বহুবিকল্পভিত্তিক (MCQ) প্রশ্নের উত্তর : জ্ঞানচক্ষু গল্প দশম শ্রেণি বাংলা | Gyanchokkhu Golper Question Answer Class 10 wbbse

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বহুবিকল্পভিত্তিক (MCQ) প্রশ্নের উত্তর : জ্ঞানচক্ষু গল্প দশম শ্রেণি বাংলা | Gyanchokkhu Golper Question Answer Class 10 wbbse

জ্ঞানচক্ষু
—আশাপূর্ণা দেবী

1. দশম শ্রেণির জ্ঞানচক্ষু গল্পের সমস্ত ধরণের প্রশ্নোত্তর Click Here

2. দশম শ্রেণির বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

3. দশম শ্রেণির বাংলা সমস্ত বিষয়ের ইউনিট টেস্ট Click Here

বহুবিকল্পভিত্তিক (MCQ) প্রশ্নের উত্তর : জ্ঞানচক্ষু গল্প দশম শ্রেণি বাংলা | Gyanchokkhu Golper Question Answer Class 10 Bengali wbbse

• সঠিক উত্তরটি নির্বাচন করো : প্রতিটি প্রশ্নের মান-১

১. তপন কুমার রায়ের লেখা গল্পটির নাম-
(ক) প্রথম গল্প (খ) নিজস্ব অভিজ্ঞতা
(গ) প্রথম দিন (ঘ) নিজের লেখা।

উত্তরঃ (গ) প্রথম দিন

২. নতুন মেসোমশাই এর মূল পেশা হলো তিনি—
(ক) ডাক্তার (খ) উকিল (গ) লেখক (ঘ) প্রফেসর।

উত্তরঃ (গ) লেখক।

৩. রত্নের মূল্য কে বোঝে ?
(ক) রত্নাকর (খ) জহুরি (গ) রত্ন ক্রেতা (ঘ) রত্ন বিক্রেতা

উত্তরঃ (খ) জহুরি।

৪. তপনের যে আত্মীয়ের বিয়ে হয়েছিল তিনি সম্পর্কে তপনের—
(ক) ছোট পিসি (খ) ছোট মাসি, (গ) বড় পিসি (ঘ) বড় মাসি।

উত্তরঃ (খ) ছোট মাসি।

৫. ছোট মাসি তপনের চেয়ে বড়—
(ক) বছর-দশেকের (খ) বছর সাতেকের
(গ) বছর পাঁচেকের (ঘ) বছর আষ্টেকের।

উত্তরঃ (ঘ) বছর আষ্টেকের।

৬. ‘জ্ঞানচক্ষু’ একটি—
(ক) বড় গল্প (খ) ছােটগল্প (গ) নাটক (ঘ) গল্পিকা।

উত্তরঃ (খ) ছােটগল্প

৭. ‘বাড়িতে তপনের নাম হয়ে গেছে—
(ক) কবি সাহিত্যিক
(খ) কবি গল্পকার
(গ) কথাশিল্পি
(ঘ) কবি, সাহিত্যিক,কথাশিল্পী।

উত্তরঃ (ঘ) কবি, সাহিত্যিক,কথাশিল্পী।

৮. তপনের লেখা গল্পটি যে পত্রিকায় ছাপা হয়েছিল—
(ক) শুক তারা। (খ) সন্ধ্যা তারা (গ) আনন্দলােক (ঘ) সানন্দা।

উত্তরঃ (খ) সন্ধ্যা তারা

৯. তপনের সম্পূর্ণ নাম কী ছিল ?
(ক) তপন কুমার সেন
(খ) শ্রী তপন কুমার বিশ্বাস
(গ) তপন কুমার পাল
(ঘ) শ্রীতপন কুমার রায়।

উত্তরঃ (ঘ) শ্রীতপন কুমার রায়।

১০. ‘”আমি বললে ‘সন্ধ্যা তারা’র সম্পাদক ‘না’ করতে পারবে না।” – ‘সন্ধ্যা
তারা’ হল একটি—
(ক) নক্ষত্র (খ) গ্রহ (গ) পত্রিকা (ঘ) খবর কাগজ

উত্তরঃ (গ) পত্রিকা

১১. ‘ছোট মাসি সেই দিকে ধাবিত হয়।’- সেই দিকে বলতে বােঝানাে হয়েছে—
(ক) তপনের দিকে (খ) নতুন মেসাের দিকে
(গ) মায়ের দিকে (ঘ) বাবার দিকে।

