অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : দ্বিতীয় অধ্যায় দশম শ্রেণি ইতিহাস | VSAQ Question Answer Chapter-2 Class 10 (Madhyamik) History wbbse
1. দশম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
2. দশম শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
3. দশম শ্রেণির সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট Click Here
অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : দশম শ্রেণি ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা | VSAQ Question Answer Class 10 (Madhyamik) History Chapter-2 wbbse
• একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও : প্রতিটি প্রশ্নের মান-১
১. ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক ছিলেন।
২. ‘বামাবোধিনী পত্রিকা’ কবে প্রকাশিত হয় ?
উত্তরঃ ‘বামাবোধিনী পত্রিকা’ প্রকাশিত হয় ১৮৬৩ খ্রিস্টাব্দে।
৩. কোন গর্ভনরের আমলে এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয় ?
উত্তরঃ ওয়ারেন হেস্টিংস
৪. প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কাকে ?
উত্তরঃ ফোর্ট উইলিয়াম কলেজকে
৫. ভারতের প্রথম আধুনিক মানুষ / ভারত পথিক / ভারতের ইরাসমাস কাকে বলা হয় ?
উত্তরঃ রাজা রামমোহন রায়কে
৬. বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রিকা কোনটি ?
উত্তরঃ বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রিকা ‘সমাচার দর্পণ’।
৭. ‘ব্যাঙ্গল গেজেট’ কী জন্য বিখ্যাত ?
উত্তরঃ গঙ্গাকিশোর ভট্টাচার্যের সম্পাদনায় এটি ছিল বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র।
৮. হাজি মহম্মদ মহসিন কে ছিলেন ?
উত্তরঃ একজন ধর্মপ্রাণ মহান লোকহিতৈষী ব্যক্তি।
৯. নীলদর্পণ নাটকটের ইংরেজি প্রকাশকের নাম কী ?
উত্তরঃ রেভারেন্ড জেমস লঙ।
১০. নীলদর্পণ নাটকটি কী নামে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে ?
উত্তরঃ ‘The Indigo Planting Mirror’.
১১. আত্মীয় সভা কে, কবে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ আত্মীয় সভা রাজা রামমোহন রায়, 1815 খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করেন।
১২. কে, কবে ব্রাহ্মসভা স্থাপন করেন ?
উত্তরঃ ব্রাহ্মসভা রাজা রামমোহন রায়, 1828 খ্রিষ্টাব্দে স্থাপন করেন।
১৩. ব্রাহ্মসভার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ ব্রাহ্মসভার প্রথম সম্পাদক ছিলেন তারাচাঁদ চক্রবর্তী।
১৪. কোন আইন দ্বারা সতীদাহ প্রথা উচ্ছেদ করা হয় ?
উত্তরঃ সপ্তদশ বিধি আইন দ্বারা সতীদাহ প্রথা উচ্ছেদ করা হয়।
১৫. কোন গভর্নরের সময় সতীদাহ প্রথা বিরোধী আইন বলবৎ হয় ?
উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের সময় সতীদাহ প্রথা বিরোধী আইন বলবৎ হয়।
১৬. ‘সমাচার চন্দ্রিকা’ কাদের মুখপত্র ছিল ?
উত্তরঃ ‘সমাচার চন্দ্রিকা’ রক্ষণশীল হিন্দুদের মুখপত্র ছিল।
১৭. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে কবে ছিলেন ?
উত্তরঃ স্যার উইলিয়াম জোন্স, 1784 খ্রিষ্টাব্দে।
১৮. কত খ্রিস্টাব্দে GCPI প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ 1828 খ্রিষ্টাব্দে GCPI প্রতিষ্ঠিত হয়।
১৯. ‘নীলদর্পণ’ নাটকটি কার লেখা এবং এটি কবে প্রকাশিত হয় ?
উত্তরঃ ‘নীলদর্পণ’ নাটকটি দীনবন্ধু মিত্রের এবং এটি 1860 খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়।
২০. আনন্দমঠ উপন্যাসটি কার লেখা ?
