WBCHSE HS Sociology Question Paper with Answer 2022 | উচ্চমাধ্যমিক সমাজবিদ্যা প্রশ্নপত্র ২০২২

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBCHSE HIGHER SECONDARY SOCIOLOGY QUESTION PAPER WITH ANSWER 2022
উচ্চ মাধ্যমিক সমাজবিদ্যা প্রশ্নপত্র ২০২২, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সমাজবিদ্যা বিষয়ের উত্তরসহ প্রশ্নপত্র বিভিন্ন সাইট থেকে খুঁজে নিয়ে সঠিক এবং নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবে। নিচে বহু বিকল্পধর্মী প্রশ্ন (MCQ) এবং অতিসংক্ষিপ্ত প্রশ্নের (SAQ) উত্তর দেওয়া হলো।

SOCIOLOGY
(New Syllabus )
2022
Total Time: 3 Hours 15 minutes
Full Marks : 80

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ :
1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
2. বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
3. উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
Instructions to the Candidates :
1.Special credit will be given for answers which are brief and to the
point.
2.Marks will be deducted for spelling mistakes, untidiness and bad
handwriting.
3.Figures in the margin indicate full marks for the questions.

বিভাগ – ক / PART – A
(Marks : 40 )

3 নম্বরের প্রশ্নের উত্তর 100 শব্দের মধ্যে দিতে হবে। 5 নম্বরের প্রশ্নের উত্তর 200 শব্দের মধ্যে দিতে হবে এবং 8 নম্বরের প্রশ্নের উত্তর 300 শব্দের মধ্যে দিতে হবে।

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 8 × 5 = 40

(a) যজমানি ব্যবস্থা কাকে বলে ? যজমানি ব্যবস্থার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি আলোচনা করো।

অথবা,

ভারতে সমাজতত্ত্বের বিকাশে বোম্বাই বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। জি. এস. ঘুরে সম্পর্কে যা জান লেখো। 5 + 3

(b) ভারতবর্ষে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। সংস্কৃত্যায়ন ও ব্রাহ্মণায়ন-এর পার্থক্য লেখো। 5 + 3

অথবা,

ভারতবর্ষে আধুনিকীকরণের উপাদানগুলি আলোচনা করো। আধিপত্যাকারী জাতি কারা ? 5 + 3

(c) ভারতবর্ষে যৌথ পরিবারের ভাঙনের কারণগুলি আলোচনা করো।

(d) সমাজে শিক্ষার কার্যাবলি লেখো।

অথবা,

শিক্ষাক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো।

(e) ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। আমাদের দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ কীভাবে করা যায় লেখো। 5 + 3

অথবা,

পরিবেশের সংজ্ঞা দাও। মানব জীবনে পরিবেশ দূষণের প্রভাব আলোচনা করো। 3 + 5

বিভাগ – খ / PART – B
(Marks: 40)

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী (১ নম্বরের)। Multiple Choice Type Questions (MCQ) & Short Answer Type Questions (SAQ) of (1 mark)

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে
থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখো (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 1 x 24 = 24

(i) হিন্দু বিবাহ আইন প্ৰণয়ন হয় _______
সালে।
(a) 1955 (b) 1856 (c) 1961 (d) 1972

উত্তর: (a) 1955

অথবা,

নিম্নলিখিত কোন আইনটি স্বাধীনতার পর ভারতবর্ষে নারীর অর্থনৈতিক স্বাধীনতা লাভে সহযোগিতা করেছে ?
(a) Hindu Marriage Act, 1955
(b) Special Marriage Act, 1954
(c) Hindu Succession Act, 1956
(d) Dowry Prohibition Act, 1961

উত্তরঃ (c) Hindu Succession Act, 1956

(ii) আন্না হাজারে ________আন্দোলনের সাথে যুক্ত।
(a) দারিদ্র্য দূরীকরণ (b) দুর্নীতি দমন
(c) পরিবেশ (d) কোনোটিই নয়

