view” কে বলেছেন ?

উত্তরঃ এম. এন. শ্রীনিবাস ‘ভারততত্ত্ব’-কে “The book view” বলেছেন।

(ix) হিন্দু বিবাহ আইন, ১৯৫৫-এর গুরুত্ব কী ?

উত্তরঃ হিন্দু বিবাহ আইন, ১৯৫৫ সালের ১৮ ই মে তারিখে বলবৎ হয়। এই আইন দ্বারা বহুগামিতা বন্ধ করা হয়। এছাড়া নারীদের বিয়ের ক্ষেত্রে ন্যূনতম বয়স ১৮ করা হয়েছে।

(x) ভারতীয় যৌথ পরিবারের একটি নেতিবাচক দিক লেখো ।

উত্তরঃ যৌথ পরিবারে Privacy বা গোপনীয়তা বজায় রাখা অতটা সম্ভব হয় না ।

(xi) বিবেকানন্দ ধর্ম প্রসঙ্গে যে যোগের কথা বলেছেন, তা কয়টি স্তরে বিভাজিত ?

উত্তরঃ বিবেকানন্দ ধর্ম প্রসঙ্গে প্রধান চারটি যোগের কথা বলেছেন— কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ ও জ্ঞানযোগ।

অথবা,

“কর্মযোগ” বলতে কী বোঝ ?

উত্তরঃ স্বামী বিবেকানন্দের মতে ‘কর্মযোগ’ হল, যে পদ্ধতিতে মানুষ তার কর্ম এবং কর্তব্য পালনের মাধ্যমে নিজের দেবত্বকে উপলব্ধি করেন।

(xii) “Education is the Socialization of younger generation” কথাটি কে বলেছেন ?

উত্তরঃ “Education is the Socinlization of younger generation” কথাটি ডুরখেইম বলেছেন।

(xiii) এম. এন. শ্রীনিবাসের মতানুসারে ভারতবর্ষে পাশ্চাত্যকরণের কারণ কী ?

উত্তরঃ শ্রীনিবাসের মতে ভারতীয়দের মধ্যে সনাতনী সমাজ পরিবর্তনের একটি ইচ্ছা এবং শক্তিকে জাগ্রত করতে ভারতে পাশ্চাত্যকরণ গ্রহণ করা হয়েছে। সম্প্রদায় ভিত্তিক চেতনা থেকে মুক্তি এবং সংগ্রামের মধ্যে দিয়ে সনাতনী সমাজব্যবস্থায় পরিবর্তনের চেষ্টা সবই সম্ভব হয়েছে পাশ্চাত্তকরণের ফলে।

অথবা,

‘ধর্মনিরপেক্ষতা’ বলতে কী বোঝ ?

উত্তরঃ ‘ধর্মনিপেক্ষতা’ হল সামাজিক ও রাজনৈতিক দর্শন যা সমস্ত রকম ধর্মীয় বিশ্বাসকে ত্যাগ করে। ভারতবর্ষের মতো দেশে, রাষ্ট্রের কাজকর্মের ব্যাপারে ধর্মীয় প্রভাব থাকবে না, রাষ্ট্র কোনো বিশেষ ধর্ম ও ধর্মীয় সম্প্রদায়ের মতাদর্শ প্রসারের জন্য তার সরকারি ক্ষমতাকে প্রয়োগ করবে না। রাষ্ট্রের চোখে সকল ধর্মই সমান মর্যাদা সম্পন্ন।

(xiv) BPL কথাটির পূর্ণ রূপটি লেখো।

উত্তরঃ BPL- Below Poverty Level or Line.

(xv) মহাত্মা গান্ধি অস্পৃশ্য হিসেবে চিহ্নিত জনগণকে কি বলে সম্মান প্রদর্শন করেছেন ?

উত্তরঃ মহাত্মা গান্ধি অস্পৃশ্য হিসেবে চিহ্নিত জনগণকে ‘হরিজন’ (Children of god) বলে সম্মান প্রদর্শন করেছেন।

অথবা,

ব্যক্তি মানুষের ত্রিবিধ রূপান্তর নিয়ে কে আলোচনা করেছেন ?

উত্তরঃ ব্যক্তি মানুষের ত্রিবিধ রূপান্তর নিয়ে ঋষি অরবিন্দ আলোচনা করেছেন।

(xvi) প্রাকব্রিটিশ ভারতে স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজে জমির বাস্তব মালিক কে ছিল ?

উত্তরঃ প্রাকব্রিটিশ ভারতে স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজে জমির বাস্তব মালিকানা যৌথ ছিল।

অথবা,

আধুনিকীকরণের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তরঃ আধুনিকীকরণের দুটি বৈশিষ্ট্য হল—

(a) অর্থনৈতিক বৈশিষ্ট্য – অর্থনৈতিক ভূমিকার বিশেষীকরণ।

(b) রাজনৈতিক বৈশিষ্ট্য – শাসকবর্গের নৈতিক আদর্শ রূপায়ণের বাধ্যবাধকতা।

Leave a Reply