WBCHSE HS Sociology Question Paper with Answer 2019 | উচ্চমাধ্যমিক সমাজবিদ্যা প্রশ্নপত্র ২০১৯

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE HIGHER SECONDARY SOCIOLOGY QUESTION PAPER WITH ANSWER 2019
উচ্চ মাধ্যমিক সমাজবিদ্যা প্রশ্নপত্র ২০১৯ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সমাজবিদ্যা বিষয়ের উত্তরসহ প্রশ্নপত্র বিভিন্ন সাইট থেকে খুঁজে নিয়ে সঠিক এবং নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবে। নিচে বহু বিকল্পধর্মী প্রশ্ন (MCQ) এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) উত্তর দেওয়া হলো।

SOCIOLOGY
(New Syllabus )
2019
Total Time: 3 Hours 15 minutes
Full Marks : 80

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।

Instructions to the Candidates :
1.Special credit will be given for answers which are brief and to the
point.
2.Marks will be deducted for spelling mistakes, untidiness and bad
handwriting.
3.Figures in the margin indicate full marks for the questions.

বিভাগ – ক / PART – A
(Marks: 40)

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 8 x 5 = 40

(a) ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝায় ? এই প্রসঙ্গে ভারতীয় সমাজতাত্ত্বিকগণের ভূমিকা আলোচনা করো। 3+5

অথবা,

ভারতবর্ষে প্রাক-স্বাধীনতা যুগে সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই প্রসঙ্গে বোম্বাই বিশ্ববিদ্যালয়ের অবদান লেখো। 5+3

(b) ভারতের যজমানি ব্যবস্থা কাকে বলে ? ভারতে যজমানি ব্যবস্থার ইতিবাচক ও নেতিবাচক দিকসমূহ আলোচনা করো। 3+5

(c) ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 8

অথবা,

ধর্ম সম্পর্কে মৌলানা আবুল কালাম আজাদের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 8

(d) পরিবারের সংজ্ঞা দাও। ভারতবর্ষে যৌথ পরিবার ব্যবস্থা ভাঙনের কারণগুলি লেখো। 3+5

(e) শিক্ষা বলতে কী বোঝ ? মহাত্মা গান্ধির শিক্ষাচিন্তা বিষয়ে আলোচনা করো। 3+5

অথবা,

গণমাধ্যম বলতে কী বোঝ ? সমাজজীবনে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। 3+5

বিভাগ – ‘খ’ (40 Marks)

2. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি লেখো : 1×24=24

(i) Village Communities in the East and West’ গ্রন্থটি কার লেখা ?
(a) উইলিয়াম জোন্‌স
(b) আনন্দকুমার স্বামী
(c) হেনরি মেইন
(d) বি.কে. সরকার

উত্তরঃ (c) হেনরি মেইন

(ii) সামাজিক সমস্যা __________ নিয়ে ভোরা কমিটি গঠিত হয়েছিল।
(a) দারিদ্র (b) নিরক্ষরতা (c) বেকারত্ব
(d) জনসংখ্যা স্ফীতি

উত্তরঃ (d) জনসংখ্যা স্ফীতি

(iii) কোনটি ভিন্ন তা উল্লেখ করো—
(a) প্যাট্রিক গেডেজ— মুম্বই বিশ্ববিদ্যালয়
(b) ড. বেলা দত্তগুপ্ত— কলকাতা বিশ্ববিদ্যালয়
(c) ডি.এন. মজুমদার— লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়
(d) বিনয় কুমার সরকার— পাটনা বিশ্ববিদ্যালয়

উত্তরঃ (d) বিনয় কুমার সরকার পাটনা বিশ্ববিদ্যালয়

(iv) অরোভিল, একটি বিশ্ব সর্বধর্মসমন্বয় কেন্দ্র গঠিত হয়েছে ___________ -এর শিক্ষার উপর নির্ভর করে।
(a) মৌলানা আবুল কালাম আজাদ
(b) শ্রী শ্রী রামকৃষ্ণ
(c) ঋষি অরবিন্দ
(d) স্বামী বিবেকানন্দ