উত্তরঃ (b) দুর্নীতি দমন

(iii) NRY হলো—
(a) গ্রামীণ দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি
(b) শহুরে দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি
(c) জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি
(d) দুর্নীতি দমন নীতি

উত্তরঃ (b) শহুরে দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি

(iv) স্বামী বিবেকানন্দ কয়টি যোগের কথা বলেন ?
(a) 2     (b) 3     (c) 4     (d) 5

উত্তরঃ (c) 4

(v) ‘সর্বোদয়’ কথাটি চয়ন করেন—
(a) স্বামী বিবেকানন্দ
(b) মহাত্মা গান্ধী
(c) বি. আর. আম্বেদকর
(d) জি. এস. ঘুরে

উত্তরঃ (b) মহাত্মা গান্ধী

(vi) বংশানুক্রমিক ক্রমোচ্চ শ্রেণীবিভাগ
বর্তমান ________ তে।
(a) শ্ৰেণী (b) জাতি (c) জমি (d) উপজাতি

উত্তর: (b) জাতি

অথবা,

ভূমিদাস বলতে বোঝায়—
(a) কৃষক (b) প্রজাসত্ত্বভোগী
(c) ভূস্বামী (d) পরাধীন ভূমিহীন ব্যক্তি

উত্তরঃ (d) পরাধীন ভূমিহীন ব্যক্তি

(vii) ‘Kinship Organization in India’ গ্রন্থটি রচনা করেন—
(a) এম, এন, শ্রীনিবাস
(b) ইরাবতী কার্ভে
(c) বি, এন, শীল
(d) আই. পি. দেশাই

উত্তরঃ (b) ইরাবতী কাৰ্ভে

অথবা,

“The Positive Background of Hindu Sociology’ গ্রন্থটির রচয়িতা হলেন—
(a) এ. আর, দেশাই
(b) ধুর্জটি প্রসাদ মুখোপাধ্যায়
(c) বিনয় কুমার সরকার
(d) আন্দ্রে বেঁতে

উত্তরঃ (c) বিনয় কুমার সরকার

(viii) ভুবন গ্রাম ধারণাটি জড়িত __________ এর সাথে।
(a) সংস্কৃত্যায়ন (b) বিশ্বায়ন
(c) আধুনিকীকরণ (d) পশ্চিমীকরণ

উত্তরঃ (b) বিশ্বায়ন

(ix) ব্রাহ্মণায়ন’ ধারণাটি চয়ন করা হয় _________ সালে।
(a) 1950 (b) 1951(c) 1952 (d) 1954

উত্তরঃ (c) 1952

(x) সমাজতত্ত্বের জনক কে ?
(a) অগাস্ট কোৎ (b) ডি. পি. মুখার্জি
(c) জি. এস, ঘুরে (d) হার্বার্ট স্পেন্সার

উত্তরঃ (a) অগাস্ট কোৎ

(xi) বেথুন সোসাইটির প্রতিষ্ঠাতা কে
ছিলেন ?
(a) বি. কে. সরকার (b) এফ. জে. মোয়াট
(c) স্যামুয়েল লব (d) ডি. পি. মুখার্জি

উত্তরঃ (b) এফ. জে. মোয়াট

(xii) বেথুন সোসাইটির স্থায়িত্ব ছিল—
(a) 20 বছর (b) 30 বছর (c) 40 বছর
(d) 50 বছর

উত্তরঃ (c) 40 বছর

(xiii) চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন—
(a) সুন্দরলাল বহুগুনা (b) মেধা পাটেকার
(c) অরুন্ধতী রায় (d) চিকো মেন্ডেস

উত্তরঃ (a) সুন্দরলাল বহুগুনা

(xiv) “যা থাকবার কথা’ আর ‘যা আছে’ এই দুয়ের মধ্যে ফারাক হলো—
(a) বেকারত্ব (b) দারিদ্র্য (c) নিরক্ষরতা (d) দুর্নীতি