উত্তরঃ আনন্দমঠ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়ের লেখা।
২১. ভারতীয় জাতীয়তাবাদের বাইবেল বলা হয় কোন সংগীত কে ?
উত্তরঃ ‘বন্দেমাতরম’ সংগীতকে ভারতীয় জাতীয়তাবাদের বাইবেল বলা হয়।
২২. ভারতীয় জাতীয়তাবাদের বাইবেল বলা হয় কোন গ্রন্থকে ?
উত্তরঃ ‘আনন্দমঠ উপন্যাস’কে ভারতীয় জাতীয়তাবাদের বাইবেল বলা হয়
২৩. ‘বামাবোধিনী পত্রিকা’র প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্ৰ দত্ত।
২৪. বামাবোধিনী সভা কে গঠন করেছিলেন ?
উত্তরঃ উমেশচন্দ্র দত্ত (১৮৬৩ খ্রিস্টাব্দে) বামাবোধিনী সভা গঠন করেন ।
২৫. বন্দেমাতরম্ সঙ্গীতটি কবে রচিত হয় ?
উত্তরঃ বন্দেমাতরম্ সঙ্গীতটি 1875 খ্রিষ্টাব্দে রচিত হয়।
২৬. স্কুলবুক সোসাইটি স্থাপিত হয়েছিল ?
উত্তরঃ স্কুলবুক সোসাইটি স্থাপিত হয়েছিল 1817 খ্রিষ্টাব্দে।
২৭. শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেন কে ?
উত্তরঃ শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি।
২৮. প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা হলেন ?
উত্তরঃ প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা হলেন ডেভিড হেয়ার।
২৯. গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ হরিনাথ মজুমদার।
৩০. উনিশ শতকে নারীজাতির বন্দনা করেছিল এমন একটি পত্রিকার নাম লেখো।
উত্তরঃ উনিশ শতকে ‘বামাবোধিনী পত্রিকা’য় নারীজাতির বন্দনা করা হয়েছিল।
৩১. ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার একজন উল্লেখযোগ্য সম্পাদকের নাম লেখো।
উত্তরঃ ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার একজন সম্পাদক হলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
৩২. নারীমুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয় ?
উত্তরঃ নারীমুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয় বিদ্যাসাগরকে।
৩৩. বিধবাবিবাহ আইন পাস হয়েছিল ?
উত্তরঃ বিধবাবিবাহ আইন পাস হয়েছিল 1858 খ্রিষ্টাব্দে।
৩৪. বিধবাবিবাহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন ?
উত্তরঃ বিধবাবিবাহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।
৩৫. রামমোহন রায়কে ‘রাজা’ উপাধি কে দিয়েছিলেন ?
উত্তরঃ দ্বিতীয় আকবর রামমোহন রায়কে ‘রাজা’ উপাধি দিয়েছিলেন।
৩৬. ভারতে কত খ্রিস্টাব্দে প্রাচ্য এবং পাশ্চাত্যবাদী দ্বন্দ্বের অবসান ঘটে ?
উত্তরঃ 1835 খ্রিস্টাব্দের 7 ই মার্চ।
৩৭. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ।
৩৮. হরিশচন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন ?
উত্তরঃ হরিশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রথম সম্পাদক।
৩৯. ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয় ?
উত্তরঃ ১৮৫৩ খ্রিস্টাব্দের ৬ জানুয়ারি ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা প্রথম প্রকাশিত হয় ।
৪০. সতীদাহ প্রথার অবসান ঘটে ?
উত্তরঃ সতীদাহ প্রথার অবসান ঘটে 1829 খ্রিষ্টাব্দে।
৪১. হেয়ার সাহেব প্রতিষ্ঠিত পটলডাঙার বিদ্যালয়টির নাম ?
উত্তরঃ হেয়ার সাহেব প্রতিষ্ঠিত পটলডাঙার বিদ্যালয়টির নাম হেয়ার স্কুল।
৪২. ভারতের কোন সমাজ-সংস্কারকদের সঙ্গে কাঞ্চন-জঙ্ঘা চূড়ার তুলনা করা হয় ?