উত্তরঃ (খ) নতুন মেসাের দিকে।

১২. ‘গল্প যার হাতে চলে গেছে তিনি
হলেন—
(ক) প্রকাশক (খ) ছােট মেসাে (গ) ছােট মাসি (ঘ) তপন।

উত্তরঃ (খ) ছােট মেসাে।

১৩.’না কি অতি আহ্লাদে বাক্য হরে গেল।’- এখানে ‘হরে গেল’ এই শব্দটির মানে হলো—
(ক) হেরে যাওয়া (খ) হারিয়ে যাওয়া
(গ) হরণ করা (ঘ) হৃষ্ট হওয়া।

উত্তরঃ (খ) হারিয়ে যাওয়া।

১৪. তপন দুপুর বেলায় কোথায় বসে গল্প লিখেছিলে ?
(ক) বাগানে বসে (খ) বৈঠকখানায়
(গ) ছাদে (ঘ) তিন তলার সিঁড়িতে।

উত্তরঃ (ঘ) তিন তলার সিঁড়িতে।

১৫. ‘জ্ঞানচক্ষু’ – এই গল্পটি লিখেছেন—
(ক) মহাশ্বেতা দেবী (খ) লীলা মজুমদার
(গ) নবনীতা দেবসেন (ঘ) আশাপূর্ণা দেবী।

উত্তরঃ (ঘ) আশাপূর্ণা দেবী।

১৬. এ বিষয়ে সন্দেহ ছিল তপনের’ – সন্দেহের বিষয়টি হলাে লেখকরা-
(ক) মানুষ (খ) লেখক (গ) কবি (ঘ) গল্পকার।

উত্তরঃ (ক) মানুষ।

১৭.’তপন অবশ্য মাসির হইচইতে মনে মনে পুলকিত হয়।’- এখানে পুলকিত শব্দটির অর্থ হল—
(ক) বিরক্ত (খ)বিস্মিত (গ) দুঃখিত (ঘ) আনন্দিত।

উত্তরঃ (ঘ)আনন্দিত।

১৮. সকলের হাতে যেটি ঘুরতে থাকে
সেটি হল—
(ক) পত্রিকা (খ) হাতপাখা (গ) পান্ডুলিপি (ঘ) ছবি।

উত্তরঃ (ক) পত্রিকা

১৯. ‘আমি বলছি তপনের হাত আছে।’ – হাত শব্দটি যে অর্থে প্রযুক্ত হয়েছে, তা হল—
(ক) ছবি আঁকার দক্ষতা
(খ) গল্প লেখার দক্ষতা
(গ) সুন্দর হাতের লেখার দক্ষতা
(ঘ) কুস্তি লড়ার

উত্তরঃ (খ) গল্প লেখার দক্ষতা

২০. বাড়িতে এসে ছােটোমাসি খেয়েছিল ?
(ক) চাউমিন আর কফি
(খ) পাঁপড় আর চা
(গ) ডিমভাজা আর চা
(ঘ) বিস্কুট আর কফি

উত্তরঃ (গ) ডিমভাজা আর চা

২১. “ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে।”- ‘ও কথাটি’ হলো—
(ক) গল্প লেখা
(খ) তপন একজন গল্প লেখক
(গ) কারেকশনের কথা
(ঘ) নতুন মেসোর তপনকে
সাহায্যের কথা।

উত্তরঃ (গ) কারেকশনের কথা

২২.’আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম।’ – কথাটি বলেছেন—
(ক) বাবা (খ) ছোটমামা (গ) মেজ কাকু
(ঘ) বড় মেসো।

উত্তরঃ (গ) মেজ কাকু।

২৩. ছোট মাসি ডিম ভাজার সঙ্গে কী খায় ?
(ক) কফি (খ) চা (গ) আলু ভাজা (ঘ) দুধ।

উত্তরঃ (খ) চা।

২৪.’বাবা, তোর পেটে এত!’- কথাটি বলেছেন—
(ক) তপনের মা (খ) ছোট মাসি
(গ) ছোটমামা
(ঘ) মেজ কাকু।

উত্তরঃ (ক)তপনের মা।

২৫.তপন ছাতে উঠে গিয়ে যা করে তা হল-
(ক) উদাস হয়ে থাকে
(খ) আকাশ দেখে
(গ) শার্টের তলাটা তুলে চোখ মোছে
(ঘ) হাসতে থাকে।

উত্তরঃ (গ) শার্টের তলাটা তুলে চোখ মোছে

২৬.‘অনেক বই ছাপা হয়েছে……’ — কার লেখা বই ছাপা হয়েছে –
(ক) তপনের লেখা বই
(খ) ছােটোমাসির লেখা বই
(গ) তপনের মেসােমশাইয়ের লেখা বই
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই

উত্তরঃ (গ) তপনের মেসােমশাইয়ের লেখা বই।

২৭. ‘আরে ব্যস, এত কখনো খাওয়া যায় ?’ – কথাটি কে বলেছিলেন ?
(ক) তপন (খ) ছােটো মেসাে
(গ) তপনের বাবা (ঘ) তপনের কাকা

উত্তরঃ (খ) ছােটো মেসাে।

২৮. তপন মামার বাড়িতে কার বিয়ে উপলক্ষ্যে এসেছে ?
(ক) ছোটো মামার বিয়ে
(খ) ছােটো মাসির বিয়ে
(গ) বড় দাদার বিয়ে
(ঘ) বড় দিদির বিয়ে

উত্তরঃ (খ) ছােটো মাসির বিয়ে।

২৯. নিজের লেখা গল্প পড়ে তপনের যা হয়েছিল–
(ক) আনন্দে আপ্লুত হয়েছিল
(খ) গায়ে কাঁটা দিয়ে উঠেছিল
(গ) চোখে জল এসে গিয়েছিল
(ঘ) গায়ে জ্বর এসেছিল।

উত্তরঃ (খ) গায়ে কাঁটা দিয়ে উঠেছিল।

৩০. তপন তার প্রথম গল্পটি লিখেছিল–
(ক) সকালবেলা (খ) দুপুরবেলা
(গ) বিকেলবেলা (ঘ) রাত্রিবেলা

উত্তরঃ (খ) দুপুরবেলা।

৩১. ‘নতুন মেসোকে দেখে জানলে সেটা’ – জানার বিষয়টি হল–
(ক) মেসাে একজন লেখক
(খ) মানুষ-ই গল্প লেখে
(গ) তার গল্প ছাপা হবে
(ঘ) সে গল্প লিখতে পারে

উত্তরঃ (খ) মানুষ-ই গল্প লেখে।

৩২. তপনের গল্প হাতে পেয়ে ছােটো মেসােমশাই কী বলেছিলেন ?
(ক) গল্পটা ব্যাপক হয়েছে
(খ) এই গল্পটাই একটু ‘কারেকশন’ করতে হবে
(গ) তুমি গল্প লিখে যাও
(ঘ) গল্পটি ছাপাতেই হবে

উত্তরঃ (খ) এই গল্পটাই একটু ‘কারেকশন’ করতে হবে।

৩৩. ‘কখন তপনের গল্প নিয়ে কথা ওঠে’ –
(ক) সকালে (খ) রাতে (গ) সন্ধ্যায়
(ঘ) বিকেলে

উত্তরঃ (ঘ) বিকেলে।

৩৪. তপন আহ্লাদে হয়ে যায়—
(ক) আত্মহারা (খ) দুঃখিত
(গ) কাঁদো কাঁদো
(ঘ) বিহ্বল

উত্তরঃ (গ) কাঁদো কাঁদো।

৩৫. ‘তপনের হাত আছে’ কথাটির অর্থ হল–
(ক) হস্তক্ষেপ (খ) জবরদস্তি (গ) মারামারি
(ঘ) ভাষার দখল

উত্তরঃ (ঘ) ভাষার দখল।

৩৬. তপনকে যে নেশায় পেয়েছিল-
(ক) টিভি দেখার (খ) গল্পের বই পড়ার
(গ) ক্রিকেট খেলার (ঘ) গল্প লেখার

উত্তরঃ (ঘ) গল্প লেখার।

৩৭. তপনকে নিজের লেখা গল্পটি কে পড়ে শােনাতে বলে—
(ক) তপনের মা (খ) ছােটোমাসি
(গ) ছােটো মেসােমশাই (ঘ) মেজোমাসি

উত্তরঃ (ক) তপনের মা।

৩৮. “আরে বাবা খেপছিস্ কেনো ?”- এই মন্তব্যটি করেন—
(ক) তপনের মেজো কাকা (খ) তপনের মা
(গ) তপনের ছােটোমাসি
(ঘ) তপনের ছােটো মেসােমশাই

উত্তরঃ (গ) তপনের ছােটোমাসি।

৩৯. জ্ঞানচক্ষু গল্পে কোন ঋতুর দুপুর বেলার কথা বলা হয়েছে ?
(ক) শরৎকাল (খ) গ্রীষ্মকাল (গ) বর্ষাকাল
(ঘ) বসন্তকাল

উত্তরঃ (খ) গ্রীষ্মকাল।

৪০. মায়ের চাপে তপনকে বিয়েবাড়িতে কী নিয়ে যেতে হয়েছিল ?
(ক) গল্পের খাতা (খ) হিসাবের খাতা
(গ) হোমটাস্কের খাতা (ঘ) আঁকার খাতা

