জলদূষণ (সপ্তম অধ্যায়) ভূগোল প্রশ্ন ও উত্তর সপ্তম শ্রেণি | Class 7 Geography Ch-7 Jol Duson Question Answer wbbse

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

জলদূষণ (সপ্তম অধ্যায়) ভূগোল প্রশ্ন ও উত্তর সপ্তম শ্রেণি | Class 7 Geography Ch-7 Jol Duson Question Answer wbbse

সপ্তম শ্রেণির ভূগোল জলদূষণ (সপ্তম অধ্যায়) MCQ, সত্য / মিথ্যা, শূন্যস্থান, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | West Bengal Class 7 Geography MCQ, True / False, Fill in the blanks, very short, Short, Descriptive type Question and Answer

1. সপ্তম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

2. সপ্তম শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

3. সপ্তম শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

4. সপ্তম শ্রেণির ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

5. সপ্তম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট প্রশ্ন Click Here

জলদূষণ (সপ্তম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – West Bengal Class 7th Geography Question and Answer

সঠিক উত্তরটি নির্বাচন করো : প্রশ্নের
মান-১ | সপ্তম শ্রেণির ভূগোল – জলদূষণ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Class 7 Geography Jol Duson Ch-7 Question Answer wbbse

১. পৃথিবীর মোট জলের ৯৭ ভাগই সমুদ্রের– (নোনা জল / মিষ্টি জল / স্বাদু জল / উষ্ণ জল)।

উত্তরঃ নোনা জল

২. পৃথিবীর মোট জলের কত ভাগ স্বাদু জল ?
(৯৭ ভাগ / ৫ ভাগ / ৮৫ ভাগ / ৩ ভাগ)।

উত্তরঃ ৩ ভাগ

৩. মিনামাটা রোগের জন্য যে মৌলটি দায়ী– (পারদ / কার্বন / সালফার)।

উত্তরঃ পারদ

৪. ইউট্রিফিকেশন দেখা যায় (মাটিতে / জলে / বাতাসে)।

উত্তরঃ জলে

৫. কলেরা রোগটি- (জল / মাটি / বায়ু) বাহিত রোগ।

উত্তরঃ জল

৬. জলে মিশ্রিত পারদ দূষণের ফলে (ফ্লুরোসিস / মিনামাটা / ইতাই-ইতাই) রোগ হয়।

উত্তরঃ মিনামাটা

৭. চাষের খেতে ব্যবহৃত রাসায়নিক ছেড়ে থাকা নাইট্রেটের কারণে (ক্যান্সার / যক্ষা / কাশি) হতে পারে।

উত্তরঃ ক্যান্সার।

৮. (১৯৩০ / ১৯৩২ / ১৯৩৫) সালে জাপানে মারাত্মক পারদ দূষণ হয়েছিল।

উত্তরঃ ১৯৩২

৯. বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে সারা বিশ্বে প্রতিবছর প্রায় (৩০ / ৪০ / ৫০) লক্ষ শিশু ডায়রিয়া ও অন্যান্য জলবাহিত সংক্রামক অসুখে মারা যায়।

উত্তরঃ ৩০

১০. ইজরায়েলে ব্যবহৃত জলের (২৫ / ৩০ / ৩৫) শতাংশ সেচের কাজে পুনর্ব্যবহৃত হয়।

উত্তরঃ ৩০

১১. রাষ্ট্রসঙ্ঘের মতে প্রতিটি মানুষের প্রতিদিন অন্তত (১০ / ১৫ / ২০) কুড়ি লিটার বিশুদ্ধ জল প্রয়োজন।