উত্তরঃ ভারতের সমাজ-সংস্কারকদের সঙ্গে কাঞ্চন-জঙ্ঘা চূড়ার তুলনা করা হয় ইয়ংবেঙ্গল গোষ্ঠী।
৪৩. ইয়ংবেঙ্গল গোষ্ঠী কোন সমাজ সংস্কারককে ‘আধা-উদারপন্থী’ বলে মনে করত ?
উত্তরঃ কে ইয়ংবেঙ্গল গোষ্ঠী রাজা রামমোহন রায়কে সমাজ সংস্কারককে ‘আধা-উদারপন্থী’ বলে মনে করত।
৪৪. ‘অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ ‘অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করেন ডিরোজিও।
৪৫. ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রধান উদ্দেশ্য কী ছিল ?
উত্তরঃ ভারতের প্রচলিত সামাজিক ও রাজনৈতিক ত্রুটিবিচ্যুতিগুলি জনসাধারণের কাছে তুলে ধরে জাতীয়তাবাদী ধারণা প্রচার করাই ছিল ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রধান উদ্দেশ্য।
৪৬. কত খ্রিস্টাব্দে গ্রামবার্তা প্রকাশিকা প্রথম প্রকাশিত হয় ?
উত্তরঃ 1863 খ্রিষ্টাব্দে।
৪৭. ভারতে কবে পাশ্চাত্য শিক্ষা নীতি সরকারি ভাবে গ্রহণ করা হয় ?
উত্তরঃ 1835 খ্রিষ্টাব্দে।
৪৮. তত্ত্ববোধিনী সভা গঠন করেছিলেন ?
উত্তরঃ তত্ত্ববোধিনী সভা গঠন করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর।
৪৯. ‘বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী’ বলা হয় ?
উত্তরঃ রামমোহন রায়কে ‘বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী’ বলা হয়।
৫০. “যত মত তত পথ”– এই বাণীটি কার ?
উত্তরঃ “যত মত তত পথ”– এই বাণীটি শ্রী শ্রী রামকৃষ্ণের।
৫১. নব্য বেদান্তের স্রষ্টা কে ছিলেন ?
উত্তরঃ নব্য বেদান্তের স্রষ্টা ছিলেন স্বামী বিবেকানন্দ
৫২. বাংলায় কোন শতককে ‘নবজাগরণের শতক’ বলা হয় ?
উত্তরঃ বাংলায় ঊনবিংশ শতককে ‘নবজাগরণের শতক’ বলা হয়।
৫৩. ‘এশিয়াটিক সোসাইটি’র প্রতিষ্ঠা কে করেন ?
উত্তরঃ ‘এশিয়াটিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা হলেন উইলিয়াম জোন্স (১৭৮৪ খ্রিস্টাব্দে)।
৫৪. মেকলে কে ছিলেন ?
উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এর সচিব এবং ‘মেকলে মিনিটস’ এর প্রবর্তক ছিলেন।
৫৫. ‘বর্তমান ভারত’ কে রচনা করেন ?
উত্তরঃ ‘বর্তমান ভারত’ রচনা করেন স্বামী বিবেকানন্দ।
৫৬. নীলদর্পণ নাটকটি প্রথম কবে প্রকাশিত হয় ?
উত্তরঃ 1860 খ্রিষ্টাব্দে।
৫৭. ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি ?
উত্তরঃ ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম বেঙ্গল গেজেট।
৫৮. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি ?
উত্তরঃ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম দিগদর্শন।
৫৯. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম কি ?
উত্তরঃ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম সংবাদ প্রভাকর।
৬০. চার্লস উড কে ছিলেন ?
উত্তরঃ বোর্ড অব কন্ট্রোলের সভাপতি।
৬১. কোন গভর্নর জেনারেল এর আমলে সতীদাহ নিবারণ আইন প্রবর্তিত হয় ?
উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এর সময়ে সতীদাহ নিবারণ আইন প্রবর্তিত হয়।
৬২. বেঙ্গল গেজেট এর প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ বেঙ্গল গেজেট এর প্রথম সম্পাদক ছিলেন জেমস আগাস্টাস হিকি।
৬৩. দিকদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ দিগদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান।
৬৪. ‘দিগদর্শন’ ও ‘সমাচার দর্পণ’ পত্রিকা দুটির প্রথম প্রকাশ করা হয় কবে ?
উত্তরঃ 1818 খ্রিষ্টাব্দে ‘দিগদর্শন’ ও ‘সমাচার দর্পণ’ পত্রিকা দুটি প্রথম প্রকাশ করা হয়।
৬৫. সংবাদ প্রভাকরের সম্পাদক কে ?
উত্তরঃ ঈশ্বর গুপ্ত হলেন সংবাদ প্রভাকরের সম্পাদক।
৬৬. সংবাদ প্রভাকর পত্রিকার প্রথম প্রকাশ হয় কবে ?
উত্তরঃ 1831 খ্রিষ্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকার প্রথম প্রকাশ করা হয়।
৬৭. স্কুলবুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ ডেভিড হেয়ার স্কুলবুক সোসাইটি প্রতিষ্ঠা করেন।
৬৮. কে ‘স্ত্রীশিক্ষা বিধায়ক’ নামক পুস্তিকা প্রকাশ করেন ?
উত্তরঃ ‘স্ত্রীশিক্ষা বিধায়ক’ নামক পুস্তিকা প্রকাশ করেন রাধাকান্ত দেব (১৮২২ খ্রিস্টাব্দে)।
৬৯. সমাচার দর্পণ কী ধরনের পত্রিকা ছিল ?
উত্তরঃ সমাচার দর্পণ সাপ্তাহিক পত্রিকা।
৭০. বেঙ্গল গেজেট কি ধরনের পত্রিকা ছিল ?
উত্তরঃ বেঙ্গল গেজেট মাসিক পত্রিকা।
৭১. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম কি ?
উত্তরঃ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম দিগদর্শন।
৭২. সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ দ্বারকানাথ বিদ্যাভুষণ ছিলেন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক।
৭৩. বাংলায় ‘বন্দিনী বামামুক্তির’ যুগ বলা হয় কোন সময়কে ?
উত্তরঃ ঊনিশ শতককে বাংলায় ‘বন্দিনী বামামুক্তির’ যুগ বলা হয়।
৭৪. কে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিলেন ?
উত্তরঃ চার্লস উড তাঁর ডেসপ্যাচ বা নির্দেশনামার মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেন।
৭৫. হিন্দু কলেজ যাঁরা প্রতিষ্ঠা করেন তাঁদের নাম উল্লেখ করো।
উত্তরঃ স্যার হাইড ইস্ট, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, রাধাকান্ত দেব।
৭৬. ভারতে প্রকাশিত প্রথম জাতীয় পত্রিকা কোনটি ?
উত্তরঃ ভারতে প্রকাশিত প্রথম জাতীয় পত্রিকা হিন্দু পেট্রিয়ট।
৭৭. কোন সময়কে ভারতের নবজাগরণের বীজ বপনের যুগ বলা হয় ?
উত্তরঃ 1874 খ্রিষ্টাব্দকে ভারতের নবজাগরণের বীজ বপনের যুগ বলা হয়।
৭৮. অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ।
৭৯. বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন গিরিশ্চন্দ্র ঘোষ।
৮০. হিন্দু কলেজের পরবর্তীতে যে নাম হয় তা কী ?
উত্তরঃ হিন্দু কলেজের পরবর্তীতে নাম হয় প্রেসিডেন্সি কলেজ।
৮১. আনন্দমঠ উপন্যাসটি কার লেখা ?
উত্তরঃ আনন্দমঠ উপন্যাসটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়।
৮২. ব্রাহ্ম সভার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ ব্রাহ্ম সভার প্রথম সম্পাদক ছিলেন তারাচাঁদ চক্রবর্তী।
৮৩. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কী ?