উত্তরঃ (গ) হোমটাস্কের খাতা।

৪১. নতুন মেসোমশাই হলেন একজন—
(ক) বই প্রকাশক (খ) চিকিৎসক (গ) লেখক
(ঘ) গায়ক।

উত্তরঃ (গ) লেখক।

৪২. কথাটা শুনে তপনের চোখ-
(ক) লাল হয়ে গেল (খ) জ্বালা শুরু হল
(গ) মারবেল হয়ে গেল (ঘ) বুজে গেল

উত্তরঃ (গ) মারবেল হয়ে গেল।

৪৩.’তারমানে তপনকে এখন _________ বলা চলে।’—
(ক) গায়ক (খ) লেখক (গ) তবলা বাদক
(ঘ) গিটার বাদক

উত্তরঃ (খ) লেখক।

৪৪. ‘রত্নের মূল্য’ বলতে আসলে কি বুঝানো হয়েছে ?
(ক) হীরের মূল্য (খ) সোনার মূল্য
(গ) লেখার মূল্য (ঘ) পান্নার মূল্য।

উত্তরঃ (গ) লেখার মূল্য।

৪৫. আশাপূর্ণা দেবী রচিত ‘জ্ঞানচক্ষু’ গল্পে ‘জহুরী’ হলেন—
(ক) নতুন মেসো (খ) পুরোনো মেসো
(গ) ছোট মামা (ঘ) তপন।

উত্তরঃ (ক) নতুন মেসো।

৪৬. ‘মাথার চুল খাড়া হয়ে উঠল।’ তার কারণ হলো—
(ক) নিজের গল্প পড়ার আনন্দ
(খ) নতুন মেসোর ব্যবহার
(গ) ভূতের গল্প শুনে
(ঘ) অজানা আতঙ্কে

উত্তরঃ (ক) নিজের গল্প পড়ার আনন্দ।

৪৭. ‘মেসোর উপযুক্ত কাজ হবে সেটা’- উপযুক্ত কাজটি হলো—
(ক) গল্প লিখে দেওয়া
(খ) তপনকে গল্প লেখা শিখিয়ে দেওয়া
(গ) তপনকে অংক শেখানো
(ঘ) তপনের গল্প ছাপিয়ে দেওয়া

উত্তরঃ (ঘ) তপনের গল্প ছাপিয়ে দেওয়া।

৪৮. নিজের লেখা গল্পটি পাঠ করতে গিয়ে তপন দেখে—
(ক) গল্পের নাম বদলে গেছে
(খ) গল্পের প্রতিটি লাইন নতুন
(গ) গল্পের লেখকের নাম বদলে গেছে
(ঘ) গল্প কালেকশন হয়নি ।

উত্তরঃ (খ) গল্পের প্রতিটি লাইন নতুন।

৪৯.তপন কী কারণে ধমক খেয়েছিলো ?
(ক) বাবার কথা অমান্য করার জন্য
(খ) পড়াশােনা না করার জন্য
(গ) নিজের লেখা ছাপানো গল্পটি না পড়ার জন্য
(ঘ) গল্প লেখার জন্য

উত্তরঃ (গ) নিজের লেখা ছাপানো গল্পটি না পড়ার জন্য।

৫০. তপন সবচেয়ে দুঃখ পেল কখন ?
(ক) গল্পটি ছাপাতে না দেওয়ার জন্য
(খ) যখন তাকে মুভি দেখতে দেয়া হয়নি
(গ) যখন অন্যের লেখা লাইন পড়তে হয়েছিল
(ঘ) গল্প ছাপা না হওয়ার জন্য,

উত্তরঃ (গ) যখন অন্যের লেখা লাইন পড়তে হয়েছিল।

📌 আরও দেখুনঃ

1. মাধ্যমিক বাংলা পাঠ্যসূচী ২০২৪-২৫ Click Here

2. মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৫ Click Here

3. মাধ্যমিক বিগত বছরের সমস্ত বিষয়ের প্রশ্নপত্র | Madhyamik Previous Years Question Paper Click Here

4. মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি অনলাইন MCQ মক্ টেস্ট | Madhyamik Preparation MCQ Mock Test Click Here

📌 অন্যান্য বিষয় দেখুনঃ

1. দশম শ্রেণির ইংরেজি সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

2. দশম শ্রেণির ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

3. দশম শ্রেণির ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

4. দশম শ্রেণির জীবন বিজ্ঞান সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

5. দশম শ্রেণির ভৌত বিজ্ঞান সমস্ত অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

Leave a Reply