West Bengal Board Madhyamik Physical Science MCQ Online Mock Test-2 | মাধ্যমিক ভৌতবিজ্ঞান অনলাইন মক্ টেস্ট-২
MP Phy Science MCQ Test-2
বিভাগ-‘ক’
1. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো :
1.1 কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না ?
(a) NO (b) NO₂ (C) CO₂ (d) CFC
উত্তরঃ (c) CO₂
1.2 কোনটির মান 290K-এর সমান ?
(a) 30°C (b) 27°C (c) 17K (d) 17°C
উত্তরঃ (d) 17°C
1.3 STP-তে 112 mL O₂ গ্যাসকে তরলে পরিণত করলে তার ভর হবে
(a) 0.32 গ্রাম (b) 0.36 গ্রাম (c) 0.64 গ্রাম
(d) 0.16 গ্রাম
উত্তরঃ (d) 0.16 গ্রাম
1.4 কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক a, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক β এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক y হলে a : β : y-র সঠিক মান কোনটি ?
(a) 3:2:1 (b) 1:2:3 (c) 6:3:1 (d) 2:1:3
উত্তরঃ (b) 1:2:3
1.5 কোন্ আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয় ?
(a) 60° (b) 0° (c) 90° (d) 45°
উত্তরঃ (b) 0°
1.6 সাদা আলোয় উপস্থিত কোন্ বর্ণের জন্য কাচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি ?
(a) লাল (b) কমলা (c) সবুজ (d) বেগুনি
উত্তরঃ (d) বেগুনি
1.7 একটি পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ উভয়ই দ্বিগুণ করলে পরিবাহীর রোধ প্রাথমিকের
(a) অর্ধেক হবে (b) দ্বিগুণ হবে
(c) চারগুণ হবে (d) একই থাকবে
উত্তরঃ (a) অর্ধেক হবে
1.8 30 এবং 60 মানের দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্যরোধ হবে
(a) 4Ω (b) 2Ω (c) 3Ω (d) 12Ω
উত্তরঃ (b) 2Ω
1.9 α, β, γ এই তিনপ্রকার রশ্মির ভেদনক্ষমতাকে ক্রমবর্ধমান মান অনুযায়ী সজ্জিত করলে সঠিক ক্রমটি হবে
(a) y < β < α (b) β < γ < a
(c) γ < α < β (d) α < β < γ
উত্তরঃ (d) a < B < y
1.10 কোনটি সন্ধিগত মৌল নয় ?
(a) Fe (b) Zn (c) Co (d) Cr
উত্তরঃ (b) Zn
1.11 কোনটির জলীয় দ্রবণে তড়িৎ পরিবাহিতা সর্বাধিক ?
(a) চিনির জলীয় দ্রবণ
(b) গ্লুকোজের জলীয় দ্রবণ
(c) অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ
(d) খাদ্যলবণের জলীয় দ্রবণ
উত্তরঃ (d) খাদ্যলবণের জলীয় দ্রবণ
1.12 বিশুদ্ধ কপার তড়িদ্বার ব্যবহার করে অম্লায়িত CuSO₄ দ্রবণের তড়িৎ বিশ্লেষণে দ্রবর্ণে উপস্থিত কপারের পরিমাণ
(a) বৃদ্ধি পায়
(b) একই থাকে
(c) প্রথমে হ্রাস ও পরে বৃদ্ধি পায়
(d) হ্রাস পায়
উত্তরঃ (b) একই থাকে
1.13 জলের নিম্ন অপসারণের মাধ্যমে নীচের কোন গ্যাসটি সংগ্রহ করা হয় ?
(a) NH₃ (b) H₂S (c) N₂ (d) SO₂
উত্তরঃ (c) N₂
1.14 ধাতুসংকর জার্মান সিলভারে যে মৌলটি অনুপস্থিত সেটি হল
(a) Cu (b) Ni (c) Zn (d) Ag
উত্তরঃ (d) Ag
1.15 তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইন যৌগে H পরমাণুর সংখ্যা
(a) 6 (b) 8 (c) 4 (d) 2
উত্তরঃ (c) 4