উত্তরঃ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম ‘সমাচার দর্পণ’।
৮৪. ‘সম্বাদ কৌমুদী’র সম্পাদনা কে শুরু করেন ?
উত্তরঃ রামমোহন রায় ‘সম্বাদ কৌমুদী’র সম্পাদনা শুরু করেন।
৮৫. বামাবোধিনী পত্রিকা সমাজের কোন শ্রেণীর মানুষদের নিয়ে আলোচনা করে ?
উত্তরঃ নারীদ সমাজের পত্রিকা হল বামাবোধিনী পত্রিকা।
৮৬. সরকারি শিক্ষা দপ্তর খোলা হয় কবে ?
উত্তরঃ 1855 খ্রিষ্টাব্দে সরকারি শিক্ষা দপ্তর খোলা হয়।
৮৭. ভারতে কত খ্রিস্টাব্দে হান্টার কমিশন নিযুক্ত হয় ?
উত্তরঃ 1872 খ্রিষ্টাব্দে ভারতে কত খ্রিস্টাব্দে হান্টার কমিশন নিযুক্ত হয়।
৮৮. কত খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করা হয় ?
উত্তরঃ 1817 খ্রিষ্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করা হয়।
৮৯. বামাবোধিনী সভা কবে স্থাপিত হয় ?
উত্তরঃ 1863 খ্রিস্টাব্দে।
৯০. ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তরঃ লর্ড ওয়েলেসলি ।
৯১. ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ 1800 খ্রিস্টাব্দে ।
৯২. কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ 1817 খ্রিস্টাব্দে।
৯৩. হিন্দু কলেজ পরবর্তীকালে কী নামে পরিচিত হয় ?
উত্তরঃ প্রেসিডেন্সি কলেজ।
৯৪. হিন্দু কলেজের বর্তমান নাম কী ?
উত্তরঃ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।
৯৫. প্রেসিডেন্সি কলেজের বিদ্যালয় শিক্ষা বিভাগটি কী নামে পরিচিত ?
উত্তরঃ হিন্দুস্কুল নামে পরিচিত।
৯৬. কে ‘হেয়ার স্কুল’ প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তরঃ ডেভিড হেয়ার।
৯৭. শ্রীরামপুর কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ 1818 খ্রিস্টাব্দে।
৯৮. হেয়ার স্কুল এর পূর্ব নাম কী ছিল ?
উত্তরঃ পটলডাঙ্গা একাডেমি।
৯৯. কে এবং কত খ্রিস্টাব্দে অরিয়েন্টাল সেমিনারি প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তরঃ গৌরমোহন আঢ্য 1828 খ্রিস্টাব্দে ওরিয়েন্টাল সেমিনারি প্রতিষ্ঠা করেছিলেন।
১০০. কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল ?
উত্তরঃ 1781 খ্রিষ্টাব্দে।
১০১. কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ 1784 খ্রিষ্টাব্দে।
১০২. কত খ্রিস্টাব্দে ‘মেকলে মিনিট’ পেশ করা হয় ?
উত্তরঃ 1835 খ্রিস্টাব্দে।
১০৩. অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন কে ?
উত্তরঃ রামমোহন রায়, 1815 খ্রিস্টাব্দে।
১০৪. কত খ্রিস্টাব্দে ‘বারাণসী সংস্কৃত কলেজ’ প্রতিষ্ঠা করা হয়েছিল ?
উত্তরঃ 1792 খ্রিষ্টাব্দে।
১০৫. কত খ্রিস্টাব্দে সেন্ট জেভিয়ার্স কলেজ প্রতিষ্ঠা করা হয় ?
উত্তরঃ 1835 খ্রিষ্টাব্দে।
১০৬. কত খ্রিস্টাব্দে ‘জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন’ প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ 1830 খ্রিষ্টাব্দে।
১০৭. জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম কী?
উত্তরঃ স্কটিশ চার্চ কলেজ।
১০৮. ‘আত্মীয়সভা’ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ রাজা রামমোহন রায় (1815 খ্রি)।
১০৯. সতীদাহ প্রথা নিবারণ আইন কে পাশ করেন ?
উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
১১০. জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ আলেকজান্ডার ডাফ।
১১১. রাজা রামমোহন রায় কত খ্রিস্টাব্দে ‘অ্যাংলো হিন্দু স্কুল’ প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তরঃ 1815 খ্রিষ্টাব্দে।
১১২. কত খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন প্রতিষ্ঠা করা হয়েছিল ?
উত্তরঃ 1800 খ্রিষ্টাব্দে।
১১৩. কত খ্রিস্টাব্দে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ 1818 খ্রিষ্টাব্দে।
১১৪. কাদের উদ্যোগে শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন কলেজ প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ শ্রীরামপুর মিশনারীদের উদ্যোগে।
১১৫. আধুনিক ভারতের জনক কাকে বলা হয় ?
উত্তরঃ রাজা রামমোহন রায়কে।
১১৬. নব্যবঙ্গ গোষ্ঠীর দু’টি মুখপত্রের নাম লেখো।
উত্তরঃ ‘জ্ঞানান্বেষণ’, ‘এনকোয়ারার’।
১১৭. কাদের শ্রীরামপুর ত্রয়ী বলা হত ?
উত্তরঃ উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড’কে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হত।
১১৮. কে এবং কত খ্রিস্টাব্দে ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত করেছিলেন ?
উত্তরঃ জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন সাহেব 1849 খ্রিস্টাব্দে ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত করেছিলেন।
১১৯. ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি ?
উত্তরঃ হিন্দু বালিকা বিদ্যালয়।
১২০. উডের প্রতিবেদনে কোথায় কোথায় তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ উডের প্রতিবেদনে কলকাতা, বোম্বে ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১২১. ভারতে কত খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় ?
উত্তরঃ 1857 খ্রিষ্টাব্দের 24 ই জানুয়ারি।
১২২. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন ?
উত্তরঃ লর্ড ক্যানিং।
১২৩. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ?
উত্তরঃ জেমস উইলিয়াম কোলভিন।।
১২৪. রাজা রামমোহন রায় কত খ্রিস্টাব্দে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ 1826 খ্রিষ্টাব্দে।
১২৫. ‘স্ত্রীশিক্ষা বিধায়ক’ নামক পুস্তিকাটি কে প্রকাশ করেন ?
উত্তরঃ রাজা রাধাকান্ত দেব।।
১২৬. ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি ?
উত্তরঃ কলকাতা বিশ্ববিদ্যালয়।
১২৭. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কারা ?
উত্তরঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং জদুনাথ বোস।
১২৮. কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয় ?
উত্তরঃ 1835 খ্রিষ্টাব্দের 28 ই জানুয়ারি।
১২৯. কলকাতা মেডিকেল কলেজের প্রথম মুসলিম গ্রাজুয়েট ছাত্র কে ?
উত্তরঃ রহিম খান।
১৩০. মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন ?
উত্তরঃ মধুসূদন গুপ্ত ছিলেন প্রথম ভারতীয় শল্যচিকিৎসক যিনি শব ব্যবচ্ছেদ করেছিলেন।
১৩১. বাংলার প্রথম মহিলা স্নাতক কারা ?
উত্তরঃ চন্দ্রমুখি বসু ও কাদম্বিনী গাঙ্গুলী।
১৩২. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ কলকাতা বিশ্ববিদ্যালয় ১৮৫৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
১৩৩. কাকে ভারতের নবজাগরণের অগ্রদূত বলা হয় ?
উত্তরঃ ‘রাজা রামমোহন রায়’ কে।
১৩৪. তত্ত্ববোধিনী পএিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
১৩৫. কেশবচন্দ্র সেনকে কে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন ?
উত্তরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর।
১৩৬. কত খ্রিস্টাব্দে তিন আইন পাশ হয়?
উত্তরঃ 1872 খ্রিষ্টাব্দে।
১৩৭. কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ করা হয় ?