উত্তরঃ (b) দারিদ্র্য

(xv) অপরেশন ব্লাকবোর্ড-এর উদ্দেশ্য
হলো—
(a) প্রাক-প্রাথমিক শিক্ষা
(b) প্রাথমিক শিক্ষা
(c) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা
(d) কারিগরি শিক্ষা

উত্তরঃ (b) প্রাথমিক শিক্ষা

(xvi) CBR হলো—
(a) Crude Birth Rate
(b) Crude Birth Ratio
(c) Crude Birth Rank
(d) Crude Birth Relativity

উত্তরঃ (a) Crude Birth Rate

(xvii) মুকনায়ক পত্রিকাটি কে শুরু করেন ?
(a) মহাত্মা গান্ধী
(b) বি, আর, আম্বেদকার
(c) মৌলানা আবুল কালাম আজাদ
(d) সাবিত্রীবাই ফুলে

উত্তরঃ (b) বি, আর, আম্বেদকার

(xviii) ভারতীয় উপজাতিদের মধ্যে অধিকাংশই থাকেন—
(a) উত্তর-পূর্ব ভারতে (b) মধ্য ভারতে
(c) উত্তর ভারতে (d) পশ্চিম ভারতে

উত্তরঃ (a) উত্তর-পূর্ব ভারতে

(xix) শহুরে সামাজিক কাঠামোয় যে শ্রেণী অনুপস্থিত তা হলো—
(a) শিল্পপতি (b) পেশাদার শ্রেণী
(c) কৃষক শ্ৰেণী (d) শিল্পের মজদুর শ্রেণী

উত্তরঃ (c) কৃষক শ্ৰেণী

(xx) সংস্কৃত্যায়ন ধারণাটি প্রবর্তন করেন—
(a) এম. এন. শ্রীনিবাস (b) জি, এস, ঘুরে
(c) ডি. পি. মুখার্জী (d) এম. এস. এ. রাও

উত্তরঃ (a) এম. এন. শ্রীনিবাস

অথবা,

‘আধিপত্যকারী জাতি’ ধারণাটি কার ?
(a) ডি, পি, মুখার্জী
(b) বিনয় কুমার সরকার
(c) এম এন শ্রীনিবাস
(d) জি এস ঘরে

উত্তরঃ (c) এম এন শ্রীনিবাস

(xxi) সংবিধানের 42 তম সংশোধনী হয় ________ সালে।
(a) 1976 (b) 1972 (c) 1991 (d) 1960

উত্তরঃ (a) 1976

অথবা,

ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে বোঝায়—
(a) রাষ্ট্র ধর্মবিরোধী
(b) রাষ্ট্র কোন ধর্মকে পৃষ্ঠপোষকতা করে না
(c) (a) ও (b) উভয়েই
(d) (a) ও (b) কোনটিই নয়।

উত্তরঃ (b) রাষ্ট্র কোন ধর্মকে পৃষ্ঠপোষকতা করে না

(xxii) ভারতবর্ষে উদারনীতিকরণ প্রক্রিয়া শুরু হয়—
(a) 1919 (b) 1990 (c) 1991 (d) 1989

উত্তরঃ (c) 1991

(xxiii) কোন্ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্বের পঠন-পাঠন শুরু হয় ?
(a) 1915 (b) 1916 (c) 1917 (d) 1918

উত্তরঃ (c) 1917

( xxiv) একজন বিশিষ্ট দৃষ্টিবাদী চিন্তাবিদ
হলেন—
(a) স্যামুয়েল লব (b) এফ. জে. মোয়াট
(c) ইরাবতী কার্ডেন (d) ডি, পি, মুখার্জি

উত্তরঃ (a) স্যামুয়েল লব

2. নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×16 = 16

(i) বিশ্বায়ন কাকে বলে ?

উত্তরঃ বিশ্বায়ন হল পারস্পরিক ক্রিয়া এবং আন্তঃসংযোগ সৃষ্টিকারী এমন একটি প্রক্রিয়া যা বিভিন্ন দেশের সরকার, প্রতিষ্ঠান এবং জনগণের মধ্যে সমন্বয় ও মিথষ্ক্রিয়ার সূচনা করে। এই প্রক্রিয়ার সাহায্যে রাষ্ট্রকেন্দ্রিক সংস্থাগুলি বিশ্বজুড়ে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক গড়ে তোলে।

(ii) পশ্চিমিকরণ কাকে বলে ?