উত্তরঃ ২০

১২. আফ্রিকার মাদাগাস্কারের মানুষ প্রতিদিন (৫ / ৮ / ১০) লিটার জলও পায় না।

উত্তরঃ ৫

• শূন্যস্থান পূরন করো : প্রশ্নের মান-১

১. ইউট্রিফিকেশনের ফলে জলে ________ এর মাত্রা কমে যায়।

উত্তরঃ অক্সিজেন।

২. ইতাই ইতাই রোগসৃষ্টিকারী প্রধান দূষক __________।

উত্তরঃ ক্যাডমিয়াম।

৩. ১০০° সে. উষ্ণতায় _______ মিনিট ফোটালেই জলের বেশিরভাগ জীবানু নষ্ট হয়ে যায়।

উত্তরঃ ১০

৪. নদীমাতৃক আমাদের এই দেশে আমরা মাতৃজ্ঞানে ______ নদীকে পূজা করি।

উত্তরঃ গঙ্গা।

৫. _________ জল সব থেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ।

উত্তরঃ স্বাদু।

৬. উপসাগরীয় যুদ্ধের সময় _______ প্রচুর তেলের খুব জ্বালিয়ে দেওয়া হয়।

উত্তরঃ কুয়েতে।

৭. আর্সেনিক দূষণের ফলে হাতের চেটো ও পায়ের তলায় যে কালো কালো কত হয় তাকে __________ ব্যাধি বলে।

উত্তরঃ ব্ল্যাকফুট।

৮. জল দূষণ প্রতিরোধে তাপ বিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য গরম জল _________ করে তবেই নদী সমুদ্রে ফেলা উচিত।

উত্তরঃ ঠান্ডা।

• সত্য / মিথ্যা নির্বাচন করো : প্রশ্নের মান-১

১. পৃথিবীর কিছু অঞ্চলে চরম জলসঙ্কটের কারণ জলের অতিরিক্ত ব্যবহার এবং জল দূষণ।

উত্তরঃ সত্য

২. একটি জল সংকটপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ।

উত্তরঃ মিথ্যা। (ভারতে আটটি জল সংকটপূর্ণ রাজ্য আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ নেই)

৩. হলদী নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনার কমে যাওয়ার কারণ হলদিয়া পেট্রোরসায়ন শিল্প।

উত্তরঃ সত্য।

৪. ফ্লুরাইড দূষণ থেকে ফ্লুরোসিস অসুখ হয়।

উত্তরঃ সত্য।

৫. বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, শৈবাল এবং রাসায়নিকের মাধ্যমে আবর্জনা দূর করা যায়।

উত্তরঃ মিথ্যা। (সঠিক উত্তর তেলের দূষণ)

৬. আমেরিকা যুক্তরাষ্ট্রের মানুষ প্রতিদিন অন্তত ৪০ লিটারের বেশি জল ব্যবহার করে।

উত্তরঃ মিথ্যা। (সঠিক উত্তর ৫০ লিটার)

৭. স্বাদুজল সব থেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ।

উত্তরঃ সত্য।

অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর : প্রশ্নের মান-১ | সপ্তম শ্রেণির ভূগোল – জলদূষণ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Class 7 Geography Jol Duson Ch-7 Question Answer wbbse

১. পৃথিবীর মোট জলের কত শতাংশ সমুদ্রের জল‌ ?

উত্তরঃ পৃথিবীর মোট জলের প্রায় 97 ভাগই সমুদ্রের জল।

২. পৃথিবীতে স্বাদু জলের পরিমাণ কত ?

উত্তরঃ মাত্র ৩ শতাংশ।

৩. একটি জল সংকটপূর্ণ রাজ্যের নাম লেখো।

উত্তরঃ রাজস্থান।

৪. অ্যামোনিয়া, ক্লোরিন, ফেনল, সায়ানাইড এবং বিভিন্ন ধাতুঘটিত দূষক গুলির উৎস কী ?

উত্তরঃ শিল্প কারখানা।

৫. গৃহস্থালী থেকে জল দূষণ হয় এমন কয়েকটি উৎসের নাম লেখ।

উত্তরঃ শৌচাগারের মল-মূত্র, ডিটারজেন্ট, ফিনাইল প্রভৃতি।

৬. কৃষি ক্ষেত্র থেকে জল দূষিত হয় এমন কয়েকটি পদার্থের নাম লেখো।

উত্তরঃ রাসায়নিক সার, কীটনাশক, আগাছা নাশক প্রভৃতি।

৭. জল দূষণের কয়েকটি উৎসের নাম লেখ।

উত্তরঃ শিল্পকারখানা, গৃহস্থালী, কৃষিক্ষেত্র প্রভৃতি।

৮. জাপানের মিনামাটা উপসাগরের উপকূলে পারদ দূষণ কবে হয়েছিল ?

উত্তরঃ 1932 সালে।

৯. কোন সময় কুয়েতে প্রচুর তেলের কূপ জ্বালিয়ে দেওয়া হয় ?