উত্তরঃ 1829 খ্রিষ্টাব্দে 4 ই ডিসেম্বর।
১৩৮. কোন বড়লাটের আমলে সতীদাহ প্রথা রদ করা হয় ?
উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এর আমলে।
১৩৯. র্যালে কমিশনের দুজন ভারতীয় সদস্যের নাম লেখো।
উত্তরঃ র্যালে কমিশনের দুজন ভারতীয় সদস্য হলেন গুরুদাস ব্যানার্জি ও সৈয়দ হোসেন বিলগ্রামী।
১৪০. ‘কলকাতা মাদ্রাসা’ কে, কত খ্রিস্টাব্দে গড়ে তোলেন ?
উত্তরঃ ওয়ারেন হেস্টিংস ১৭৮১ খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা গড়ে তোলেন।
১৪১. কে বিধবাবিবাহ আইন পাস করেছিলেন ?
উত্তরঃ লর্ড ক্যানিং।
১৪২. ডিরোজিও ও তার অনুগামীরা কী নামে পরিচিত ছিল ?
উত্তরঃ ইয়ংবেঙ্গল গোষ্ঠী বা নব্যবঙ্গ গোষ্ঠী।
১৪৩. কত খ্রিস্টাব্দে এবং কে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ 1828 খ্রিস্টাব্দে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।
১৪৪. ‘যত মত তত পথ’ বাণীটি কার ?
উত্তরঃ শ্রীরামকৃষ্ণ দেবের।
১৪৫. কত খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় ?
উত্তরঃ 1897 খ্রিস্টাব্দে।
১৪৬. কলকাতা মেডিকেল কলেজ কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের উদ্যোগে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় ।
১৪৭. কলকাতা মেডিকেল কলেজের প্রথম প্রিন্সিপাল কে ছিলেন ?
উত্তরঃ কলকাতা মেডিকেল কলেজের প্রথম প্রিন্সিপাল ছিলেন ডাক্তার এম. জে. ব্রামলে।
১৪৮. স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে শিকাগোয় বক্তৃতা দিয়েছিলেন ?
উত্তরঃ 1893 খ্রিষ্টাব্দের 11 ই সেপ্টেম্বর।
১৪৯. বাংলার কোন শতককে নবজাগরণের যুগ বলা হয় ?
উত্তরঃ উনিশ শতক-কে।
১৫০. কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য কে জমি দান করেন ?
উত্তরঃ মতিলাল শীল কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন ।
১৫১. লালন ফকির কে ছিলেন?
উত্তরঃ লালন ফকির ছিলেন একজন মানবতাবাদী ও অসংখ্য বাউল গানের রচয়িতা।
১৫২. কে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তরঃ রাজা রামমোহন রায়।।
১৫৩. মধুসূদন গুপ্ত কবে শব ব্যবচ্ছেদ করেন ?
উত্তরঃ মধুসুদন গুপ্ত প্রথম শব ব্যবচ্ছেদ করেন ১০ জানুয়ারি, ১৮৩৬ খ্রিস্টাব্দে ।
১৫৪. কে রামমোহন রায়কে রাজা উপাধি দেন ?
উত্তরঃ মোগল সম্রাট দ্বিতীয় আকবর।
১৫৫. কার উদ্যোগে বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করা হয়েছিল ?
উত্তরঃ উমেশচন্দ্র দত্ত।
১৫৬. কত খ্রিস্টাব্দে বামাবোধিনী পত্রিকার প্রথম প্রকাশ ঘটে ?
উত্তরঃ ১৮৬৩ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে।
১৫৭. বামাবোধিনী পত্রিকা মাসিক নাকি দৈনিক পএিকা ছিল ?
উত্তরঃ মাসিক।
১৫৮. বামাবোধিনী সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করা হয় ?
উত্তরঃ ১৮৬৩ খ্রিষ্টাব্দের।
১৫৯. বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ উমেশচন্দ্র দও।
১৬০. কত খ্রিস্টাব্দে বামাবোধিনী পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে যায় ?