উত্তরঃ (c) ঋষি অরবিন্দ

(v) ভূমিদাস বলতে বোঝায়—
(a) কৃষক (b) প্রজাস্বত্বভোগী (c) ভূস্বামী (d) পরাধীন ভূমিহীন ব্যক্তি

উত্তরঃ (d) পরাধীন ভূমিহীন ব্যক্তি

(vi) উদারনীতিকরণ কত সালে ভারতবর্ষে গ্রহণ করা হয়েছে ?
(a) 1890 সালে (b) 1990 সালে
(c) 1991 সালে (d) 1993 সালে

উত্তরঃ (c) 1991 সালে

(vii) ‘পাশ্চাত্যকরণ’ ধারণাটি প্রবর্তন করেন—
(a) জি.এস. ঘুরে (b) এম.এন. শ্রীনিবাস
(c) যোগেন্দ্র সিংহ (d) বিনয় কুমার সরকার

উত্তরঃ (b) এম.এন. শ্রীনিবাস

(viii) আরোপিত মর্যাদা হল—
(a) জাতি (b) শ্রেণি (c) দাস প্রথা
(d) এদের কোনোটিই নয়

উত্তরঃ (a) জাতি

(ix) কত সালে Hindu Widow’s Remarriage Act প্রবর্তিত হয় ?
(a) 1856 সালে (b) 1929 সালে
(c) 1950 সালে (d) 1955 সালে

উত্তরঃ (a) 1856 সালে

(x) ব্যাংক রাষ্ট্রীয়করণ হয় ___________ সালে।
(a) 1959 সালে (b) 1950 সালে
(c) 1969 সালে (d) 1979 সালে

উত্তরঃ (c) 1969 সালে

(xi) নারীশিক্ষা এবং জনশিক্ষা _________ এর শিক্ষা পরিকল্পনার অন্যতম দুটি উদ্দেশ্য ছিল।
(a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) মৌলানা আবুল কালাম আজাদ
(d) জি. কে. গোখলে

উত্তরঃ (a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(xii) আধুনিক ভারতীয় সমাজে দুর্নীতি একটি—
(a) শর্ত (b) প্রক্রিয়া (c) সামাজিক ব্যাধি
(d) পরিমাপ

উত্তরঃ (c) সামাজিক ব্যাধি

(xiii) ভারতবর্ষে সমাজতত্ত্বের প্রাতিষ্ঠানিক আরম্ভ হয়েছিল কলকাতাতে _________ প্রতিষ্ঠার মাধ্যমে।
(a) বেথুন সোসাইটি
(b) এশিয়াটিক সোসাইটি
(c) বঙ্গীয় সমাজবিজ্ঞান সভা
(d) ইন্ডিয়ান সোসিওলজিক্যাল সোসাইটি

উত্তরঃ (a) বেথুন সোসাইটি

(xiv) জি.কে. গোখলের প্রস্তাবিত প্রাথমিক শিক্ষা বিলের প্রধান লক্ষ্য ছিল—
(a) অবৈতনিক প্রাথমিক শিক্ষা
(b) বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা
(c) অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা
(d) বালকদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা

উত্তরঃ (d) বালকদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা

(xv) এম. এন. শ্রীনিবাস কোন্ দৃষ্টিভঙ্গির অন্যতম প্রবর্তক ?
(a) দাম্বিক (b) কার্য-কাঠামো
(c) ভারততাত্ত্বিক (d) ঐতিহাসিক

উত্তরঃ (b) কার্য-কাঠামো

(xvi) কৃষির বাণিজ্যকরণ সূচনা হয়—
(a) প্রাক-ব্রিটিশ সময়ে
(b) ব্রিটিশ সময়ে
(c) স্বাধীনতার পরবর্তী সময়ে
(d) উদারনীতিকরণের পরে