উত্তরঃ উপসাগরীয় যুদ্ধের সময়।

১০. জলের ফ্লুরাইড দূষণের ফলে কোন রোগ হয় ?

উত্তরঃ ফ্লুরোসিস রোগ হয়।

১১. জলের ক্যাডমিয়াম দূষণের ফলে কোন অসুখ হয় ?

উত্তরঃ ইতাই – ইতাই অসুখ।

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ও উত্তর : প্রশ্নের মান- ২/৩ | সপ্তম শ্রেণির ভূগোল – জলদূষণ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Class 7 Geography Jol Duson Ch-7 Question Answer wbbse

১. পৃথিবীর কয়েকটি বিখ্যাত নদীর নাম করো যেগুলি অতিমাত্রায় দূষিত।

উত্তরঃ পৃথিবীর কয়েকটি নদী যেমন, হোয়াংহো, টেমস, মিসিসিপি, এইসব নদী গুলো অতিমাত্রায় দূষিত।

২. কয়েকটি জল সংকটপূর্ণ রাজ্যের নাম লেখো।

উত্তরঃ রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু প্রভৃতি।

৩. পৃথিবীর মোট জল কোথায় কিভাবে রয়েছে ?

উত্তরঃ পৃথিবীর মোট ১০০ ভাগ জলের ৯৭ ভাগ জল সমুদ্রের নোনা জল। বাকি ৩ ভাগ স্বাদু জলের দুই ভাগ হিমবাহের বরফ হিসাবে রয়েছে। বাকি এক ভাগ স্বাদুজল নদী, জলাশয়, হ্রদ এবং ভূগর্ভের জল হিসাবে রয়েছে।

৪. জল দূষণ কাকে বলে ?

উত্তরঃ জলে বিভিন্ন অবাঞ্ছিত রাসায়নিক ও জৈব পদার্থ, ক্ষতিকারক জীবাণু মিশে জল যখন মানুষ ও অন্যান্য প্রাণীর ব্যবহারের অযোগ্য হয়ে গেলে এবং বিভিন্ন জলজ উদ্ভিদ ও প্রাণীর বসবাসের অনুপযুক্ত হয়ে পড়লে, তাকে জলদূষণ বলে।

৫. জলদূষণের ফলে মানুষের শরীরে কোন কোন রোগ দেখা যায় ?

উত্তরঃ জলদূষণের ফলে মানুষের শরীরে কলেরা আমাশয়, জন্ডিস, আন্ত্রিক, টাইফয়েড, পোলিও প্রভৃতি রোগ হয়ে থাকে।

৬. হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে যাওয়ার কারন কী ?

উত্তরঃ পশ্চিমবঙ্গে হলদিয়া পেট্রো-রসায়ন শিল্প গড়ে ওঠার পর থেকে হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে গেছে।

৭. পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় জলে আর্সেনিক পাওয়া যায় ?

উত্তরঃ পশ্চিমবঙ্গের মালদা, নদিয়া, হুগলি, হাওড়া, বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাটির নিচের জলে অনেক বেশি মাত্রায় আর্সেনিক পাওয়া যায়।

৮. জলকে জীবাণু মুক্ত করতে কত ডিগ্রি উষ্ণতায় কত সময় ফোটানো উচিত ?

উত্তরঃ 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 মিনিট ফোটালেই জলের বেশির ভাগ জীবাণু নষ্ট হয়ে যায়।

৯. ব্ল্যাক ফুট ব্যাধি কী ?

উত্তরঃ অনেক দিন ধরে আর্সেনিক মিশ্রিত জল পান করার ফলে হাতের চেটো ও পায়ের তলায় যে কালো কালো ক্ষত হয়। তাকে ব্ল্যাক ফুট ব্যাধি বলে।

১০. খনিজ তেল কীভাবে জল দূষণ করে?