উত্তরঃ ভারতে ব্রিটিশ শাসনের ফলশ্রুতি হিসেবে সমাজ সংস্কৃতির যে পরিবর্তন গঠিত হয়েছে এবং স্বাধীনত্তোর ভারতবর্ষে যা অব্যাহত আছে তাকে পশ্চিমীকরণ বলে।

(iii) জাতি ও শ্রেণীর মধ্যে একটি পার্থক্য লেখো।

উত্তরঃ (1) জাতি হল এক বন্ধ গোষ্ঠী কিন্তু শ্রেণী হল মুক্ত গোষ্ঠী। (2) জাতির ক্ষেত্রে মর্যাদা আরোপিত কিছু শ্রেণীর ক্ষেত্রে তা অর্জিত।

(iv) শুদ্র জাগরণ বলতে কী বোঝো ?

উত্তরঃ স্বামী বিবেকানন্দের মতে, “এমন সময় আসবে যখন, শূদ্ররা তাদের শূদ্রসুলভ বৈশিষ্ট্যগুলো সঙ্গে নিয়ে প্রাধান্য লাভ করবে। প্রকৃতি ও আচার ব্যবহার সম্পূর্ণ অক্ষুন্ন রেখে সবদেশের শুদ্ররাই একাধিপত্য লাভ করবে, পৃথিবীর শূদ্রদের অভ্যুত্থান ঘটবে।” তিনি বুঝেছিলেন জগতে ব্রাহ্মণ ও ক্ষত্রিয় যুগের অবসান হয়েছে, আপাততঃ বৈশ্যযুগ এসেছে, কিন্তু খুব তাড়াতাড়ি শুদ্রযুগ আসবে। এটাই হল শুদ্রজাগরণ।

(v) বি. আর. আম্বেদকারের লেখা দুটি বইয়ের নাম লেখো।

উত্তরঃ (1) Pakistan or Partition of India (1945) (2) The Annihilation of Caste (1936)

(vi) সৰ্বশিক্ষা অভিযানের একটি উদ্দেশ্য লেখো।

উত্তরঃ ২০১০ সালের মধ্যে ৬ থেকে ১৪ বছর বয়সী সমস্ত শিশুদের সার্বজনীন, অবৈতনিক, বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে।

(vii) সাম্প্রদায়িকতা বলতে কী বোঝো ?

উত্তরঃ মৌলবাদী ধ্যান-ধারণা, ধর্মীয় ভাবাবেগ, কুসংস্কার ও অতিধার্মিকতাকে আশ্রয় করে শ্রেণীধর্মীয় নেতৃবৃন্দ সাধারণ মানুষকে ভুল পথে চালিত করে নিরীহ কিছু মানুষ বলি হয়, একেই সাম্প্রদায়িক কথা বলে।

অথবা,

দুর্নীতির একটি কারণ লেখো।

উত্তরঃ অর্থনৈতিক অসচ্ছলতা।

(viii) গণমাধ্যমের একটি ইতিবাচক ভূমিকা লেখো।

উত্তরঃ (১) শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে (২) সমাজ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অথবা,

নারীদের বিরুদ্ধে হিংসার দুটি কারণ লেখো।

উত্তরঃ (১) পণ প্রথা (২) ব্যক্তিগত ও শারীরিক চাহিদা পূরণ না হওয়া।

(ix) দুইজন ভারতীয় সমাজবিজ্ঞানীর নাম লেখো।

উত্তরঃ এম এন শ্রীনিবাস, অধ্যাপক বিনয় কুমার সরকার।

অথবা,

বেথুন সোসাইটির দুই জন সদস্যের নাম
লেখো।

উত্তরঃ এম জে মওয়আট, প্যারীচাঁদ মিত্র।

(x) কলকাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন এমন একজন সমাজতাত্ত্বিকের নাম লেখো।