উত্তরঃ (b) ব্রিটিশ সময়ে

(xvii) “ইলেকট্রনিক মানি” ধারণাটি যুক্ত __________ -এর সাথে।
(a) বিশ্বায়ন (b) দুর্নীতি (c) আইন
(d) আধুনিকীকরণ

উত্তরঃ (a) বিশ্বায়ন

(xviii) ___________ ভারতীয় যৌথ পরিবারের বৈশিষ্ট্য।
(a) যৌথ কর্তৃত্ব (b) ভোগ একক
(c) যৌথ সম্পত্তি (d) আলাদা রান্নাঘর

উত্তরঃ (c) যৌথ সম্পত্তি

(xix) __________ ভারতের সার্বভৌমত্ত্ব ও অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা নষ্ট করার এক জ্বলন্ত সমস্যা ।
(a) প্রাদেশিকতাবাদ (b) দাঙ্গা (c) গৃহযুদ্ধ
(d) সন্ত্রাসবাদ

উত্তরঃ (d) সন্ত্রাসবাদ

(xx) ‘Caste’ শব্দটির উৎস ‘Casta’, এটি একটি __________ শব্দ।
(a) ফরাসি (b) স্প্যানিশ (c) আরবি (d) গ্রিক

উত্তরঃ (b) স্প্যানিশ

(xxi) ‘নঈ তালিম’ ____________ -এর চিন্তার ফলশ্রুতি।
(a) মৌলানা আবুল কালাম আজাদ
(b) মহাত্ম গান্ধি
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) স্বামী বিবেকানন্দ

উত্তরঃ (b) মহাত্মা গান্ধি

(xxii) ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে বোঝায়—
(a) রাষ্ট্র ধর্মবিরোধী
(b) রাষ্ট্র কোনো ধর্মকে পৃষ্ঠপোষকতা করে না
(c) (a) ও (b) উভয়েই
(d) (a) ও (b) কোনোটিই নয়

উত্তরঃ (b) রাষ্ট্র কোনো ধর্মকে পৃষ্ঠপোষকতা করে না

(xxiii) ভারতবর্ষে পরিবেশ সুরক্ষা আইন চালু হয়—
(a) 1980 সালে (b) 1986 সালে
(c) 1988 সালে (d) 1991 সালে

উত্তরঃ (b) 1986 সালে

(xxiv) অন্ত্যোদয় যোজনা হল—
(a) দারিদ্র দূরীকরণ কর্মসূচি
(b) নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচি
(c) জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি
(d) নারী স্বাধীনতা কর্মসূচি।

উত্তরঃ (a) দারিদ্র দূরীকরণ কর্মসূচি

3. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 1×16=16

(i) জনবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কী ?

উত্তরঃ জনবিদ্যা হল জনসংখ্যার বিজ্ঞান, যেখানে জনসংখ্যার পরিবর্তিত কাঠামো– যেমন জনসংখ্যার ঘনত্ব, জন্ম-মৃত্যু হার, দারিদ্রতা, বাল্যবিবাহ, শিক্ষার অভাব, বেকারত্ব, স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

অথবা,

ভারতে জনসংখ্যা বৃদ্ধির দুটি কারণ লেখো।

উত্তরঃ (1) জন্মহার ও মৃত্যুহারের পার্থক্য।

(2) চিকিৎসা পরিষেবার উন্নতি।

(ii) সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য কী ?

উত্তরঃ সর্বশিক্ষা অভিযান ২০০০ সালে ঘোষিত হয় যেখানে সংবিধানের ৮৬ তম সংশোধনী অনুযায়ী ৬-১৪ বছর বয়সী শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক প্রারম্ভিক শিক্ষার ব্যবস্থা করা হয়। এই অভিযান জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শিশুদের বিকল্প ও উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থাকে সুনিশ্চিত করে।

(iii) জনজাতির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তরঃ (1) জনজাতিদের নিজস্ব একটি পৃথক সংস্কৃতি বিদ্যমান।

(2) এরা বিশ্বাস করে এদের সকলের পূর্বপুরুষ এক।

(iv) বুনিয়াদী শিক্ষা কী ?