উত্তরঃ ১৯২২ খ্রিষ্টাব্দে।
১৬১. বামাবোধিনী পত্রিকায় মূলত কোন কোন বিষয়ে লেখা হতো ?
উত্তরঃ বামাবোধিনীতে ভাষাজ্ঞান, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস, দেশ, নীতি ও ধর্ম, শিশুপালন গৃহচিকিৎসা, শিল্পকর্ম সাহিত্য ইত্যাদি বিষয়ে লেখা প্রকাশ করা হতো।
১৬২. হিন্দুপ্যাট্রিয়ট পত্রিকাটি সাপ্তাহিক ছিল নাকি মাসিক ?
উত্তরঃ সাপ্তাহিক।
১৬৩. 1884 খ্রিস্টাব্দে গ্রামবার্তা প্রকাশিকা বন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণ কি ছিল ?
উত্তরঃ কাঙাল হরিনাথ মজুমদার আর্থিক দুরবস্থা।
১৬৪. ব্রিটিশ সরকার কত খ্রিস্টাব্দে সনদ আইন পাস করে ?
উত্তরঃ 1813 খ্রিষ্টাব্দে।
১৬৫. কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে ভারতের শিক্ষা খাতে প্রতি বছর এক লক্ষ টাকা ব্যয় করার কথা ঘোষণা করা হয় ?
উত্তরঃ 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট এর মাধ্যমে।
১৬৬. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার একজন উল্লেখযোগ্য সম্পাদকের নাম লেখো।
উত্তরঃ হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
১৬৭. হরিশচন্দ্র মুখোপাধ্যায় কত খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় যোগদান করেন ?
উত্তরঃ 1854 খ্রিষ্টাব্দে।
১৬৮. হরিশচন্দ্র মুখোপাধ্যায় কত খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মুখ্য সম্পাদকের পদ অলংকৃত করেন ?
উত্তরঃ 1855 খ্রিষ্টাব্দে।
১৬৯. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি প্রথম কবে প্রকাশিত হয় ?
উত্তরঃ ১৮৫৩ খ্রিষ্টাব্দের ৬ ই জানুয়ারি।।
১৭০. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম প্রকাশক কে ছিলেন ?
উত্তরঃ গিরিশচন্দ্র ঘোষ।
১৭১. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মালিক কে ছিলেন ?
উত্তরঃ মধুসূদন রায়।
১৭২. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি কোন ভাষায় প্রকাশিত হতো ?
উত্তরঃ ইংরেজি।
১৭৩. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি কত খ্রিস্টাব্দে সাপ্তাহিক থেকে দৈনিক পত্রিকায় পরিণত হয় ?
উত্তরঃ 1892 খ্রিষ্টাব্দের 16 ই মার্চ।
১৭৪. কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয় ?
উত্তরঃ গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাকে।
১৭৫. কত খ্রিস্টাব্দে গ্রামবার্তা প্রকাশিকা বন্ধ হয়ে যায় ?
উত্তরঃ 1884 খ্রিষ্টাব্দে।
১৭৬. কত খ্রিস্টাব্দে কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন বা জনশিক্ষা কমিটি গঠিত হয় ?
উত্তরঃ 1823 খ্রিষ্টাব্দে।
১৭৭. হুতোম প্যাঁচার নকশা গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ?
উত্তরঃ 1864 খ্রিষ্টাব্দে।
১৭৮. হুতোম প্যাঁচার নকশা গ্রন্থের আমরা কলকাতার কোন সম্প্রদায়কে দেখতে পাই ?
উত্তরঃ কলকাতার বাবু সম্প্রদায়কে।
১৭৯. নীলদর্পণ নাটকটির রচয়িতা কে ?
উত্তরঃ দীনবন্ধু মিত্র।
১৮০. নীলদর্পণ নাটকটি কিসের উপর ভিত্তি করে লেখা হয়েছিল ?
উত্তরঃ 1859-60 খ্রিস্টাব্দের নীল বিদ্রোহের উপর ভিত্তি করে।