উত্তরঃ দুর্ঘটনাগ্রস্থ তেলবাহী জাহাজ থেকে অথবা সমুদ্রে অবস্থিত তেলের খনির তেল থেকে তেল সমুদ্রে মিশে জল দূষণ ঘটায়।

১১. জল বাহিত সংক্রমণ প্রতিরোধের তিনটি উপায় লেখ।

উত্তরঃ (i) বিশুদ্ধ পানীয় জল খাওয়া।

(ii) সাধারণ কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা (যেমন, সাবান দিয়ে হাত ধোয়া, পরিষ্কার পাত্রে জল রাখা ইত্যাদি)।

(iii) শৌচাগারের ব্যবহার করা এবং নোংরা আবর্জনা ঠিকভাবে ফেলা।

১২. ইউট্রোফিকেশন বলতে কী বোঝো ?

উত্তরঃ সাবান, ডিটারজেন্টের ফসফেট (ক্ষার) বদ্ধ পুকুর, জলাশয়ের জলে মিশলে প্রচুর পরিমাণে শৈবাল, আগাছা, কচুরিপানা বেড়ে যায়। এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ ও জলজ প্রাণীরা মারা যায়। একে ‘ইউট্রোফিকেশন’ বলে।

১৩. শিল্প কলকারখানা থেকে কীভাবে জল দূষণ হয় ?

উত্তরঃ পেট্রো-রাসায়নিক শিল্পে, পলিথিন-প্লাস্টিক শিল্পে, জ্বালানি শিল্পে খনিজতেল পরিশোধন শিল্পে, বিভিন্নরকম যানবাহন নির্মাণ, ছোটো ও মাঝারি ইলেকট্রিকাল এবং ইঞ্জিনিয়ারিং শিল্পে প্রচুর পরিমাণে দূষিত রাসায়নিক পদার্থ, যেমন- অ্যামোনিয়া, ক্লোরিন, ফেনল, সায়ানাইড এবং বিভিন্ন ধাতু – জিঙ্ক, পারদ, সিসা; ক্রোমিয়াম ঘটিত দূষক নালা, নর্দমা দিয়ে নদী বা সমুদ্রের জলে মিশে জল দূষিত করছে।

১৪. গৃহস্থালির জিনিস থেকে কীভাবে জল দূষণ হয় ?

উত্তরঃ গ্রাম এবং শহর এলাকার বিভিন্ন আবর্জনা ও বর্জ্য পদার্থ যেমন গৃহস্থালীর দৈনন্দিন রান্না, খাবারের টুকরো, দুষিত বস্তু, শৌচাগারের মল-মূত্র, সাবান, ডিটারজেন্ট, ফিনাইল প্রভৃতি নিকাশি নালার মাধ্যমে ভূগর্ভের জলে, নদীতে, জলাশয়ে পড়ে জলকে দূষিত করে তোলে। এছাড়াও বিভিন্ন খাটাল, পশুশালা, বড়ো বাজার, হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র থেকে উৎপন্ন বর্জ্য জলকে দুষিত করে।

১৫. কৃষিক্ষেত্র থেকে জল কীভাবে দূষিত হয় ?

উত্তরঃ চাষের ক্ষেতে বিভিন্ন প্রকার রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক ব্যবহার করা হয়। বৃষ্টির জলে ধুয়ে এই সমস্ত বিষাক্ত রাসায়নিক ভূগর্ভের জলে, জলাশয়ে বা নদীতে মিশে জলকে দূষণ করে।

১৬. তেজস্ক্রিয় পদার্থ কীভাবে জলকে দূষিত করে ?

উত্তরঃ পারমাণবিক চুল্লি, চিকিৎসা কেন্দ্র বা বৈজ্ঞানিক পরীক্ষাগারে ব্যবহৃত তেজস্ক্রিয় পদার্থ গুলো ব্যবহারের পর তা সমুদ্রে বা নদীতে ফেলা হয়। পারমাণবিক বিস্ফোরণের পর তেজস্ক্রিয় পদার্থ জলে মিশে জল দূষণ ঘটায়।

১৭. বায়ু দূষণের কারণে কীভাবে জল দূষণ হয় ?

উত্তরঃ কলকারখানা এবং যানবাহনের ধোঁয়ার মাধ্যমে বাতাসে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি জমা হয়। বৃষ্টির জলের সঙ্গে সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড বিক্রিয়া করে। বিভিন্ন জলাশয়ের জলকে আম্লিক করে দেয়।

১৮. আর্সেনিকের প্রভাবে কীভাবে জল দূষিত হয় ?