উত্তরঃ অধ্যাপক বিনয় কুমার সরকার।

(xi) একক পরিবারের একটি বৈশিষ্ট্য লেখো।

উত্তরঃ (১) স্বামী স্ত্রী ও ছেলে মেয়েদেরকে নিয়ে গঠিত পরিবার (২) অল্প আয়ে সংসার চালানো যায়, সবার শিক্ষা, চিকিৎসা, পুষ্টিকর খাবার নিশ্চিত করা যায়।

অথবা,

যৌথ পরিবারের একটি বৈশিষ্ট্য লেখো।

উত্তরঃ (১) বৃহদায়তন বাসস্থান (২) অভিন্ন আবাসন (৩) সম্পত্তির যৌথ মালিকানা (৪) ধর্মীয় ঐক্য

(xii) ‘ধৰ্ম’ বলতে কী বোঝানো হয় ?

উত্তরঃ ধর্ম হলো মানুষের থেকে উন্নত বিভিন্ন শক্তি যা প্রকৃতি ধারা এবং মানব জীবনের গতিপথ নির্দেশ ও নিয়ন্ত্রণ করলে করে বলে বিশ্বাস করা হয়।

(xiii) উপজাতির একটি বৈশিষ্ট্য লেখো।

উত্তরঃ একই জাতির মধ্যে এরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় অর্থাৎ নিজের গোষ্ঠীর মধ্যেই সম্পর্ক স্থাপন করে।

অথবা,

ভারতীয় উপজাতিদের জন্য ভারত সরকারের একটি কল্যাণকামী পদক্ষেপ লেখো।

উত্তরঃ TDP অর্থাৎ Integrated Tribal Development Program.

(xiv) মৌলানা আবুল কালাম আজাদ কে
ছিলেন ?

উত্তরঃ বিশিষ্ট ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ একাধারে সাহিত্যিক, সুবক্তা, বিখ্যাত বুদ্ধিজীবী, সংবাদপত্রের রূপকার ও শিক্ষা সংস্কারক।

অথবা,

ভক্তি যোগ কী ?

উত্তরঃ কোন ব্যক্তির দেবতার প্রতি ভক্তি, ভালোবাসা এবং তার দ্বারা নিজের দেবত্বের উপলব্ধি।

(xv) MGNREGA কী ?

উত্তরঃ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম (MGNREGS) হল গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের চাহিদা চালিত মজুরি কর্মসংস্থান কর্মসূচি।

অথবা,

উগ্রপন্থা কী ?

উত্তরঃ সন্ত্রাসবাদ হল জনগণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিতকারী, হুমকি থেকে প্রাণনাশ পর্যন্ত বিধ্বংসী কার্যকলাপের মধ্য দিয়ে ধর্মীয়, রাজনৈতিক ও অন্য কোনো নীতিগত লক্ষ্য অর্জনের জন্য বেআইনিভাবে লালিত মতাদর্শ।

(xvi) চরম ও আপেক্ষিক দারিদ্র্যের মধ্যে একটি পার্থক্য লেখো।

উত্তরঃ চরম দারিদ্রঃ একজন ব্যক্তি যখন তার নিজের ও তার ওপর নির্ভরশীল পরিবারের অন্যান্য সদস্যদের প্রাথমিক দৈহিক চাহিদাসমূহ, যেমন– খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য প্রভৃতি পূরণে অসমর্থ হয়, তখন তার সেই অবস্থাকে চরম দারিদ্র বলা হয়।

আপেক্ষিক দারিদ্রঃ কোনো ব্যক্তি তার সমাজের অন্যান্যদের তুলনায় দরিদ্র অর্থাৎ অন্যান্যদের জীবনযাত্রার তুলনায় তার জীবনযাত্রার মান নিম্নে অবস্থিত, তখন তার সেই অবস্থাকে আপেক্ষিক দারিদ্র বলে।

Leave a Reply