উত্তরঃ বুনিয়াদী শিক্ষা হল শিশু কিশোরের অন্তর্নিহিত সম্ভাবনাসমূহের সর্বাঙ্গীন বিকাশ সাধন এবং জাতির বুনিয়াদকে দৃঢ় করা। বুনিয়াদী শিক্ষা কাজের মাধ্যমে জ্ঞানার্জন, স্বনির্ভরতা এবং ব্যক্তির ভবিষ্যৎ জীবন গঠনের উপর জোর দেয়।

(v) ‘সংস্কৃতায়ন’ বলতে কী বোঝ ?

উত্তরঃ যে উপায় বা পদ্ধতিতে একটি নিম্নস্তরের হিন্দু জাতি, উপজাতি বা অন্য কোনো গোষ্ঠী কোনো উচ্চজাতি বা দ্বিজ জাতির (ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য) অনুসরণে নিজের রীতিনীতি, আদর্শ, প্রথা এবং জীবনযাত্রা পরিবর্তন করে এবং কালক্রমে দু’এক পুরুষের ব্যবধানে তা হয়ে ওঠে— এই প্রক্রিয়াকে সংস্কৃতায়ন বলে।

অথবা,

যজমানি ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তরঃ (1) এটি ছিল ধারাবাহিক, দীর্ঘস্থায়ী এবং বংশপরম্পরাগত।

(2) যজমান ও কামিনের মধ্যে ঊর্ধ্বতন ও অধঃস্তন কর্তৃত্ব দেখা যেত।

(vi) UNESCO-র পূর্ণ রূপটি লেখো।

উত্তরঃ UNESCO-র পূর্ণ রূপটি হল— “United Nations Educational Scientific & Cultural Organization”.

অথবা,

JNNURM-র পূর্ণ রূপটি লেখো।

উত্তরঃ JNNURM-র পূর্ণ রূপটি হল- “Jawaharlal Nehru National Urban Renewal Mission, 2005″।

(vii) ভারতে দৃষ্টবাদের জনক কাকে বলা হয় ?

উত্তরঃ ভারতে দৃষ্টবাদের জনক বলা হয় হুগলী কলেজের অধ্যক্ষ স্যামুয়েল লব-কে।

অথবা,

কাঠামোগত দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝায় ?

উত্তরঃ এটি ক্রিয়াবাদ থেকে আগত যেখানে মনে করা হয়, জীবদেহে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের গঠন ও কার্যকারিতার ফলে, যেমন সমগ্র জীবদেহটি গড়ে ওঠে, তেমনি সমাজের ক্ষেত্রেও এ রকম বহু অংশ পারস্পরিক নির্ভরশীলতার নিরিখে কাজ করে চলে। অর্থাৎ এই দৃষ্টিভঙ্গিতে সমগ্র সমাজ কাঠামোর সাথে সংযুক্ত বিভিন্ন অংশ-এর পারস্পরিক সম্পর্ক, ক্রিয়া-প্রতিক্রিয়ার ধরন বিশ্লেষিত হয়ে থাকে।

(viii) ICSSR-র পূর্ণরূপটি কী ?

উত্তরঃ ICSSR-র পূর্ণরূপটি হল- “Indian Council of Social Science and Research”.

অথবা,

‘Social Background of Indian Nationalism’ গ্রন্থটির রচয়িতা কে ?

উত্তরঃ ‘Social Background of Indian Nationalism’ গ্রন্থটির রচয়িতা হলেন- A.R… Desai

(ix) দারিদ্র ও বেকারত্ব দূরীকরণের একটি কর্মসূচির নাম লেখো।

উত্তরঃ দারিদ্র ও বেকারত্ব দূরীকরণের একটি কর্মসূচি হল — MGNREGA – Mahatma Gandhi National Rural Employment Guarantee Act, 2005

(x) ‘নব্য বঙ্গ’ আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন ?