উত্তরঃ মাটির নীচের স্তর থেকে অনিয়ন্ত্রিতভাবে অতিরিক্ত জল তুলে নেওয়ার ফলে মাটির নীচের ফাঁকা জায়গায় আর্সেনিকের যৌগ বাতাসের সঙ্গে বিক্রিয়া করে বিষাক্ত যৌগ তৈরি করে। এই যৌগ জলে মিশে নলকূপের জলের মাধ্যমে পানীয় জলে মিশে যায়; জলে ফ্লুওরিনের যৌগ, ক্লোরিন অতিরিক্ত পরিমাণে থাকলেও জল দূষিত হয়।

রচনাধর্মী প্রশ্ন ও উত্তর : প্রশ্নের মান- ৫ | সপ্তম শ্রেণির ভূগোল – জলদূষণ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Class 7 Geography Jol Duson Ch-7 Question Answer wbbse

১. জল দূষণের কারণ গুলি লেখা।

উত্তরঃ জল দূষণের কারণ গুলি হল—

(i) পেট্রোর রাসায়নিক শিল্প পলিথিন প্লাস্টিক শিল্প প্রকৃতি থেকে নির্গত বিভিন্ন রাসায়নিক পদার্থ ও বিভিন্ন ধাতু নর্দমা দিয়ে নদী বা সমুদ্রে মিশে জলকে দূষিত করছে।

(ii) গৃহস্থালির অবশিষ্ট জিনিসপত্র নোংরা আবর্জনা নোংরা জল পার্শ্ববর্তী পুকুর বা নদীতে মিশে জলকে দূষিত করে।

(iii) চাষের ক্ষেতে বিভিন্ন প্রকার রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করা হয় বৃষ্টির জলে ধুয়ে এই সমস্ত বিষাক্ত রাসায়নিক ভূগর্ভের জলে বা জলাশয় মিশে জল দূষিত করে।

(iv) পারমাণবিক চুল্লি বা বৈজ্ঞানিক পরীক্ষা করে ব্যবহৃত তেজস্ক্রিয় পদার্থ ব্যবহারের পর তা সমুদ্রে বা নদীতে ফেলা হয় যা জল দূষণের অন্যতম কারণ।

২. জল দূষণ প্রতিরোধের উপায় ?

উত্তরঃ জল দূষণ নিয়ন্ত্রণ করার উপায় গুলি হল—

(i) জলে নোংরা আবর্জনা ফেলা, কাপড় কাঁচা, গরু মোষ স্নান করা বন্ধ করতে হবে।

(ii) চাষের খেতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা যাবে না।

(iii) শহর, কারখানার দূষিত জল পরিশোধন করে তারপর নদী, সমুদ্রে ফেলা উচিত।

(iv) বিদ্যুৎ কেন্দ্র গুলির উত্তপ্ত জল ঠান্ডা করে তার পর নদী, সমুদ্রে ফেলতে হবে।

(v) সর্ব পরি সাধারণ মানুষকে সচেতন করে, জলের অপচয় বন্ধ করতে হবে।

৩. জল বিশুদ্ধ করার কয়েকটি সহজ পদ্ধতি উল্লেখ করো।

উত্তরঃ (i) ১০০°সে. উষুতায় ১০ মিনিট ফোটালেই জলের বেশিরভাগ জীবাণু নষ্ট হয়ে যায়।

(ii) ঘোলা জলের ক্ষেত্রে সবথেকে সহজ উপায় হলো জলটা ঢাকা দিয়ে কয়েক ঘণ্টা রেখে দেওয়া, তাহলে জলের বেশিরভাগ কাদা বালির কণা থিতিয়ে পড়বে। তখন উপরের পরিষ্কার জলটা ব্যবহার করা যাবে।

(iii) নির্দিষ্ট পরিমাণ ক্লোরিন জলে দিলেও জীবাণু নষ্ট হয়।

(iv) কড়াইশুঁটি, অড়হর ডাল, মুসুর ডাল এরকম কতকগুলো গাছ জলের নোংরাগুলোকে পাত্রের তলায় থিতিয়ে পড়তে সাহায্য করে।

(v) কাঠকয়লা, সূক্ষ্ম বালি, নুড়ি পাথর-এর মাধ্যমে বিভিন্ন উপায়ে জল বিশুদ্ধ করা যায়।

Leave a Reply