উত্তরঃ ‘নব্য বঙ্গ’ আন্দোলনের প্রধান নেতা ছিলেন Henry Louis Vivian Derozio

(xi) এক কথায় ‘সর্বোদয়’-র অর্থ কী ?

উত্তরঃ গান্ধিজির মতে ‘সর্বোদয়’-এর অর্থ হল— ‘সকলের কল্যাণ’- যেহেতু সকলের জীবিকার্জনের সমান অধিকার রয়েছে, সেহেতু উকিল ও নাপিতের কাজের মূল্য অভিন্ন।

(xii) জাতি ও শ্রেণির মধ্যে দুটি পার্থক্য লেখো।

উত্তরঃ জাতি : আরোপিত মর্যাদা
শ্রেণি : অর্জিত মর্যাদা
জাতি : অনমনীয় ও অপরিবর্তনশীল
শ্রেণি : নমনীয় ও পরিবর্তনশীল।

অথবা,

‘আর্য সমাজ’ কবে, কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ ১৮৭৫ সালের এপ্রিল মাসে বোম্বাইতে ‘আর্য সমাজ’ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী।

(xiii) যৌথ পরিবারের একটি সুবিধা লেখো।

উত্তরঃ যৌথ পরিবারের একটি অন্যতম সুবিধা হল ব্যক্তির মৌলিক চাহিদা পূরণ করে তাকে অন্ন, বস্ত্র, বাসস্থানের জোগান সুনিশ্চিত করে।

অথবা,

সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে‌ ?

উত্তরঃ সত্যশোধক সমাজের প্রতিষ্ঠা করেছিলেন Jyotiba Phule (জ্যোতিবা ফুলে)।

(xiv) ভূমি সংস্কারের অর্থ কী ?

উত্তরঃ ‘লাঙল যার জমি তার’ -এই নীতির বাস্তবায়নের জন্য ভূমিকে ঘিরে আইন প্রণয়ন ও নিয়ম-নীতি পরিবর্তন। এর ফলে অপারেশন বর্গা-র মাধ্যমে বর্গাদারদের দ্রুত তালিকাভুক্ত করে তাদের প্রাপ্য জমির ওপর আইনি অধিকার প্রতিষ্ঠা থেকে শুরু করে ভূমিহীন কৃষকদের ন্যূনতম জমি প্রদান সুনিশ্চিত করা গেছে।

(xv) স্বায়ত্তশাসন বলতে কী বোঝ ?

উত্তরঃ স্বায়ত্তশাসন বলতে বোঝায় যেখানে জেলা, মহকুমা, গ্রামের প্রশাসনিক কার্যকলাপ রাষ্ট্র ও জনগণের যৌথ মালিকানার ভিত্তিতে পরিচালিত হয় অথবা মানুষ নিজেরাই শাসন কার্য চালায়।

অথবা,

স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের অর্থনীতি কেমন ছিল ?

উত্তরঃ স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের অর্থনীতি ছিল কৃষি এবং সহজ-সরল যন্ত্রপাতি নির্ভর। বিনিময় প্রথার মাধ্যমে চাহিদা, উৎপাদন ও জোগান-এর মধ্যে ভারসাম্য বজায় থাকতে জমির উপর ব্যক্তিগত মালিকানার বিষয়টি গড়ে ওঠেনি। জমির যৌথ মালিকানা দেখা যেত।

(xvi) Subaltern ধারণাটি কে প্রথম চয়ন করেন ?

উত্তরঃ ইতালীয় রাষ্ট্রবিজ্ঞানী আস্তেনিয়ো গ্রামশি প্রথম ‘Subaltern’ ধারণাটি চয়ন করেন।

Leave a Reply